আজকে শীত কেমন আপনার এলাকায়? নারায়ণগঞ্জ এ বেশ ঠান্ডা পরেছে আজকে। শুভ সন্ধ্যা সবাইকে।
নারীর মন মুভিতে এই দৃশ্যের সংলাপগুলো আউটস্ট্যান্ডিং ছিলো৷ পুরো সংলাপ জুড়ে শাবনূরের যে হাহাকার এমন অভিনয় আমি কোথাও দেখিনি।
আমি একজন নারী, আমার একটাই মন। এই নিয়ে মুভির নামকরণ করা হয় ❝নারীর মন❞ 🔥
কে কে স্কুইড গেইম ড্রামাটা দেখেছেন। গেইমগুলো বেশ এনজয়েবল ছিলো। বিশেষ করে ❝রেড লাইট, গ্রিন লাইট❞ গেইম টা বেস্ট ছিলো।
দেবদাস মুভিতে ঐশ্বরিয়ার সৌন্দর্য দেখার মত ছিলো। অভিনয় ত ছিলো লা জবাব। মুভিটাও এক কথায় অসাধারণ 👌 তাই সময় পেলে মুভির ক্লিপ্স গুলো দেখতে বসে যাই।
🌺 শুভ জন্মদিন ঢালিউড সুপারস্টার শাবনূর 🌺
শাবনূর অধ্যায় আমাদের ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। ঢাকাইয়া চলচ্চিত্রের এক সময়ের অপ্রতিরোধ্য সুপারস্টার তারকা শাবনূর। যার নামেই অনেক হিট সুপারহিট মুভি রয়েছে।
একটা প্রজন্মের প্রায় সবাই বলতে গেলে শাবনূরের ভক্ত। জনপ্রিয়তায় শাবানা পরবর্তী সবচেয়ে বড় তারকা বলা হয় শাবনূরকে। শাবনূর ইন্ডাস্ট্রিতে নেই এক যুগের বেশি, তারপরও শাবনূরের চাহিদা, জনপ্রিয়তা এক বিন্দুও ভাটা পড়েনি।
শাবনূরের জন্মদিনে বিনোদন পেইজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ❝শুভ জন্মদিন❞ 💐
Evergreen song 💚
ভীষণ পছন্দের একটি গান 🎶
থাইল্যান্ডের সমুদ্র সৈকত। কত সুন্দর পরিষ্কার পানি সাথে মাছগুলো দেখতে ভীষণ উপভোগ্য। এনজয় করার মত দৃশ্য 💚
একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠাতে পারে,,,, মায়ের দোয়া ও আদর্শবান স্ত্রীর সহযোগিতায়।
হাসিমুখে নতুন দিনের সূচনা করুন
আশা করি দিনটি সবার ভালো কাটবে ❤️
শুভ সকাল সবাইকে 💐
ইট মারলে আসলেই পাটকেল খেতে হয়। যে অন্যকে সম্মান দিতে পারে না, তার নিজের সম্মান নিয়েও প্রশ্ন থেকে যায়।
#Shabnoor
মান্না শাবনূরের জুটি হয়ে প্রথম মুভি ❝স্বামী স্ত্রীর যুদ্ধ❞। মান্না শাবনূরের দুর্দান্ত অভিনয়ের জন্য ২০০২ সালের সবচেয়ে ব্যবসাসফল মুভি ছিলো এটি। ছবিতে জেদী আর অহংকারী চরিত্রে পুরাই আগুন শাবনূর। নেগেটিভ কেরেক্টারে শাবনূর অভিনয় সত্যিই অসাধারণ।