02/12/2024
রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হল তিন দিনের নির্জন ধ্যান প্রার্থনা
The Voice of Asian Christianity. www.bengali.rvasia.org
(14)
61/1, Subhash Bose Avenue
Dhaka
1100
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Friday | 09:00 - 17:00 |
Be the first to know and let us send you an email when Radio Veritas Asia - Bengali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Radio Veritas Asia - Bengali:
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ রেডিও শর্ট ওয়েভ পরিষেবা এশিয়ার শ্রোতা বন্ধুদের জন্য যা ১লা ডিসেম্বর ১৯৮০ সাল থেকে ফিলিপাইন্সের মানিলা শহর থেকে সম্প্রচার শুরু করা হয়।
রেডিও ভেরিতাস বাংলা সম্প্রচারণের বীজ বপণ করা হয় ১৯৭৭ সালে যখন মানিলা থেকে শ্রদ্ধেয় ফাদার এ্যন্টন ওয়েরাসিংহে, বোম্বের (অধুনা মুম্বাই) জেভিয়ার ইনস্টিটিউট অফ কমিউনিকেশনের এবং শ্রদ্ধেয় ফাদার গ্রেরী ডি’ রোজারিও, কলকাতার চিত্রবাণীতে আসেন এবং শ্রদ্ধেয় ফাদার গ্যাস্টন রোবার্জের (তখন চিত্রবাণীর অধিকর্তা) সাথে চুক্তি করেন যে চিত্রবাণীর সঙ্গে যৌথভাবে রেডিও ভেরিতাস বাংলা বিভাগ পরিচালনা করবে, এশিয়ার মানুষের কাছে বাংলায় সত্য, শান্তি ও ভালবাসার বাণী প্রচারের জন্য।
৪ঠা জুলাই ১৯৭৯, ফাঃ রোবার্জ তাঁর প্রকল্প বাস্তবায়িত করতে কলকাতার মহাধর্মপালের অনুমতি চান। তখনকার মহাধর্মপাল স্বর্গীয় এ্যালান ডি লাস্টিক (তখন কলকাতার আর্চডায়োসেসের ভীকার জেনারেল) ২৯শে জুলাই ১৯৭৯ অনুমতিপত্র প্রদান করেন বাংলায় রেডিও প্রোগ্রাম পরিচালনা করার জন্য ।
১৯৭৮ সালে জানুয়ারী মাসে স্বর্গীয় জয়ন্ত চৌধুরী (ভয়েস অফ আমেরিকার প্রাক্তন পরিচালক) রেডিও ভেরিতাস বাংলা অনুষ্ঠান পরিচালনা শুরু করেন। ১লা ডিসেম্বর ১৯৮০ সালে রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগ ডঃ রমেন মজুমদারের তত্ত্বাবধানে মানিলা, ফিলিপাইন্স থেকে সম্প্রচার শুরু হয়।