Skybdnews

Skybdnews NEWS of all time the exclusive.
(18)

কাতার বিশ্বকাপের ৩২ অধিনায়ক একনজরে----------------------------------------------আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই মধ্য...
23/06/2022

কাতার বিশ্বকাপের ৩২ অধিনায়ক একনজরে
----------------------------------------------
আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে 'দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ' বিশ্বকাপ ফুটবলের। গেল ১৪ জুন সবশেষ প্লে-অফে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ টিকিটটা কেটেছে কোস্টারিকা। তাতেই নিশ্চিত হয়েছে বিশ্বকাপের ৩২ দেশ। আট গ্রুপে ভাগ হয়ে দেশগুলো লড়বে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে।
বিশ্বকাপ প্রতিযোগিতায় অবতীর্ণ ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই মূলপর্বে আসতে পাড়ি দিতে হয়েছে বাছাইপর্ব। স্বাগতিক দেশ হিসেবে কাতার বাছাইপর্বে অংশগ্রহণ ছাড়াই পেয়ে গেছে টিকিট। বাকি ৩১ দল নিজ নিজ মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে তবেই পেয়েছে কাতারের টিকিট। আফ্রিকা (সিইএফ), এশিয়া (এএফসি), ইউরোপ (উয়েফা), উত্তর আমেরিকা/মধ্য আমেরিকা/ক্যারিবিয়ান (কনক্যাকাফ) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলের কনফেডারেশনের অধীন দেশগুলো বাছাইপর্বে অংশ নিয়েছে।

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর

কাতার

স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে কাতার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫১তম পজিশনে থাকা দেশটি অপেক্ষায় আছে চমকে দিতে। গ্রুপপর্ব পেরোতে তাদের টপকাতে হবে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর বাধা। কাতার স্বপ্ন দেখছে অধিনায়ক হাসসান আল হায়দোসের নেতৃত্বে। ফরোয়ার্ডে খেলা এই ফুটবলারের বর্তমান ক্লাব আল সাদ।

নেদারল্যান্ডস

গ্রুপ ‘এ’-তে ফেভারিটই ভাবা হচ্ছে নেদারল্যান্ডসকে। ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা ডাচরা স্বপ্ন দেখছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের নেতৃত্বে। সেন্টার ব্যাকের এই ফুটবলারের বর্তমান ক্লাব লিভারপুল।

সেনেগাল
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে কাতারের পর অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সেনেগাল। আফ্রিকার এই প্রতিনিধিদের সেরা সাফল্য ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এবারের আসরে দলটির নেতৃত্বে আছেন কোলিডল কোলিবোলি। সেন্টার ব্যাকের এই ফুটবলারের বর্তমান ক্লাব সিরি আ’র নাপোলি।

ইকুয়েডর
নেদারল্যান্ডসের পর সুপার সিক্সটিনে যাওয়ার সম্ভাবনা আছে ইকুয়েডরেরও। কাতার ও সেনেগালকে অন্তত হারাতে পারলেও জোরালো সম্ভাবনা থাকবে তাদের। দলটির অধিনায়ক-ইনার ভেলেন্সিয়া। ফরোয়ার্ডে খেলা এই ফুটবলারের বর্তমান ক্লাব ফেনেরবাহস।
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস ও ইরান

ইংল্যান্ড
প্রতিবারই ফেভারিট হিসেবেই আসর শুরু করে ইংল্যান্ড। তবে শেষে গিয়েই যেন খেই হারিয়ে ফেলে তারা। সবশেষ ইউরোর ফাইনালেও ইতালির কাছে হারতে হয়েছে সাউথ গেটের দলকে। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচে থাকা ইংলিশরা আবারও আশায় বুক বাঁধছে। দলটির নেতৃত্বে আছেন যথারীতি সেরা তারকা হ্যারি কেইন। এই স্ট্রাইকার বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে।
যুক্তরাষ্ট্র

গ্রুপপর্বের বাধা পেরোতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে যুক্তরাষ্ট্রকে। তাদের লড়তে হবে ইংল্যান্ড, ওয়েলস ও ইরানের বিপক্ষে। দলটির অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিশিচ। যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন চেলসির হয়ে।
ওয়েলস
অধিনায়ক গ্যারেথ বেল। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও কদিন আগে ক্লাবটির সঙ্গে ইতি টেনেছেন। বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচে ৫ গোল করে দলকে বহু প্রতীক্ষার বিশ্বকাপে জায়গা করে দিয়েছেন। নকআউট ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জিতে বিশ্বকাপের টিকিট পায় বেলরা।
ইরান
ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১তম অবস্থানে আছে ইরান। দলটির অধিনায়ক এহসান হাজসাফি। লেফট ব্যাকে খেলা এই ফুটবলার এইকে এথেন্সের হয়ে খেলছেন।

গ্রুপ সি: আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব
আর্জেন্টিনা
লিওনেল মেসি। কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের পর এবার মুখিয়ে আছেন অধরা বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য। আলবিসেলেস্তে সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষায় প্রিয় তারকার হাতে কাঙ্ক্ষিত সেই শিরোপা দেখতে। আশার কথা হচ্ছে, বিশ্বকাপ শুরুর আগে জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। বার্সেলোনা ছাড়ার পর আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর বর্তমানে খেলছেন পিএসজির হয়ে।
পোল্যান্ড

গ্রুপ ‘সি’-তে আর্জেন্টিনার পর ভালো সম্ভাবনা রয়েছে পোল্যান্ডের। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক রবার্ট লেওয়ানডোস্কি। বর্তমানে বুন্দেসলিগার হয়ে খেললেও গুঞ্জন আছে ক্লাব ছাড়ার। শোনা যাচ্ছে, এই স্ট্রাইকার ভিড়তে পারেন বার্সেলোনায়।

মেক্সিকো
ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২তম পজিশনে আছে মেক্সিকো। দলটির অধিনায়ক-আন্দ্রেস গুয়ার্দাদো। বর্তমানে খেলছেন রিয়াল বেতিসের হয়ে।

সৌদি আরব
গ্রুপ সি-র অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরব। সবার টার্গেটেও থাকবে মধ্যপ্রাচ্যের এই দলটি। তবে শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও প্রায় নিয়মিত বিশ্বকাপে খেলা দলটি চাইবে অঘটন ঘটাতে। সৌদির অধিনায়ক সালমান আল ফারাজ। এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন আল হিলালের হয়ে।

২০১৪ বিশ্বকাপ আর্জেন্টিনারই জেতা উচিত ছিল----------------------------------ম্যারাডোনা-উত্তর যুগে আর্জেন্টিনার সবচেয়ে বড় ...
21/06/2022

২০১৪ বিশ্বকাপ আর্জেন্টিনারই জেতা উচিত ছিল
----------------------------------
ম্যারাডোনা-উত্তর যুগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আক্ষেপ হয়ে আছে ২০১৪ বিশ্বকাপ। লিওনেল মেসির অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, ক্যারিয়ারের একমাত্র ও সবচেয়ে বড় গ্লানি থেকে মুক্তি পাবেন মেসি—কত কথাই না হয়েছিল সেবার। সবার প্রত্যাশা ছাপিয়ে আর্জেন্টিনা ফাইনালেও উঠে গিয়েছিল। আর এক ধাপ অতিক্রম করতে পারলেই দেখা মিলত সেই সুদৃশ্য ট্রফিটার।

কিন্তু না, জার্মান মেশিনের কাছে সেদিন মুখ থুবড়ে পড়েছিল উজ্জীবিত আর্জেন্টিনা। মেসি, হিগুয়েইন, লাভেজ্জিরা সেদিন আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বসেরা করতে পারেননি। এরপর কেটে গেছে আট বছর। পরের বিশ্বকাপটা জেতা তো দূর, ফাইনালেই উঠতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছে ফ্রান্সের কাছে। কিন্তু ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার চেয়ে ২০১৪ সালের ফাইনালে হারটাই এখনও হয়তো বেশি পোড়ায় মেসিদের। সুযোগ পেলে হয়তো টাইম মেশিনে চড়ে জার্মানির বিপক্ষে সে ম্যাচটা আবারও খেলতে চাইবেন মেসিরা। কিন্তু সেটা তো আর সম্ভব নয়!
তবে দীর্ঘ আট বছর পর সে ফাইনাল নিয়ে প্রতিপক্ষ শিবিরের এক কিংবদন্তির মুখ থেকে মেসিরা যা শুনলেন, তাতে বিশ্বকাপ জেতার আনন্দ না পাওয়া হোক, অন্তত একটু হলেও প্রশান্তি পাবেন।

জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার, ১৯৯০ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের সাবেক তারকা লোথার ম্যাথাউস জানিয়েছেন, সে বিশ্বকাপটা আর্জেন্টিনারই জেতা উচিৎ ছিল। তাঁর নিজের দেশ ভাগ্যবান ছিল বলেই সে বিশ্বকাপটা জিতেছে। ভাগ্য আর্জেন্টিনাকে সায় দিলে জার্মানি হয়, বিশ্বজয়ের হাসি হাসতেন মেসিরাই।
ইনফোবে আমেরিকার ক্রীড়া সাংবাদিক রদ্রিগো দুবেনকে দোহায় এক সাক্ষাৎকার দিয়েছেন এই কিংবদন্তি। সেখানেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ম্যাথাউস। সে ম্যাচের ৫৭ মিনিটে বাতাসে ভেসে নিজেদের ডি-বক্সে আসা বলকে পাঞ্চ করে দলকে বিপৎমুক্ত করতে গিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে হাঁটু দিয়ে ধাক্কা দিয়েছিলেন জার্মান গোলকিপার মানুয়েল নয়্যার।

পড়ে গিয়েছিলেন হিগুয়েইন, পেনাল্টির আবেদনে সরব হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ইতালির রেফারি নিকোলা রিজ্জোলি মেসিদের সে আবেদনে সাড়া দেননি, পেনাল্টি পায়নি আর্জেন্টিনা।
ম্যাথাউসের মতে, নয়্যার ফাউল করেছিলেন হিগুয়েইনকে, এবং সে ফাউলের জন্য পেনাল্টি প্রাপ্য ছিল আর্জেন্টিনার, 'ফাইনালে আর্জেন্টিনার জেতা উচিৎ ছিল। মানুয়েল নয়্যারের সে ফাউলে পেনাল্টি দেওয়া উচিৎ ছিল রেফারির। কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম (যে রেফারি পেনাল্টি দেয়নি)। খুব বড় এক অপরাধ হয়েছিল সেদিন আর্জেন্টিনার বিপক্ষে। অবশ্যই, নয়্যারের কারণে সেদিন পেনাল্টি হজম করতে হতো আমাদের।'

রেফারি রিজ্জোলি আর্জেন্টিনাকে যদি পেনাল্টি দিতেন, আর মেসি কোনোভাবে যদি সে পেনাল্টি জালে জড়াতে পারতেন, তাহলে হয়তো নব্বই মিনিটের মধ্যেই ম্যাচ জিতে যেত আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ৩০ মিনিট আর খেলতে হতো না। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেই বায়ার্ন মিডফিল্ডার মারিও গতসার গোলে ম্যাচ জিতে নেয় জার্মানি। আর আর্জেন্টিনার সঙ্গী হয় অন্তহীন আক্ষেপ।

ম্যাথাউসের কথায় সে আক্ষেপ খানিক কমবে কি না, কে জানে!

টাকার অভাবে মেসিকে ছেড়ে দেওয়া বার্সাই হাত দিয়েছে ১৫ হাজার কোটির প্রকল্পে
21/12/2021

টাকার অভাবে মেসিকে ছেড়ে দেওয়া বার্সাই হাত দিয়েছে ১৫ হাজার কোটির প্রকল্পে

21/12/2021

Address

Dhaka Mirpur
Dhaka
1216

Telephone

+8801717838558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skybdnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skybdnews:

Share

Category


Other Newspapers in Dhaka

Show All

You may also like