স্রোতোশীনি Nody 10

স্রোতোশীনি Nody 10 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্রোতোশীনি Nody 10, Digital creator, Dhaka.

আসসালামু আলাইকুম। আমি নদী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেইজে(পরিবারে)। আমি ভিডিও করতে ভালোবাসি, ভালোবাসি অবসরে একটু লেখা লেখি করতে। আমার এই পথ চলায় আশাবাদী আপনারা পাশে থাকবেন। আমার ভিডিও বা লেখা থেকে নিরাশ হবেন না বিশ্বাস রাখতে পারেন। ধন্যবাদ ❤️

শুভ রাত্রি সবাইকে। শীত শুরু হয়েছে সাবধানে থাকবেন। Torikul2.0
22/11/2024

শুভ রাত্রি সবাইকে।
শীত শুরু হয়েছে সাবধানে থাকবেন।
Torikul2.0

কি দেশে বসবাস করি এই দেশ নিয়া আর কি স্বপ্ন দেখবো,  এগুলার এমন হাসোজ্জল চেহারা দেখার জন্য এত মানুষ রক্ত দিছে।  speechless...
21/11/2024

কি দেশে বসবাস করি এই দেশ নিয়া আর কি স্বপ্ন দেখবো, এগুলার এমন হাসোজ্জল চেহারা দেখার জন্য এত মানুষ রক্ত দিছে। speechless + mad

With Torikul2.0 – I just got recognised as one of their top fans! 🎉
21/11/2024

With Torikul2.0 – I just got recognised as one of their top fans! 🎉

কার কার দেখা হয়েছে কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি।
19/11/2024

কার কার দেখা হয়েছে কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি।

19/11/2024

ভালোবাসি ভালোবাসি বলে যারা মুখে ফেনা তোলে। কয়েকটা দিন একটু চোখের আড়াল হও, দেখবে ভালোবাসা উধাও💔

তাকে নিয়ে নেই কোন অভি/যোগ ভাগ্যে যা লিখা ছিল সেটাই ঘ'টেছে !কিন্তু মাঝেমধ্যে ভীষণ বলতে ইচ্ছে হয়, আমার সাথে এমনটা না হলে...
17/11/2024

তাকে নিয়ে নেই কোন অভি/যোগ
ভাগ্যে যা লিখা ছিল সেটাই ঘ'টেছে !
কিন্তু মাঝেমধ্যে ভীষণ বলতে ইচ্ছে হয়,
আমার সাথে এমনটা না হলে ও তো পারত😭

ভালো তো সবাই বাসে, তুমি না হয় একটু ভালো রাখার দায়িত্বটা নিও! ভালোবাসা চেয়ে ভালো থাকাটা যে খুব প্রয়োজন।
17/11/2024

ভালো তো সবাই বাসে,
তুমি না হয় একটু ভালো রাখার দায়িত্বটা নিও!
ভালোবাসা চেয়ে ভালো থাকাটা যে খুব প্রয়োজন।

17/11/2024

নিজেকে নিজের জন্য তৈরী করুন, দেখবেন আপনার জন্য অন্য কেউ তৈরী হয়ে আছে। ভালোবাসাটা তার জন্য বরাদ্দ থাক।

একজন স্ট্রং ওমেন যথেস্ট ম্যাসকেলিন ভাইবস বহন করে। সে ভাঙ্গে কিন্তু  কখনোই  মচকে যায় না। পুরুষের দেওয়া নাম ও টাকায় সে কখন...
17/11/2024

একজন স্ট্রং ওমেন যথেস্ট ম্যাসকেলিন ভাইবস বহন করে। সে ভাঙ্গে কিন্তু কখনোই মচকে যায় না। পুরুষের দেওয়া নাম ও টাকায় সে কখনোই বিক্রি হয় না। তাকে আপনি হীরা নামেও ডাকতে পারেন কারন হীরার মতনই সে উজ্জ্বল ও ভঙ্গুরহীন।

লেখা : নদী

Hassan 0.7

16/11/2024

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়? কিন্তু আমি তো আকাশ সমান ভালোবাসা দিয়ে ও শুন্য হাতে ফিরলাম 💔😪🥀

আসসালামু আলাইকুম।  শুভ রাত্রি প্রানের পরিবার। দোয়া করি ভালোবাসার মানুষ গুলো ভালো থাক।
15/11/2024

আসসালামু আলাইকুম। শুভ রাত্রি প্রানের পরিবার।
দোয়া করি ভালোবাসার মানুষ গুলো ভালো থাক।

এতো বই কখন পড়বো। ফোন বা কখন টিপবো?
15/11/2024

এতো বই কখন পড়বো। ফোন বা কখন টিপবো?

"বউ "চলচ্চিত্রের জন্য রইল শুভকামনা। বাংলা সিনেমার নাম শুনলে অনেকে নাক শীটকাই। কিন্তু ভাই আপনি বাঙালি ,নিজের সংস্কৃতিকে য...
15/11/2024

"বউ "চলচ্চিত্রের জন্য রইল শুভকামনা।
বাংলা সিনেমার নাম শুনলে অনেকে নাক শীটকাই। কিন্তু ভাই আপনি বাঙালি ,নিজের সংস্কৃতিকে যদি ভালবাসতে না পারেন তাহলে আপনি তো নিজেকেই ভালোবাসতে পারবেন না। পরের দেশে কি হয় সেটা বাদ দিয়ে নিজের দেশে কি হচ্ছে সেটা দেখেন।

সে মায়ায় বেঁধেছিল কিন্তু মায়ায় পড়েনি, সে ভালোবাসতে বাধ্য করেছিল, অতঃপর ও আমায় ভালোবাসেনি।
15/11/2024

সে মায়ায় বেঁধেছিল কিন্তু মায়ায় পড়েনি,
সে ভালোবাসতে বাধ্য করেছিল, অতঃপর ও আমায় ভালোবাসেনি।

15/11/2024

আসসালামু আলাইকুম।
শুভ সকাল। আশা করছি সবাই খুব ভাল আছেন ।নতুন কর্মব্যস্তর একটা সুন্দর দিন শুরু হোক এই কামনাই করি।

একটা সময় যে মানুষটা বলতো তোমাকে ছাড়া বাঁচবো না,সে মানুষটি কিন্তু সবার আগে তোমাকে ছেড়ে দিয়েছে। তাই কারুর উপর আশা না ক...
14/11/2024

একটা সময় যে মানুষটা বলতো তোমাকে ছাড়া বাঁচবো না,
সে মানুষটি কিন্তু সবার আগে তোমাকে ছেড়ে দিয়েছে।
তাই কারুর উপর আশা না করে নিজেকে ভালোবেসে জীবনটা চালিয়ে যাও।

শুভ রাত্রি

সাধারণের মধ্য দিয়েও অসাধারণ কিছু মানুষ করতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে কাউকে ভালোবাসা♥️♥️🤍We Are family Torikul2.0
14/11/2024

সাধারণের মধ্য দিয়েও
অসাধারণ কিছু মানুষ করতে পারে,
তার মধ্যে অন্যতম হচ্ছে কাউকে ভালোবাসা♥️♥️🤍
We Are family Torikul2.0

আমাদের টুনটুনি মা। অভিনেতা ডি এ তায়েব ভাইয়ের রাজকন্যা আর আমাদের  মা।
14/11/2024

আমাদের টুনটুনি মা। অভিনেতা ডি এ তায়েব ভাইয়ের রাজকন্যা আর আমাদের মা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্রোতোশীনি Nody 10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share