Faceless Democracy - মুখহীন গণতন্ত্র

Faceless Democracy - মুখহীন গণতন্ত্র আমাদের পুনর্জন্ম হয় সংকটের সময়ে! ১৯৭১ এ আমরা ছিলাম, আবার জন্ম নিয়েছি তোমাদের চেতনায়! ভয় নেই, আমরা আছি!!

৫ এবং ৬ই আগস্ট রাত ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভয়ঙ্কর। আমাদের এক বন্ধুর বাড়িতে হামলা হয়, অথচ সে কোন দলীয় রাজনীতির সাথে জরিত ছিল না। সেদিনই ও "সংখ্যালঘু-Minority in Bangladesh" নামে এই পেজটি খুলে। কিন্তু দিন যেতেই না যেতে হামলা, অত্যাচার, আগুন শুধু সংখ্যালঘুই না, আওয়ামী লীগ এবং ৭১ এর পক্ষের শক্তির উপর নিদারুণ হামলা শুরু হয়ে গেলো!যখন ৩২ নম্বরকে পুড়িয়ে দেয়া হলো, বুঝতে আর বাকি রইলো না, আমাদের বির

ুদ্ধে কারা মাঠে নেমেছে। এরা ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরে আমরা সিদ্ধান্ত নেই একটা প্লাটফর্ম গরে তোলা, যেখানে সবাই দল মতের উর্ধে ৭১ কে ধারন করবে। আমাদের নতুন পেজের নাম Faceless Democracy-মুখহীন গণতন্ত্র । এখানে সবাই সমান, এক চেতনার অধিকারী। বাঙ্গালী জাতীয়তা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা আমাদের প্লাটফর্মের মুল লক্ষ্য, যেখানে ব্যক্তি আইডেন্টিটি গৌণ! আপানাদের সবাইকে আমাদের পেজ ফলো করার অনুরোধ রইলো। আমাদের প্রতিবাদে যোগ দিন।

28/12/2024

ভাইরে ভাই! ক্ষমতা নেয়ার পর প্রথম পরীক্ষার আয়োজন করছে! তাতেই এই অবস্থা!? পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মের অভিযোগে, নিয়োগ পরীক্ষা স্থগিত!
Video - Nagorik TV

আপনারা যদি মালতী রানি দাসের মত প্রান্তিক এক হিন্দু মহিলার জীবনের ক্রাইসিস, টানাপোড়েন এবং পরিণতি দেখতে চান, তাহলে সিনেমাহ...
28/12/2024

আপনারা যদি মালতী রানি দাসের মত প্রান্তিক এক হিন্দু মহিলার জীবনের ক্রাইসিস, টানাপোড়েন এবং পরিণতি দেখতে চান, তাহলে সিনেমাহলে না গিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া খুলেন দ্যাখেন। বাসনা মল্লিক, স্বপ্না হালদার, মনি কর্মকার এঁর মতো অসংখ্য হিন্দু মহিলা কি লেভেলের নির্যাতনের স্বীকার তার সিকি পরিমাণও এই মুভিতে আসবে না! আপনার ৫০০ টাকাই নষ্ট! আপনার যদি অনেক টাকা থাকে এবং কিছু সময়ের জন্য আনন্দ চান, তাহলে রাস্তায় থাকা অসংখ্য অনাহারী মানুষ ক্ষুধার জ্বালায় ধুঁকছে! ওদের খাওয়ান! আল্লাহ্‌র দয়া আর ভালোবাসা আপনার সাথে ছায়ার মতো থাকবে! যদি মনে করেন, আপনার অনেক অনেক টাকা, তাহলে ধুমধাড়াক্কা, মাসালা মুভি দেখেন! চারিদিকে ঘটে যাওয়া অসংখ্য নারকীয় ঘটনার তাপের ছ্যাকা থেকে ২-২.৫ ঘণ্টা ভুলে থাকবেন!

আর যাদের টাকা কম, তারা প্লিজ সেভ করেন। ৫০০ টাকায় আপনাদের ২ দিনের সবজী হবে। আলু, পেপে আর ডিম দিয়ে কিন্তু দুবেলা খাওয়া যায়! ওই ৫০০ টাকা তখন অনেক কিছু হবে। যারা বাপের হোটেলের খাওয়া জেনজি, তাদের এই সিনেমা ভালো লাগবে না! বাপের ৫০০ টাকা সেভ করে প্রেমিকার পিছনে খরচ কইরেন!

আসছে চৈত্রে দুর্ভিক্ষের মেলা বসবে! সাথে থাকবে প্রকৃতির হরেক রকম সাজ! কখনো বন্যা, কখনো খরা কিংবা শীত! এখন সিজন বলে, বেশী দাম দিয়ে হলেও সবজি পাচ্ছেন! এরপর পাবেন না! দাম বাড়বে! কিন্তু Mehazabien Chowdhury এর কিছুই হবে না। সে পরের শীতে হয়তো সখিনা হিসেবে কেন্দে আপনার পকেট থেকে ৫০০ টাকা নিয়ে নিবে। প্রতিদিন অসংখ্য মালতী, বাসনা, স্বপ্না, আয়েশা, খাদিজা আর মরিয়মের আর্তনাদে আকাশ ভারী হয়ে গ্যাছে। এই আর্তনাদ আমার প্রিয় Mehazabien Chowdhury এর কানে যায় না। তার পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সাথে মস্তিষ্কের ডান সাইডে ২.৫ ফিট পুরু গন্ডারের চামড়া! এর ভিতরে থাকা চুরি হওয়া লাখো তরুণের হৃদয়ের সাথে সাথে তার কোমল নিষ্পাপ হৃদয়ও শকুন হয়ে গ্যাছে! তাই দেশের আনাচে কানাচে শত মানুষের হাজারো লিটার রক্তের শিরা প্রবাহিত জন্মভূমিতে, মালতীর ডিজিটাল সেলুলয়েড নিয়ে স্বপ্ন বিলাস করে, বাসনা, স্বপ্না আর খাদিজার প্রতি সহমর্মিতা ছাড়া। কারণ রক্ত এখন তার শোক নয়, ভোগবিলাসের বস্তু!

তাই নিজেকে নিয়ে ভাবেন, পরিবারকে নিয়ে ভাবেন!

এতো ব্রেকিং নিউজ!! কোনটা ছেড়ে কোনটা দেই!! পণ্য খালাসের সময় উপস্থিত চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা বিডি ডাইজেস্ট-এর কাছে ...
27/12/2024

এতো ব্রেকিং নিউজ!! কোনটা ছেড়ে কোনটা দেই!!
পণ্য খালাসের সময় উপস্থিত চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা বিডি ডাইজেস্ট-এর কাছে সেদিনের বি/স্ফোরক দ্রব্যবাহী কন্টেইনার দুইটির ছবি ও তথ্য দিয়েছেন। ভিন্ন আরেকটি গোয়েন্দা সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে পরিদর্শনের পর কন্টেইনার দুইটি নৌবাহিনীর কর্মকর্তারা এক ঘণ্টার জন্য আটকে রাখেন। কিন্তু পরে অজ্ঞাত কারণে কন্টেইনার দুইটি ছেড়ে দেওয়া হয়।
এরমধ্যে ডব্লিউএইচএলইউ-৪২৬১৭৯৪২জি১ নামে একটি কনটেইনারের ছবি পাওয়া গেছে, যেখানে লাল বর্গের মধ্যে ‘এক্স/প্লোসিভ(বি/স্ফোরক)’ লেখা।
উপস্থিত সূত্র জানায়, ২১শে ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানো ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের একটি জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেইনারগুলো পরীক্ষা করার সময় এই বি/স্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়। কন্টেইনারগুলোতে পাওয়া গেছে ক্যাম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানে তৈরি ‘সিসমিক ইমালশন এক্স/প্লোসিভ’, যা উচ্চমাত্রার বি/স্ফোরক হিসেবে পরিচিত। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে কাস্টমস ও নৌবাহিনী কর্মকর্তারা কন্টেইনারগুলোর কায়িক পরীক্ষা চালান।
সেসময় পরীক্ষা চলাকালে বি/স্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়ার পর পণ্য ডেলিভারি স্থগিতের নির্দেশ দেওয়া হলেও, এক ঘণ্টার মধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পণ্য খালাসের আদেশ দেওয়া হয়।

মুল আর্টিকেল লি/ঙ্কে।


ভাইরে ভাই! আমরা এখন হীরক রাজাকারের দেশে! সাংবাদিকদের  এক্রিডিটেশন কার্ড সব বাতিল! সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে ভিন্ন অনুমত...
27/12/2024

ভাইরে ভাই! আমরা এখন হীরক রাজাকারের দেশে! সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড সব বাতিল! সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে ভিন্ন অনুমতি জোগাড় করতে হবে! এমন কেউ আগে শুনেছেন কী? তদন্ত কমিটি এবার বলবে তারা সাংবাদিকদের জড়িত থাকার আভাস পেয়েছে! এখন কেমন লাগছে বাবুরা!!? গত ১৫ বছরে তো আপনারা কেন্দে কেন্দে মাস্টারবেট করেছিলেন!! এবার লাল স্বাধীনতা ধুয়ে বাতাবী লেবু নিয়ে লেখন! ফল শুধু বিষাক্ত রু-আফজাই আসবে!!




27/12/2024

ব্রেকিংঃ র/ক্তাক্ত মাদারীপুর! আমরা এতোটা অমানুষ! লি/ঙ্কে ফাইল ওপেন করে লি/ঙ্কটা দেখতে হবে। এই ফাইল ফেসবুক আপনাদের দেখতে দিবে না!

27/12/2024

কারা যেন বলে এদেশে হিন্দুরা অনেক ভালো আছে!? তাদের জন্য নিচের এই নিউজ!

নড়াইল জেলার সদর উপজেলার মাইচ্ পাড়া ইউনিয়নের শ্রীমতি বাসনা মল্লিক সংরক্ষিত ইউপি সদস্য কে ২৫ ডিসেম্বর সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে, পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৭ ডিসেম্বর মারা যান।
মৃত্যুর আগে তিনি ধর্ষণকারীদের সংঘবদ্ধভাবে নির্যাতনের বিষয়ে বর্ণনা করেছেন তার পরিবারের কাছে, জানিয়েছেন ধর্ষণকারীদের পরিচয় রাজিবুল কৌশলে তাকে ডেকে নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দিয়েছেন।

এখন এই টাইপের সংবাদ যদি প্রকাশ হয়, বলেন তো কার মাথা গরম হবে!? এই হাসনাত আব্দুল্লাহ এমনিতেই সময় টেলিভিশনে গিয়ে থ্রেট দিছে? সত্য নিউজ প্রকাশ করলে তো সরকার বিপদে। সময় টেলিভিশন বুঝে গেছে, বেশী পরিমাণ বাতাবী লেবু খাওয়ার ফলে দেশের মানুষের আলসার হয়ে গেছে। অন্যসব টেলিভিশন চ্যানেলও বুঝবে শীঘ্রই!!

স্পেশাল থ্যাংকস টু somoynews.tv



27/12/2024

ব্রেকিংঃ কী বীভৎস! অমানবিক! পুরাটা দ্যাখার কলিজা হয় নাই। ক/মেন্টে দিলাম ! রিমুভ হওয়ার আগে দেখে নেন! দেখতে না পাইলে ই/নবক্স কইরেন!

27/12/2024

চট্টগ্রাম হাটহাজারী কুয়াইশ সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার বড়ুয়া কে মারধোর করে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। এই জঘন্য ক্রিয়ায় উস্কানিদাতা হলো স্থানীয় যুবদল নেতা সন্ত্রাসী আকবর আলী ও ডায়মন্ড।


জাহাজ কান্ডের আকাশ মন্ডল ওরফে ইরফান একজন নও মুসলিম। সে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে এখনো ১ বছর হয়নি, রমজান মাসে তাক...
27/12/2024

জাহাজ কান্ডের আকাশ মন্ডল ওরফে ইরফান একজন নও মুসলিম। সে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে এখনো ১ বছর হয়নি, রমজান মাসে তাকে ভৈরবের বিভিন্ন জাহাজ থেকে তাকে সাময়িক আর্থিক সহায়তা করা হয়, কারণ সে নতুন মুসলিম- চলাফেরা করার মত সেরকম অর্থ তার কাছে ছিল না। সে জাহাজের লস্করের চাকরি করতো।
একটা জাহাজের স্থান পরিবর্তন করতে হলে একই সময়ে সর্বনিম্ন ৪ জন লোক লাগে। এংকর তোলার জন্য এবং এংকর করার ২ জন, ইঞ্জিন চালানোর জন্য ১ জন এবং জাহাজের হাল ধরার জন্য বা জাহাজ কন্ট্রোল করার জন্য ১ জন- সব মিলিয়ে সর্বনিম্ন ৪ জন মানুষ লাগে। এইটা জাহাজ, স্পীডবোট না যে চাইলে এক জনেই চালাতে পারবে।
মাস্টার এর হাতে থাকে স্টিয়ারিং, সে সংকেতের মাধ্যমে ইঞ্জিন রুমের সাথে যোগাযোগ করে, মাস্টারের সিগন্যাল অনুযায়ী ইঞ্জিনরুম অপারেট করা হয়। এই যোগাযোগ হয় আগের আমলের টেলিগ্রামের মত সংকেতের মাধ্যমে, এই পদ্ধতির নাম এখনো টেলিগ্রাম ই।
যাইহোক সরকারি নাট্যকারের ভাষ্যে বলা হয়েছে সেই আকাশ মন্ডল তথা ইরফান একা ৭ জন তো মেরেছেই, জাহাজও একাই চালিয়েছে।
অথচ যে একমাত্র লোক বেঁচে আছে সে কাগজে লিখে জানিয়েছে কি লি ং স্কোয়াডে সাত আটজন ছিল, সে দেখলে চিনতে পারবে। ইরফান মন্ডল যদি আসল অপরাধী হতো তাহলে কাগজে সে ইরফানের নামই লিখতো।
কাল সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত ইন্টারভিউয়ে বললেন সালমান এফ রহমান আর আনিসুল হকের গ্রেপ্তারও নাটক ছিল। জাহাজেরটাও বাজে কভার আপ সেটা বলাই বাহুল্য।
আমি ভাবছি নও মুসলিম আকাশ মন্ডলের কথা। সে কি ভেবে মুসলমান হয়েছিল জানিনা। কিন্তু তার সাথে যা ঘটলো তারপরে সে কি ভাববে? মুসলমান হওয়ার পর থেকেই তার জীবনে দুর্যোগের শুরু, বিনা অপরাধে তার জজ মিয়ার মত এক জীবন হলো। তার বাবা মা পরিবারও নিশ্চয়ই ভাববে ধর্ম পরিবর্তন করায়ই ভগবানের অভিশাপে ছেলেটার জীবনের আজ এই অবস্থা... আপনার পরিচিত কেউ অন্য ধর্মে যাওয়ার পর তার জীবনে এত বড় ঘটনা ঘটলে আপনারা কি ভাবতেন...??
লিখেছেন Shuvo Kamal


এতো নাটক আর খেলা করার কি দরকার!? আমরা তো জানি কমিটি রিপোর্ট দিবে! লিখে রাখেন, কমিটি সরকারী টাকায় প্রেগন্যান্ট হয়ে বলবে...
27/12/2024

এতো নাটক আর খেলা করার কি দরকার!? আমরা তো জানি কমিটি রিপোর্ট দিবে! লিখে রাখেন, কমিটি সরকারী টাকায় প্রেগন্যান্ট হয়ে বলবে আওয়ামী সরকারের দুর্নীতি ঢাকতে এর নথিপত্র পুরানো হয়েছে! কিছু গ্রেফতার হবে! কারা হবে জানেন!? সচিবালয়ে যারা প্রশাসন ক্যাডারের আন্দোলন করেছিল, এদের কাউকে ফাসাবে!! এটা বুঝার জন্য রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নাই!!


বাটপার আর হিপক্রেটরা এখন আমাদের দেশের বুদ্ধিজীবি!! এই আপা পৃথিবীর একমাত্র স্ত্রী, ঝগড়া লাগলেই স্বামী যাকে হারপিকের বোতল ...
27/12/2024

বাটপার আর হিপক্রেটরা এখন আমাদের দেশের বুদ্ধিজীবি!! এই আপা পৃথিবীর একমাত্র স্ত্রী, ঝগড়া লাগলেই স্বামী যাকে হারপিকের বোতল তুলে দেখিয়ে দেবে!

27/12/2024

এতো দুর্বল স্ক্রিপ্ট হলে মানুষ তো বিশ্বাস করবেই না। আসুন Arif Jebtik ভাইয়ের বিশ্লেষণ শুনি! পুরাটা শুনেন! অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে!

27/12/2024

সে প্রথম দিন থেকেই বলছিলাম, জুলাই আন্দোলনে সবাই ছাত্র ছিল না। ইভেন যাদের হাতে আইডি কার্ড ছিল, তারাও না! আমাকে দালাল ট্যাগ দিছিল! এই নেন প্রমান। এর আগে হামজা হুজুরে কইছিল ক্যামনে শিবির এই আন্দোলন করছে, এবার আম তারেক কইলো! অনেকে লজ্জায় কিছু বলবে না, অনেকে তো পিউর শিবির আর টোকাই! আগে লাল ডিপি ছিলেন, প্রবলেম নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেই দিছে, এদের উপর আওয়ামী লীগের কোন রাগ নাই! মানুষ ভুল করতেই পারে। আপনারা এখন প্রতিবাদ করেন। আমাদের এই দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে! যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন, সেভাবে এখন ইউনুস, জামাতের বিরুদ্ধে বলেন!

27/12/2024

১) বিল্ডিংয়ের দুই প্রান্তের দুই মাথায় দুইটা রুমে আগুন লাগছে। এটা আগুন লাগার কোন থিওরীর ভিতরে পরে কিনা জানা নাই।

২) আর সেই আগুন নিভাতে গেলে ট্রাক চাপা দিয়ে ফায়ার ফাইটারকে মেরে ফেলা।

৩) যেখানে আগুন লেগেছে সেখানকার আগুন না নিভিয়ে অন্য দিকে পানি ছিটানো

৪) সচিবালয় এলাকা ব্লকেজ না করে আগুন নিভানোর ট্রাই করা

৫) গণমাধ্যমের নিরবতা এবং ভিডিও রিমুভ করা।

৬) শিশু উপদেষ্টার এরিয়াতেই অগ্নিকান্ড ঘটেছে

৭) আশ্চর্যের বিষয় স্বমন্বয়ক হাসিব আগুন লাগার মূহুর্তে ঘটনাস্থলে ছিলেন। যিনি মেট্রোরেল,সেতু ভবন,বিটিভি আগুন দেয়ার কথা মিডিয়াতে সরাসরি স্বীকার করেছেন।

৮) ফায়ার ফাইটার মারা যাওয়ার স্থানেও স্বমন্বয়ক হাসিবকে দেখা যায় এবং তিনি আন্দোলনের সময় পুলিশ হত্যার সাথে জড়িত থাকার কথাও এর আগে মিডিয়াতে স্বীকার করেছেন।

বাকিটা বুঝার মতো জ্ঞানবুদ্ধি সবারই আছে বলে আশা করি।

আগের কমিটির নাটকের রিহার্সেল অনেক খারাপ ছিল!! এবারের নাটকটা আগের সব ফারুকি মার্কা হলে চলবে!? তাই নতুন আয়োজন!!
27/12/2024

আগের কমিটির নাটকের রিহার্সেল অনেক খারাপ ছিল!! এবারের নাটকটা আগের সব ফারুকি মার্কা হলে চলবে!? তাই নতুন আয়োজন!!


27/12/2024

হত্যা উত্তরায় আর আসামি সারা বাংলাদেশ জুড়ে! এই রকম কেস দিয়ে ভর্তি! আর চলছে রমরমা বানিজ্য। এভাবে চললে কেউ সঠিক বিচার পাবে না!

Video Credit: - somoynews.tv

এই টাইপের সত্য, অনুসন্ধানী নিউজ করলে তো সমন্বয়করা খেপে যাবেই! তাদের হাড়িতে হাত দিলে প্রবলেম না!! তাই ওদের অফিসে গিয়ে সাংবাদিকদের লিস্ট দিয়ে দিসে, অপসারন করার জন্য। কোন কারন ছাড়াই ৬ জনকে পদক্ত্যাগ করানো হইছে! এরা বাংলাদেশের মানুষকে সারা বছর বাতাবীলেবু খাওয়াইতে চায়!



Address

Dhanmondi 32
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faceless Democracy - মুখহীন গণতন্ত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share