Qari Belal Hussain Asheki

Qari Belal Hussain Asheki পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর।

—হজরত আলী(রাদিআল্লাহু আনহু)
(3)

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্...
01/02/2025

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

[এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে।
#সংগৃহীত

আজ মহান ১০'ই মাঘ।২৪ শে জানুয়ারী ২০২৫ ইং,রোজ শুক্রবার।গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ্ছুফি সৈয়দ আহমদ উল্লাহ্ আ...
24/01/2025

আজ মহান ১০'ই মাঘ।
২৪ শে জানুয়ারী ২০২৫ ইং,রোজ শুক্রবার।

গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ্ছুফি সৈয়দ আহমদ উল্লাহ্ আল্ মাইজ ভান্ডারী "হযরত ক্বেবলা' (কঃ)'র ১১৯ তম বার্ষিক মহান পবিত্র ওরশ মোবারক।
আমি বিশ্বাস করি মাইজভান্ডার দরগাহে অলী তৈরি হয়। শুধু পূর্ণ ইয়াকিন ও ইখলাসের প্রয়োজন।

এই মহান হাস্তী'র ফুয়ুজাত আমাদের সকলের নছিব হোক। আমিন।

এই কাট মোল্লার নাম হাসান আলী তার বাড়ি তাহেরপুর উপজেলা জেলা সুনামগঞ্জ সিলেট  সে কিছুদিন আগে আল্লাহর ওলীদের মাজার ভাঙ্গার...
19/01/2025

এই কাট মোল্লার নাম হাসান আলী তার বাড়ি তাহেরপুর উপজেলা জেলা সুনামগঞ্জ সিলেট সে কিছুদিন আগে আল্লাহর ওলীদের মাজার ভাঙ্গার নেতৃত্ব দিয়েছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহর অলিদের শানের বেয়াদবির আল্লাহ তাকে এমন এক রোগ দিয়েছেন যার চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব নয় আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং হেদায়েত দান করুক এটাই প্রমাণ করে আল্লাহর ওলীদের কেরামত সত্য অস্বীকার করার কোন সুযোগ নেই,,,

আমরা ভুলে যাওয়া জাতি, সহজেই সব ভুলে যাই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান‍্য অবদান রেখেছেন এই দেশের সাধারন মানুষ। দেশ...
14/01/2025

আমরা ভুলে যাওয়া জাতি, সহজেই সব ভুলে যাই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান‍্য অবদান রেখেছেন এই দেশের সাধারন মানুষ। দেশ স্বাধীনের পর ক্ষমতা চলে যায় তথাকথিত এলিট শ্রেনীর কাছে। ৫৩ বছরেও ঐ চাটার গোষ্ঠীর হাত থেকে মুক্তি পায়নি দেশের আপামর জনসাধারন। অবশ‍্যাম্ভাবী পরিণতি হিসেবে সংঘঠিত হয়েছে ২৪ এর জুলাই বিপ্লব।

ফ‍্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা কুক্ষিগত রাখার জন‍্য পাইকারী হারে হত‍্যা করেছে ছাত্র-জনতাকে। হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে নিহত হয়েছে ছয় বছর বয়সী রিয়া গোপ, সে তখন ছাদে খেলছিল। ইন্টারনেট বন্ধ করে ব্ল‍্যাকআউটের মাধ‍্যমে পথেঘাটে গুলি করে কুপিয়ে নারী পুরুষ শিশু হত‍্যায় মেতে উঠেছিল রাষ্ট্রযন্ত্র এবং তাদের পোষা পেটোয়া উন্মত্ত খুনীর দল। খুনী হাসিনার পলায়নের মাধ‍্যমে মধ‍্যযুগীয় বর্বরতার সাময়িক অবসান ঘটলেও তাঁর হিংসার প্রেতাত্মা এখনো অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটাকে। ফ‍্যাসিস্টের দোসররা এখনো রাষ্ট্রযন্ত্রের চালকের আসনে।

আবার ঢাকা মেডিক‍্যালের মর্গে পাওয়া গেছে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় পাঁচ লাশ। এরকম শত লাশের খবরই হয়তো আমরা পাইনি, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অথচ এরই মধ‍্যে মানুষ ভুলে যেতে বসেছে আওয়ামী ফ‍্যাসিস্টের ঘৃণ‍্য বীভৎসতা। আগেই ভাল ছিলাম- ডায়ালগ দেয়া ফেরাউনের দল গণহত‍্যার জন‍্য এখনো পর্যন্ত কোন অনুশোচনাও প্রকাশ করেনি, উল্টো জুলাই বিপ্লবকে ব‍্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। সেই ফাঁদে পা দিয়েই যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবের মাধ‍্যমে অর্জিত ঐক‍্য ধরে রাখতে না পারলে গোলামীর শৃঙ্খলমুক্ত হওয়া অসম্ভব। শ্লোগান চলুক- আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
ভালবাসা অবিরাম...

08/01/2025

নবী ﷺ এর প্রতি আদব
#শিক্ষা

যাক্কুম গাছ। দেখতে কী ভয়াবহ আর বীভৎস! এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তাইফ শহরে। শহর...
07/01/2025

যাক্কুম গাছ। দেখতে কী ভয়াবহ আর বীভৎস! এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তাইফ শহরে। শহরটি চারদিকে শীতল পাহাড় দ্বারা বেষ্টিত। কয়েক বছর ধরে এই অঞ্চলে যাক্কুম গাছও সমৃদ্ধ হচ্ছে।
এটি প্রচুর বড় বড় তীক্ষ্ণ কাঁটযুক্ত একটি গাছ। পবিত্র কোরআনে সুরা আল-ওয়াকিয়াহ-এর ৫২ নং আয়াতে বলা হয়েছে,

لَءَاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ

অর্থঃ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,

এই গাছের ফল হবে জা*হা*ন্না*ম বাসীদের জন্য খাদ্য স্বরূপ। তাফসীরে এসেছে, এই খাবার পচে গলে যাওয়া অতিশয় দুর্গন্ধযুক্ত খাবার। গলিত পিতলের মতো স্বাদ আসবে, বরং তার চেয়ে আরও খারাপ। ফলগুলো তাদের শরীরে ও মুখে জ্বলন্ত অঙ্গার স্বরূপ হবে।
যাক্কুম শব্দটি পবিত্র কুরআনে সূরা আশ-শাফায়াত-এর ৬২, ৬৩, ৬৬ ও ৬৭, ৬৮ নং আয়াতে, সূরা আল-ইসরা-এর ৬০ নং আয়াতে, সূরা আদ-দুখান-এর ৪৩ নং আয়াতে এবং সূরা আল-ওয়াকিয়াহ-এর ৫২ নং আয়াতসহ মোট আট বার ব্যবহৃত হয়েছে।
এই খাবার মূলত যি*নাকারী বা ব্যভিচারী নারী-পুরুষদের খাওয়ানো হবে। মহান রব্ব আমাদের সকলকে যি*না ব্যভিচার থেকে হেফাজত করুন ।
আমীন 🤲।

06/01/2025
05/01/2025

রাসূলে করিম ﷺ এঁর শানে সিক্স প্যাক, রাখাল, কাউবয়,😡😠এসব শব্দ ব্যবহারকারীর জন্মে ভেজাল আছে।
ঠিক কিনা?

ইশ! বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথে...
03/01/2025

ইশ! বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️

ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।

বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসাই থাকবে।

আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে।

সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে হবে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে বাট কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সোয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন।

দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলু মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।

তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি-বাকরি, অথবা ব্যাবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসাই তার বউকে নিয়ে আসবে।

এতে করে বাঁচবে সমাজ, হবেনা কোনো যিনা, হবেনা কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার বুঝা উচিত। ❤️🌸💓💕
©️

01/01/2025

সোহরাওয়ার্দী উদ্যানে গাউসিয়া কমিটির আয়োজিত সুফি কনসার্ট। ধন্যবাদ গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ও সংশ্লিষ্ট সকলকে,, যারা অত্যন্ত পরিশ্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে এই সুন্দর প্রোগ্রাম গুলো করছেন।

 #সৈয়দ_খালেক্বীয়া_মেচাঁনিয়া_দরবার_শরীফের বাৎসরিক বেলায়াতের সুন্নী মহা সম্মেলন ১৪ই ফেব্রুয়ারি ২০২৫  রোজ শুক্রবার সকল মু...
28/12/2024

#সৈয়দ_খালেক্বীয়া_মেচাঁনিয়া_দরবার_শরীফের বাৎসরিক বেলায়াতের সুন্নী মহা সম্মেলন ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার সকল মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হলো

Alhamdulillah thanks everyone,,,, I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support...
23/12/2024

Alhamdulillah thanks everyone,,,, I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

22/12/2024

আহ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহমাতুল্লাহি আলাইহি)র কথা আজ বাস্তব রূপ দেখি

ইজতেমার মাঠে খু*ন!মসজিদে সহবাস!মাদ্রাসায় বল*ৎ*কার!মাজারে আ*গু*ন!কথায় কাজে উ*গ্র*তা,এর নাম তৌহিদী জনতা??ওহাবী!ফ্যাক্ট.......
21/12/2024

ইজতেমার মাঠে খু*ন!মসজিদে সহবাস!মাদ্রাসায় বল*ৎ*কার!
মাজারে আ*গু*ন!
কথায় কাজে উ*গ্র*তা,
এর নাম তৌহিদী জনতা??
ওহাবী!
ফ্যাক্ট..... বাকি টা আপনারা বলেন,,,,,

13/12/2024

মাশা-আল্লাহ,,,🤍
আমার ছোট দুই ভায়ের কন্ঠে #আমার_মন_মজাইয়ারে

আদব কাকে বলে শিখে নিন...শত বছর ধরে মদীনা শরীফে তুর্কি রেলওয়ে ষ্টেশনে দাঁড়িয়ে আছে এই রেল ইন্জিন!▫️কেন দাঁড়িয়ে আছে?৩৪ তম উ...
11/12/2024

আদব কাকে বলে শিখে নিন...
শত বছর ধরে মদীনা শরীফে তুর্কি রেলওয়ে ষ্টেশনে দাঁড়িয়ে আছে এই রেল ইন্জিন!

▫️কেন দাঁড়িয়ে আছে?

৩৪ তম উসমানী খলিফা সুলতান আব্দুল হামীদ সানী, তার সময়কার সবচেয়ে বড় শায়ের আর আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন।

তাহার খিলাফতের সময়ে আস্তানবুল থেকে মদীনা শরীফে যাওয়ার জন্য ট্রেন লাইন আগে থেকেই শুরু করা হয়। আজও সেই রেল লাইন মদীনা শরীফের রাস্তায় বিছিয়ে আছে, ও মদীনায় তা তুর্কি রেলওয়ে ষ্টেশন নামে পরিচিত আছে। তখনকার আমলে ট্রেনের ইন্জিন কয়লা দ্বারা চলত। মোটামুটি আধুনিক ট্রেন তৈরি হওয়ার পরে সুলতান আব্দুল হামিদ সানীকে মদীনায় ডাকা হল।

তো সুলতান লক্ষ করলেন,
কয়লা ওয়ালা ট্রেনের ইন্জিন অনেক অনেক জোরে শব্দ বের করছে।

সুলতান আব্দুল হামিদ সানী তখন রাগান্বিত হয়ে গেলেন এবং লাঠি উঠিয়ে ট্রেন টিকে মারা শুরু করে দিলেন।

আর বলতে লাগলেন,,,হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শহরে এত জোরে শব্দ তোর?

প্রায় ১০০ বছর হতে চলল,
ওই সময় যেইভাবে ট্রেনটি বন্ধ করা হয়েছিল,
আজও সেইভাবে সেটি মদীনা শরীফে রাখা আছে,
এবং তুর্কি রেলওয়ে ষ্টেশন নামে সকলের কাছে পরিচিত।

কেমন আদবের অধিকারী ছিলেন তিনি যিনি ট্রেন ইন্জিনের বুলন্দ আওয়াজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনা শহরে সহ্য করতে পারতেন না তো একটু ভাবুন সে নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কত ভালবাসতেন। ❤

এটা তার ইশক্ব ছিল,
এটা তাহার আদব ছিল,
যা তার হৃদয়ে বিদ্যমান ছিল।
আল্লাহ পাক আমাদের মনেও এমন আদব,এবং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ভালবাসা নসীব করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামীন।






#শিক্ষা #আদব #দ্বীন #পরিবার_শিক্ষা #সন্তান_শিক্ষা #মানবিক_মূল্যবোধ
#ইসলামিক_শিক্ষা #নৈতিকতা #সমাজ_গঠনে_পরিবার #মা_শিক্ষা #নতুন_প্রজন্ম
ীবন #নৈতিক_শিক্ষা #সন্তান_গঠন #সমাজের_ভবিষ্যৎ #শিক্ষিত_জাতি

03/12/2024

আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশেক

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Belal Hussain Asheki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share