17/01/2025
দুঃখ লুকাতে পারা একটা শিল্প।
কষ্ট লুকাতে পারা একটা শিল্প।
যন্ত্রনা লুকাতে পারা একটা শিক্ষা।
একটা যোগ্যতা। একটা আর্ট। একটা অর্জন।
সফলতার জন্য সাহস লাগে, শ্রম লাগে, ধৈর্য লাগে। তারচেয়ে অনেক বেশি সাহস ও শক্তি লাগে, ব্যর্থতার যন্ত্রনা লুকাতে। হজম করতে।
It is easier to find men who will volunteer to die than to find those who are willing to endure pain with patience—Julius Caesar
আপনি গতো পাঁচ বছর ধরে কাঙ্ক্ষিত চাকরির জন্য চেষ্টা করেছেন। যেই চাকরি পেয়েছেন, সেই সবাই বাহবা দিলো।
আপনি যার পর না হয় খুশি হলেন।
আনন্দে বিগলিত হলেন। ভাসলেন।
কিন্তু আপনি যে গতো পাঁচ বছর দিনের পর দিন পুড়েছেন, কষ্টকে গোপন করেছেন—সেটা কি সবাই দেখেছে? —দেখেনি।
আপনি যে পদে পদে লাঞ্ছিত হয়েছেন,
সেটা কি সবাই জানে? —জানে না।
এই যে লাঞ্ছনাকে পুষতে পেরেছেন, ক্লান্তিকে গিলে মুখে হাসি রেখেছেন—
সেটা একটা সংগ্রাম।
সেটা একটা যোগ্যতা।
সেই যোগ্যতাই আপনাকে
সাফল্যের দিকে ধাবিত করেছে।
একটা রিলেশনশিপ টিকে থাকে কেন? —কারনটা শুধু এই নয় যে আপনি পারফেক্ট পার্টনার পেয়েছেন। কারণ রিলেশনশিপের যে প্যারাগুলো আছে সেগুলো হজম করতে পারছেন। যখন থেকে সেই পেইনগুলো হজম করতে পারবেন না তখনই রিলেশনশিপ ফেইড হয়ে যায়।
দীর্ঘদিন যাদের সম্পর্ক টিকে আছে, বিয়ে টিকে আছে সেটা কিন্তু প্রতিদিন তাদের ভালোবাসার হাবুডুবুর কারনে নয়। বরং বিচ্ছেদের কারণ হয় এমন মুহূর্তগুলোকে শিল্পের সাথে মেইকআপ করতে পারার কারনে। সেটাকেই আমরা বলি সেক্রিফাইস, আন্ডারস্টেন্ডিং, মিউচুয়াল কমিটমেন্ট!
ভালোবাসায় হাবুডুবু খাওয়ার চেয়ে অনেক বেশি কঠিন হলো এই সেক্রিফাইস এই আন্ডারস্টেন্ডিং। বুক ভরা ভালোবাসা সবার থাকে কিন্তু বুক ভরা সেক্রিফাইস সবার থাকে না। সেখানেই সম্পর্কগুলো টলে যায়। দুর্বল হয়ে ছিঁড়ে যায়।
কন্টিনিউয়াস পারস্পরিক বিশ্বাস রাখা—এটা অনেক কষ্টের এবং এই কষ্টটা হজম করা শিখতে হয়। এটাই শিল্প!
ভালোবাসাটা কিন্তু কাউকে শিখতে হয় না। এবং এইক্ষেত্রে দুজনকেই এটা শিখতে হয়। চর্চা করতে হয়।
দুঃখকে সঙ্গোপনে সাজিয়ে রাখার নাম হলো সাহস। কিন্তু দুঃখের সাথে প্রতিমুহূর্তে বাস করার নাম হলো আত্মাহুতি!
আমাদেরকে দুঃখ সাজানোর শিল্প শেখানো হয় না। কষ্ট প্যাকেট করে রাখার কৌশল আমাদেরকে শেখানো হয় না।
অপমান ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার আত্মবিশ্বাস আমাদেরকে শেখানো হয় না। —এখানেই আমরা বেশিরভাগ মানুষ হেরে যাই।
আমাদেরকে শুধু শেখানো হয় সফল হও। ভালোবাসো.... উজাড় করে দাও!
কিন্তু আমাদেরকে শেখানো হয় না—
The art of life is the art of avoiding pain (Thomas Jefferson)।
আমাদেরকে শেখানো হয় না—
Smooth seas do not make skillful sailors শান্ত সমুদ্র কখনোই
একজন দক্ষ নাবিক তৈরি করে না।