•|• ভালবাসার গল্প •|•

•|• ভালবাসার গল্প •|• লেখা পাঠাতে জয়েন করুন
https://www.facebook.com/groups/430791993725752/

Admin: Lubna Orpita Khan

আপনাদের সত্যি জীবন কাহিনী অথবা কাল্পনিক/বানানো গল্প বাংলা ফ্রন্টে লিখে পাঠান পেইজের Message অাকারে !!
নাম প্রকাশে অনিচ্ছুক হলে নাম প্রকাশ করা হবে না ! join our group: https://www.facebook.com/groups/816177035060416/

Admin : Orpita khan

06/12/2024

আমার এক ফ্রেন্ড ছিলো প্রচন্ড ইন্ট্রোভার্ট। ওর কাজিনের সাথে ওর প্রেম ছিলো। কিন্তু ওর কাজিন ওকে ছ্যাঁকা দেয়। ও অনেক ভেঙ্গে পড়ে। আমি তখন ওকে সময় দিতাম। অফিস শেষে আর উইকেন্ডে দেখা করতাম, একসাথে কফি খাইতাম। আমি সর্বোচ্চ চেষ্টা করতাম কীভাবে ওর মন ভালো রাখা যায়। এর জন্যে অনেক উইয়ার্ড জিনিসও করতাম। ও হাসলে আমার ভালো লাগতো।
তারপর ও ঢাবিতে ইভিনিং এমবিএতে ভর্তি হয়। ওইখানে এক মেয়েকে ওর ভালো লাগে। ওদের মধ্যে প্রেম প্রেম সম্পর্ক হয়। কিন্তু মেয়েটা আগাইতে পারে না কারণ মেয়েটার একটা এক্স বয়ফ্রেন্ড ছিলো ঢাকা কলেজের। সে মেয়েটাকে তাদের বিশেষ মুহুর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করতো। তখন আমার বন্ধু আমার সাহায্য চায়। আমি এক বড় ভাইয়ার কাছে বিষয়টা বলে ওদের ব্যাপারটা সলভ করে দেই। তারপর ওদের মধ্যে নিশ্চিন্তে প্রেম হয়ে যায়।
প্রেম হয়ে যাওয়ার পরে ওরা সারাদিন একসাথে টাইম পাস করে। আমার সাথে উইকেন্ডেও আর দেখা হয় না। আমিও কিছু মনে করি না। কারণ আমার লাইফে তখন অন্যান্য ঘটনা চলতে থাকে।
হঠাৎ করেই ফেসবুকে একদিন দেখি ওদের বিয়ের ছবি। এটাও দেখি আমাদের ওই ব্যাচের প্রায় সব বন্ধুবান্ধবই দাওয়াত পাইছে। আমি ওই ছবিতে একটা লাভ দিয়ে কংগ্রাচুলেশনস লিখে কমেন্ট করি।
ও সাথেসাথে আমাকে মেসেজ দেয়,
"তোমার কথা একদম মাথাতেই ছিলো না, হুট করে বিয়ে হয়ে গেছে তো, এখন ছোট করে হইছে, পরে বড় প্রোগ্রাম হইলে অবশ্যই দাওয়াত পাইবা।"
আমিও ওকে একটা রিপ্লাই দেই,
"Many people have used me but I have to say you are one of the best."

02/12/2024

সে'ক্স চাও? সরাসরি বলো।
শুধু বন্ধুত্ব চাও? সরাসরি বলো।
স্রেফ সময় কাটাতে চাও? সরাসরি বলো।
টাকাপয়সা চাও? কিম্বা, সাহায্য? সরাসরি বলো।
কথা বলার সাথী চাইছ? সরাসরি বলো।
কিন্তু 'ভালোবাসা' শব্দটির আড়াল নিয়ো না,
হিপোক্রিসিতে ওই শব্দটিকে ব্যবহার কোরো না।

প্লিজ ভালোবাসা'র অপমান কোরো না। 🙏

29/11/2024

আমেরিকার পুরুষদের একটা বউ থাকে আরেকটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু সে ভালোবাসে তার বউ কে ।

ইউরোপের পুরুষদের একটা বউ থাকে
আরেকটা গার্লফ্রেন্ড থাকে,
কিন্তু সে ভালোবাসে তার গার্লফ্রেন্ড কে ।

সৌদি আরবের পুরুষদের কোনো গার্লফ্রেন্ড থাকে না, বউ থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার ঊট কে ।

বাংলাদেশের পুরুষদের বউ থাকে একটা, গার্লফ্রেন্ড থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার মা কে। 🙂☺️

23/11/2024

একটা লাইফ লেসন শিখাই।

কখনো পরিচিত মানুষের কাছে "সবসময়" হেল্প নিবেন না, পরিচিত দোকানদারের কাছ থেকে সবসময় পণ্য কিনবেন না, পরিচিত মানুষের সাথে সবসময় সব কথা শেয়ার করবেন না।

Your biggest supporter is a stranger... কথাটা সত্য। ✌️

-Nafis Shahriar

আমাদের বিয়ে হয়েছে ৭ মাস হচ্ছে এরেন্জ ম্যারিজ। আমার স্বামী  বেসরকারি জবে আছে। শুক্র শনি বন্ধ। স্যালারী মোটামুটি। সে দেখতে...
08/11/2024

আমাদের বিয়ে হয়েছে ৭ মাস হচ্ছে এরেন্জ ম্যারিজ। আমার স্বামী বেসরকারি জবে আছে। শুক্র শনি বন্ধ। স্যালারী মোটামুটি। সে দেখতেও মাশাল্লাহ সুর্দশন। বিয়ের প্রথম ১ সপ্তাহ ছাড়া থাকে বন্ধের দিনে একদিনও বাসায় পায়নি। প্রথম ৩ মাস ব্যাপারটা সেভাবে আমলে নেয়নি। কারন সে বলতো বছরের শেষে অফিসের চাপ থাকে কাজের। ওকে ফাইন বুঝলাম। কিন্তু মাসের পর মাস এভাবে চলতে চলতে আমার সন্দেহ হলো। সন্দেহ হওয়ার আরেকটি বড় কারন সে ৪২ ডিগ্রী গরমেও কোট টাই পড়ে বন্ধের দিনেও বাসা থেকে বের হয়ে যায়। বেশিরভাগ সময় রাতেও থাকেনা। ১১টার পর বাসায় আসে। তাই একদিন ফলো করতে করতে দেখি একটি কমিউনিটি ক্লাবে কারো সাথেই সৌজন্য বিনিময় না করেই খেতে বসেছে। ওকে ফাইন বুঝলাম। পরিচিত কারো হতেই পারে। এভাবে পর পর ৩ সপ্তাহে ৬দিন ফলো করেই সেইম দৃশ্য দেখেছি। হয় কোনো কুলকানি মৃ""ত মানুষের মেজবান নয়তো বিবাহ আকিকা খাচ্ছে আবু""লাইন্নে (নিমন্ত্রণ ছাড়া খাওয়া)। একদিন থাকে বললাম এই ব্যাপারে। সে প্রথমে আমতা আমতা করলেও স্বীকার করছে। তার গো""রুর মাং%সের প্রতি তীব্র আর্কষণ। উনার এহেন কর্মকান্ডের ব্যাপারে কারো সাথে শেয়ার করতে পারছিনা সমাধানের জন্য।পরামর্শ দিন......
(নাম প্রকাশে অনিচ্ছুক)

সিয়ামের উপর শত শত নারী ক্রাশ খেলেও সিয়াম অবন্তি ছাড়া কাউকেই বুঝে না। একটা কথা আছে এক নারীতেই আসক্ত পুরুষ সত্যিই চমৎকার! ...
23/10/2024

সিয়ামের উপর শত শত নারী ক্রাশ খেলেও সিয়াম অবন্তি ছাড়া কাউকেই বুঝে না। একটা কথা আছে এক নারীতেই আসক্ত পুরুষ সত্যিই চমৎকার! আপনার লাইফে যদি এমন পুরুষ থেকে থাকে তাকে মাথায় তুলে রাখুন। টাকা,পয়সা, ধন,সম্পদ কিচ্ছু না; এই মানুষটাই আপনার জীবনের বড় সম্পদ,বড় নেয়ামত। তার জন্য আল্লাহর দরবারে হাজার হাজারবার শুকরিয়া প্রকাশ করুন ❤

In frame: siam&abantee

22/10/2024

আমার শশুরের ইনকাম ৬০ হাজারে এর কাছাকাছি।গ্রামে থাকে, ব্যাবসা+ফসল।
তো আমি গরমে থাকতে পারি না। আমার শশুর বাড়ি, আইপিএস,সোলার বা একটা চার্জার ফ্যান ও নাই।।এদিকে গ্রামে বিদ্যুৎ থাকে না। রাতে দেড় ঘন্টা ও বিদ্যুৎ থাকে না। একটু ও ঘুম হয়না আমার। অসহ্য গরম।

তাই আমি ভদ্রভাবেই শশুর বাড়ি থেকে চলে আসি। তো আমার শশুর বুঝতে পেরে বলে, গরমে থাকতে পারছো না? গরম সহ্য করতে হবে, অর্থাৎ সে আমাকে গরম সহ্য করতে বলছে, তবুও এক দেড় হাজার টাকা দিয়ে একটা চার্জার ফ্যান কিনবে না।

তো সেদিন ই আমার শশুর আমার আব্বুকে কল দিয়ে বলে, আপনার ছেলেকে গরম সহ্য করা শিখতে হবে। অথচ আমার আব্বু আমার জন্য কত কষ্ট করে সোলার কিনেছে।

এই কথা শুনে, আব্বু আমার শশুরকে অনেক কথা শোনায়, যে জামাই যায়, আপনার বাড়ি থেকে গরমে চলে আসে একটা ফ্যান কিনতে পারেন না? আবার চলে আসবো বললে থাকতেও বলবে না। ইত্যাদি ইত্যাদি বলে আমার আব্বু।

আবার মাত্র এক পদের তরকারি রান্না করবে, মাছ হলে মাছ, মাংশ হলে মাংশ, অথচ ওদের অনেক টাকা পয়সা, ওরা আসলে আমরা ৫-৭ রকমের আইটেম করি।। এটাও আব্বু বলেছে, মানে ওদের সকল ছ্যাসড়ামির কথা বলেছে আমার শশুর কে।

এখন এটা নিয়ে ঝামেলা বেধে গেছে, আবার আমার বউ বাপের বাড়ি, আমার ফোন ধরছে না।

এমতাবস্থায় কি করনীয় আমার ?
( ইনবক্স থেকে )

17/10/2024

আমি একটা সরকারি মেডিকেলে পড়ছি। পড়ালেখার অনেক প্রেশার ৷ হলে থাকি৷ স্বামী অন্য জেলায় চাকরি করে। আমার স্বামী আমার পড়ালেখায় খুব ডিস্টার্ব করে।নিয়ম করে সে প্রতিদিন কল করে অনেক বিরক্ত করে, সময় নষ্ট করে, আজাইরা প্যাচাল করে। যেমন কি খাইছ, কি পড়ছ, কি করছ ইত্যাদি ফালতু প্রশ্ন করে টাইম নষ্ট করে৷ প্রতিদিন সে কল করে এক দেড় ঘন্টা বকবক করতে থাকে৷

আমার কথা হল, দরকারি কোন কথা থাকলে সেটা বলার জন্য ফোন করলে ঠিক আছে৷ কিন্ত আজাইরা পেচাল করার জন্য তো কল করার দরকার নাই৷ ৫ মিনিট কথা বললেই তো হয়৷

আমি আমার বাবা মায়ের সাথেও ফোন করে ৫ মিনিটের বেশি সাধারণত কথা বলি না৷ কারণ ৫ মিনিটের বেশি কথা বলার মত কিছু খুজে পাই না৷ কিন্ত সেখানে স্বামী ফোন করলে ১ ঘন্টার নিচে ছাড়তে চায় না যা বিরক্তকর৷ আমি শুধু হু হা বলে এড়িয়ে যেতে চাই৷

এছাড়া সময় নাই, অসময় নাই যখন তখন ফোন দিয়ে বিরক্ত করে। সকালে আইটেমের প্যারায় বাচি না৷ উনি কল করবে৷ দুপুরে কল দেবে৷ বিকালে কল দেবে৷ আর রাতে কল করলে ১ ঘন্টার নিচে ছাড়েই না৷

বিয়ে করে জীবন একেবারে তেজপাতা হয়ে গেছে৷ মনে হচ্ছে বিয়ে মানে উটকো এক ঝামেলা, ক্যারিয়ারের পথে এক বাধা৷ এখন গলায় হাড়ের মত বেধে আছে,না পারছি গিলতে, না পারছি উগড়াতে৷

এছাড়া অনেক বেশি ন্যাকামো করে যা ভাল লাগে না৷ যেমন নভেম্বর মাসের ২৩ তারিখ আমাদের ৩য় বিবাহ বার্ষিকী ছিল৷ সে হুট করে ক্যাম্পাসে চলে এসেছে না বলেই৷ আর ১০০ টা গোলাপ নিয়ে এসেছে৷ এটা করেছে না কি আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য৷ কিন্ত এসব ন্যাকামো আমার কাছে অসহ্য লাগে৷

আমি অনেক বাস্তববাদি মানুষ৷ আবেগ বা ইমোশনের বয়স আমার নাই৷ আমি যখন টিনএজ ছিলাম তখন এমন আবেগি আমি ছিলাম আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য৷ কিন্ত এখন বাস্তবতা ভাল লাগে৷ এসব লুতুপুতু ভাল লাগে না৷

আমার স্বামীর বয়স ৩১ কিন্ত উনি এখনো ইমম্যাচুয়র৷ বিয়ের আগে কখনো কোন সম্পর্ক উনার ছিল না৷ তাই উনি নারী পুরুষের দাম্পত্য সম্পর্ক নিয়ে একটা রোমান্টাইজ ফ্যান্টাসিতে ভুগেন৷ কিন্ত জীবন তো আর শাহরুখ খানের সিনেমা না।

যাই হোক, এখন কি করা যায়? তাকে কিভাবে বুঝানো যায় যে আমি ব্যস্ত থাকি৷ এভাবে দিনে নিয়ম করে ৪ বার কল দেয়ার দরকার নাই৷ দরকারি কথা থাকলে কল দিবে, দরকার না থাকলে হুদাই কল দিয়ে বিরক্ত করার দরকার নাই৷ আর রাতে ৫-১০ মিনিট কথা বললেই হয়৷ এই জিনিসটা তাকে কিভাবে বলি?
-- নাম প্রকাশে অনিচ্ছুক

মসজিদের দেয়ালে লিখা ছিলো: - তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাহলে ভিতরে চলে এসো আল্লাহর  রহমত কখনো ক্লান্ত হয়ন...
15/10/2024

মসজিদের দেয়ালে লিখা ছিলো: - তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাহলে ভিতরে চলে এসো আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয়না। 🥺

15/10/2024

এত্ত সুন্দর কেন 🙄

সব ভুলগুলো ফুল হয়ে যাক। ❀♥️
06/10/2024

সব ভুলগুলো ফুল হয়ে যাক। ❀♥️

05/10/2024
আমাদের চার বোন আমাকে ছাড়া বাকি তিনজন মাশাল্লাহ খুব সুন্দর তাদের গায়ের কালার চমৎকার ফর্সা।।এক কথায় তাদের সুন্দরী বলা য...
05/10/2024

আমাদের চার বোন আমাকে ছাড়া বাকি তিনজন মাশাল্লাহ খুব সুন্দর তাদের গায়ের কালার চমৎকার ফর্সা।।
এক কথায় তাদের সুন্দরী বলা যায়..
আমি তিন নাম্বার..
ছোটবেলা থেকেই আমি কালো আমার তিন বোনের চেহারার সাথে আমার চেহারার কোন মিল নেই, আমরা সবাই একসাথে ঘুরতে গেলে মানুষ মনে করতে হয়তোবা আমি তাদের কাজিন অথবা কাজের মেয়ে..
আমার মা আমাকে সব সময় কালি কালি বলতো বাকি বোনরাও একই নামে আমাকে সব সময় ডাকতো..
কিন্তু আমি আমার বাবার কাছে সব থেকে সুন্দরী একটা মেয়ে..
আমার এই কা*লো রূপ নিয়ে সব সময় আমি আমি হীনমন্যতায় থাকতাম...

আমার জীবনে প্রেম আসবে কেউ আমাকে পছন্দ করবে এটা কখনো ভাবিনি তাই আমার সবকিছু বাদ দিয়ে পড়াশোনার দিকে মনোনিবেশ করি...
আমার বড় দুই বোনের বিয়ে হয়েছে তারা প্রেম করে বিয়ে করেছে একজনের তালাক হয়ে গেছে আরেকজন তার স্বামী নিয়ে দেশের বাইরে আছে।।

আমার দুই নাম্বার বোন সে দেখতে সবার থেকে সুন্দরী তার স্বামীর অবস্থান ও ভালো ছিল সে সরকারি একটা উচ্চপদস্থ কর্মকর্তা...
কিন্তু তাদের সংসার সুন্দর হয়নি মাত্র ৬ বছর সংসার করেছে তারপর দুজন আলাদা হয়ে গেছে..
আমার বোন সেও ভালো জব করে সে আর কখনো বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে..

আমি অনার্স সেকেন্ড ইয়ারে উঠার পর অনেকগুলো বিয়ের ঘর এসেছে আমার বাবা চেষ্টা করে এনেছে মানুষকে দেখিয়েছে আমাকে।। কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি..
আমি বাধ্য হয়ে বাবাকে বলেছি আমার বিয়ের চিন্তা বাদ দাও আমার ছোট বোনকে বিয়ে দিয়ে দাও..

আমাকে রেখে আমার ছোট বোনের বিয়ে হয় ছোট বোনের স্বামী ও দেশের বাইরে থাকে প্রবাসী ৬ মাস আগে আমার ছোট বোন তার স্বামীর কাছে চলে গেছে..
আমি অনার্স শেষ করে একটা সরকারি ব্যাংকে জব শুরু করি যখন...

ওখানেই আমার একজনের সাথে পরিচয় হয়। এবং তার সাথে কথা বলা শুরু হয়..
এক সময় জানতে পারি আমি যার সাথে কথা বলছি সে মানুষটা বিবাহিত ছিল তার স্ত্রী মারা গেছে তারপর থেকে সে অনেকটাই ছন্নছাড়া...
তার কোন বাচ্চাকাচ্চা নেই..
তার কথা শুনে তার প্রতি আমার আগ্রহ বাড়ে কিন্তু আমার আগ্রহ প্রকাশ করতে আমি ভয় পাই সব সময়।।

তার সাথে ফ্রি হওয়ার সুযোগ সে আমাকে করে দেই..
আমরা দুইজন নিয়ম করে কথা বলা শুরু করি সে যতটা আমার কেয়ার করে আমি ঠিক ততটা তার কেয়ার করা শুরু করি...
তখন মনে হয়েছিল সত্যি আমি প্রেমে পড়ে গেছি।।।
আমার এই প্রেম কখনো সফল হবে তা ভাবি নি..
সাত মাস কথা বলার পর সে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চায়।। আমি তাকে আমার বাবার সাথে কথা বলতে বলি....
সে বাবার সাথে কথা বলে এত ভালো প্রস্তাব পাওয়ার পর বাবা মনে হয় আকাশ হাতে পেয়ে যায়..
পারিবারিকভাবে আমাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়..

বিয়ের পর থেকে তার আমার প্রতি আগ্রহ এবং কেয়ারিং বিষয়টা আরো অনেক বেশি বেড়ে যায়....
ভালোবাসার যে অপ্রাপ্তি ছিল আমার মনের মাঝে সেই অপ্রাপ্তি পুরোপুরি সে প্রাপ্তিতে পরিণত করে দিয়েছে..

আমার মত একটা মেয়েকে কেউ এতটা ভালবাসবে তা কখনো আমি কল্পনা করিনি আমি কল্পনা করিনি কখনো আমার সুন্দর একটা সংসার হবে সেখানে আমার স্বামী আমার সবথেকে ভালো বন্ধু হবে আমার সুখ দুঃখের সাথী হবে...
জীবনের সকল কঠিন মুহূর্তে আমাকে সে জড়িয়ে রাখবে এসব চিন্তা কখনো আমার মাথায় আসেনি আশাও করিনি..

কিন্তু সৃষ্টিকর্তার অপার মহিমায় আমার স্বামী আমার জীবনের সমস্ত স্বপ্ন তার ভালোবাসা দিয়ে পূরণ করে চলেছে।।।।
দেখতে দেখতে আমাদের সংসারের বয়স আজ পাঁচ বছরে পড়েছে...
দুই বছরের একটা টুকটুকে সুন্দর মেয়ে হয়েছে আমার কেউ দেখে বলবে না এটা আমার মেয়ে....
আমার সুন্দরী সুন্দরী বোনদের বাচ্চাদের থেকে আমার বাচ্চা মাশাল্লাহ সুন্দর বেশি...
তাদের সংসারের প্রায় প্রায় অশান্তির খবর ছড়াছড়ি করে আমাদের পরিবারে।
কিন্তু আমার বিয়ের পর থেকে কোন অশান্তির খবর আমার বাবা-মা আজ পর্যন্ত পায়নি আশা করি আর কখনো পাবে না....

ভালোবাসা সত্যিই সুন্দর..
চেহারা নিয়ে হীনমন্যতায় চলে যাওয়া বোকামি...
সত্যিকারের ভালোবাসা কখনো বাহ্যিক সৌন্দর্য দিয়ে হয় না মনের সৌন্দরতা গুরুত্বপূর্ণ...
কাল আর সাদা দিয়ে কখনো সম্পর্কের গভীরতা বিচার করা যায় না কালো সাদা দিয়ে সুখ শান্তি আসেনা সংসারে.....

Jasmine 🤍
27/09/2024

Jasmine 🤍

সেনাবাহিনীর অফিসারের উপর আ"ক্রম"ণ করা হইলে সহযো"দ্ধা অফিসাররা ফেসবুক লাইভে গিয়ে কান্নাকাটি করে বলে না "ভাই আমাদের বাঁচান...
24/09/2024

সেনাবাহিনীর অফিসারের উপর আ"ক্রম"ণ করা হইলে সহযো"দ্ধা অফিসাররা ফেসবুক লাইভে গিয়ে কান্নাকাটি করে বলে না "ভাই আমাদের বাঁচান, আমাদের উপর এ্যাটা"ক করছে।"

তাদের পরিবারের সদস্যরা বারবার এসে বি"চার চায়না "আমার ছেলেরে মা"রলু ক্যা"নে" বলে। কারণ, জীবন গেলেও তারা দেশের জন্য এবং দেশের সার্ব"ভৌমত্ব রক্ষার্থে কাজ করতে প্রতি"জ্ঞাবদ্ধ।

সেনাবাহিনী সংখ্যালঘু নয়, তাই সেনাবাহিনীকে নিয়ে সুশীলপাড়ায় কান্নাকাটি হয়না। কারা মা"রলো,কেন মা"রলো এসব প্রশ্ন আসে না।

Rest in peace Lieutenant Tanzim Sarwar Nirjon.
Inna lillahi wa inna elaihi rajiun.
May Allah grant you the highest place in jannat.

©

মা দিবসে মায়ের কাছে লেখা লে. তানজিমের একটা ছোট্ট বার্তা....💔তোমার সাথে সুখ দু:"খ ভাগাভাগি করতে করতেই এতদূর চলে আসা। মা, ...
24/09/2024

মা দিবসে মায়ের কাছে লেখা লে. তানজিমের একটা ছোট্ট বার্তা....💔
তোমার সাথে সুখ দু:"খ ভাগাভাগি করতে করতেই এতদূর চলে আসা। মা, তোমাকে ভীষন ভালোবাসি।শুধু বছরে একদিন না, বছরের ৩৬৫ টা দিনই ভালোবাসি।❤️
মা দিবসে তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করতেছে...
©লে. তানজিম

মায়ের হাতের রান্না তার আর কখনোই খাওয়া হবে না... 😢

আব্বা ৮ বছর আগে' আম্মু ৫ বছর আগে' বড় ভাই গত বছরে! শেষে তোফাজ্জল ভাত খাওয়ার পরে! Life of a man 💔
19/09/2024

আব্বা ৮ বছর আগে' আম্মু ৫ বছর আগে' বড় ভাই গত বছরে! শেষে তোফাজ্জল ভাত খাওয়ার পরে!

Life of a man 💔

18/09/2024

আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি,❤️

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌸

- সংগৃহীত

Address

West Nakhalpara
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when •|• ভালবাসার গল্প •|• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to •|• ভালবাসার গল্প •|•:

Share