বাঙ্গালী

বাঙ্গালী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাঙ্গালী, News & Media Website, Dhaka.

25/12/2024
25/12/2024

পাকিস্তান এর যুদ্ধ-বিমান থেকে ছোড়া গোলার আঘাতে আফগানিস্তান এর ৭ টি গ্রাম ধ্বংস। তালেবান রা তার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ।

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)কল...
25/12/2024

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি । আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার ?
(তিনি তাকে চিনতে পারেন নি । চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারবনা কেন ? অবশ্যই চিনেছি।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী ?
- কলিমউল্লাহ।
- হ্যাঁ, তাই তো। কলিমউল্লাহ। এখন পরিষ্কার মনে পড়েছে। তুমি কি খাওয়াদাওয়া করেছ ?
- জি না স্যার ।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও । আয়োজন খুব সামান্য । ভাত, ডিম ভর্তা । ঘরে আরো ডিম আছে । তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না।
কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না । আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি ।
- জরুরী কাজটা কী ?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান ।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা ?
- আমি জানি না । তবে স্যার আপনার ভয়ের কিছু নেই । আমি সঙ্গে আছি ।
ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো ?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না । মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব ।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই । আমি খুব ক্ষুধার্ত । সকালে নাশতা করিনি।
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার।
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি । আমার সঙ্গে কি কথা বুঝলাম না । সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি । প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন ।
কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে । কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ।
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির । ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন । ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না । চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন । বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন । তাঁদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে....

(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

ছেলের কপালে চুমু দিয়ে তথাকথিত ছাত্র আন্দোলন থেকে ছেলেকে গ্রেফতারের দৃশ্য কে না দেখেছে । পাবলিক বলেছে এমন মা কতজনের আছে ...
24/12/2024

ছেলের কপালে চুমু দিয়ে তথাকথিত ছাত্র আন্দোলন থেকে ছেলেকে গ্রেফতারের দৃশ্য কে না দেখেছে । পাবলিক বলেছে এমন মা কতজনের আছে ? এমন মা দের সালাম দিতে দিতে জীবন যায় ।

এখন সব চুপ । কারন এই ছেলের নাম সানিয়াত । বিএনপি নেতা বরকতুল্লা ভুলুর ছেলে ।

ওরা জেলে যায , আন্দোলন করে নিজেদের পেট এর টানে । সমাজ রক্ষা বা সমাজের অসমতা দূর করার জন্য না ।

কত নাটক ,কত অভিনয় !! ফলাফল বাংলাদেশের একমাত্র বন্ধু রাষ্ট্র এখন পূর্ব তিমুর । যার নাম আপনি শুনেছেন কি না সন্দেহ । সোজা করে বললে সোমালিয়ার পাশের দেশ ।

জাতির গন্তব্য এখন সোমালিয়া।

23/12/2024

শেষে গরু ধর্ষন !!

👇👇👇

23/12/2024

গত ৭২ ঘন্টায় দেশে মোট ৬৫ জন হ*ত্যা"
বর্তমান লাল বিপ্লবীদের বাংলাদেশ 😢

স্থানীয় মানুষের ধারনা পাকিস্তানী জাহাজ থেকে অস্ত্র খালাস এর পর সব গোপন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে ।
23/12/2024

স্থানীয় মানুষের ধারনা পাকিস্তানী জাহাজ থেকে অস্ত্র খালাস এর পর সব গোপন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে ।

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করে রাখা এমভি আল-বাখেরা জাহাজে সাত হত্যাকাণ্ডের পে....

 #আল্লাহর_পথে_যে_বাঁধা_দেয়_তার_চেয়ে_বড়  #জালেম_আর_কে_আছে ?
23/12/2024

#আল্লাহর_পথে_যে_বাঁধা_দেয়_তার_চেয়ে_বড় #জালেম_আর_কে_আছে ?

সোনা বাহিনী ....তুমি কার ?যে লাগায় আমি তার ।😜
22/12/2024

সোনা বাহিনী ....তুমি কার ?
যে লাগায় আমি তার ।😜

22/12/2024

এই মামুন, সামিনা লুৎফাসহ ঢাবি শিক্ষকদের এই টিম টা জুলাই আন্দোলনের জন্য রাস্তা তৈরি করেছিল। জুন এর শেষ দিকে এরা ই প্রথমে আন্দোলন শুরু করে পেনশন স্কীমের ব্যাপারটা নিয়ে। এই শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করে বসেছিল বলেই শিক্ষার্থীরা আন্দোলনের জন্য অফুরন্ত সময় পেয়েছে। সেকেন্ড ফেইজে এই গ্ৰুপটা যেভাবে বিপ্লবী হয়ে হঠাৎ বের হয়ে এসেছে, সেটাই সন্দেহজনক। সারপ্রাইজড হয়েছি এদের সাথে ইংলিশ ডিপার্টমেন্টের তাসনিম সিরাজ মাহবুব কে দেখে, স্যরি টু সে ওনাকে সম্মান করে আর ম্যাডাম বলতে পারছি না। এত বছর এই ডিপার্টমেন্টে পড়েও ওনার এই রুপ আর কথার এই টোন দেখি নি কখনো। উনি খালেদ মহিউদ্দিন এর শোতে মামুনুল হকের সঙ্গে টকশোতে এটেন্ড করে বলেছিলেন, 'জুলাই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি কারণ তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি।' তো এটা শোনার পর আমার খুব ইচ্ছা করছিলো ওনাকে জিজ্ঞেস করতে, এত বছর আপনাকে সামনে থেকে দেখেছি, ঠিক কোন জায়গায় আপনি স্বাধীন ছিলেন না, বা স্বাধীনভাবে কথা বলতে পারেন নি? সব সময় দাপটের সাথে চলেছেন, এই বয়সেও আপনার উগ্ৰ পোশাক পরিচ্ছদ অব্যাহত ছিল সবসময়, কখনোই আপনাকে এসবের জন্য বাধার মুখে পড়তে হয় নি। বরং ঢাবিতে আওয়ামী লীগ সরকারের সমর্থনে থাকা শিক্ষক সমিতির সদস্যরাও আপনাকে যথেষ্ট সমীহ করত। তাহলে কোন কারণে আপনার মনে হয়েছে যে 'স্বাধীনতা' ছিল না? আপনাদের মত বামপন্থী শিক্ষকরা গত ১৬ বছরে সব সময় বিজয় দিবস সহ সব দিবস উদযাপন করেছেন, কখনো ছাত্রলীগ এর মধ্যে নাক গলায় নাই। অথচ এ বছর বিজয় দিবসে শিবির আর ছাত্রদলের ছাত্ররা শিক্ষক সমিতিকে বিজয় দিবস পালন করতে দেয় নি, ঢাবির ইতিহাসে প্রথম দেখলাম ছাত্ররা মাঝরাতে শিক্ষক সমিতির অফিসকক্ষে হামলা করেছে, বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে দেয়ার জন্য এনে রাখা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলে ব্যাপক ভাংচুর চালিয়েছে। কই এ ব্যাপারে তো একটি কথাও বললেন না নিন্দা জানিয়ে। আপনাদের এসব বেয়াদব ছাত্র সমন্বয়কদের তুলনায় ছাত্রলীগ তো তাহলে নিষ্পাপ ছিল।

21/12/2024

আল্লাহ আপনার ইজ্জত এর কসম....নবীজী'র শান এ বেয়াদবি করা এই অসভ্য দের আপনি ছেড়ে দিয়েন না । ওরা নবীর শত্রু ,ইসলাম এর শত্রু , জাতির শত্রু ।🙏😢😭

আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার তদন্ত কমিটির প্রত্যেকে অব্যাহতি চাইছে!!মনে হচ্ছে এটা সরকারের আরেকটি মেটিকুলাস ডিজাইন এর...
21/12/2024

আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার তদন্ত কমিটির প্রত্যেকে অব্যাহতি চাইছে!!মনে হচ্ছে এটা সরকারের আরেকটি মেটিকুলাস ডিজাইন এর অংশ ।

20/12/2024

বরিশাল কেন্দ্রীয় কারাগারে আগুন

👇👇👇

রাজনীতিবিদদের ঢালাও সমালোচনা ছাড়ুন।আয়নায় নিজের মুখ দেখুন!রাজনীতিবিদদের ঢালাও সমালোচনা করে বি-রাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে।...
20/12/2024

রাজনীতিবিদদের ঢালাও সমালোচনা ছাড়ুন।
আয়নায় নিজের মুখ দেখুন!

রাজনীতিবিদদের ঢালাও সমালোচনা করে বি-রাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। উদ্দেশ্য বিদেশী শক্তির কাছে দেশকে বিকিয়ে দেয়া। এনজিও সরকার প্রতিষ্ঠা করে সেন্ট মার্টিনসহ পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। দেশের ব্যবসা-বানিজ্য, কলকারখানা ধ্বংস করে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর শোষণের চারণভূমিতে পরিণত করার চেষ্টা চলছে। জাতীয় বুর্জোয়াদের পঙ্গু করে বহুজাতিক কোম্পানির হাতে দেশকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এসব এনজিও কর্তা-ব্যক্তিরা দেশের ক্ষুধার্ত মানুষের পেট দেখিয়ে বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার এনে বিলাসবহুল জীবনযাপন করে এবং উদ্বৃত্ত অর্থ বিদেশে পাচার করে দেয়। নিজেদের ছেলেমেয়েদের বিদেশে রেখে লেখাপড়া শেখায় আর দেশে আদর্শের বড় বড় বুলি আওড়ায়।

এরা শুধু এনজিও কর্মীদের ওপর ফ্যাসিস্ট আচরণই করে না, এরা গৃহকর্মীদের এপর ফ্যাসিস্ট নিপীড়ন করে। মানুষকে বিভ্রান্ত করার জন্য ভোল পাল্টাতে এদের সময় লাগে না। যেমন মৌলবাদীদের সাথে আপোষ করার জন্য তিনি স্লিভলেস থেকে ফুলস্লিভ হয়ে গেছেন!

ফ্যাসিস্টকে তাও একটা ফর্মূলায় ফেলানো যায়। মব হত্যাকাণ্ডের মাধ্যমে যারা ক্ষমতায় আসলেন তাদের কোন ফর্মূলায় ফেলবেন?

কেউ আলহামদুলিল্লাহ বলবেন না ।মানুষের মৃত্যু তে আমরা উৎসব করি না ।এমনকি কোন পশুর মৃত্যু তে ও না ।
20/12/2024

কেউ আলহামদুলিল্লাহ বলবেন না ।
মানুষের মৃত্যু তে আমরা উৎসব করি না ।
এমনকি কোন পশুর মৃত্যু তে ও না ।

আওয়ামী লীগ আমলে নেওয়া গভীর সমুদ্রবন্দর প্রকল্পের ব্যয় ৬,৫৭৩ কোটি টাকা বাড়িয়ে নিয়েছে ইউনূস সরকার। প্রায় সব সংবাদ মাধ্যম ...
20/12/2024

আওয়ামী লীগ আমলে নেওয়া গভীর সমুদ্রবন্দর প্রকল্পের ব্যয় ৬,৫৭৩ কোটি টাকা বাড়িয়ে নিয়েছে ইউনূস সরকার।

প্রায় সব সংবাদ মাধ্যম মাতাবরাড়ী গভীর সমুদ্র বন্দরে ৬ হাজার ৫৭৩ কোটি ব্যয় টাকা বাড়ানোর খবর চেপে যায়।

আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া এই গভীর সমুদ্রবন্দর প্রকল্পের ব্যয় প্রথমে ধরা হয়েছিল ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা, মেয়াদ ধরা হয়েছিল ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম সংশোধনীতে প্রকল্পের খরচ সামান্য বাড়িয়ে ১৭ হাজার ৮০৭ কোটি টাকা নির্ধারণ করা হয়।

সেখান থেকে প্রায় ৩৭ শতাংশ ব্যয় বাড়িয়ে এখন ২৪ হাজার ৩৮১ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে ইউনূস সরকার। সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে তিন বছর। ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সেটি শেষ করতে চায় তারা।

এখানেই শেষ নয়, ব্যয় বাড়ানো হয়েছে টাঙ্গাইলের এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পেও।

আওয়ামী লীগ সরকার এই প্রকল্পের ব্যয় ঠিক করে রেখেছিল সর্বশেষ ১৮ হাজার ৬৭৯ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার সেখান থেকে বাড়িয়েছে ৩৭৬ কোটি ৯৯ লাখ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন হবে ১৯ হাজার ৫৬ কোটি টাকায়।

কেন ব্যয় বাড়ল, তার ব্যাখ্যা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ দিতে পারেননি। ব্রিফিংয়ে তিনি বলেন, ব্যয় বৃদ্ধির কারণ ‘টেকনিক্যাল’ এবং তিনি এ বিষয়ে পুরোপুরি ‘অবগত’ নন। কোনো প্রকল্পে সাড়ে ছয় হাজার কোটি টাকা বা ৩৭ শতাংশ ব্যয় বৃদ্ধি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। কিন্তু এ বিষয়ে সংবাদ শিরোনাম করেছে হাতে গোনা দুই একটি সংবাদ মাধ্যম। প্রধান প্রধান মিডিয়ার মধ্যে কেবল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ডেইলি স্টারের শিরোনাম করেছে ‘Matarbari Deep-sea Port: Interim govt to continue the Japan-funded project: planning adviser’ অর্থাৎ অন্তর্বর্তী সরকার জাপানি অর্থায়নের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কাজ এগিয়ে নেবে। ব্যয় বৃদ্ধির তথ্য এই সংবাদে থাকলেও তা একেবারেই ভেতরে। আর ডেইলি স্টার বাংলায় এই সংবাদটি প্রচারই হয়নি। টিবিএসের শিরোনাম ছিল ‘একনেকে ২৪ হাজার ৪১৩ কোটি টাকায় ৪ প্রকল্প অনুমোদন’। এতেও ব্যয় বৃদ্ধির তথ্যটি ছিল না। সমকালে সংবাদটি খুঁজেই পাওয়া যায়নি। কালের কণ্ঠ শিরোনাম কমেছে ‘একনেকে ২৪ হাজার ৪১২ কোটি টাকার চার প্রকল্পের অনুমোদন’। এতে ব্যয় বৃদ্ধির বিষয়টি গুরুত্বহীনভাবে তুলে ধরা হয়েছে একেবারে নিচের দিকে।

বণিক বার্তা শিরোনাম করেছে ‘দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি কমেনি’। সংবাদের ভেতরে ব্যয়বৃদ্ধি বা প্রকল্পের বিষয়ে কিছুই নেই। শেষ লাইনে লেখা ছিল, ‘এর আগে একনেক সভায় চারটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। আর সাতটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।’

আওয়ামী লীগের আমলে যে কোনো প্রকল্পের যৌক্তিক ব‍্যয় বৃদ্ধিগুলোকে নিয়েও এমনভাবে হেডলাইন করা হতো যেন ব‍্যয় বৃদ্ধি মানেই হাজার কোটি টাকার দুর্নীতি। মানুষের মনকে বিষিয়ে তুলেছিল এইসব মিডিয়া, অথচ এখন অযৌক্তিকভাবে ব্যয় বৃদ্ধি করা হলেও সেই খবর তারা চেপে যাচ্ছে। বড়ই আজব এই গণমাধ্যম।

সূত্র: https://bangla.bdnews24.com/economy/1f9c458de748

19/12/2024

সেনাবাহিনী কে অস্থিতিশীল করার জন্য ভেতরে এবং বাইরে থেকে চক্রান্ত চলছে । সেনাপ্রধান এর ঘুম ভাঙবে কবে ?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঙ্গালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share