22/10/2024                                                                            
                                    
                                                                            
                                            আমরা আটকে ছিলাম এক অন্ধকার বদ্ধ ঘরে;
যেখানে শোনা যেতো না বাইরের শব্দ,
যেখানে পৌঁছত না দুনিয়ার পরিবর্তনের আলো,
যেখানে দেখা যেতো না নিজেদেরই -
না তোমাকে দেখতাম,না তুমি আমাকে।
আমরা বন্দী ছিলাম এক লোহার খাঁচায়,
যেখানে ঢুকতে পারত না জাগতিক অনুভূতি,
যেখানে সীমাবদ্ধ ছিল আমাদের বিচরণ,
যেখানে ছোঁয়া যেতো না নিজেদের -
না তুমি ছুঁতে,না আমি তোমাকে।
আমরা ঘুমিয়ে গিয়েছিলাম সেই রাতে,
যখন জেগে ছিল সারা পৃথিবী,
যখন জেগে থাকার কথা ছিল তোমার আমার,
যখন আলো জ্বালানোর কথা ছিল একসাথে,
যেখানে ঘুম ভাঙেনি আমাদের -
না তোমার ,না আমার।
আমরা ভেসে ছিলাম সেই সাগরে,
যেখানে ডুবে যায় সব দম্পতি,
যেখানে আলো দেখা পাপ,গভীরে সৌন্দর্য,
যেখানে খুঁজে পাওয়া যায় স্থায়ীকরণের মহৌষধ,
যেখানে ভেসে ছিলাম আমরা,
তুমি ,আমি।
আমরা পথ চিনেছিলাম সেই অরণ্যের,
যেখানে পথ হারানোই সফলতার পূর্বশর্ত,
যেখানে টিকে থাকাই ভবিষ্যতের রসদ,
যেখানে সংগ্রাম করাই ভালোবাসার প্রমাণ,
সেখানে আমরা হেঁটেছি পা মেপে,
আমি, তুমি।
আমরা একসাথে গান গাইনি কখনও,
আমরা একসাথে মিছিলে নামিনি কখনও,
আমরা একসাথে ভোর কাটাইনি কখনও;
আমরা একসাথে ছুটেছি সময়ের বিপরীতে -
স্বল্প পথ,
আমরা একসাথে হাতে হাত রেখেছি গানের সুরে -
স্বল্প সময়,
আমরা একসাথে খুঁজেছি ভবিষ্যত, হতাশার রূপে -
নিকট দুরত্ব,
আমরা একসাথে স্বপ্ন দেখেছি মাঝরাতে -
অল্প ব্যাপ্তিতে;
আমরা একসাথে ইতিহাস লেখেছি,ইতিহাসের পুনঃমূল্যায়ন করিনি,
আমরা একসাথে ভালোবেসেছি,অতীতের ভুল শুধরে নেই নাই,
আমরা একসাথে কষ্ট পেয়েছি -
কিন্তু একসাথে প্রশমন করি নাই,
শুধু একজনের কষ্ট আরেকজনের উপর চাপিয়ে দিয়ে - দ্বিগুণ কষ্ট জমিয়ে - খুঁজে নিয়েছি সুখের সংসার;
শুধু দুঃখ পিঠে চাপিয়ে দেওয়াই ভালোবাসা না,সুখের সমবন্টনও জরুরি।
- মুহাম্মদ মোস্তাকিম।