Monsoonletters

Monsoonletters A literary publication based in Bangladesh that promotes poetry and creative writing. Monsoon Letters aims to encourage creativity from all over the world.

"Be a Monsooner" at our website below and start submitting your work for the monthly print-based, web-based journals or the yearly anthology series! You may submit poetry, translations, short stories, non-fiction, etc in English and/or Bengali. Creativity is not limited to writing, we also look for photography, artwork, book reviews and travelogue submissions! Submissions: [email protected]

16/12/2024

We are now accepting submissions for our upcoming bilingual poetry collection, 2024!

You can send your submissions to [email protected]
Or at Lotus Kamal Tower-One, 9th Floor
57 Joar Sahara C/A, Nikunja 2, Dhaka 1229, Bangladesh.

Deadline for Submissions: 28 December, 2024

মনসুন লেটারস এর ২০২৪ এর অনাগামী সংকলনের জন্য কবিতা সংগ্রহ চলছে!
আপনার লেখা কবিতা পাঠাতে পারেন: [email protected]
অথবা লোটাস কামাল টাওয়ার-১, ১০ম তলা, ৫৭ জোয়ার সাহারা বাণিজ্যিক এলাকা, নিকুঞ্জ ২, ঢাকা ১২২৯, বাংলাদেশ।

ডেডলাইন: ২৮ ডিসেম্বর, ২০২৪

🙏
13/12/2024

🙏

A Garden Full of Loveby Sajid Ahsan DipraA heavy lower jawand a burning heart has convincedyou you’re a dragonFree to li...
24/11/2024

A Garden Full of Love
by Sajid Ahsan Dipra

A heavy lower jaw
and a burning heart has convinced
you you’re a dragon
Free to lift up my roof
a hundred feet and light it into
a bright red cloud
From which soot,
black as intent,
falls with a little bit of abandon and a little
bit of indecision.
The floor is revolting like
the sky—they have each other
why need I be sorry?
When you moved me you really
knocked me
off these blades of coal
about to premiere
a swift combustion
edited for frailties,
hidden, witless, forgotten.
This room without a roof
would never call to the sea
and ask to be drowned
to be buried and gone.

অবজ্ঞার মিছিলে মিলে গেলে প্রিয় শোক⁠—আহারি উঠোনে অনাহারি ভৃত্য হয়ে ওঠে শঙসৎ।পোড় কয়লার কফিনে, সহনরোদ এলে আত্মভোগে,পাশ ফিরে...
03/11/2024

অবজ্ঞার মিছিলে মিলে গেলে প্রিয় শোক⁠—
আহারি উঠোনে অনাহারি ভৃত্য হয়ে ওঠে শঙসৎ।
পোড় কয়লার কফিনে, সহনরোদ এলে আত্মভোগে,
পাশ ফিরে বিষাদে-আঁতাতে, অবিচল গোরস্থানে⁠—
তাকে পাওয়া যাবে, কোলাহল ফুরিয়ে গেলে।
একাসন্ধ্যা। অন্ধত্বে।

এলোমেলো উইপোকা দ্রোহে–
বেহায়া শোকের অধর ভেসে এলে নির্লিপ্ত উচ্ছল্যে,
কেন বিবিধ অসন্তোষে মৃত্যু এতো কথা বলে!
আমি তো যাবোই। এইভাবে?

অপেক্ষাকৃত কম বিষে,
শুধু যে মুখ ভাসে নির্বাসিত দীর্ঘশ্বাসের আয়ুতে⁠—
ভালোবাশেনা। সাধারণবাশে!

এইসব সহনীয় অসহনীয় কয়েদক্লান্তি
রোধ করে এলে সমস্ত অধিকৃত পথের ফুসফুস,
অস্তিত্ব সংকটের গর্ভে ফের জন্মে প্রেম;

দূরত্ব তবুও অবসাদে-সংকল্পে,
হাঁটু গেড়ে বসে থাকে বিভিন্ন মানুষের খোলসে।
ন্যাকা ভিখেরির অভ্যাসমতো অস্ফুট বিনয়ে, বলে⁠—
প্রকাশ্যে যদিওবা অবহেলা করে,
যেন অন্তরালে ভালোবাশে;
একাসন্ধ্যা। অন্ধত্বে।

- রাইসুল নয়ন।

my mother is still a child  when I wrap my hand around her shoulder on the Rickshaw, she breaks down crying like a littl...
30/10/2024

my mother is still a child
when I wrap my hand around her shoulder
on the Rickshaw, she breaks down crying
like a little girl who has known only grief
She sobs into my arms and tells me about
her withered dreams in 10th, when her mother died
and her father, who followed suit
she speaks to me of a loneliness I will never understand
she speaks to me about the reasons of living
of how there is hope to be found in the hollow of my being
my mother is still a child when she weeps in the prayer mat during Shizdah
Obstinate in her refusal to bask in the sun for once
When I wanted to claw my way out of her body
And in that pain, the blood/screams/tears she chose life. I am life.
My mother is still a child
I have outgrown her seven summers ago
I always thought myself a wound in this world
not belonging anywhere, an empty you couldn’t trace with your fingers
but the truth is rather convoluted, you see?
Maybe, only maybe
I am the streak of sunlight across the horizon
The soft morning breeze in the cold
The ache in the moonlight, or the warmth in song
For my mother is still a child
But now she has a pair of arms
to sob into

- A M Fahad.

আমরা আটকে ছিলাম এক অন্ধকার বদ্ধ ঘরে;যেখানে শোনা যেতো না বাইরের শব্দ,যেখানে পৌঁছত না দুনিয়ার পরিবর্তনের আলো,যেখানে দেখা ...
22/10/2024

আমরা আটকে ছিলাম এক অন্ধকার বদ্ধ ঘরে;
যেখানে শোনা যেতো না বাইরের শব্দ,
যেখানে পৌঁছত না দুনিয়ার পরিবর্তনের আলো,
যেখানে দেখা যেতো না নিজেদেরই -
না তোমাকে দেখতাম,না তুমি আমাকে।

আমরা বন্দী ছিলাম এক লোহার খাঁচায়,
যেখানে ঢুকতে পারত না জাগতিক অনুভূতি,
যেখানে সীমাবদ্ধ ছিল আমাদের বিচরণ,
যেখানে ছোঁয়া যেতো না নিজেদের -
না তুমি ছুঁতে,না আমি তোমাকে।

আমরা ঘুমিয়ে গিয়েছিলাম সেই রাতে,
যখন জেগে ছিল সারা পৃথিবী,
যখন জেগে থাকার কথা ছিল তোমার আমার,
যখন আলো জ্বালানোর কথা ছিল একসাথে,
যেখানে ঘুম ভাঙেনি আমাদের -
না তোমার ,না আমার।

আমরা ভেসে ছিলাম সেই সাগরে,
যেখানে ডুবে যায় সব দম্পতি,
যেখানে আলো দেখা পাপ,গভীরে সৌন্দর্য,
যেখানে খুঁজে পাওয়া যায় স্থায়ীকরণের মহৌষধ,
যেখানে ভেসে ছিলাম আমরা,
তুমি ,আমি।

আমরা পথ চিনেছিলাম সেই অরণ্যের,
যেখানে পথ হারানোই সফলতার পূর্বশর্ত,
যেখানে টিকে থাকাই ভবিষ্যতের রসদ,
যেখানে সংগ্রাম করাই ভালোবাসার প্রমাণ,
সেখানে আমরা হেঁটেছি পা মেপে,
আমি, তুমি।

আমরা একসাথে গান গাইনি কখনও,
আমরা একসাথে মিছিলে নামিনি কখনও,
আমরা একসাথে ভোর কাটাইনি কখনও;

আমরা একসাথে ছুটেছি সময়ের বিপরীতে -
স্বল্প পথ,
আমরা একসাথে হাতে হাত রেখেছি গানের সুরে -
স্বল্প সময়,
আমরা একসাথে খুঁজেছি ভবিষ্যত, হতাশার রূপে -
নিকট দুরত্ব,
আমরা একসাথে স্বপ্ন দেখেছি মাঝরাতে -
অল্প ব্যাপ্তিতে;

আমরা একসাথে ইতিহাস লেখেছি,ইতিহাসের পুনঃমূল্যায়ন করিনি,

আমরা একসাথে ভালোবেসেছি,অতীতের ভুল শুধরে নেই নাই,

আমরা একসাথে কষ্ট পেয়েছি -
কিন্তু একসাথে প্রশমন করি নাই,
শুধু একজনের কষ্ট আরেকজনের উপর চাপিয়ে দিয়ে - দ্বিগুণ কষ্ট জমিয়ে - খুঁজে নিয়েছি সুখের সংসার;

শুধু দুঃখ পিঠে চাপিয়ে দেওয়াই ভালোবাসা না,সুখের সমবন্টনও জরুরি।

- মুহাম্মদ মোস্তাকিম।

কোন এক ব্যাথার ভেতর চিত্রল হরিণের মতো উবু হয়ে থাকি,আকাশে জাগে জোনাকির ফোয়ারা,কাছাকাছি এসে শামুকের মতো ঢুকে যাইযার যার খো...
21/10/2024

কোন এক ব্যাথার ভেতর চিত্রল হরিণের মতো উবু হয়ে থাকি,
আকাশে জাগে জোনাকির ফোয়ারা,
কাছাকাছি এসে শামুকের মতো ঢুকে যাই
যার যার খোলসে...
খোলস থেকেই বের হলেই ফুল হয়ে
ফুটি
এক শামুক জন্ম নিয়ে আক্ষেপ করতে
থাকি।
সমুদ্র মন্থনে জানি স্মৃতির অক্ষর
পথ পেরোলেই ভুলে যাই পাতার মর্মর
কানাঘুষা আসন্ন বসন্তের
শামুক জন্ম পেরিয়ে তাই আমি ফুলের।

- ফাত্তাহ আমিন চৌধুরী সিয়াম।

তুমি যেন ফুটন্ত গোলাপশীতের আগমনী বাতাসেকুয়াশা ভেজা সকালেখেজুরের রসের গন্ধেলেপ্টে আছো, কবিতা!তুমি সবুজ পাতাউজ্জীবিত করো প...
20/10/2024

তুমি যেন ফুটন্ত গোলাপ
শীতের আগমনী বাতাসে
কুয়াশা ভেজা সকালে
খেজুরের রসের গন্ধে
লেপ্টে আছো, কবিতা!

তুমি সবুজ পাতা
উজ্জীবিত করো প্রাণ
তুমি হৃদয়ের বার্তাপ্রেরক
তুমি আমার কবিতা।

- আমিনুল ইসলাম ইমন।

“We love life whenever we can.We dance and throw up a minaret or raise palm trees for the violets growing between two ma...
17/10/2024

“We love life whenever we can.

We dance and throw up a minaret or raise palm trees for the violets growing between two martyrs.

We love life whenever we can.

We steal a thread from a silk-worm to weave a sky and a fence for our journey.

We open the garden gate for the jasmine to walk into the street as a beautiful day.

We love life whenever we can.

Wherever we settle we grow fast-growing plants, wherever we settle we harvest a murdered man.

We blow into the flute the colour of far away, of far away, we draw on the dust in the passage the neighing of a horse.

And we write our names in the form of stones. Lightning brighten the night for us, brighten the night a little.

We love life whenever we can.”

–Mahmoud Darwish,
“We Love Life Whenever We Can” from Fewer Roses (1986)

Photo by Édouard Boubat

আমাদের খুব সম্ভবত সুন্দর একটা জীবন হতে যাচ্ছে রে, শৈল। জানালা খুললে দেখবি কন্সট্রাকশন বিল্ডিং টা হাওয়া হয়ে  গেছে। আর ওখা...
16/10/2024

আমাদের খুব সম্ভবত সুন্দর একটা জীবন হতে যাচ্ছে রে, শৈল। জানালা খুললে দেখবি কন্সট্রাকশন বিল্ডিং টা হাওয়া হয়ে গেছে। আর ওখানে এত বড় উঠোন টা ফিরে আবার এসেছে। ছেলে-পেলেরা খেলছে। একদিকে মা রা বসে চুল আচড়াচ্ছে। এসব দেখতে দেখতে জানালা দিয়ে সুড়ুৎ করে একটা পাখি ঢুকে পড়বে। আর আমরা পাখিটির পেছনে ঘরময় দৌড়াব। পা বেঁধে যাবে টেবিলের কিনারায়,মাটিতে বসে পড়লে চিৎকার করে ডাকব সবাই কে। সবাই তড়িঘড়ি করে এসে পড়লেই আমরা ফিক করে হেসে উঠব। যারা অভিমান করবে,তাদের দরজার নিচে গিয়ে চিরকুট দিয়ে আসব। রঙিন কাগজে এলেবেলে লেখা। আমাদের অপরিপক্কতা দেখে কেউ অভিমান করে থাকতে পারবে,বল? অন্তত এই সমস্ত বিবিধ বিষয়ে লেকচার দিতে হলেও সামনে এসে দাঁড়াতে হয়। তখন তাকে এত শক্ত করে জড়িয়ে ধরব যে আকাশ থেকে বৃষ্টি ই নেমে আসবে তা দেখতে। বারান্দার টবে জমতে থাকা পানিতে আমরা সমস্ত বিষাদ ডুবিয়ে মারব।
ঐসব ইন্সট্রাগ্রাম সোশ্যাল মিডিয়ায় কিসব বলেনা,ইউ ক্যান্ট মেইক আ হোম আউট অফ সামওয়ান! ওসবের তুড়ি মেরেই আমরা দিব্যি বেঁচে থাকব দেখিস। এই ঘর,ঐ ঘর-সব ই মানুষ, সবাই আমাদের ঘর হবে।

লোকে বলবে এ তো ইউটোপিয়া! ইউটোপিয়াই তো। এত অস্থির,বিষন্ন পৃথিবীতে ঘরটাই যদি ইউটোপিয়া না হয়,তাহলে আমরা বেঁচে থাকব কিভাবে!

-ট্যু অল দ্যা সোউলস হু কিলড দেমসেলভেস।
© সামিহা ইসলাম জিনিয়া।

Hold my hands, and hold your breath.It’s warm inside the house I tried to build inside your chest.I am not who I am when...
13/10/2024

Hold my hands, and hold your breath.
It’s warm inside the house I tried to build
inside your chest.
I am not who I am when it comes to you,
I am the dust in the corner of your eyes
You wish to wash away, My heart is heavy
and brave. My hands are gestures of love, with time slipping through grains of sand sitting on your bedside table hourglass.
I am not who I am when it comes to you,
Can you see my legs are shaking like a nervous dog?
Hold my bones, and I’ll hold my breath.
It’s getting cold inside the house I tried to build inside your chest.
0

গবাদি জীবন তুলে রেখে কোনো অসহ্য নির্জনে, তুমি আর দেখোনা আমি কেমন দলে দলে হেঁটে যাই পূর্ণিমা মাড়িয়ে। তখন পথে শাশ্বত লাল ম...
10/10/2024

গবাদি জীবন তুলে রেখে কোনো অসহ্য নির্জনে,
তুমি আর দেখোনা আমি কেমন দলে দলে হেঁটে যাই পূর্ণিমা মাড়িয়ে। তখন পথে শাশ্বত লাল মুছে যায় গভির ঘৃণায়।
তোমার দারে বিহ্বল যে গাছ,
তার পরিচিত শেকর ও প্রাচীণ সখ্যতা
নগ্ন চাঁদের সাথে যে শঙ্খচিল প্রেমে মগ্ন
এবং তার শৈশবের গোলাপ-
যে যার যায়গা থেকে ধুকে ধুকে বুকে একরাশ অবিচার নিয়ে তোমার কাছে ফেরে,
শুকতারার আলিঙ্গনে কিংবা হাত ফসকে পড়ে যাওয়া ভিষণ অশ্লিল কোনো নোটের ছবিতে,
পুরোটাই বেঁচে থাকা অভিনয়ে।
তুমি দেখোনি আমার মায়ের পেটে ফিরে যাওয়া,
নিজের বুক খালি করে।

এসব দীর্ঘ স্নায়ুতাড়িত রাতে কেবল বিস্তীর্ণ ভূমি জুড়ে ক্লান্তির সংগঠন। পৃথিবীর বুকে টানাপোড়ন পড়ে তোমার গোপন অমাবস্যার। তবু আমি চাই তুমি জোছনা দেখো
এবং দেখো,
কী প্রচন্ড ভিখীরির জীবন বেছে নিতে হয়, ভালোবেসে যুদ্ধে গেলে।
সেইসব হাতে আঘাত দেওয়া রাত্রির ছায়ায় আমি সমর্পণে আগলে রাখি নিজেকে, তুমি তা জানোনা অথচ দুরত্ব ইঞ্চিও বাড়েনি কোনো অকস্মাৎ ভোরে!
চিরাচরিত জীর্ণতায় সব ব্যস্ততা সন্ধ্যার আকাশে একা ফানুস ওড়ায়,
তোমার জানলা দিয়ে মেঘ বাদে দেখা যায় একটা অসস্তিকর শুন্যতা।

মৃত্যুর ফসলবোনা তোমার ওই রোজকার বিছানাজুড়ে মাইলকে মাইল নেই কোনো আমিহীণতা। তবুও কেমন শুন্য এদিকটার যাপিত রাত।
শেষকালের বুড়ো বটের তলায় যখন আমরা সবাই ফিরে যাই ব্যক্তিগত পবিত্রতা রক্ষার্থে, সেই একই মিথ্যে আত্মশুদ্ধি,
তোমার সাথে আমার তখন দেখা হয়ে যায়,
যেমনটা দেখা হয় আছড়ে পড়া স্রোতের সাথে সদ্য ভেজানো জোড়া পায়ের।
আমি মিশে যাই অচেতন কোনো মিছিলের সাথে, তোমার অসাড় চোখ বন্ধ হয়ে আসে ধীরে।
শুকনো ঘুম আর ঘুমের ভেতর তোমার একাকিত্বের জীবন
তোমার অসুখী স্বপ্ন
আদিম সেই স্বপ্ন
এবং আড়ালে থাকা টুকরো জীবন। কষ্মিনকালেও তুমি জানবেনা

কোন সে টানে মানুষ নুইয়ে পড়ে কুমড়ো লতার মতো,
কোন সে টানে আমি নুইয়ে পড়ি তোমার অন্তরালে।

তারপর সময় আসে মনের জলাবদ্ধতা দূর করে ঘরে ফেরার। রাস্তায় বেসামাল বৃষ্টিপাত।
কঠিন হয়ে যায় এক পা, দু’পা আগানো।

সেইসব নিষ্পাপ ফিরে আসার দিনগুলো তুলে রাখো তুমি বাকির খাতায়।
অথচ আমার পৃথক বাস্তবতায়
ফুলশয্যার মতন মনে হয় যেন।
তারপর দীর্ঘকাল যাবৎ ক্ষয়ে যাওয়া পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে পড়ে
অনাকাঙ্খিত
অসহনীয়
শিলাবৃষ্টি।

মাথা ঠুকে মেঝেতে পড়ে থাকে বাতিল শব্দের অবরোধ।

- রিদাকা জান্নাহ

Address

Lotus Kamal Tower/One 9th Floor, 57 Joar Sahara C/A Nikunja 2, Dhaka 1229
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Monsoonletters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monsoonletters:

Share

Category