Bangla Radio 95.2 FM

Bangla Radio 95.2 FM Bangla Radio 95.2 FM জুড়াবে তোমার হৃদয় 💓Here to Satisfy Your Soul. Bangla Radio is a sister concern of REZA GROUP, a renowned business house of Bangladesh.

Having started commercial operation on 12 June 2016, the 24-hour station broadcasts on FM 95.2 MHz and online at www.banglaradio.fm. Besides, one can listen to the station via Mobile App available on Google Play and App Store. Please let us know your valuable opinion at [email protected]. Our Mission is to Satisfy Your Soul. Bangla Radio 95.2 FM is an empathetic radio station in Banglade

sh. The station encapsulates the spirit of the nation and its youth. It tries harder to understand the pulse of the young people and respond to their entertainment needs. Keep listening to satisfy your soul.

পণ্ডিত রবিশঙ্কর একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ যিনি সেতারবাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভার...
10/12/2023

পণ্ডিত রবিশঙ্কর একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ যিনি সেতারবাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দীন খান সাহেবের শিষ্য রবি শঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে ১৯৬০-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। তাঁর সাঙ্গীতিক কর্মজীবনের পরিব্যাপ্তি ছয় দশক জুড়ে। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে রবি শংকর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে প্রচার ও মানবিক সহায়তার জন্য জর্জ হ্যারিসনের উদ্যোগে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত "কনসার্ট ফর বাংলাদেশ" অনুষ্ঠানে সেতার বাজিয়েছিলেন। পণ্ডিত রবি শংকরই মূলতঃ এই অনুষ্ঠানের জন্য জর্জ হ্যারিসনকে উদ্বুদ্ধ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমন্ডলে "কনসার্ট ফর বাংলাদেশ" একটি অবিস্মরণীয় ঘটনা।
পণ্ডিত রবিশঙ্করের অমর কীর্তি হচ্ছে পাশ্চাত্য ও প্রতীচ্যের সঙ্গীতের মিলন। পাশ্চাত্য সঙ্গীতের বিখ্যাত বেহালাবাদক মেনুহিনের সঙ্গে সেতার-বেহালার কম্পোজিশন তাঁর এক অমর সৃষ্টি যা তাঁকে আন্তর্জাতিক সঙ্গীতের এক উচ্চ আসনে বসিয়েছে। তিনি আরো একটি বিখ্যাত সঙ্গীত কম্পোজিশন করেছেন বিখ্যাত বাঁশীবাদক জ্যঁ পিয়েরে রামপাল, জাপানী বাঁশীর সাকুহাচি গুরু হোসান ইয়ামামাটো এবং কোটো (ঐতিহ্যবাহী জাপানী তারযন্ত্র) গুরু মুসুমি মিয়াশিতার জন্য। ১৯৯০ সালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ফিলিপ গ্রাসের সঙ্গে যৌথ প্রযোজনা প্যাসেজেস তাঁর একটি উল্লেখযোগ্য সৃষ্টি। ২০০৪ সালে পণ্ডিত রবি শংকর ফিলিপ গ্রাসের ওরিয়ন প্রযোজনার সেতার অংশের সঙ্গীত রচনা করেন।

দিলীপ কুমার (১১ ডিসেম্বর ১৯২২ – ৭ জুলাই ২০২১; জন্ম নাম মুহাম্মদ ইউসুফ খান)  একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি "ট্রাজে...
10/12/2023

দিলীপ কুমার (১১ ডিসেম্বর ১৯২২ – ৭ জুলাই ২০২১; জন্ম নাম মুহাম্মদ ইউসুফ খান) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি "ট্রাজেডি কিং" নামে সুপরিচিত এবং সত্যজিৎ রায়ের মতে সর্বশেষ রচনাশৈলী একজন গুণী অভিনেতা। তিনি ১৯৪৪ সালে "বোম্বে টকিজের" ব্যানারে "জোয়ার ভাটা" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পন করেন। তিনি চলচ্চিত্র শিল্প ছয় দশকের অধিক সময় ধরে বিচরণ করেছেন এবং অভিনয় করেছেন ৬০টির বেশি ছায়াছবিতে। তিনি বিভিন্ন ধরনের বৈচিত্রময় ভূমিকায় অভিনয় করেছেন, যেমন- যেমন রোমান্টিক ধাঁচের চলচ্চিত্র হিসেবে ১৯৪৯ সালের আন্দাজ, ১৯৫২ সালের বেপরোয়া বা হঠকারী এবং চালবাজ চরিত্রে আন, ১৯৫৫ সালে নাটকীয় চলচ্চিত্র দেবদাস, ১৯৫৫ সালের হাস্যরসাত্মক চলচ্চিত্র আজাদ, ১৯৬০ সালে ঐতিহাসিক চলচ্চিত্র মুঘল-ই-আজম, এবং ১৯৬১ সালের সামাজিক ঘরানার চলচ্চিত্র গঙ্গা যমুনা।

১৯৭৬ সালে, দিলীপ কুমার ছবিতে অভিনয় থেকে পাঁচ বছর বিরতি নেন এবং ছায়াছবি ক্রান্তি প্রধান চরিত্রে অভিয়ের মাধ্যমে চলচ্চিত্রে নিয়মিত হন এবং প্রধান চরিত্রে নিয়মিত অভিনয় চালিয়ে যান। যেমন: "শক্তি" (১৯৮২), "কর্ম" (১৯৮৬) এবং "সওদাগর" (১৯৯১)। তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল "কিলা" (১৯৯৮)। দিলীপ কুমার অভিনেত্রী "বৈজয়ন্তীমালার" সাথে সবচেয়ে বেশীসংখ্যক চলচ্চিত্রে কাজ করেছেন, যেখানে তারা উভয়েই একসাথে নিজেদের প্রযোজিত প্রতিষ্ঠান থেকে "গঙ্গা যমুনা" সহ সাতটি ছায়াছবিতে অভিনয় করেন। তাদের দুজনের মধ্যে সবসময়ের জন্য বোঝাপড়া খুবই ভাল ছিল।

ভারত সরকার ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে পদক দিয়ে সম্মানিত করেন এবং ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদানসমূহের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পদকে ভূষিত করেন এবং রাজ্যসভায় তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য মনোনীত করা হয়। তিনি ১৯৫৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার প্রথম পদক গ্রহণ করা ব্যক্তি এবং এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার ইতিহাস তার ঝুলিতে যিনি এখনও পর্যন্ত মোট আটটি বিভাগে পুরস্কার জিতেছেন। সমালোচকরা হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তাকে প্রশংসিত করেন। একটি ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দিলীপ কুমারকে বেছে নিয়ে বিবৃতি প্রদান করেন।

রাজু আহমেদ ছিলেন একজন পার্শ্ব অভিনেতা। তিনি ‘নীল আকাশের নীচে’, ‘মায়ার সংসার’ (১৯৬৯), ‘জীবন থেকে নেয়া’, ‘কাঁচ কাটা হীরে’,...
10/12/2023

রাজু আহমেদ ছিলেন একজন পার্শ্ব অভিনেতা। তিনি ‘নীল আকাশের নীচে’, ‘মায়ার সংসার’ (১৯৬৯), ‘জীবন থেকে নেয়া’, ‘কাঁচ কাটা হীরে’, ‘মধুমিলন’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দীপ নেভে নাই’ (১৯৭০), ‘ওরা ১১ জন’, ‘বাঘা বাঙালি’, ‘চৌধুরী বাড়ী’, ‘লালন ফকির’ (১৯৭২) এবং ‘ঝড়ের পাখি’, ‘আমার জন্মভূমি’ ও ‘রংবাজ’ (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং রণাঙ্গনের শব্দসৈনিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত নাটক ‘জল্লাদের দরবারে’ তিনি জল্লাদ ইয়াহিয়া খানের ভূমিকায় কণ্ঠ দিয়েছিলেন। এই নাটকে তার ভরাট কণ্ঠ সেই সময় মুক্তিযোদ্ধাদের সাহস আর শক্তি জুগিয়েছিল। রাজু আহমেদের বাবা লুত্ফল হক ছিলেন একজন উচ্চাঙ্গ সংগীতশিল্পী, আইনজীবী ও নাট্যব্যক্তিত্ব। তার মা রত্নগর্ভা। মাত্র ৩৩ বছর বয়সে ১৯৭২ সালের ১১ই ডিসেম্বর দুর্বৃত্তের হাতে প্রাণ দিতে হয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাজু আহমেদকে।

রাজু আহমেদের জন্ম ২৮ বৈশাখ, ১৩৪৮ বঙ্গাব্দে কুষ্টিয়ার আমলা পাড়ায়।

‘স্বপ্ন যাবে বাড়ি’ খ্যাত শিল্পী মিলন মাহমুদের জন্মদিন আজ।মিলন মাহমুদের প্রথম অ্যালবাম ‘ধ্যান’ প্রকাশিত হয় ২০০৫ সালে। অন...
10/12/2023

‘স্বপ্ন যাবে বাড়ি’ খ্যাত শিল্পী মিলন মাহমুদের জন্মদিন আজ।

মিলন মাহমুদের প্রথম অ্যালবাম ‘ধ্যান’ প্রকাশিত হয় ২০০৫ সালে। অন্য অ্যালবামগুলো হল ‘ভালোবাসার আহ্বান’, ‘চারিদিকে কোলাহল’, ‘গোপনে’, ‘মন যমুনা’, ‘স্বপ্ন ডানা’,‘পরবাস’ ও ‘আলিঙ্গন’। ‘মন যমুনা’ ও ‘পরবাস’ অ্যালবাম দুটি ছিল ফোক ঘরানার। তার গাওয়া ‘চলো সবাই..’, ‘আরেকটি বার হাতটি ধরো ভালোবেসে’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ক্রিকেট থিম সং ‘লাল সবুজের পতাকা’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।

খান আতাউর রহমান (খান আতা) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক, চলচ্চিত্র নির্...
10/12/2023

খান আতাউর রহমান (খান আতা) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনীকার, এবং প্রযোজক। তার অভিনীত প্রথম চলচ্চিত্র জাগো হুয়া সাভেরা। চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার তার অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র। নবাব সিরাজউদ্দৌল্লা (১৯৬৭) এবং জীবন থেকে নেয়া (১৯৭০) চলচ্চিত্র দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। সুজন সখী (১৯৭৫) চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরে এখনো অনেক রাত (১৯৯৭) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

খান আতা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে ১৯২৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। বাবার নাম জিয়ারত হোসেন খান, মায়ের নাম যোহরা খাতুন। তার মা তাকে আদর করে ডাকতেন “তারা”। তার মায়ের পরিবার ছিলেন মাজারের খাদিম তথা তত্ত্বাবধায়ক। ধর্মীয় উরসে তার মামা নানারকম আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করতেন। ১৯৩৭ সালে ঢাকা জিলা সঙ্গীত প্রতিযোগীতায় খান আতা প্রথম স্থান দখল করেন। তিনি তখন তৃতীয় শ্রেণীর ছাত্র।

খান আতা ১৯৫৯ সালে পাকিস্তানি পরিচালক আখতার জং কারদার পরিচালিত উর্দু ভাষার চলচ্চিত্র জাগো হুয়া সাভেরাতে মূল ভূমিকাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। এতে তার বিপরীতে ছিলেন ভারতীয় অভিনেত্রী তৃপ্তি মিত্র। এ ছায়াছবির সহকারী পরিচালক ছিলেন জহির রায়হান। চলচ্চিত্র জগতে তিনি আনিস নামটি ব্যবহার করতেন। একই বছরে মুক্তি পায় তার অভিনীত প্রথম বাংলা ভাষার চলচ্চিত্র “এ দেশ তোমার আমার”। এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন এহতেশাম। ১৯৬০ সালে জহির রায়হানের সাথে গড়ে তোলেন লিটল সিনে সার্কেল। এতে পরের বছরগুলোতে তার জনপ্রিয়তা বেড়ে যায়। অভিনেতা হিসেবে তিনি কাজ করেছেন কখনো আসেনি, যে নদী মরুপথে, সোনার কাজল, জীবন থেকে নেয়া, সুজন সখী এর মতো সফল চলচ্চিত্রে।

তার প্রথম পরিচালিত চলচ্চিত্র "অনেক দিনের চেনা"। ছায়াছবিটি ১৯৬৩ সালে মুক্তি পায়। ১৯৬৭ সালে তিনি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবনী নিয়ে নির্মাণ করেন নবাব সিরাজউদ্দৌল্লা। চলচ্চিত্রটি ১৯৬৯ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গোল্ডেন প্রাইজের জন্য মনোনীত হয়। এরপর তিনি নির্মাণ করেন সাত ভাই চম্পা, অরুণ বরুণ কিরণমালা, জোয়ার ভাটা। মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালে নির্মাণ করেন আবার তোরা মানুষ হ; যার বিষয়বস্তু ছিল যুদ্ধ পরবর্তী বাস্তবতা। ১৯৭৫ সালে প্রমোদ কর ছদ্মনামে গ্রামীণ পটভূমিতে নির্মাণ করেন রোমান্টিক চলচ্চিত্র সুজন সখী। এই চলচ্চিত্রের জন্য তিনি ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হয়। ৮০’র দশকের নির্মাণ করেন হিসাব নিকাশ এবং পরশপাথর নামের দুইটি ছায়াছবি। মুক্তিযুদ্ধের উপর ১৯৯৪ সালে তিনি "এখনো অনেক রাত" চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেন। ১৯৯৭ সালে ছবির কাজ শেষ হয়।তিনি বাংলার কবি জসীম উদ্‌দীন, গঙ্গা আমার গঙ্গা, গানের পাখি আব্বাস উদ্দিন সহ বেশকিছু তথ্যচিত্রও তৈরি করেছেন। ১৯৯৭ সালের ডিসেম্বরের ১ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

 #বিং_সিঙ্গেল_ইজ_গুড 📲 😎সিঙ্গেল থাকলে কারো 'গুড নাইট' মেসেজের জন্য অপেক্ষা করতে হয় না, সকালে উঠে 'গুড মর্নিং' বলার প্যার...
10/12/2023

#বিং_সিঙ্গেল_ইজ_গুড 📲 😎
সিঙ্গেল থাকলে কারো 'গুড নাইট' মেসেজের জন্য অপেক্ষা করতে হয় না, সকালে উঠে 'গুড মর্নিং' বলার প্যারাও নিতে হয় না! বাট মিংগেল মাম্মারা, গুড নাইট না বলে ঘুমিয়ে গেলে হয়ে যায় তাদের জীবনের হালুয়া টাইট! সিঙ্গেল মাম্মারা, অনেক আয়োজন করে বিয়ে করলেও সম্পর্ক টিকে না যেখানে সেখানে কি ফেসবুকে রিলেশন করলে টিকবে?😎 কারো পিছে নিজের ইনকামের সব টাকা খরচ করবার মতো প্যারা তোমার জীবনে আছে?😍 সিঙ্গেলস ক্লাব গবেষণা করে খুঁজে বের করেছে যে, রিলেশনশিপে রিস্ক জেনেও কিছু সিঙ্গেলরা ফেসবুকসহ অন্যান্য জায়গায় রিলেশন করার ট্রাই মেরে যাচ্ছে❗🧐
তোমার গবেষণা কি বলে?
জানাও
সিঙ্গেল লাইফ নিয়ে তোমার বাহাদুরি ও আকুতিভরা অনুভূতিগুলো ঝেড়ে ফেলো Singles' Klub -এ RJ Rayfan এর সাথে ২টা পর্যন্ত।
আর আজকের "Super Single" হতে মেনশন করো তোমার ফেসবুকের সিঙ্গেল ফ্রেন্ডদের ও শেয়ার করো বিভিন্ন গ্রুপে।
#সিংগেল_ফ্যাক্ট #সিঙ্গেলস_ক্লাব ুমি_চাই
#জুড়াও_তোমার_হৃদয়💓

10/12/2023

মানসিক স্বাস্থ্য বিষয়ক Mind Matters অনুষ্ঠানে "তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক সংগঠনের ভূমিকা" বিষয়ে কথা বলছেন সোশ্যাল ওয়ার্কার এন্ড মিউজিশিয়ান সৈয়দ হাসান তারেক।
উপস্থাপনায় আছেন এথেনা মেন্টাল হেলথ ওয়েলবিং সেন্টারের মেন্টাল হেলথ কাউনসেলর নুসরাত সাবরিন চৌধুরী আর আরজে রায়ফান।

 #স্কুল_নাকি_কলেজস্কুল জীবন নাকি কলেজ জীবন? কখনো কি স্কুল-কলেজের সময়টিতে ফিরে যেতে ইচ্ছে করে? নাকি মনে হয় ভালই হয়েছে ওইস...
10/12/2023

#স্কুল_নাকি_কলেজ
স্কুল জীবন নাকি কলেজ জীবন?
কখনো কি স্কুল-কলেজের সময়টিতে ফিরে যেতে ইচ্ছে করে? নাকি মনে হয় ভালই হয়েছে ওইসব ছেড়ে এসে?
এসএসসি পাশ করে কলেজে যাওয়া নিয়ে তোমার মধ্যে কেমন অনূভুতি হয়েছিল?
তুমি যদি সামনের বছরেই এসএসসি দিবে, কখনো কী চিন্তা করেছো কলেজ জীবনটা কেমন হতে পারে? স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির কোন টাইমটা বেষ্ট??? কোন সময়ে সত্যিকার বন্ধু পাওয়া যায়?? এই সময় যে বন্ধুগুলো পাওয়া যায় তারা কেমন হয়??
জানাও তোমার স্কুল-কলেজের বিগত বা অনাগত দিনগুলোর কথা♥️
ফ্রেন্ডস ক্লাব এ Rj Saffat আছি রাত ১০টা পর্যন্ত।
#স্কুল_লাইফ
#কলেজ_লাইফ
#জুড়াও_তোমার_হৃদয়💓

10/12/2023
10/12/2023

ইংরেজি ও ক্যারিয়ার নিয়ে খুঁটিনাটি জানতে চাও??? ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডা উইথ ATM Sir এর সাথে আছি RJ Ashfaq.

10/12/2023

তুমি বন্ধু বানাও কীভাবে? ভালো বন্ধু বা খারাপ বন্ধু কীভাবে চিনতে পারো?তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? তোমার বন্ধুর সাথে কাটান...
10/12/2023

তুমি বন্ধু বানাও কীভাবে? ভালো বন্ধু বা খারাপ বন্ধু কীভাবে চিনতে পারো?
তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? তোমার বন্ধুর সাথে কাটানো সবচেয়ে সুন্দর মূহুর্ত কোনটি? তোমার বন্ধুর সাথে তোমার মানসিকতার কতটুকু মিল কিংবা অমিল রয়েছে ?
কথায় আছে,"সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ"।
তাই আমাদের উচিত বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন হওয়া এবং সহজেই কারো থেকে প্রভাবিত না হওয়া। আর এ সংক্রান্ত কিছু টিপস নিয়ে চলো Let's Go তে থাকছি RJ Rayfan ঠিক দুপুর ১২টা পর্যন্ত।

#বন্ধু #বন্ধুত্ব #বন্ধু_নির্বাচন
#জুড়াও_তোমার_হৃদয়💓

বিশ্ব মানবাধিকার দিবস।আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্...
10/12/2023

বিশ্ব মানবাধিকার দিবস।

আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা ও শব্দ সৈনিক আবুল কাশেম সন্দ্বীপের মৃত্যুবার্ষিকী আজ।আবুল কাসেম সন্দ্বীপের ...
09/12/2023

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা ও শব্দ সৈনিক আবুল কাশেম সন্দ্বীপের মৃত্যুবার্ষিকী আজ।

আবুল কাসেম সন্দ্বীপের জন্ম ১৯৪৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সন্দ্বীপে। ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এমএ ডিগ্রি নেন। ছাত্রাবস্থায় প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। যুক্ত ছিলেন সাংবাদিকতায়, চট্টগ্রাম বেতারে কথিকা লিখতেন, বেতারের গীতিকার হিসেবেও তালিকাভুক্ত ছিলেন। ১৯৭০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজে সহ–অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র গঠিত হয়। তিনি ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা। এই বেতার কেন্দ্রে বার্তা বিভাগের দায়িত্ব পালন করেন তিনি।

স্বাধীনতার পর কিছুকাল ঢাকা বেতার কেন্দ্রে এবং পরবর্তীসময়ে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের গণশিক্ষা প্রকল্পে পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। নিরন্তর শুভব্রতী এই ব্যক্তিত্ব ছিলেন আজীবন ত্যাগী এবং স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৫ সালে লাভ করেন বঙ্গবন্ধু স্বর্ণপদক। ১৯৯৫ সালের ১০ ডিসেম্বর আবুল কাশেম সন্দ্বীপ প্রয়াত হন।

 াস  #জন্মবার্ষিকী‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছেরক্ত লাল রক্ত লাল রক্ত লাল।জোয়ার এসেছে জন সমুদ্রেরক্ত লাল রক্ত লাল রক্ত লাল।...
09/12/2023

াস #জন্মবার্ষিকী
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।
জোয়ার এসেছে জন সমুদ্রে
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।’

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল', ‘নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো’, ‘তন্দ্রাহারা নয়ন আমার এই মাধবী রাতে’ সহ অনেক কালজয়ী গানের সুরকার সমর দাসের জন্মবার্ষিকী আজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তার উদ্দীপনামূলক ও গণসঙ্গীতের সুর এখনও প্রতিটি বাঙালির হৃদয়কে আন্দেলিত করে সমধিক প্রাণোচ্ছাসে।

১৯২৯ সালের ১০ ডিসেম্বর এক সঙ্গীতশিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন সমর দাস। পরিবারের গণ্ডিতেই তার সঙ্গীত শিক্ষা শুরু হলেও উচ্চাঙ্গসঙ্গীত সাধক রবীন্দ্রনাথ দাসের কাছে সঙ্গীত শিক্ষার আনুষ্ঠানিক হাতেখড়ি। লেখাপড়া করেন ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল ও কলকাতার সেন্ট পল স্কুলে। ১৯৪৫ সালে মাত্র ১৬ বছর বয়সে তদানীন্তন অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রে বাঁশি বাজানোর মধ্য দিয়ে সমর দাসের সঙ্গীত জীবনের সূচনা। ১৯৫০-এর দশকে কলকাতায় হিজ মাস্টার্স ভয়েস কোম্পানিতে কাজ এবং সুখ্যাতিও অর্জন করেন। ১৯৬১ সালে ঢাকা বেতার কেন্দ্রে সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন। এখানে তিনি স্বাধীনতার পূর্ব পর্যন্ত কর্মরত ছিলেন। ছায়াছবির সঙ্গীত পরিচালক হিসেবেও সমর দাস একটি সময়ে খ্যাতি লাভ করেছেন। কলকাতায় সলিল চৌধুরী ও কালীপদ সেনের সঙ্গে ছায়াছবিতে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। কলকাতার এইচএমডি কোম্পানি বাংলাদেশের 'হৃদয় হতে' (১৯৭২) নামে একটি লংপ্লে রেকর্ড প্রকাশ করে, যাতে রয়েছে বাংলাদেশের মুক্তিসংগ্রামের ২৬টি গান। সমর দাস ছিলেন এ রেকর্ডের সঙ্গীত পরিচালক। তিনি ১৯৭২ সালে বিবিসিতে গিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অক্রেস্ট্রেশন রেকর্ড করে আনেন। নবগঠিত বাংলাদেশ বেতারের সিগনেচার টিউন বা সূচনা সঙ্গীত সমর দাসের কম্পোজ করা। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' নামে দুটি এলপি ডিস্ক প্রকাশ করার উদ্যোগ নিলে একজন সংগঠক ও সঙ্গীত পরিচালক হিসেবে সমর দাস সেটাকে সফল করে তোলেন। এছাড়া ১৯৮৫ ও ১৯৯৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমস সূচনা সঙ্গীতের সুরারোপ করেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের দুই হাজারেরও বেশি গানের সুরকার। ১৯৯৩ সালে ঢাকায় সাফ গেমসের সূচনা ও সমাপনী সঙ্গীত তিনি রচনা করেন।
সমর দাস ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও প্রধান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। তার সুর করা গান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনী ও দেশবাসীকে দারুণভাবে অনুপ্রাণিত করে। তার সুরারোপিত গানের মধ্যে রয়েছে 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল', 'নোঙ্গর তোল তোল', 'ভেবো না গো মা', 'এই সূর্যোদয়ের ভোরে কাঁদো বাঙালি কাঁদো', 'সন্ধ্যাকাশের তারার মতো লাজুক চোখে মেলে', 'জাগলো গোলাপ', 'তোমারে উড়িয়ে দিলাম', ' আজ ছুুটি দিলাম' প্রভৃতি উল্লেখযোগ্য।

বাংলাদেশে 'সঙ্গীত পরিষদে'র প্রতিষ্ঠার সময় থেকেই সমর দাস সদস্য ছিলেন। শিল্পী দলের সদস্য ও দলনেতা হিসেবে তিনি নানা দেশ ভ্রমণ করেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য সমর দাস স্বাধীনতা পদক ও একুশে পদকসহ আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

২০০১ খৃস্টাব্দের ২৫শে সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন স্বাধীনতার গান বেঁচে থাকবে আর পূর্ব দিগন্তে সূর্য ওঠার মতোই মহান সুরস্রষ্টা সমর দাস যুগ যুগ ধরে আমাদের মধ্যে বেঁচে থাকবেন।

মোহাম্মদ রুহুল আমিন (১৯৩৫ - ১০ ডিসেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহিদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশে...
09/12/2023

মোহাম্মদ রুহুল আমিন (১৯৩৫ - ১০ ডিসেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহিদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।

09/12/2023

 #শীতের_প্রিয়_পোশাক শীতে তোমার পছন্দের পোশাক কোনটি?😇 হুডি, শাল, সোয়েটার, জ্যাকেট, ব্লেজার কোনটি তোমার পছন্দের?😍 ঢিলেঢাল...
09/12/2023

#শীতের_প্রিয়_পোশাক
শীতে তোমার পছন্দের পোশাক কোনটি?😇 হুডি, শাল, সোয়েটার, জ্যাকেট, ব্লেজার কোনটি তোমার পছন্দের?😍 ঢিলেঢালা হুডি নাকি টাইট-ফিট হুডি ভালো লাগে? অন্য ঋতুর তুলনায় শীতে কি সব থেকে বেশি ফ্যাশনেবল থাকা যায়?😊 শীতে পছন্দের পোশাকগুলো কি কম দামে পাওয়া যায়?😊
শীতমাখা আড্ডা দিতে আজ ফ্রেন্ডস ক্লাব এ থাকছি Rj Saffat রাত ১০টা পর্যন্ত।
#ফ্রেন্ডস_ক্লাব #হুডি #শীতের_পোষাক
#জুড়াও_তোমার_হৃদয় 💓

এ বছরের তোমার প্রিয় সিনেমা কোনটি?★ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’, মুক্তি পেল ১৫ হলে✨★ হিন্দি সিনেমায় জয়ার অভি...
09/12/2023

এ বছরের তোমার প্রিয় সিনেমা কোনটি?
★ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’, মুক্তি পেল ১৫ হলে✨
★ হিন্দি সিনেমায় জয়ার অভিষেক!🔥
★ একসঙ্গে কাজ করবেন পরমব্রত ও অনুপম⁉️
★ বাংলায় ভালোবাসা জানালেন সালমান খান!💞
★ দীপিকা-ঋত্বিকের ‘ফাইটার’ সিনেমার টিজার প্রকাশ্যে💥
★ আসছে অ্যাভাটারের তৃতীয় পর্ব 'অ্যাভাটার: দ্য সিড বেয়ারার'!‼️
বিনোদন জগতের আরো খবরাখবর নিয়ে StarDust এ RJ Rayfan থাকছি বিকেল ৫টা পর্যন্ত।
#ঢালিউড #টালিউড #বলিউড #হলিউড
#জুড়াও_তোমার_হৃদয়💓

09/12/2023

ইংরেজি ও ক্যারিয়ার নিয়ে খুঁটিনাটি জানতে চাও??? ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডা উইথ ATM Sir এর সাথে আছি RJ Rayfan.

ছুটির দিনে কী করতে বেশি পছন্দ করো? বাসায় মোবাইল নিয়ে বা  টিভিতে নাটক-সিনেমা ইত্যাদি দেখে ছুটির দিন কাটাতে পছন্দ করো? নাক...
09/12/2023

ছুটির দিনে কী করতে বেশি পছন্দ করো? বাসায় মোবাইল নিয়ে বা টিভিতে নাটক-সিনেমা ইত্যাদি দেখে ছুটির দিন কাটাতে পছন্দ করো? নাকি বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটাতে পছন্দ করো? সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করো? হরর সিনেমা বা নাটক দেখে কি ভয় লাগে? হরর সিনেমা দেখলে কি রাতে ঘুমাতে গেলে ভয় পাও? শেষ কোন সিনেমাটি হলে গিয়ে দেখেছো? 'দ্যা নান ২' হরর সিনেমাটা কি দেখেছো?

ছুটির দিনের গল্প আড্ডা নিয়ে আজ ছুটির নিমন্ত্রণে RJ Chamon আছি তোমার সাথে বেলা ১২টা পর্যন্ত।
#ছুটির_ঘন্টা

#জুড়াও_তোমার_হৃদয়💓

কার্ক ডগলাস (জন্ম: ৯ ডিসেম্বর ১৯১৬) একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক। তিনি মার্কিন চলচ্চিত্র শিল্পের স্বর্ণ...
08/12/2023

কার্ক ডগলাস (জন্ম: ৯ ডিসেম্বর ১৯১৬) একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক। তিনি মার্কিন চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগের সর্বশেষ জীবিত তারকাদের একজন। অভিবাসিত পিতামাতা ও ছয় বোন নিয়ে নিঃসম্বল শৈশব কাটানোর পর ১৯৪৬ সালে বারবারা স্ট্যানউইকের বিপরীতে দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স (১৯৪৬) দিয়ে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। ১৯৫০-এর দশকে তিনি সেরা বক্স-অফিস তারকা হয়ে ওঠেন এবং গম্ভীর নাট্যধর্মী, পশ্চিমা ধাঁচ ও যুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধি অর্জন করেন। কর্মজীবনে তিনি নব্বইয়ের অধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

ডগলাস চ্যাম্পিয়ন (১৯৪৯) চলচ্চিত্রে বক্সিং হিরো চরিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয়ের মধ্য দিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেন ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত শুরুর দিকের অন্যান্য চলচ্চিত্রসমূহ হল লরেন বাকল ও ডোরিস ডের বিপরীতে ইয়ং ম্যান উইথ আ হর্ন (১৯৫০); জ্যান স্টার্লিংয়ের বিপরীতে এইস ইন দ্য হোল (১৯৫১), এবং ডিটেকটিভ স্টোরি (১৯৫১)। তিনি দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল (১৯৫২) ছবিতে তার নাট্যধর্মী অভিনয়ের জন্য তার দ্বিতীয় অস্কার এবং লাস্ট ফর লাইফ (১৯৫৬) ছবিতে ভিনসেন্ট ভ্যান গখ চরিত্রে অভিনয় করে তৃতীয় অস্কারের মনোনয়ন লাভ করেন।

অভিনেতা ও মানবহিতৈষী হিসেবে ডগলাস তিনটি একাডেমি পুরস্কারের মনোনয়ন, একটি একাডেমি সম্মানসূচক পুরস্কার, এবং প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম অর্জন করেন। লেখক হিসেবে তিনি দশটি উপন্যাস ও স্মৃতিকথা রচনা করেন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের করা ধ্রুপদী হলিউড চলচ্চিত্র শিল্পের সেরা পুরুষ তারকা তালিকায় তাকে ১৭তম হিসেবে স্থান দিয়েছে। ২০১৬ সালের ৯ই নভেম্বর তার বয়স ১০০ বছর পূর্ণ হয়।

ফেলিসিটি কেন্ডাল হাফম্যান (জন্ম: ৯ ডিসেম্বর ১৯৬২) একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শু...
08/12/2023

ফেলিসিটি কেন্ডাল হাফম্যান (জন্ম: ৯ ডিসেম্বর ১৯৬২) একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৯০-এর দশকে চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে পার্শ্ব চরিত্রে কাজ করেন। হাফম্যান এবিসির টিভি ধারাবাহিক ডেসপারেট হাউজওয়াইভস্‌-এ লিনেট স্ক্যাভো চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, যার জন্য তিনি হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা মুখ্য অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং টানা তিনবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি এবিসির হাস্যরসাত্মক নাট্যধর্মী ক্রীড়াভিত্তিক নাইট ধারাবাহিকে ড্যানা হুইটেকার চরিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

হাফম্যান ট্রান্সআমেরিকা (২০০৫) চলচ্চিত্রে ট্রান্সজেন্ডার নারী চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং এই কাজের জন্য সেরা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব, ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার ও ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন। হাফম্যান অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল রিভার্সাল অব ফরচুন (১৯৯০), দ্য স্প্যানিশ প্রিজনার (১৯৯৭), ম্যাগনোলিয়া (১৯৯৯), পাথ টু ওয়ার (২০০২), জর্জিয়া রুল (২০০৭), ফিবি ইন ওয়ান্ডারল্যান্ড (২০০৮), রাডারলেস (২০১৪), এবং কেক (২০১৪)। ২০১৫ থেকে ২০১৭ সালে তিনি এবিসির অমনিবাস অপরাধমূলক নাট্যধর্মী আমেরিকান ক্রাইম ধারাবাহিকে অভিনয় করে সমাদৃত হন এবং তিনটি প্রাইমটাইম এমি, দুটি গোল্ডেন গ্লোব ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

হাফম্যান ১৯৯৭ সালে অভিনেতা উইলিয়াম এইচ. ম্যাসির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ব্রজেন দাস (৯ ডিসেম্বর ১৯২৭ - ১ জুন ১৯৯৮) একজন বাঙালি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ...
08/12/2023

ব্রজেন দাস (৯ ডিসেম্বর ১৯২৭ - ১ জুন ১৯৯৮) একজন বাঙালি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

ব্রজেন দাসের জন্ম মুন্সিগঞ্জ জেলার ঐতিহাসিক বিক্রমপুর এলাকার কুচিয়ামোড়া গ্রামে। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষে ব্রজেন ঢাকার কে এল জুবিলি হাই স্কুল থেকে ১৯৪৬ সালে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও বিএ পাস করেন। ছেলেবেলা থেকেই সাঁতারে তাঁর দারুণ উৎসাহ ছিল। সাঁতারে হাতে খড়ি হয় ঢাকার বুড়িগঙ্গা নদীতে সাঁতার কেটে।

১৯৬১ সালের সেপ্টেম্বরে তিনি ফ্রান্স থেকে ইংল্যান্ডের মধ্যে ইংলিশ চ্যানেল সবচেয়ে কম সময়ে, মাত্র ১০ ঘণ্টা ৩০ মিনিটে পার হয়ে তখনকার দিনের বিশ্বরেকর্ড স্থাপন করেন।
#ব্রজেন_দাস

রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০- ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ...
08/12/2023

রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০- ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লে­ষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। উদ্ভাবনা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তার রচনার সহজাত বৈশিষ্ট্য। তার প্রবন্ধের বিষয় ছিল ব্যাপক ও বিস্তৃত। বিজ্ঞান সম্পর্কেও তার অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় বিভিন্ন রচনায়। মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী-পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ-বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।

🇧🇩 🎶 🇺🇸প্রিয় ইংরেজি গান কোনটি?Larry London -কে ইংরেজি গান কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করে  #জিতো Voice of America  ব্র্যা...
08/12/2023

🇧🇩 🎶 🇺🇸
প্রিয় ইংরেজি গান কোনটি?
Larry London -কে ইংরেজি গান কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করে #জিতো Voice of America ব্র্যান্ডেড #পলো_শার্ট! আর তোমার নামসহ তোমার প্রিয় ইংরেজী গানকে পৌঁছে দাও বিশ্বব্যাপী।
ভয়েস অব আমেরিকার শো Border Crossings এর আরজে ল্যারী লন্ডনের পেইজের সবচেয়ে উপরের পোস্টে কমেন্টে কোন ইংলিশ গান রিকোয়েস্ট বা ডেডিকেট করলে সেটা প্লে করবে ল্যারী ভয়েস অব আমেরিকার সেই শো-তে। আর সে সেই শো তোমরা আবার শুনতে পাবে বাংলা রেডিও-তে শুক্রবার রাত ৯ঃ২৫ মিনিটে। যারা কমেন্ট করবে সেখান থেকে প্রতি সপ্তাহে ১ জনকে পুরস্কার দেয়া হবে টি-শার্ট।

তোমার জীবনের কতটুকু জুড়ে গান রয়েছে? দিনে কয়টা গান শুনো তুমি? এমন দিন কি যায় যে, তুমি একটাও গান শোননি? দিনের কোন সময়ে তুম...
08/12/2023

তোমার জীবনের কতটুকু জুড়ে গান রয়েছে? দিনে কয়টা গান শুনো তুমি? এমন দিন কি যায় যে, তুমি একটাও গান শোননি? দিনের কোন সময়ে তুমি বেশি গান শুনো? সকালে ঘুম থেকে উঠেই গান শুনো এমন কেউ কি আছো? ছোটবেলায় কখনো গায়ক হতে চেয়েছো? একটা গান সর্বোচ্চ কতবার শুনেছো তুমি আর কোন গান সেটা?
তোমার সাথে গানে গল্পে আড্ডা দিতে @মিউজিক এক্সপ্রেস নিয়ে Rj Saffat আছি ঠিক রাত ১০টা পর্যন্ত।


#জুড়াও_তোমার_হৃদয়💓

ইয়ান সামারহেল্ডার (জন্ম: ৮ ডিসেম্বর,১৯৭৮) একজন আমেরিকান চলচ্চিত্র অভিনেতা, মডেল এবং পরিচালক। তিনি লস্ট টেলিভিশন সিরিজে ...
07/12/2023

ইয়ান সামারহেল্ডার (জন্ম: ৮ ডিসেম্বর,১৯৭৮) একজন আমেরিকান চলচ্চিত্র অভিনেতা, মডেল এবং পরিচালক। তিনি লস্ট টেলিভিশন সিরিজে “বুন কার্লাইল” এবং দ্য ভ্যাম্পায়ার ডায়রিস টেলিভিশন সিরিজে “ডেমন স্যালভেটর” চরিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত। এছাড়াও তিনি দ্য রুলস অব অ্যাট্রাকশন, পালস, ওয়েক, দ্য অ্যানোমলি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ইয়ান সামারহেল্ডার জনসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। ২০১০ সালে তিনি “ইয়ান সামারহেল্ডার ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা।

বিশ্বখ্যাত আইরিশ গায়িকা সিনিড ও’কনর-এর জন্মদিন আজ।এই আইরিশ গায়িকা ১৯৯০ সালে 'নাথিং কমপেয়ার্স টু ইউ' গানটির জন্য ব্যাপক...
07/12/2023

বিশ্বখ্যাত আইরিশ গায়িকা সিনিড ও’কনর-এর জন্মদিন আজ।
এই আইরিশ গায়িকা ১৯৯০ সালে 'নাথিং কমপেয়ার্স টু ইউ' গানটির জন্য ব্যাপক পরিচিতি পান। ওই বছরে তার হিট গানের মধ্যে এটি ছিল সবার ওপরে।
২০১৮ সালে এই আইরিশ গায়িকা সিনিড ও'কনর ঘোষণা করেন যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ধর্মান্তরিত হওয়ার পরে নিজের নাম শুহাদা সাদাকাট রাখলেও জন্মনামেই তিনি গান রেকর্ড করেন ও পারফর্ম করেন।
২০২৩ সালের ২৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

নিকি মিনাজ (জন্ম: ৮ ডিসেম্বর ১৯৮২) একজন র‍্যাপার, গায়ক, গীতিকার, অভিনেত্রী এবং মডেল। তার যৌথ অ্যালবাম প্লে টাইম ইজ ওভার...
07/12/2023

নিকি মিনাজ (জন্ম: ৮ ডিসেম্বর ১৯৮২) একজন র‍্যাপার, গায়ক, গীতিকার, অভিনেত্রী এবং মডেল। তার যৌথ অ্যালবাম প্লে টাইম ইজ ওভার (২০০৭), সুক্কা ফ্রি (২০০৮), এবং বিম মি আপ স্কোটি (২০০৯) মুক্তির পর সে জনপ্রিয়তা অর্জন করে।

২০০৯ সালে ইয়ং মানি এন্টারটেইনমেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করার পরে মিনাজ তার প্রথম স্টুডিও অ্যালবাম পিঙ্ক ফ্রাইডে (২০১০) প্রকাশ করে যা ইউএস বিলবোর্ড ২০০- এ প্রথম স্থানে উঠেছিল এবং শেষ পর্যন্ত রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) থেকে ট্রিপল প্ল্যাটিনাম সনদ পেয়েছিল। তার দ্বিতীয় অ্যালবাম, পিঙ্ক ফ্রাইডে: রোমান রিলোডেড ২০১২ সালে প্রকাশিত হয়েছিল এবং বেশ কয়েকটি দেশে প্রথম স্থান অধিকার করেছিল। মিনাজ ২০১২-এর অ্যানিমেটেড ফিল্ম আইস এজ: কন্টিনেন্টাল ড্রিফট -এর মাধ্যমে অ্যানিমেশন চলচ্চিত্রে পা রাখেন। ২০১৩ সালে তিনি আমেরিকান আইডলের দ্বাদশ মরসুমের বিচারক ছিলেন। মিনাজের তৃতীয় স্টুডিও অ্যালবাম, দ্য পিঙ্কপ্রিন্ট ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে তিনি দ্য আদার ওম্যান (২০১৪) এবং বারবারসপ: দ্য নেক্সট কাট (২০১৬) ছবিতে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। ২০১৮ সালে প্রকাশিত হয়েছিল তার চতুর্থ স্টুডিও অ্যালবাম কুইন ।

ক্যারিয়ারের শুরুর দিকে, মিনাজ তার বর্ণিল পোশাক এবং উইগের জন্য পরিচিত ছিল। মিনাজ এমটিভির বার্ষিক হটেস্ট এমসি তালিকায় অন্তর্ভুক্ত প্রথম মহিলা শিল্পী ছিলেন। ২০১৬ সালে মিনাজকে বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিদের বার্ষিক টাইম ১০০ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। শীর্ষ শিল্পী হিসাবে, তিনি বিলবোর্ড হট ১০০ তে ছিলেন "সুপার ব্যাস" নিয়ে ২০১১ সালে, "স্টারশিপস" নিয়ে ২০১২ সালে, "ব্যাং ব্যাং" এবং "অ্যানাকোন্ডা" নিয়ে ২০১৪ সালে, "মোটরস্পোর্ট" নিয়ে ২০১৭ সালে এবং "চুন-লি" নিয়ে ২০১৮ সালে। বেশ কয়েকটি হিট ছবিতে তিনি শিল্পী হিসাবে অতিরিক্ত শীর্ষ দশে প্রবেশ করেছিলেন। তিনি সব ধরনের মহিলাদের মধ্যে সর্বাধিক বিলবোর্ড হট ১০০ এন্ট্রি জমা করেছেন। মিনাজ বিলবোর্ড আরএন্ডবি হিপ-হপ এয়ারপ্লে তালিকায় মহিলাদের মধ্যে সর্বোচ্চ ১০ হিট এর অন্যান্য রেকর্ডগুলি ভেঙে দিয়েছেন।

মিনাজকে সর্বকালের অন্যতম প্রভাবশালী মহিলা র‌্যাপ শিল্পী হিসাবে অভিহিত করা হয় এবং মিডিয়াতে তাকে প্রায়শই "র‌্যাপের কুইন" হিসাবে ডাকা হয়। তাঁর পুরো ক্যারিয়ার জুড়ে তিনি ছয়টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, ১১ টি বিইটি অ্যাওয়ার্ডস, ৪টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস, ৪টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস, ২টি বিলবোর্ড উইমেন ইন মিউজিক অ্যাওয়ার্ডস এবং ১০টি গ্র্যামি অ্যাওয়ার্ডস সহ অসংখ্য প্রশংসা পেয়েছেন। মিনাজের শীর্ষ শিল্পী হিসাবে ৩০ মিলিয়ন কপি, একক শিল্পী হিসাবে ৬০ মিলিয়ন একক কপি এবং বিশ্বব্যাপী ৫ মিলিয়নেরও বেশি কপি অ্যালবাম বিক্রি হয়েছে, যা তাকে বিশ্বের সর্বাধিক বিক্রিত সংগীত শিল্পীদের মধ্যে একজনে পরিণত করেছে।

 #শুভজন্মদিনআজ ৮ ডিসেম্বর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিশোর জন্মদিন।তার পুরো নাম আহম্মেদ ফজলে রাব্বি। বহুমাত্রিক চরিত্রে অ...
07/12/2023

#শুভজন্মদিন
আজ ৮ ডিসেম্বর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিশোর জন্মদিন।

তার পুরো নাম আহম্মেদ ফজলে রাব্বি। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক-পরিচালক-সহকর্মী-প্রযোজক’সহ সবার কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নিশো।
২০০৩ সালে প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে মিডিয়ায় নিশোর যাত্রা শুরু হয়েছিলো। সেই সময়ই নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজে স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য ডাকও পেয়েছেন তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন তিনি।
এরপরে গাজী শুভ্র,গোলাম হায়দার কিসলু,কিরন মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন।
২০০৬ সালে গাজী রাকায়াতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে নাটকে এসেছিলেন আফরান নিশো। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হল- আঁধার ও আলো,পেণ্ডুলাভ,চলো না বৃষ্টিতে ভিজি,কায়াকর,লোটাকম্বল,বিয়ে পাগল ইত্যাদি।
২০০৩ সাল থেকে তিনি ৩০০ টিরও বেশি টেলিফিল্ম এবং সিরিয়ালে অভিনয় করেছেন। টিভি নাটক যোগ বিয়োগ অভিনয়ের জন্য ২০১৬ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার "সেরা অভিনেতা (টিভি)" পুরস্কার পেয়েছেন।

 #জন্মবার্ষিকীকিংবদন্তি ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের পুত্র মুস্তাফা জামান আব্বাসী একাধারে শিল্পী, সংগ্রাহক, উপস্থ...
07/12/2023

#জন্মবার্ষিকী
কিংবদন্তি ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের পুত্র মুস্তাফা জামান আব্বাসী একাধারে শিল্পী, সংগ্রাহক, উপস্থাপক, গবেষক, সাহিত্যিক, অনুবাদক ও দার্শনিক।

মুস্তাফা জামান আব্বাসী ১৯৩৭ সালের ৮ ডিসেম্বর কুচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁরা ২ ভাই ১ বোন। বড় ভাই সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল (প্রয়াত), বোন কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান এবং মুস্তাফা জামান আব্বাসী।

সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির "কাজী নজরুল ইসলাম এবং আব্বাসউদ্দীন আহমদ গবেষণা ও শিক্ষা কেন্দ্র" এর গবেষক। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি ২০১৩ সালে নজরুল মেলা আজীবন সম্মাননা লাভ করেন।

মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত নানা জিজ্ঞাসার উত্তর ও সচেতনতা বাড়াতে রেডিও ৯৫.২ FM এর বিশেষ আয়োজন 'Mind Matters' প্রত...
07/12/2023

মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত নানা জিজ্ঞাসার উত্তর ও সচেতনতা বাড়াতে রেডিও ৯৫.২ FM এর বিশেষ আয়োজন 'Mind Matters' প্রতি রবিবার রাত ১০টায়।

Address

Shwadesh Tower (16th Floor), 41/6 Box Culvert Road, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Radio 95.2 FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Radio 95.2 FM:

Videos

Share

Category

Our Story

Bangla Radio 95.2 FM is here to satisfy your soul.

Bangla Radio 95.2 FM is an empathetic radio station in Bangladesh. The station encapsulates the spirit of the nation and its youth. It tries harder to understand the pulse of the young people and respond to their entertainment needs. Keep listening to your favorite

songs and shows to satisfy your soul.

Bangla Radio is a sister concern of REZA GROUP, a renowned business house of Bangladesh. Having started commercial operation on 12 June 2016, the 24-hour station broadcasts on FM 95.2 MHz and online at www.banglaradio.fm. Besides, one can listen to the station via Mobile App available on Google Play and App Store. Please let us know your valuable opinion at [email protected]. We are here to Satisfy Your Soul.