HM PIYAL

HM PIYAL ᗷOᖇᑎ TO ᗩᑕT, ᗷE IT Iᑎ ᖴᖇOᑎT Oᖴ TᕼE ᑕᗩᗰEᖇᗩ Oᖇ ᗷEᕼIᑎᗪ IT: ᕼᗰ ᑭIYᗩᒪ

𝐓- 𝟏𝟏:𝟏𝟏 𝐀 ( 𝟓𝟓𝟓 ) =𝐒🌈

𝐂𝐄𝐎: 𝐃𝐇𝐀𝐊𝐀 𝐌𝐎𝐃𝐄𝐋 𝐀𝐆𝐄𝐍𝐂𝐘
𝐃 𝐄𝐃𝐈𝐓𝐎𝐑: 𝐀𝐧𝐚𝐧𝐝𝐚 𝐁𝐢𝐧𝐨𝐝𝐨𝐧 𝐌𝐚𝐠𝐚𝐳𝐢𝐧𝐞 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐞𝐫 : 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐌𝐨𝐝𝐞𝐥𝐢𝐧𝐠 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐲

https://youtube.com/

https://facebook.com/

17/01/2025

দুঃখ লুকাতে পারা একটা শিল্প।
কষ্ট লুকাতে পারা একটা শিল্প।

যন্ত্রনা লুকাতে পারা একটা শিক্ষা।
একটা যোগ্যতা। একটা আর্ট। একটা অর্জন।

সফলতার জন্য সাহস লাগে, শ্রম লাগে, ধৈর্য লাগে। তারচেয়ে অনেক বেশি সাহস ও শক্তি লাগে, ব্যর্থতার যন্ত্রনা লুকাতে। হজম করতে।

It is easier to find men who will volunteer to die than to find those who are willing to endure pain with patience—Julius Caesar

আপনি গতো পাঁচ বছর ধরে কাঙ্ক্ষিত চাকরির জন‍্য চেষ্টা করেছেন। যেই চাকরি পেয়েছেন, সেই সবাই বাহবা দিলো।
আপনি যার পর না হয় খুশি হলেন।
আনন্দে বিগলিত হলেন। ভাসলেন।

কিন্তু আপনি যে গতো পাঁচ বছর দিনের পর দিন পুড়েছেন, কষ্টকে গোপন করেছেন—সেটা কি সবাই দেখেছে? —দেখেনি।
আপনি যে পদে পদে লাঞ্ছিত হয়েছেন,
সেটা কি সবাই জানে? —জানে না।

এই যে লাঞ্ছনাকে পুষতে পেরেছেন, ক্লান্তিকে গিলে মুখে হাসি রেখেছেন—
সেটা একটা সংগ্রাম।
সেটা একটা যোগ‍্যতা।
সেই যোগ‍্যতাই আপনাকে
সাফল‍্যের দিকে ধাবিত করেছে।

একটা রিলেশনশিপ টিকে থাকে কেন? —কারনটা শুধু এই নয় যে আপনি পারফেক্ট পার্টনার পেয়েছেন। কারণ রিলেশনশিপের যে প‍্যারাগুলো আছে সেগুলো হজম করতে পারছেন। যখন থেকে সেই পেইনগুলো হজম করতে পারবেন না তখনই রিলেশনশিপ ফেইড হয়ে যায়।

দীর্ঘদিন যাদের সম্পর্ক টিকে আছে, বিয়ে টিকে আছে সেটা কিন্তু প্রতিদিন তাদের ভালোবাসার হাবুডুবুর কারনে নয়। বরং বিচ্ছেদের কারণ হয় এমন মুহূর্তগুলোকে শিল্পের সাথে মেইকআপ করতে পারার কারনে। সেটাকেই আমরা বলি সেক্রিফাইস, আন্ডারস্টেন্ডিং, মিউচুয়াল কমিটমেন্ট!

ভালোবাসায় হাবুডুবু খাওয়ার চেয়ে অনেক বেশি কঠিন হলো এই সেক্রিফাইস এই আন্ডারস্টেন্ডিং। বুক ভরা ভালোবাসা সবার থাকে কিন্তু বুক ভরা সেক্রিফাইস সবার থাকে না। সেখানেই সম্পর্কগুলো টলে যায়। দুর্বল হয়ে ছিঁড়ে যায়।

কন্টিনিউয়াস পারস্পরিক বিশ্বাস রাখা—এটা অনেক কষ্টের এবং এই কষ্টটা হজম করা শিখতে হয়। এটাই শিল্প!

ভালোবাসাটা কিন্তু কাউকে শিখতে হয় না। এবং এইক্ষেত্রে দুজনকেই এটা শিখতে হয়। চর্চা করতে হয়।

দুঃখকে সঙ্গোপনে সাজিয়ে রাখার নাম হলো সাহস। কিন্তু দুঃখের সাথে প্রতিমুহূর্তে বাস করার নাম হলো আত্মাহুতি!

আমাদেরকে দুঃখ সাজানোর শিল্প শেখানো হয় না। কষ্ট প‍্যাকেট করে রাখার কৌশল আমাদেরকে শেখানো হয় না।

অপমান ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার আত্মবিশ্বাস আমাদেরকে শেখানো হয় না। —এখানেই আমরা বেশিরভাগ মানুষ হেরে যাই।

আমাদেরকে শুধু শেখানো হয় সফল হও। ভালোবাসো.... উজাড় করে দাও!
কিন্তু আমাদেরকে শেখানো হয় না—

The art of life is the art of avoiding pain (Thomas Jefferson)।

আমাদেরকে শেখানো হয় না—

Smooth seas do not make skillful sailors শান্ত সমুদ্র কখনোই
একজন দক্ষ নাবিক তৈরি করে না।

13/01/2025

যাদের পেশা একমাত্র রাজনীতি ,
তাদের আয়ের প্রধান উৎস দুর্নীতি l

900$ মিলিয়ন আয় করা Squid Game এর স্ক্রিপ্ট...10 বছর ধরে রিজেক্টেড অবস্থায় পড়ে ছিলো!!এখন  93 টা দেশের টপ চার্টে জায়গা করে...
12/01/2025

900$ মিলিয়ন আয় করা Squid Game এর স্ক্রিপ্ট...
10 বছর ধরে রিজেক্টেড অবস্থায় পড়ে ছিলো!!
এখন 93 টা দেশের টপ চার্টে জায়গা করে নিয়েছে এই সিরিজ!!
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তাই না?
Squid Game এর পরিচালক ছিলেন Hwang Donghyuk
তিনি এর স্ক্রিপ্ট লিখেছিলেন ২০০৯ সালে...আজ থেকে 16 বছর আগে!!
10 বছর বিভিন্ন স্টুডিতে ঘুরে ঘুরে রিজেক্টেড হয় তার এই স্ক্রিপ্ট!!
টাকার অভাবে ল্যাপটপ বিক্রি করে দিতে হয়েছিলো তাকে!
ভদ্রলোক কিন্তু দমে যান নাই!
আজ Squid Game একটা পপুলার সিরিজ।
---
হ্যারি পটারের নাম আমরা কে না জানি?
আমরা যেটা জানি না সেটা হলো...
লেখিকার টাইপরাইটার কেনার টাকা ছিলো না!!
তাই ১ম গল্প পুরোটাই তিনি হাতে লিখে শেষ করেন!
এই বইয়ের পান্ডুলিপি ১২ টা প্রকাশনী থেকে রিজেক্টেড হয়েছিলো!!
বলা হয়েছিলো এইরকম গল্প বাজারে চলবে না!
আজ হ্যারি পটারের বই সারা বিশ্বে ৫০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে,
৮০+ ভাষায় অনুবাদ করা হয়েছে...
বিলিয়ন ডলারের ফিল্ম ফ্র‍্যাঞ্চাইজি হয়েছে!!
---
KFC কে তো সবাই চিনেন?
কিন্তু Colonel Sanders কে কয়জন চিনেন?
আমি নিশ্চিত আপনি এখনও ভাবছেন!
এই ভদ্রলোক তার জীবনে এত বেশী চাকরী এবং ব্যাবসায় ফেল মেরেছে...
যেটা হিসাবের বাইরে!!
ভদ্রলোকের বয়স তখন হয়ে গেছে ৬৫!!
এই বয়সে একটু ভাবেন তো....আপনার বা আমার কি অবস্থা হতো?
সে এই বয়সে এসে একটা ফ্রাইড চিকেনের রেসিপি বের করে!!
পুরো U.S. ঘুরে ঘুরে বিভিন্ন রেস্টুরেন্টেকে অফার দেয় তার রেসিপি নেবার জন্য!
১০০০+ রেস্টুরেন্ট থাকে ফিরায় দেয়!!
আজকে KFC ১৪৫+ দেশে অপারেট করে!!
দুনিয়াজুরে আছে ২৪০০০+ আউটলেটস!
আমরা যখন কোন সফলতার কথা শুনি...
তার পেছনে কষ্টের গল্পগুলো আমরা শুনি না...বা শুনতে চাই না!
দুনিয়াতে সফল হবার রাস্তাটা কখনোই সোজা ছিলো না!! কখনোই না!!
এবং ট্রাস্ট মি...
এই রাস্তাটা সোজা হলে সফল হবার কোন মূল্যই কিন্তু তখন থাকতো না!!
আপনি একটা কিছু করতে যাবেন...
দেখবেন হাজারটা সমস্যা আপনার চারপাশ থেকে জড়ো হয়ে আসবে...
আপনাকে একদম থামিয়ে দেবে....আপনার মনে হবে এই বুঝি সব শেষ!!
The Unfair Advantage বইয়ে ৪ ধরনের সফল লোকের কথা পড়েছিলাম!
এর মধ্যে এক ধরনের লোক ছিলো,
"যাদের চেষ্টা বা পরিশ্রমের ফলে তাদের একমাত্র ডেস্টিনেশনই হয়ে যায় সফল হওয়া!"
প্রশ্নটা হচ্ছে...
সফল হবার জন্য সেই পরিশ্রমটুকু করেতে আপনি রাজি আছেন তো?

06/01/2025

তাহসান রোজার দিন শেষ!
মেজর ডালিমের বাংলাদেশ!🤧❤️‍🩹

Every successful person has a painful stories..!🥺📌 Mount Everest
04/01/2025

Every successful person has a painful stories..!🥺

📌 Mount Everest

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।...
01/01/2025

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।
যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

শিল্প  একটা ভয়ংকর নেশা, চাইলেও ছেড়ে দিতে পারবেন না। আকড়ে ধরে রাখতে গেলে জীবন থেকে আপনার অনেক কিছু হারিয়ে যাবে।
01/01/2025

শিল্প একটা ভয়ংকর নেশা, চাইলেও ছেড়ে দিতে পারবেন না।
আকড়ে ধরে রাখতে গেলে জীবন থেকে আপনার অনেক কিছু হারিয়ে যাবে।

SUBSCRIBE: https://www.youtube.com/c/dhakamodelagency

Office & Studio Address
House-28 Nur Mohol- 2nd Floor , ( Beside D.I.G Tourist Police Office ),Road-1,Block-A,Banasree , Rumpura ,Dhaka
Hotline :: +880 1926960164 .. Email: [email protected]
www.dhakamodelagency.com
Contact us : Telephone : 8396293 ,Cell : +880 1926960164 /

Do you care about your appearance and try to stay in shape? Do you enjoy wearing trendy outfits? Models are living canvases we see every day in advertisements on television, on billboards, and in magazines. They show off the latest fashions and demonstrate new products. Models may walk down the catwalk in haute couture fashion shows, serve in local television commercials, or specialize in modeling a specific body part, such as a hand for showing watches or jewelry.
Model Careers Path

Some models attend modeling schools where they are trained in the basic tasks of modeling, such as makeup application and runway walking. The majority of models, however, have no formal training. Most important for model careers is experience and a strong portfolio that showcases previous jobs.
Model Careers Compatible Personality Traits

Focus, eye for fashion, enjoys taking care of appearance and body, able to follow directions, photogenic, can work in a variety of conditions and locations.
Model Careers Salary Expectations

Model Careers Job Outlook

The employment field for a model can be tricky. Since so much rests on a model’s appearance or “look” and these factors can change quickly as trends come and go, a model may find him or herself in high demand one season and with few offers the next. Typically, there are more aspirants than openings at any given time and so competition for a particular job can be fierce.
Nevertheless, there is a high turnover in the modeling field, with people choosing other career paths or aging out. This means agencies and clients are always looking for new talent.......................
office & Studio Address :
House-28 Nur Mohol- 2nd Floor, ( Beside D.I.G Tourist Police Office ), Road-1,Block-A,Banasree, Rumpura , Dhaka
Hotline :: +880 1926960164 /01612888801
Email:[email protected]
www.dhakamodelagency.com

01/01/2025

একজন প্রকৃত শিল্পী তার শিল্পকে শত প্রতিকুলতার মাঝেও আঁকরে ধরে থাকে।

22/12/2024

আমার সাথে যদি কারো সম্পর্ক ভেঙে যায়, তাহলে নিশ্চয়ই সে এমন কিছু করেছে যা আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমি সহজে কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিনা।

13/12/2024

দেয়ালে পিঠ ঠেকে গেলে, কোন মোটিভেশন আর কাজ করে না।

Your attitude decides your success not others.
12/12/2024

Your attitude decides your success not others.

11/12/2024

আমি মানুষ হিসেবে এতোটাই ফ্লেক্সিবল, যে ধরুন আপনার মনে হলো যে আপনি আমার সাথে একটা দূরত্ব তৈরি করতে চান। তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট আচরণের মাধ্যমে একটা ইংগিত দিন। একবার জাস্ট আমার মনে হোক, যে আপনি আমাকে ইগনোর করলেন সম্ভবত।
এরপর দেখবেন আপনি নিজেও লাগাতার চেষ্টা করে আমাকে মনে করাতে পারবে না, যে আমি আপনাকে কখনো চিনতাম। আসলেই আমার আর আপনার নাম পরিচয় চেহারা কিছুই মনে থাকবে না।

এখন বড় হয়ে গেছি; মাথার ভেতর আবর্জনা জমাই না।'❤️

10/12/2024

mother is the real difination of pretty.❤️‍🩹

10/12/2024

When it hurts, just cry, pray, sleep.

26/11/2024

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে,সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন।তারপর চারদিকে তাকান,ভালো করে দেখুন,আর নিজেকে মানিয়ে নিন।নিজেকে বলুন, এটা আপনার নিয়তি।এখানেই থাকতে হবে,এখানেই বাঁচতে হবে।

সুতরাং কাঁদা যাবে না,মন খারাপ করা যাবে না,ভেঙ্গে পরা যাবে না, আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন।

04/11/2024

বাংলাদেশের সব থেকে বড় ও লাক্সারি মেকওভার স্টুডিও 🤘


Address

Find Us :House-28'Road-1./Block-a/Banasree Dhaka.
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when HM PIYAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM PIYAL:

Videos

Share

FILM CITY MULTIMEDIA PRODUCTION HOUSE[ASS]

House-28 Nur Mohol- 2nd Floor , ( Beside D.I.G Tourist Police Office ),Road-1,Block-A,Banasree , Rumpura ,Dhaka Hotline :: +880 1926960164 Email: [email protected]

Contact us : Telephone : 8396293 ,Cell : +880 1926960164 / 01612060786 Owner id ;https://www.facebook.com/piyal.hm House-28 Nur Mohol- 2nd Floor , ( Beside D.I.G Tourist Police Office ),Road-1,Block-A,Banasree , Rumpura ,Dhaka Hotline :: +880 1926960164 Email: [email protected]