ভাইরে ভাই! ক্ষমতা নেয়ার পর প্রথম পরীক্ষার আয়োজন করছে! তাতেই এই অবস্থা!? পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মের অভিযোগে, নিয়োগ পরীক্ষা স্থগিত!
Video - Nagorik TV
#facelessdemocracy #BangladeshCrisis #savebangladeshpeople
কারা যেন বলে এদেশে হিন্দুরা অনেক ভালো আছে!? তাদের জন্য নিচের এই নিউজ!
নড়াইল জেলার সদর উপজেলার মাইচ্ পাড়া ইউনিয়নের শ্রীমতি বাসনা মল্লিক সংরক্ষিত ইউপি সদস্য কে ২৫ ডিসেম্বর সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে, পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৭ ডিসেম্বর মারা যান।
মৃত্যুর আগে তিনি ধর্ষণকারীদের সংঘবদ্ধভাবে নির্যাতনের বিষয়ে বর্ণনা করেছেন তার পরিবারের কাছে, জানিয়েছেন ধর্ষণকারীদের পরিচয় রাজিবুল কৌশলে তাকে ডেকে নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দিয়েছেন।
এখন এই টাইপের সংবাদ যদি প্রকাশ হয়, বলেন তো কার মাথা গরম হবে!? এই হাসনাত আব্দুল্লাহ এমনিতেই সময় টেলিভিশনে গিয়ে থ্রেট দিছে? সত্য নিউজ প্রকাশ করলে তো সরকার বিপদে। সময় টেলিভিশন বুঝে গেছে, বেশী পরিমাণ বাতাবী লেবু খাওয়ার ফলে দেশের মানুষের আলসার হয়ে গেছে। অন্যসব টেলিভিশন চ্য
চট্টগ্রাম হাটহাজারী কুয়াইশ সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার বড়ুয়া কে মারধোর করে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। এই জঘন্য ক্রিয়ায় উস্কানিদাতা হলো স্থানীয় যুবদল নেতা সন্ত্রাসী আকবর আলী ও ডায়মন্ড।
#facelessdemocracy
#BangladeshCrisis
কে কে জাহাজের জজ মিয়া নাটক বিশ্বাস করেন!
এতো দুর্বল স্ক্রিপ্ট হলে মানুষ তো বিশ্বাস করবেই না। আসুন Arif Jebtik ভাইয়ের বিশ্লেষণ শুনি! পুরাটা শুনেন! অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে!
#facelessdemocracy #BangladeshCrisis
আইডি কার্ড বানায়ে টোকাইরে ছাত্র বানাইছে!
সে প্রথম দিন থেকেই বলছিলাম, জুলাই আন্দোলনে সবাই ছাত্র ছিল না। ইভেন যাদের হাতে আইডি কার্ড ছিল, তারাও না! আমাকে দালাল ট্যাগ দিছিল! এই নেন প্রমান। এর আগে হামজা হুজুরে কইছিল ক্যামনে শিবির এই আন্দোলন করছে, এবার আম তারেক কইলো! অনেকে লজ্জায় কিছু বলবে না, অনেকে তো পিউর শিবির আর টোকাই! আগে লাল ডিপি ছিলেন, প্রবলেম নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেই দিছে, এদের উপর আওয়ামী লীগের কোন রাগ নাই! মানুষ ভুল করতেই পারে। আপনারা এখন প্রতিবাদ করেন। আমাদের এই দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে! যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন, সেভাবে এখন ইউনুস, জামাতের বিরুদ্ধে বলেন!
#facelessdemocracy #BangladeshCrisis
তিন জায়গায় আগুন!!
১) বিল্ডিংয়ের দুই প্রান্তের দুই মাথায় দুইটা রুমে আগুন লাগছে। এটা আগুন লাগার কোন থিওরীর ভিতরে পরে কিনা জানা নাই।
২) আর সেই আগুন নিভাতে গেলে ট্রাক চাপা দিয়ে ফায়ার ফাইটারকে মেরে ফেলা।
৩) যেখানে আগুন লেগেছে সেখানকার আগুন না নিভিয়ে অন্য দিকে পানি ছিটানো
৪) সচিবালয় এলাকা ব্লকেজ না করে আগুন নিভানোর ট্রাই করা
৫) গণমাধ্যমের নিরবতা এবং ভিডিও রিমুভ করা।
৬) শিশু উপদেষ্টার এরিয়াতেই অগ্নিকান্ড ঘটেছে
৭) আশ্চর্যের বিষয় স্বমন্বয়ক হাসিব আগুন লাগার মূহুর্তে ঘটনাস্থলে ছিলেন। যিনি মেট্রোরেল,সেতু ভবন,বিটিভি আগুন দেয়ার কথা মিডিয়াতে সরাসরি স্বীকার করেছেন।
৮) ফায়ার ফাইটার মারা যাওয়ার স্থানেও স্বমন্বয়ক হাসিবকে দেখা যায় এবং তিনি আন্দোলনের সময় পুলিশ হত্যার সাথে জড়িত থাকার কথাও এর আগে মিডিয়াতে স্বীকার করেছেন।
বাকিটা বুঝার মতো জ্ঞানবুদ্ধি সবারই আছে বলে আশা করি।
#facelessdemocracy #Banglades
হত্যা উত্তরায় আর আসামি সারা বাংলাদেশ জুড়ে! এই রকম কেস দিয়ে ভর্তি! আর চলছে রমরমা বানিজ্য। এভাবে চললে কেউ সঠিক বিচার পাবে না!
Video Credit: - somoynews.tv
এই টাইপের সত্য, অনুসন্ধানী নিউজ করলে তো সমন্বয়করা খেপে যাবেই! তাদের হাড়িতে হাত দিলে প্রবলেম না!! তাই ওদের অফিসে গিয়ে সাংবাদিকদের লিস্ট দিয়ে দিসে, অপসারন করার জন্য। কোন কারন ছাড়াই ৬ জনকে পদক্ত্যাগ করানো হইছে! এরা বাংলাদেশের মানুষকে সারা বছর বাতাবীলেবু খাওয়াইতে চায়!
#facelessdemocracy
#BangladeshCrisis
#StepDownYounus
জাতিসংঘের মানবাধিকার সংস্থার টিমকে তথ্য দিচ্ছে না কেন?
এতো গরিমসী কেন? কারন
১) অনেক শহীদ ফিরে এসেছে!
২) জাতিসংঘ প্রত্যেক শহীদের মৃত্যুর কারন জানতে চেয়েছিল।
৩) এর মধ্যে কতজন পুলশ এবং আইনশৃংখলা বাহিনীর লোক আছে সেটাও জানতে চেয়েছে।
৪) কতজন আওয়ামী কর্মী আছে এটাও জানতে চেয়েছিল।
এগুলা দিলে থলের বিড়াল বেরুয়ে যাবে!
#facelessdemocracy #StepDownYounus #BangladeshCrisis