Kabial Noor

Kabial Noor পড়ি, ভাবি এবং লিখি। লেখালেখি পেশা হলেও পড়ানোর নেশা অনেক বেশি।
(5)

আমি আত্মবিশ্বাসী মানুষ। সব সময় নতুনের পিছনের ছুটে চলি। কখনও সফল হই আবার কখনও ব্যর্থ হই। সফলতা বা ব্যর্থতা উভয় থেকেই আমি শিখি। যোগ্যতা ও দক্ষতায় যা অর্জন তাতেই আমি তুষ্ট থাকি। তৈল মর্দনে চরম অস্বস্তি আছে। যারা তৈল মর্দন প্রত্যাশা করে এবং আমাকে তৈল মর্দন করে আমাকে খুশি করতে চায় উভয়কে আমি এড়িয়ে চলি।

আমি মিতব্যয়ী, তাই অর্থ ও সময় উভয়ই পরিমিত খরচ করি। শুধু মনের তুষ্টির জন্য আমি কাজ করি না। মনকে ইচ্ছে

মত ছেড়ে দেই না, কারণ একবার ছেড়ে দিলে ও আমাকে দাস বানিয়ে নিবে। আমি মুসলিম ব্যবসায়ী হিসেবে ব্যবসায়িক সততা ও মানবকল্যাণে দায়িত্ব পালন আবশ্যক মনে করি। আমি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করি। স্বপ্ন দেখি একটি পৃথিবীটা অনেক সুন্দর ও সবার জন্য বাসযোগ্য হয়ে উঠবে।

তারুণের অধঃপতন আমাকে পীড়া দেয়। লক্ষ্যহীন তারুণ্যকে সঠিক পথে চালিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। পারিবারিক ও সামাজিক জীবনের দায়বদ্ধতাকে সব সময় বিশ্বাস করি। মানুষের উনুক্ত ইচ্ছাধীন জীবনে আমি বিশ্বাসী নই। আমি সবার জন্য কল্যাণকর ও সুখী জীবন নিশ্চিতকরণের দায়বদ্ধতায় বিশ্বাসী। মানব জাতির সামগ্রিক স্বাধীনতায় বিশ্বাসী। অনিয়ন্ত্রিত জীবনে ব্যক্তিগত সুখের চাইতে সামষ্টিক সুখে বিশ্বাসী।

আমি আমার বিশ্বাসকে কারো উপর চাপিয়ে দেই না। কেউ তার বিশ্বাসকে অন্যায়ভাবে চাপিয়ে দিক সেটিও সমর্থন করি না।

16/12/2024

Day 05 || মহান বিজয় দিবস ও ইংলিশ শেখার হ্যাকস | পর্ব এক

💥Basic Grammar ও Noun কেন বেশি জরুরি? ❤️

16/12/2024

একটি ইস্পাতসম একতা
রক্তঝরা সংগ্রাম
অসংখ্য শহীদ
নিয়ে আসে মহান বিজয়।

বিজয়পূর্ব ছদ্মময় বিদ্রোহ
সবার বজ্রকণ্ঠ
রক্ত বিলিয়ে দেয়ার তীব্র আকাঙ্খা
আমাকে মুগ্ধ করে।

এই মুগ্ধতা
পৃথিবীর কোন প্রেমিক
কখনও পেয়েছে কিনা
আমার জানা নেই।

রাজপথের বিজয় মিছিল
আমাকে উন্মাদ করে তুলে
মিছিলের শিশু থেকে বৃদ্ধ সবার আনন্দ উল্লাস
আমাকে সুখী করে তুলে।

পুরো পৃথিবী বিক্রি করে দিলেও
এমন সুখ আর উন্মাদনা
আমি কোথাও পাব না।

তাই আমি চাই
এই বিজয় মিছিল শেষ না হোক
অনন্তকাল চলুক অসীমের দিকে।

কারণ মিছিল শেষে
ব্যক্তিস্বার্থ, লোভ
আর প্রতিহিংসার কামড়াকামড়িতে
সেই মহান বিজয়
নির্মমভাবে শহীদ হয়।

১৬.১২.২৪
কাজীপাড়া, মীরপুর-১০, ঢাকা।

মহান বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা ✊
15/12/2024

মহান বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা ✊

আমার কাছে জীবনকাল পরিমাপের যন্ত্রটির নাম ঘড়ি। তার কাজ হচ্ছে প্রতিটি সময়কে জীবন থেকে বিয়োগ করে একটি বিয়োগফল প্রকাশ করা। স...
15/12/2024

আমার কাছে জীবনকাল পরিমাপের যন্ত্রটির নাম ঘড়ি। তার কাজ হচ্ছে প্রতিটি সময়কে জীবন থেকে বিয়োগ করে একটি বিয়োগফল প্রকাশ করা। সেই বিয়োগফল কত সেটি মৃত্যুর আগে কেউ বুঝতে পারি না।

❤️
15/12/2024

❤️

15/12/2024

💢"প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি" ফ্রি ক্লাস❗
#বিষয়: গণিত
💥সাথে আছেন-
আশিক স্যার🥰
সিনিয়র টিউটর, টিউটর একাডেমিয়া।

15/12/2024

Day 04 || গণিত শেখার সিক্রেট | পর্ব এক

💥 বাস্তব সংখ্যা ও বর্গমূল অধ্যায়টি যেভাবে গণিত শেখাকে পানির মত সহজ করে দিবে। ❤️

15/12/2024

নিজের ভিতরে অদম্য ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়নে অপ্রতিরোধ্য শক্তি পোষতে হবে। এই অপ্রতিরোধ্য শক্তি কোন অলসতা কিংবা রক্তচক্ষুকে পাত্তা দিবে না, সমস্যার বুক চিরে সফলতার পথে এগিয়ে যাবে।

ভোর হোক পড়াশোনা শুরুর বাতিঘর। 🥰

14/12/2024

💢"প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি" ফ্রি ক্লাস❗
#বিষয়: গণিত

💥সাথে আছেন-
আশিক স্যার🥰
সিনিয়র টিউটর, টিউটর একাডেমিয়া।

14/12/2024

🔥SUBJCTVERB AGREEMENT থেকে গুরত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা 🔥
👉টিউটর হিসেবে আছেন-
Kabial Noor স্যার ।

14/12/2024

Day 03 || বছরব্যাপী ফ্রি ইংরেজি শেখার আযোজন | যারা গতকালের জুম আড্ডা মিস করেছেন, তাদের জন্য। 💥

মিশন ১ লক্ষ || অবশ্যই ১ লক্ষ English Tutor পাঠককে ফ্রিতে ইংলিশ শেখাবো। 👉 আজ থেকে শুরু হলো “ফ্রি ইংরেজি শেখার বছরব্যাপী আ...
13/12/2024

মিশন ১ লক্ষ || অবশ্যই ১ লক্ষ English Tutor পাঠককে ফ্রিতে ইংলিশ শেখাবো।

👉 আজ থেকে শুরু হলো “ফ্রি ইংরেজি শেখার বছরব্যাপী আয়োজন”❗ এই আয়োজনে যেকোনো সময় যুক্ত হওয়া যাবে। আপনি যদি English Tutor বইয়ের পাঠক হোন, তাহলে আমাদের এই ‍দুর্দান্ত আয়োজনে যুক্ত হয়ে যান।

এবার লক্ষ্য আমার এক লক্ষ। 🥰

13/12/2024

ফ্রি ইংলিশ কোর্সের জুমে ৪ মাসের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। জুম লিংক কমেন্টে।

13/12/2024

আজ ফ্রি ইংরেজি শেখার মিশন শুরু || আজ রাত ৯ টায় জুম মিটিং দেখা হচ্ছে।

13/12/2024

৪৪তম বিসিএস থেকেই ১০০ নম্বরের ভাইভা।
সূত্রঃ প্রথম আলো

ভালোবাসা বিক্রি করি বলেই ওরা আমাকে হিংসা করে। আবার ওদের অনেকেই ভালোবাসার টানেই আমার পাশে দাঁড়ায়। ❤️
13/12/2024

ভালোবাসা বিক্রি করি বলেই ওরা আমাকে হিংসা করে। আবার ওদের অনেকেই ভালোবাসার টানেই আমার পাশে দাঁড়ায়। ❤️

13/12/2024

Day 02 || ২০২৫ সালব্যাপী ফ্রিতে ইংরেজি আপডেট!
আজ রাত ৯ টায় আছে জুম ওয়েবিনার। 💥

Address

Mirpur 10
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kabial Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category