31/12/2024
এই বছর আমার জীবনের সবচাইতে কষ্টের ও যন্ত্রণার বছর গিয়েছে !!
আব্বু চলে যাওয়ার পর শুরু হলো করোনা....কত আপনজন এক-এক করে চলে গেল পৃথিবী থেকে, তবুও সবকিছুর পরও মনে হতো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে !!
আমি জানি, আর কোনোদিন কিছু ঠিক হবার নয় .... শুধুমাত্র আল্লাহ যদি নিজহাতে একটি উপহার দিতেন ; যদি আমার "সন্তান-সম বাবা" সুস্থ হয়ে যেত !!
আমি সত্যিকারের চুপ হয়ে গিয়েছি, কারণ এই একটি ঘটনা আমার সব শক্তি নিঃশেষ করে দিয়েছে !!
আল্লাহ যদি কোনো জাদু-শক্তি দিয়ে আমার বাবাটাকে সুস্থ করে দিতেন তাহলে এই পৃথিবীর সবকিছু হেসে উঠত !!
আগে কখনো মনে প্রশ্ন জাগেনি, কেন এত ভুল হচ্ছে ? কারণ আমি জানি যত ঘটনাই ঘটছে সব ঘটনার পেছনে .... !!
কিন্তু এই বছরের ঘটনাগুলো মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় !! কী সব অদ্ভুত আচরণ !! ছি ছি ! নি*র্বো*ধ কিছু মানুষ---ছি !!
কী করে এত উল্লাস করতে পারে এই পরিস্থিতিতে !! সৃষ্টিকর্তার চোখ রাঙানোকেও যেন ভয় পায় না !!!!
আমার জীবনে সত্যিই কোনো আনন্দ নেই !! শুধু মনে হয়, কোথাও কেউ নেই....!!
কলমে : আইরিস ( এই বছরের শেষ লেখা) । শুভরাত্রি 🖤