06/12/2024
আমার এক ফ্রেন্ড ছিলো প্রচন্ড ইন্ট্রোভার্ট। ওর কাজিনের সাথে ওর প্রেম ছিলো। কিন্তু ওর কাজিন ওকে ছ্যাঁকা দেয়। ও অনেক ভেঙ্গে পড়ে। আমি তখন ওকে সময় দিতাম। অফিস শেষে আর উইকেন্ডে দেখা করতাম, একসাথে কফি খাইতাম। আমি সর্বোচ্চ চেষ্টা করতাম কীভাবে ওর মন ভালো রাখা যায়। এর জন্যে অনেক উইয়ার্ড জিনিসও করতাম। ও হাসলে আমার ভালো লাগতো।
তারপর ও ঢাবিতে ইভিনিং এমবিএতে ভর্তি হয়। ওইখানে এক মেয়েকে ওর ভালো লাগে। ওদের মধ্যে প্রেম প্রেম সম্পর্ক হয়। কিন্তু মেয়েটা আগাইতে পারে না কারণ মেয়েটার একটা এক্স বয়ফ্রেন্ড ছিলো ঢাকা কলেজের। সে মেয়েটাকে তাদের বিশেষ মুহুর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করতো। তখন আমার বন্ধু আমার সাহায্য চায়। আমি এক বড় ভাইয়ার কাছে বিষয়টা বলে ওদের ব্যাপারটা সলভ করে দেই। তারপর ওদের মধ্যে নিশ্চিন্তে প্রেম হয়ে যায়।
প্রেম হয়ে যাওয়ার পরে ওরা সারাদিন একসাথে টাইম পাস করে। আমার সাথে উইকেন্ডেও আর দেখা হয় না। আমিও কিছু মনে করি না। কারণ আমার লাইফে তখন অন্যান্য ঘটনা চলতে থাকে।
হঠাৎ করেই ফেসবুকে একদিন দেখি ওদের বিয়ের ছবি। এটাও দেখি আমাদের ওই ব্যাচের প্রায় সব বন্ধুবান্ধবই দাওয়াত পাইছে। আমি ওই ছবিতে একটা লাভ দিয়ে কংগ্রাচুলেশনস লিখে কমেন্ট করি।
ও সাথেসাথে আমাকে মেসেজ দেয়,
"তোমার কথা একদম মাথাতেই ছিলো না, হুট করে বিয়ে হয়ে গেছে তো, এখন ছোট করে হইছে, পরে বড় প্রোগ্রাম হইলে অবশ্যই দাওয়াত পাইবা।"
আমিও ওকে একটা রিপ্লাই দেই,
"Many people have used me but I have to say you are one of the best."