Qari Belal Hussain Asheki

Qari Belal Hussain Asheki পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর।

—হজরত আলী(রাদিআল্লাহু আনহু)
(3)

01/01/2025

সোহরাওয়ার্দী উদ্যানে গাউসিয়া কমিটির আয়োজিত সুফি কনসার্ট। ধন্যবাদ গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ও সংশ্লিষ্ট সকলকে,, যারা অত্যন্ত পরিশ্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে এই সুন্দর প্রোগ্রাম গুলো করছেন।

 #সৈয়দ_খালেক্বীয়া_মেচাঁনিয়া_দরবার_শরীফের বাৎসরিক বেলায়াতের সুন্নী মহা সম্মেলন ১৪ই ফেব্রুয়ারি ২০২৫  রোজ শুক্রবার সকল মু...
28/12/2024

#সৈয়দ_খালেক্বীয়া_মেচাঁনিয়া_দরবার_শরীফের বাৎসরিক বেলায়াতের সুন্নী মহা সম্মেলন ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার সকল মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হলো

Alhamdulillah thanks everyone,,,, I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support...
23/12/2024

Alhamdulillah thanks everyone,,,, I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

22/12/2024

আহ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহমাতুল্লাহি আলাইহি)র কথা আজ বাস্তব রূপ দেখি

ইজতেমার মাঠে খু*ন!মসজিদে সহবাস!মাদ্রাসায় বল*ৎ*কার!মাজারে আ*গু*ন!কথায় কাজে উ*গ্র*তা,এর নাম তৌহিদী জনতা??ওহাবী!ফ্যাক্ট.......
21/12/2024

ইজতেমার মাঠে খু*ন!মসজিদে সহবাস!মাদ্রাসায় বল*ৎ*কার!
মাজারে আ*গু*ন!
কথায় কাজে উ*গ্র*তা,
এর নাম তৌহিদী জনতা??
ওহাবী!
ফ্যাক্ট..... বাকি টা আপনারা বলেন,,,,,

13/12/2024

মাশা-আল্লাহ,,,🤍
আমার ছোট দুই ভায়ের কন্ঠে #আমার_মন_মজাইয়ারে

আদব কাকে বলে শিখে নিন...শত বছর ধরে মদীনা শরীফে তুর্কি রেলওয়ে ষ্টেশনে দাঁড়িয়ে আছে এই রেল ইন্জিন!▫️কেন দাঁড়িয়ে আছে?৩৪ তম উ...
11/12/2024

আদব কাকে বলে শিখে নিন...
শত বছর ধরে মদীনা শরীফে তুর্কি রেলওয়ে ষ্টেশনে দাঁড়িয়ে আছে এই রেল ইন্জিন!

▫️কেন দাঁড়িয়ে আছে?

৩৪ তম উসমানী খলিফা সুলতান আব্দুল হামীদ সানী, তার সময়কার সবচেয়ে বড় শায়ের আর আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন।

তাহার খিলাফতের সময়ে আস্তানবুল থেকে মদীনা শরীফে যাওয়ার জন্য ট্রেন লাইন আগে থেকেই শুরু করা হয়। আজও সেই রেল লাইন মদীনা শরীফের রাস্তায় বিছিয়ে আছে, ও মদীনায় তা তুর্কি রেলওয়ে ষ্টেশন নামে পরিচিত আছে। তখনকার আমলে ট্রেনের ইন্জিন কয়লা দ্বারা চলত। মোটামুটি আধুনিক ট্রেন তৈরি হওয়ার পরে সুলতান আব্দুল হামিদ সানীকে মদীনায় ডাকা হল।

তো সুলতান লক্ষ করলেন,
কয়লা ওয়ালা ট্রেনের ইন্জিন অনেক অনেক জোরে শব্দ বের করছে।

সুলতান আব্দুল হামিদ সানী তখন রাগান্বিত হয়ে গেলেন এবং লাঠি উঠিয়ে ট্রেন টিকে মারা শুরু করে দিলেন।

আর বলতে লাগলেন,,,হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শহরে এত জোরে শব্দ তোর?

প্রায় ১০০ বছর হতে চলল,
ওই সময় যেইভাবে ট্রেনটি বন্ধ করা হয়েছিল,
আজও সেইভাবে সেটি মদীনা শরীফে রাখা আছে,
এবং তুর্কি রেলওয়ে ষ্টেশন নামে সকলের কাছে পরিচিত।

কেমন আদবের অধিকারী ছিলেন তিনি যিনি ট্রেন ইন্জিনের বুলন্দ আওয়াজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনা শহরে সহ্য করতে পারতেন না তো একটু ভাবুন সে নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কত ভালবাসতেন। ❤

এটা তার ইশক্ব ছিল,
এটা তাহার আদব ছিল,
যা তার হৃদয়ে বিদ্যমান ছিল।
আল্লাহ পাক আমাদের মনেও এমন আদব,এবং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ভালবাসা নসীব করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামীন।






#শিক্ষা #আদব #দ্বীন #পরিবার_শিক্ষা #সন্তান_শিক্ষা #মানবিক_মূল্যবোধ
#ইসলামিক_শিক্ষা #নৈতিকতা #সমাজ_গঠনে_পরিবার #মা_শিক্ষা #নতুন_প্রজন্ম
ীবন #নৈতিক_শিক্ষা #সন্তান_গঠন #সমাজের_ভবিষ্যৎ #শিক্ষিত_জাতি

03/12/2024

আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশেক

01/12/2024

এক সত্যবাদি ছেলের বাস্তব গল্প 🤍

জীবন বদলে দেওয়ার মতো আল্লামা শেখ সাদীرحمه اللهর ১৫ টি বিখ্যাত উপদেশ। ’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই ব...
26/11/2024

জীবন বদলে দেওয়ার মতো আল্লামা শেখ সাদীرحمه اللهর ১৫ টি বিখ্যাত উপদেশ।

’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।

২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ঠ করতে পারে না।

৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।

চিত্রকার কাকে বলে
24/11/2024

চিত্রকার কাকে বলে

21/11/2024

ইমাম মাহদী (আঃ)র আগমন 🫡

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
21/11/2024

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

কবি কাজী নজরুল ইসলাম কারবালার আত্মত্যাগ নিয়ে লিখেছিলেন তাঁর বিখ্যাত মহররম কবিতা। যে কবিতায় চোখের অশ্রু ঝরে পড়ে। সংক্ষেপে...
20/11/2024

কবি কাজী নজরুল ইসলাম কারবালার আত্মত্যাগ নিয়ে লিখেছিলেন তাঁর বিখ্যাত মহররম কবিতা।
যে কবিতায় চোখের অশ্রু ঝরে পড়ে।
সংক্ষেপে উপস্থাপন করা হলো।

কবিতাটি মনোযোগ দিয়ে পড়লে কারবালার সমস্ত নির্মম ইতিহাস চোখের সামনে ভেসে উঠে।

মহররম
কাজী নজরুল ইসলাম।
--------------------------------------------
নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া - আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে? সে কাঁদনে আসু আনে সিমারের ও ছোরাতে।
রুদ্র মাতম ওঠে দুনিয়া দামেস্কে - জয়নালে পরালো এ খুনিয়ারা বেশ কে? হায় হায় হোসাইন ওঠে রোল ঝঞ্ঝায়, তলোয়ার কেঁপে ওঠে এজিদের পাঞ্জায়
উন্ মাদ দুল দুল ছুটে ফেরে মদিনায় আলীজাদা হোসেনের দেখা হেথা যদি পায়।

মা ফাতিমা আসমানে কাঁদি খুলি কেশপাশ বেটাদের লাশ নিয়ে বধূদের শ্বেতবাস রণে যায় কাসিম ঐ দু'ঘড়ির নওশা মেহেদির রঙটুকু মুছে গেল সহসা !
‘হায় হায়’ কাঁদে বায় পূরবী ও দখিনা-‘কঙ্কণ পঁইচি খুলে ফেল সকীনা!’
কাঁদে কে রে কোলে ক’রে কাসিমের কাটা-শির ?
খান্ খান্ হয়ে ক্ষরে বুক-ফাটা নীর ! কেঁদে গেছে থামি’ হেথা মৃত্যু ও রুদ্র,বিশ্বের ব্যথা যেন বালিকা এ ক্ষুদ্র !

গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা,“আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতি মা!” নিয়ে তৃষা সাহারার,দুনিয়ার হাহাকার, কারবালা-প্রান্তরে কাঁদে বাছা আহা কার ! দুই হাত কাটা তবু শের-নর আব্বাস,
পানি আনে মুখে, হাঁকে দুশ মনও ‘সাব্বাস' !
দ্রিম দ্রিম বাজে ঘন দুন্দুভি দামামা, হাঁকে বীর “শির দেগা,নেহি দেগা আমামা !

কলিজা কাবাব সম ভূনে মরু রোদ্দুর খাঁ খাঁ করে কারবালা নাই পানি খজ্জুর মার স্তনে দুধ নাই বাচ্চারা তড়পায় জিভ চুষে কচি জান থাকে কিরে ধড়টায়
দাও দাও জ্বলে শিরে কারবালা ভাস্কর কাঁদে বানু পানি দেও মরে যাদু আসগর পেলনাতো পানি শিশু পেয়ে গেল কাঁচা খুন ডাকে মাতা পানি দেব ফিরে আয় বাছা শোন - পুত্র হীনা আর বিধবার কাঁদনে ছিড়ে আনে মর্মের বত্রিশ বাধনে।

তাম্বুতে সজ্জায় কাঁদে একা জয়নাল দাদা তেরি ঘর কিয়া বরবাদ পয়মাল ‘হাইদরী-হাঁক-হাঁকি দুলদুল-আসওয়ার শম শের চমকায় দুষমনে ত্রাস বার।
খ’সে পড়ে হাত হ’তে শত্রুর তরবার, ভাসে চোখে কিয়ামতে আল্লার দরবার! নিঃশেষ দুষমন ; ও কে রণ-শ্রান্ত ফোরাতের নীরে নেমে মুছে আঁখি-প্রান্ত ?
কোথা বাবা আসগর? শোকে বুক-ঝাঁঝরা পানি দেখে হোসেনের ফেটে যায় পাঁজরা !

স্ত্রী হবার যোগ্যতা সেই রাখে যে,স্বামির খারাপ অবস্থায় তাকে খোটা দিয়ে নয়, বরঞ্চ তার পাশে থেকে সাহায্য করে,,,
19/11/2024

স্ত্রী হবার যোগ্যতা সেই রাখে যে,স্বামির খারাপ অবস্থায় তাকে খোটা দিয়ে নয়, বরঞ্চ তার পাশে থেকে সাহায্য করে,,,

19/11/2024

I gained 217 followers, created 25 posts and received 574 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
19/11/2024

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Belal Hussain Asheki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share