Biplob Advertising & Printing

Biplob Advertising & Printing Our service : TV, Radio & News Paper Advertising Agency....
(7)

পত্রিকায় বিজ্ঞাপন দিন কম খরচে!দেশের যেকোন প্রান্ত থেকে  #ঘরে_বসেই_পত্রিকায়_বিজ্ঞাপন_দিন!!** প্রথম আলো  ** বাংলাদেশ প্রতি...
09/09/2024

পত্রিকায় বিজ্ঞাপন দিন কম খরচে!
দেশের যেকোন প্রান্ত থেকে #ঘরে_বসেই_পত্রিকায়_বিজ্ঞাপন_দিন!!
** প্রথম আলো ** বাংলাদেশ প্রতিদিন ** যুগান্তর ** ইত্তেফাক ** কালেরকন্ঠ ** সমকাল ** নয়াদিগন্ত ** ইনকিলাব ** আমাদের সময় ** যায়যায়দিন ** মানবজমিন ** ডেইলি স্টার ** দি ফিনান্সিয়াল এক্সপ্রেস ** ডেইলি অবজারভার সহ বাংলাদেশের যে কোন পত্রিকায় কম খরচে বিজ্ঞাপন দিন!!
💢 নিয়োগ বিজ্ঞপ্তি 💢 হারানো বিজ্ঞপ্তি
💢 পাত্র-পাত্রী চাই 💢 এফিডেভিট
💢 ক্রয়-বিক্রয়, ভাড়া। 💢 জন্মদিন (ছবি সহ)
💢 অভিনন্দন-শুভেচ্ছা 💢 ভর্তি চলছে!
💢 আইনগত বিজ্ঞপ্তি 💢 নিখোঁজ সংবাদ
💢 সতর্কীকরন নোটিশ 💢 প্রতিবাদ
💢 অনান্য যে কোন বিজ্ঞাপন

Like & Visit Our Page >>>
Biplob Advertising & Printing
Office : Tropikana Tower, Ground Floor, Shop No. 12,
45 Topkhana Road, Purana Paltan, Dhaka-1000.
Mob: 01795-556385, Phone: 02-47121358

ষাটোর্ধ একজন CEO অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানীর উত্তোরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য CEO নির্বাচন করতে চাইলেন। ত...
10/06/2024

ষাটোর্ধ একজন CEO অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানীর উত্তোরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য CEO নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন “আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী CEO নিয়োগ করবো।

” শুনে তো সবাই হতবাক! তবে আবার খুশীও হল। CEO হওয়ার স্বপ্নে তাদের মন উৎফল্লিত হলো। তিনি বলে চললেন “আমি আপনাদের প্রত্যেককে একটি করে ‘বীজ’ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করবো কে হবে পরবর্তী CEO ।”

সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতই বীজ নিয়ে বাসায় ফিরলো। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল। নিয়মিত পানি দিল। সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা এক অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগল।
কিন্তু হায় অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে তিন সপ্তাহ, চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল “আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি।” সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোন কথাও বললো না।
অবশেষে একটি বছর পার হলো। কোম্পানীর সব এক্সিকিউটিগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের CEO এর নিকট নিয়ে এলো।
এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়। কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বললো যা সত্য তাই তোমার CEO কে বলবে। সে আজ খুবই বিব্রত হবে – এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো। কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে।
সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখলো সকলের টবে কী সুন্দর সুন্দর গাছ! অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকেই হাসাহাসি করল, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো।
CEO রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। “ও মাই গড, আপনারা কী সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন!” হঠাৎ তার চোখ গিয়ে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। CEO তাকে সামনে আসতে বললেন।
অলিভার খুব ভীত হয়ে পড়লো। নির্ঘাৎ সে আজ তার চাকুরী হারাবে। CEO জিজ্ঞেস করলেন “কি ব্যাপার অলিভার, আপনার বীজের কী হয়েছে?” অলিভার তাকে সব খুলে বললেন। CEO সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন CEO কে ভালো করে দেখুন, তার নাম অলিভার!
অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারলো না! সে তো কোন চারাগাছের জন্মই দিতে পারে নি!
সবাই বলাবলি করলো “সে কিভাবে CEO হলো?”
CEO বললেন “এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত। কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোন চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন, শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটিই রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন।”
“যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন”
“যদি সৎগুণ রোপণ করেন, তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন”
“যদি কঠোর শ্রম রোপণ করেন, তবে সাফল্য অর্জন করবেন”
“যদি সুবিবেচনা রোপণ করেন, তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন”
তাই কী রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন, তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কী অর্জন করবেন।
জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে।

Happy New Year 2024Biplob Advertising & Printing
31/12/2023

Happy New Year 2024

Biplob Advertising & Printing

১৬ ডিসেম্বর তুমি নব্য বাংলাদেশের মহা বিজয় 🇧🇩🇧🇩
16/12/2023

১৬ ডিসেম্বর তুমি নব্য বাংলাদেশের মহা বিজয় 🇧🇩🇧🇩

দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা Biplob Advertising & Printing এর জন্য জরুরী ভিত্তিতে ইলাস্ট্রেটর ও ফটোশপে কাজ জানা ০১ ...
20/10/2023

দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা Biplob Advertising & Printing এর জন্য জরুরী ভিত্তিতে ইলাস্ট্রেটর ও ফটোশপে কাজ জানা ০১ জন দক্ষ কম্পিউটার অপারেটর আবশ্যক।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্র ইমেইল করুন-
[email protected]

** পল্টন বিজ্ঞাপন বুথ "বিপ্লব এ্যাডভারটাইজিং"
ট্রপিকানা টাওয়ার (নীচ তলা) রুম নং-১২,
৪৫ তোপখানা রোড, পুরানা পল্টন, ঢাকা।
ফোন- 02-47121358, 01684-946641

অত্র এলাকার বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে #প্রথম_আলো পত্রিকার নিজস্ব এবং অনুমোদিত পল্টন বিজ্ঞাপন বুথ  #বিপ্লব এ্যাডভারটাইজি...
11/10/2023

অত্র এলাকার বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে

#প্রথম_আলো পত্রিকার নিজস্ব এবং অনুমোদিত পল্টন বিজ্ঞাপন বুথ #বিপ্লব এ্যাডভারটাইজিং!

এছাড়াও বিপ্লব এ্যাডভারটাইজিংকে প্রথম আলো কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করা হয়।

ঈদের এই বরকতময় উপলক্ষেআসুন আমরা আনন্দ, ভালোবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে একত্রিত হই।ঈদ মোবারক ❤️❤️
28/06/2023

ঈদের এই বরকতময় উপলক্ষে
আসুন আমরা আনন্দ, ভালোবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে একত্রিত হই।

ঈদ মোবারক ❤️❤️

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন! #প্রথম_আলো
19/04/2023

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন!

#প্রথম_আলো

এভাবে পিছিয়ে পড়া মানুষের হাত ধরলে সেও কিছুটা এগিয়ে যেতে পারবে 🙂
14/04/2023

এভাবে পিছিয়ে পড়া মানুষের হাত ধরলে
সেও কিছুটা এগিয়ে যেতে পারবে 🙂

সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩ইং
28/03/2023

সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩ইং

১৭ সেকেন্ডের ভূমিকম্পের আগে লোকটি ছিল ৩ টি বাড়ির মালিক। আর সেই লোকটি ১৭ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া ...
10/02/2023

১৭ সেকেন্ডের ভূমিকম্পের আগে লোকটি ছিল ৩ টি বাড়ির মালিক। আর সেই লোকটি ১৭ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছেন মানুষটি।

তাই সময়ের সাথে সব ঘুরে যেতে পারে।
আল্লাহ চাইলে ১ সেকেন্ডের মধ্যে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন।

08/02/2023

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...

অতীতকে পিছনে ফেলে নতুন বছরে এগিয়ে যাওয়ার পথযাত্রা শুভ হোক!Biplob Advertising & Printing এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভকাম...
31/12/2022

অতীতকে পিছনে ফেলে নতুন বছরে এগিয়ে যাওয়ার পথযাত্রা শুভ হোক!

Biplob Advertising & Printing এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভকামনা!

Happy New Year 2023

অবশেষে কোটি মানুষের চাওয়া‌ পূরন হলো।✌️❣️ Congratulations Legend Lionel Messi ❤️ 🇧🇩🇧🇩
19/12/2022

অবশেষে কোটি মানুষের চাওয়া‌ পূরন হলো।✌️❣️

Congratulations Legend Lionel Messi ❤️ 🇧🇩🇧🇩

 িসেম্বর_মহান_বিজয়_দিবস!বিজয়ের ৫১ বছর 🇧🇩🇧🇩বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
16/12/2022

িসেম্বর_মহান_বিজয়_দিবস!

বিজয়ের ৫১ বছর 🇧🇩🇧🇩
বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

07/12/2022
 #হারিয়েছে #এফিডেভিট #বিজ্ঞাপন_দিন  #মাত্র_৩৯৯_টাকায়!     #পল্টন_বুথ Biplob Advertising & PrintingTropikana Tower, Groun...
29/08/2022

#হারিয়েছে
#এফিডেভিট

#বিজ্ঞাপন_দিন #মাত্র_৩৯৯_টাকায়!

#পল্টন_বুথ
Biplob Advertising & Printing
Tropikana Tower, Ground Floor, 45 Topkhana Road,
Purana Paltan, Dhaka-1000. Hotline : 01795-556385, 01684-946641

একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলো এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিলো। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়...
15/08/2022

একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলো এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিলো। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বললো- “আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না। আমি তাকে হত্যা করতে চাই, তবে আমি ভয়‌ও পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি দয়া করে এ বিষয়ে সাহায্য করতে পারো, মা?”

মা উত্তর দিলেন- “হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে।”

মেয়ে জিজ্ঞাসা করলো- “কি কাজ মা? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি।”

মা বললেন- “ঠিক আছে, তাহলে শোনো:-

১. তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে।

২. তার কাছে তরুণ এবং আকর্ষণীয়া দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে।

৩. ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে।

৪. তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে; বেশি মনোযোগী হতে হবে, আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে।

৫. প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না, এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায়, তবুও।

৬. তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, সবসময় শান্তি এবং ভালবাসা বজায় রাখতে হবে। যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে।

৭. তার কোন চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না। সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দিবে।”

এরপর মা জিজ্ঞাসা করলেন, “তুমি কি এগুলো সব করতে পারবে?”

মেয়ে জবাব দিল, “হ্যা, আমি পারবো।”

মা বললেন, “ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দিবে; এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে।”

৩০ দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বললো “মা, এখন আর স্বামীকে হত্যার কোনও ইচ্ছা আমার নেই। আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে। সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী। এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কী করতে পারি? আমাকে সাহায্য কর!”

মা উত্তরে বললেন- “ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না। ঐদিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিলো হলুদের গুঁড়া। যা কখনই তার মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি- তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলো।”

শিক্ষা:- সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করা।

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ...
08/08/2022

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ব্যাস্ত দুনিয়ার পেছনে। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার এক কর্মচারী আসল। তার কোন কারণে কিছু টাকার দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল, সে অত্যন্ত অভাবি ব্যক্তি, তাকে সাহায্য করার জন্য।

আমার বন্ধু হেসে বলল ''যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবি আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম 'আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে।'

সে বলল তোদের একটা গল্প শুনাই। তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি।

এক বিশাল ব্যবসায়ি, তার সবই আছে খালি শান্তি নেই। খালি হাহাকার আর টেনশান। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখল তার অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে।

সে পিয়নকে দেকে বলল এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ, তোমার মনে কি কোন দুঃখ নেই, কোন হতাশা নেই?।

পিয়ন বলে না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালই চলে যায়। আল্লাহর রহমতে কোন অভাব নেই।
ব্যবসায়ি তো আরো টেনশানে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সে আছে মহা সুখে, এর রহ্স্যটা কি?

ম্যানেজার বলল , রহস্য বললে বুঝবেননা। সত্যিই যদি বুঝতে চান তাহলে, ওই পিয়নকে প্রমোশান দিয়ে একটা বড় পোস্টে দিন। আর তাকে ১০ লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন।

ব্যবসায়ি তাই করল। এতোগুলো টাকা, আর এতবড় চাকরি, পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায়না। কলিগরা কি মনে করবে।

প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় এপার্টমেন্টে উঠলো। দেখল, বিল্ডিং এর সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হল। কিছুদিন পড় বউ ঘ্যনঘ্যন শুরু করলো সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই। ওগুলোও কিনতে হোল। এরপর শুরু হোল বাচ্চার প্রাইভেট টিউশান, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হত, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই।

যেহেতু সে এখন বড় চাকরি করে , পরিবারের সবার তাঁর কাছে প্রত্যশাও অনেক। সাধ্যমত চেষ্টা করে, তাও সবার চাহিদা মেটাতে পারেনা। আত্মীয় স্বজন বন্ধু গন তাকে অহংকারি ভেবে দুরে সরে গেলো।

এদিকে অফিসের সবাই ফ্ল্যাট/ প্লট এ বুকিং দিচ্ছে। বৌ সারাদিন বাসায় খোটা দেয় , তোমাকে দিয়ে কিছুই হবেনা। ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাকে একটা দুইটা টিউশানি করা শুরু করলো। তাতেও কিছু হয়না। নানাবিধ টেনশান আর দুশ্চিন্তায় তারো মাথার চুল আসতে আসতে কমতে লাগলো।
ব্যবসায়ি লক্ষ্য করলেন ব্যপারটা। উনি বললেন কি ব্যপার , তোমাকে এতো বড় প্রমোশান দিলাম, এতো টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মত আর প্রাণবন্ত নেই। ঘটনা কি?

সে বলল স্যার , কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, কিন্তু তার সাথে যে এতো চাহিদা আর অভাব আসবে তাতো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিলনা, অভাবও ছিলনা। আর এখন যেদিকেই তাকাই , খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল এক দুই হাজারের ব্যপার। কোন ভাবে মেটান যেত। আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা কিভাবে মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসেনা স্যার।

ব্যবসায়ি বলল, এতদিনে বুঝলাম, আমার মুল অসুখ। এক টাকার সম্পদের সাথে ২ টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবেনা।
---------------------------------------------------

আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে, তবে সে (তাতে সন্তুষ্ট হবে না, বরং) আরেকটি উপত্যকা কামনা করবে । তার মুখ তো (কবরের) মাটি ছাড়া অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয় । যে আল্লাহর দিকে রুজু করে আল্লাহ তার তওবা কবূল করেন - [বুখারী]

-

প্রথম আলো  #পল্টন_বুথ ''বিপ্লব এ্যাডভারটাইজিং"সম্মানিত বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে ২৯.০৭.২০২২ই (শুক্রবার)বিজ্ঞাপন বুথের ত...
30/07/2022

প্রথম আলো #পল্টন_বুথ ''বিপ্লব এ্যাডভারটাইজিং"

সম্মানিত বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে ২৯.০৭.২০২২ই (শুক্রবার)
বিজ্ঞাপন বুথের তালিকা প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।

পত্রিকায় বিজ্ঞাপন দিন কম খরচে!দেশের যেকোন প্রান্ত থেকে  #ঘরে_বসেই_পত্রিকায়_বিজ্ঞাপন_দিন!!** প্রথম আলো  ** বাংলাদেশ প্রতি...
23/07/2022

পত্রিকায় বিজ্ঞাপন দিন কম খরচে!
দেশের যেকোন প্রান্ত থেকে #ঘরে_বসেই_পত্রিকায়_বিজ্ঞাপন_দিন!!

** প্রথম আলো ** বাংলাদেশ প্রতিদিন ** যুগান্তর ** ইত্তেফাক ** কালেরকন্ঠ ** সমকাল ** নয়াদিগন্ত ** ইনকিলাব ** আমাদের সময় ** যায়যায়দিন ** মানবজমিন ** ডেইলি স্টার ** দি ফিনান্সিয়াল এক্সপ্রেস ** ডেইলি অবজারভার সহ বাংলাদেশের যে কোন পত্রিকায় কম খরচে বিজ্ঞাপন দিন!!
💢 নিয়োগ বিজ্ঞপ্তি 💢 হারানো বিজ্ঞপ্তি
💢 পাত্র-পাত্রী চাই 💢 এফিডেভিট
💢 ক্রয়-বিক্রয়, ভাড়া। 💢 জন্মদিন (ছবি সহ)
💢 অভিনন্দন-শুভেচ্ছা 💢 ভর্তি চলছে!
💢 আইনগত বিজ্ঞপ্তি 💢 নিখোঁজ সংবাদ
💢 সতর্কীকরন নোটিশ 💢 প্রতিবাদ
💢 অনান্য যে কোন বিজ্ঞাপন
Like & Visit Our Page >>>
Biplob Advertising & Printing
Office : Tropikana Tower, Ground Floor, Shop No. 12,
45 Topkhana Road, Purana Paltan, Dhaka-1000.
Mob: 01795-556385, Phone: 02-47121358

 #বাইকারদের_জন্য_বিশেষ_সতর্কবার্তা!মহাসড়কে নিষেধাজ্ঞা না থাকলেও হাইওয়েতে মানতে হবে “6N”-👉 𝟭𝘀𝘁 “𝗡” : 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘂𝘀𝗲 𝗵𝗮𝗿𝗱 𝗯𝗿𝗲𝗮𝗸...
21/07/2022

#বাইকারদের_জন্য_বিশেষ_সতর্কবার্তা!

মহাসড়কে নিষেধাজ্ঞা না থাকলেও হাইওয়েতে মানতে হবে “6N”-

👉 𝟭𝘀𝘁 “𝗡” : 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘂𝘀𝗲 𝗵𝗮𝗿𝗱 𝗯𝗿𝗲𝗮𝗸 𝗼𝗻 𝘀𝗮𝗻𝗱, 𝘀𝘁𝗲𝗲𝗹 𝗰𝘂𝗹𝘃𝗲𝗿𝘁 𝗼𝗿 𝘄𝗲𝘁 𝗿𝗼𝗮𝗱.
কখনো বালু, স্টিলের ব্রিজ কিংবা ভেজা রাস্তায় হার্ড ব্রেক করা উচিৎ নয়। এতে বাইক স্লিপ করে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে!

👉 𝟮𝗻𝗱 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗦𝘁𝗼𝗽 𝗡𝗲𝗰𝗸 𝘁𝗼 𝗡𝗲𝗰𝗸:
সড়কে চলাকালে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। খুব কাছাকাছি দূরত্বে চললে দুর্ঘটনা ঘটতে পারে।

👉 𝟯𝗿𝗱 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗿𝘂𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗯𝗶𝗸𝗲 𝗺𝗶𝗱𝗱𝗹𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗹𝗶𝗻𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗶𝗻-𝗳𝗿𝗼𝗻𝘁 𝗿𝗲𝗮𝗿 𝘄𝗵𝗲𝗲𝗹:
বাইক চলাকালীন সময়ে অন্যান্য যানবাহনের পিছনে মাঝ বরাবর না থাকাই উত্তম। এতে করে রাস্তা ভাঙ্গা থাকলে হঠাৎ করে বুঝে ওঠা কষ্টকর। আর হঠাৎ ভাঙ্গা রাস্তায় ব্যালেন্স না রাখতে পেড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

👉 𝟰𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗸𝗲𝗲𝗽 𝘀𝗵𝗶𝗳𝘁𝗶𝗻𝗴 𝗹𝗮𝗻𝗲 𝗼𝗻 𝗵𝗶𝗴𝗵𝘄𝗮𝘆:
মহাসড়কে ঘনঘন লেন পরিবর্তন করবেন না। এটি অন্যান্য যানবাহন শুধু বিরক্তের কারণই নয়, বরং আপনার বাইকের সাথে অন্যান্য যানবাহনের দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।

👉 𝟱𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘁𝗿𝘆 𝘁𝗼 𝗼𝘃𝗲𝗿𝘁𝗮𝗸𝗲 𝗼𝘃𝗲𝗿 𝟭𝟬𝟬 𝗞𝗺𝗽𝗵:
মহাসড়কে সবাই দ্রুতগতিতে ছোটে। তবে ১০০কিমি চেয়ে বেশি গতিতে ওভারটেক না করাই ভালো। এটা দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে!

👉 𝟲𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗔𝗰𝗰𝗲𝗹𝗲𝗿𝗮𝘁𝗲 𝗼𝗿 𝗯𝗿𝗮𝗸𝗲 𝗵𝗮𝗿𝗱 𝘄𝗵𝗲𝗻 𝗰𝗼𝗿𝗻𝗲𝗿𝗶𝗻𝗴.
কর্ণারিং এর সময় ব্রেক করা বা স্পিড উঠানোর চেষ্টা করবেন না। এতে করে বাইক স্লিপ করার সম্ভাবনা থাকে।

আশা করি, এই বিষয়গুলো মেনে চললে দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে। তবে মহাসড়কে Riding gears এবং Certified Helmet অবশ্যই পরিধান করতে হবে এবং সর্বদা আশপাশ নিয়ে সতর্ক থাকতে হবে।

(Collected)

কাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিংসূত্রঃ প্রথম আলো - ১৮.০৭.২০২২ইং
18/07/2022

কাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং

সূত্রঃ প্রথম আলো - ১৮.০৭.২০২২ইং

Address

Tropicana Tower, Ground Floor, Shop No. 12, , 45, Topkhana Road, Purana Paltan
Dhaka
1000.

Telephone

+8801795556385

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biplob Advertising & Printing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biplob Advertising & Printing:

Videos

Share

Wellcome to Biplob Advertising

Providing service is our prime concern.

Our service is Daily, Weekly Newspaper & TV Advertising.

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All