07/01/2025
হে আমার শীত বিলাসী মন! এই দৃশ্য দেখেও তোমার বুঝি বিলাসিতা কাটছে না? তোমার চাহত এখনো বাড়ছে! তুমি এখনো নিয়মতের অভিযোগে মহান রবের সাথে নাফরমানী কর! তুমি কখন বুঝবে বলো! কখন তোমার খাহেশ পূর্ণ হবে? আর কত নিয়ামত হলে তুমি তুষ্ট হবে? বলো না হে আমার বেহায়া না-শোকরগুজার মন! 😭😭😭😭