Yousuf Rana Dhaly

Yousuf Rana Dhaly it's Official Page
(1)

কিছু মানুষ থাকে যাদের নিয়ে পৃথিবীর কখনোই মাথাব্যথা থাকে না। এমনকি তারা কখনো পৃথিবীর মাথাব্যথার উপশমও করতে পারে না। নিতান্তই একটা আধফাটা ফুটবলের মত একজনের পা থেকে আরেকজনের মাথায় ঘুরে বেড়ায়। আমি সেই দলের অন্যতম সদস্য।

১১ বছর বয়সে আমি রস, কস, সিঙ্গারা, বুলবুলি মস্তক খেলতাম। আর ১১ বছরের মেয়ে পুরো বাংলাদেশ রে নিয়ে খেললো। কিন্তু কথা হইলো এর...
04/02/2025

১১ বছর বয়সে আমি
রস, কস, সিঙ্গারা, বুলবুলি মস্তক খেলতাম।
আর ১১ বছরের মেয়ে পুরো বাংলাদেশ রে নিয়ে খেললো। কিন্তু কথা হইলো
এর বয়স ১১ হয় কেমনে ভাই? 😳

এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে লোক গুলোকে ছেলেটা বলতেছে ভিডিওতে ওদের সঙ্গে থাকা ছেলেটাকে সে চিনে না অথচ মেয়ে হাত ধরে আছে...
04/02/2025

এখানে একটা প্রশ্ন থেকেই যায়
যে লোক গুলোকে ছেলেটা বলতেছে ভিডিওতে ওদের সঙ্গে থাকা ছেলেটাকে সে চিনে না অথচ মেয়ে হাত ধরে আছে!

আর বিভিন্ন পোস্টে বার বার বলা হয়েছে মেয়েটার বয়স ১১ বছর তাহলে একটা ১১ বছর বয়সী মেয়ে একটা অপরিচিত ছেলে হাত ধরে এমনি এমনি হাঁটলো?

আর যদি বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে পারিবারিক শিক্ষা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায় যে একটা ১১ বছরের মেয়ে বয়ফ্রেন্ড বানানোর সাহস পায় কোথা থেকে?

দুই দিন ধরে দোয়া করেছি মেয়েটা যেনো সুস্থ অবস্থায় ফিরে আসে কিন্তু
এটা দেখে মনে হচ্ছে মেয়েটা নিজ ইচ্ছেতে এই ছেলের হাত ধরে পালিয়েছে।

তবুও দোয়া করি আল্লাহ তাকে সুস্থ অবস্থায় মা বাবার কাছে ফিরিয়ে আনুক
এগুলো দেখে প্রতিটা বাবা মায়ের শিক্ষা নেওয়া উচিত।

এটা হলো পৃথিবীর সবচেয়ে দামী কাঠগুলোর মধ্যে একটি যার প্রতি কেজি কাঠের মূল্য প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে!আফ্রিকান ...
03/02/2025

এটা হলো পৃথিবীর সবচেয়ে দামী কাঠগুলোর মধ্যে একটি যার প্রতি কেজি কাঠের মূল্য প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে!

আফ্রিকান ব্ল্যাকউড (Dalbergia melanoxylon) একটি অত্যন্ত মূল্যবান কাঠ, যা মূলত আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলে পাওয়া যায়। এর কাঠের ঘনত্ব ও গাঢ় রঙের জন্য এটি বাদ্যযন্ত্র, বিশেষ করে ক্লারিনেট, ওবো এবং ব্যাগপাইপ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও, দামি আসবাবপত্র এবং কারুশিল্পেও এর ব্যবহার রয়েছে। এই গাছটি পূর্ণবয়স্ক হতে প্রায় ৫০ বছর সময় লাগে। এক একটি গাছের উচ্চতা সাধারণত ২৫ থেকে ৪০ ফুট পর্যন্ত হয়ে থাকে। সীমিত প্রাপ্যতা ও ধীর বৃদ্ধির কারণে, আফ্রিকান ব্ল্যাকউডের বাজার মূল্য ক্রমশই বেশি পাচ্ছে।

Dhaly telecom

এটি পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ছোট হেলিকপ্টার, যেটিতে শুধুমাত্র একজন মানুষ চড়তে পারে। ছোট হওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে মস...
01/02/2025

এটি পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ছোট হেলিকপ্টার, যেটিতে শুধুমাত্র একজন মানুষ চড়তে পারে। ছোট হওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে মসকিউটো হেলিকপ্টার বা মশা হেলিকপ্টার।

অদ্ভুত এই হেলিকপ্টারটির দামও খুব সস্তা। শুধুমাত্র কুড়ি হাজার ডলার বা ২৪ লক্ষ টাকা খরচ করলেই বিশেষ এই হেলিকপ্টারটি কেনা যায়। দামে কম হলেও হেলিকপ্টারটি মানে ভালো। ১৩৫ কেজি ওজনের এই হেলিকপ্টারে রয়েছে ৯০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ইঞ্জিন।

যার ফলে মসকিউটো হেলিকপ্টার ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে আকাশের বুকে ছুটে বেড়াতে পারে। তাছাড়া সম্পূর্ণ হেলিকপ্টারটিকে তৈরি করা হয়েছে এলুমিনিয়াম দিয়ে। মসকিউটো হেলিকপ্টার সর্বোচ্চ ১৪৫ কেজি ভর বহন করতে সক্ষম। সেইসাথে হেলিকপ্টারটিতে ৮৫ লিটার ধারণক্ষমতাবিশিষ্ট ফুয়েল ট্যাঙ্ক থাকায় আপনি সর্বোচ্চ ১ ঘন্টা পর্যন্ত নির্বিঘ্নে আকাশে ঘুরে বেড়াতে পারবেন।

পুচকে এই হেলিকপ্টারের মোট দৈর্ঘ্য ৪৯০ সেন্টিমিটার। সাইজ ছোট হওয়ার কারণে হেলিকপ্টারটির ককপিটে শুধুমাত্র একটি সিট রাখা হয়েছে। বিশ্বের সবচেয়ে ছোট এই হেলিকপ্টারটি সর্বপ্রথম বাজারে আনা হয়েছিল ২০০৪ সালে। ২০১৫ সালে এটি সর্বশেষ আপগ্রেড করা হয়। পুচকে এই হেলিকপ্টারটি যেন আধুনিক মেকানিক্সের এক অদ্ভুত বিস্ময়।

Dhaly telecom

USA স্টক মার্কেটে ১ দিনে ১ ট্রিলিয়ন USD লস করানো...DeepSeek AI কে টেক্কা দিতে চলে আসছে আরেক চাইনিজ AI!! Deepseek যেখানে ...
01/02/2025

USA স্টক মার্কেটে ১ দিনে ১ ট্রিলিয়ন USD লস করানো...
DeepSeek AI কে টেক্কা দিতে চলে আসছে আরেক চাইনিজ AI!! Deepseek যেখানে 14.8 ট্রিলিয়ন টোকেন ডাটাসেট নিয়ে কাজ করে। সেখানে এই নতুন AI 20 ট্রিলিয়ন ডাটাসেট নিয়ে কাজ করছে!

এই নতুন AI:
✔️ টেক্সট আউটপুট দিতে পারে
✔️ দারুন ইমেজ জেনারেট করতে পারে!
✔️ ভিডিও জেনারেট করতে পারে!
✔️ এমনকি Claude AI এর মত কোড জেনারেট করে সেটা Artifact এ রান করে দেখাতে পারে!

চাইনিজ আলিবাবার বানানো এই নতুন AI এর নাম হলো Qwen AI
এখানেই শেষ না, এর আলাদা আলাদা ৫ টা মডেল আছে যেটা। আপনি আপনার কাজের সুবিধা অনুযায়ী ব্যাবহার করতে পারেন!

Qwen 2.5 Max : সবচেয়ে পাওয়ারফুল মডেল
Qwen 2.5 Plus: জটিল কাজের জন্য
Qwen2.5-VL-72B-Instruct: ভিশন রিলেটেড মডেল
Qwen2.5-14B-Instruct-1M: লং কন্টেক্সট নিয়ে কাজ করার জন্য
QVQ-72B-Preview: বেটার ভিজুয়াল রিজনিং এর জন্য!

পুরো ব্যাপারটা হজম করতেই কষ্ট হচ্ছে আমার!!
জাস্ট ভেবে যাচ্ছি দুনিয়া কোথায় চলে যাচ্ছে!

ChatGPT, DeepSeek আর Qwen AI কে পাশাপাশি রেখে কিছু প্রশ্ন করেছিলাম!!

অবাক হয়ে লক্ষ্য করলাম:
🟣 Qwen AI এর ইমেজ জেনারেশন বাকিগুলোর চেয়ে ভালো
🟣 Qwen AI তুলনামূলক অনেক ফাস্ট
🟣 বাকি টপিকেও বেশ ভালো রেস্পন্স পেয়েছি আমি
🟣 কিছু জায়গায় DeepSeek ও বেশ ভালো করেছে

ফিচারের দিক দিয়ে:
🔹Qwen AI সবচেয়ে বেশী ফিচার প্যাকড
🔹DeepSeek এর R1 ইম্প্রেসিভ
🔹ChatGPT পেইডেও আমি কিন্তু আর্টিফেক্ট, ভিডিও জেনারেট করতে পারছিনা!

আমি Qwen AI এর লিংক নিচে দিলাম!
আপনারাও ট্রাই করে দেখতে পারেন 😉

AI দুনিয়াতে চায়না খুব ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে আমরাও পিছিয়ে নেই।

Dhaly telecom

31/01/2025

গাধা কিন্তু নিজে থেকে বোঝা বহন করেনা।
তার পিঠের উপর বোঝা দেই মানুষ।🙃
অপরদিকে সিংহের কোন উপকার না পেলেও
পয়সা খরচ করে দেখতে যাই 🙃
ঠিক তেমন ই গাধার মতো যে মানুষ গুলো অন্যের উপকার করে প্রয়োজন শেষ এ
তাদের উপকার কেউ মনে রাখেনা। 💔💔💔💔

হেকিং চেন্তার 😎😎😎
27/01/2025

হেকিং চেন্তার 😎😎😎

দুই বছরেরও বেশি সময় ধরে একটি বন্য এলকের গলায় একটি গাড়ির টায়ার আটকে ছিল! 😳🥹সম্প্রতি, কলোরাডোর বন্যপ্রাণী কর্মকর্তারা ...
27/01/2025

দুই বছরেরও বেশি সময় ধরে একটি বন্য এলকের গলায় একটি গাড়ির টায়ার আটকে ছিল! 😳🥹

সম্প্রতি, কলোরাডোর বন্যপ্রাণী কর্মকর্তারা
এলকটিকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে তার শিং কেটে টায়ারটি সরিয়ে দেন।
টায়ারটির ভেতরে প্রায় ১০ পাউন্ড বনজ আবর্জনা জমে ছিল। এটি এলকের জীবনের অর্ধেক সময় ধরে তার গলায় ছিল।

তথ্যসূত্র: কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ

Dhaly telecom

চাঁদ ও পর্বতের অসাধারণ কম্বিনেশন 😮৬ বছরে ৫ বারের চেষ্টায় এই ছবিটি তুলেছেন ফটোগ্রাফার। ফিচার করেছে নাসা!এই ধরণের ছবি তুলত...
26/01/2025

চাঁদ ও পর্বতের অসাধারণ কম্বিনেশন 😮
৬ বছরে ৫ বারের চেষ্টায় এই ছবিটি তুলেছেন ফটোগ্রাফার। ফিচার করেছে নাসা!

এই ধরণের ছবি তুলতে প্রচুর পরিমাণে প্লানিং এর প্রয়োজন৷ সবার প্রথমে দরকার এমন ৩টি বস্তুর পরস্পর একই স্থানে মিলনের। দ্বিতীয় কাজ হচ্ছে এমন একটি জায়গা খুজে বের করা যেখান থেকে এই ঘটনার সবচেয়ে সুন্দর ছবি তোলা যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই স্থানে একদম নিদিষ্ট সময়ে পৌঁছানো এবং আকাশ পরিষ্কার থাকা। কিন্তু এই পরিষ্কার আকাশ পাওয়াটাই সবচেয়ে কঠিন কাজ। যার কারণে ৬ বছরে ৫ বার চেষ্টা করার পরও ফটোগ্রাফার ছবি তুলতে পারছিলেন না। শেষে ১৫ দিন আগে আবহাওয়া পরিষ্কার থাকে ছবি তোলার জন্য এবং অবশেষে এমন চমৎকার ছবি পাওয়া যায়৷

ছবিটি তোলা হয়েছে ইতালির পাইমোন্টেতে৷ সবার সামনে যে ক্যাথেড্রালটা দেখা যাচ্ছে তা হচ্ছে ব্যাসিলিলা অব সুপারগা৷ মাঝের পর্বতটির নাম হচ্ছে মোনভিসো। আর পিছনে থাকা চন্দ্রটি অস্ত যাওয়ার সময় ক্রিসেন্ট ফেজে তোলা৷ আর ছবিটি তুলেছেন ভ্যালেরিও মিনাটো!

Collected

Dhaly telecom

24/01/2025

ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো মানুষের গুনাহেরই ফল।
মহান আল্লাহ বলেন, ‘যে বিপদ-আপদই তোমাদের ওপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই।
আর আল্লাহ তোমাদের অনেক (অপরাধ) ক্ষমা করে দেন।’
(সুরা শুরা: ৩০)

উটকে 'হায়াম' নামক একটি রহস্যময় রোগে আক্রান্ত হতে দেখা যায়, যা হলে উট খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং সূর্যের দিকে তাক...
23/01/2025

উটকে 'হায়াম' নামক একটি রহস্যময় রোগে আক্রান্ত হতে দেখা যায়,
যা হলে উট খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং সূর্যের দিকে তাকিয়ে থাকে। এই অবস্থায় উটকে জীবন্ত বিষধর সাপ খাওয়ানো হয়, যা তাদের সুস্থ হতে সহায়তা করে। সাপ গিলে ফেলার পর উটের তৃষ্ণা বেড়ে যায় এবং প্রায় আট ঘণ্টা পর সাপের বিষের প্রভাবে উটের চোখ থেকে পানি প্রবাহিত হয়।
এই চোখের পানি, যা 'তিরয়াক' নামে পরিচিত, বিভিন্ন বিষের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়।

তবে, বিজ্ঞানীরা মনে করেন, উটের সাপ খাওয়া বা খাওয়ানো বিশেষ কোনো রোগের চিকিৎসা নয়। মরুভূমির প্রতিকূল পরিবেশে উট প্রায়ই সাপের চেয়েও বিষাক্ত খাবার বা প্রাণী খেয়ে থাকে,
তাই সাপের বিষ তাদের জন্য তেমন ক্ষতিকর নয়।

উৎস: রিউমার স্ক্যানার

©️ Dhaly telecom

22/01/2025

মাইয়া সুন্দর হলে সরকারি চাকরি জীবি, টাকা ওয়ালা আমেরিকা, কোটিপতি জামাই লাগবো।
আর যদি কালো হয় তো দ্বীনদার, নামাজী, হাফেজ আলেম এমন একটা ছেলে হলেই হবে।
অধিকাংশ গার্ডিয়ান! 😂😂

এটা সত্য ঘটনা😅আর কার কার সাথে এটা হয়?😂😂
22/01/2025

এটা সত্য ঘটনা😅
আর কার কার সাথে এটা হয়?😂😂

মন মানসিকতা পরিবর্তন করুন 🐸
22/01/2025

মন মানসিকতা পরিবর্তন করুন 🐸

এবার থেকে সাপের বিষের ওষুধ হবে অনেক বেশি কার্যকরী। সাপের কামড়ে আর মরবে না মানুষ,তোলপাড় ফেলা কাজ করল এআই।কোবরা সাপের বি...
21/01/2025

এবার থেকে সাপের বিষের ওষুধ হবে অনেক বেশি কার্যকরী। সাপের কামড়ে আর মরবে না মানুষ,
তোলপাড় ফেলা কাজ করল এআই।

কোবরা সাপের বিষে ১০০ শতাংশ কার্যকর হল এআই-য়ের তৈরি করা ওষুধ। ২০২৪ সালের কেমিস্ট্রিতে নোবেলজয়ী অধ্যাপক এই গবেষণার কাজে প্রধান হিসাবে ছিলেন। তিনি শুরু থেকেই এআই-কে দিয়ে সাপের বিষের ওষুধ নিয়ে কাজ করছিলেন। এবার থেকে সাপের বিষের ওষুধ হবে অনেক বেশি কার্যকরী। শুধু তাই নয়,বিশ্বের প্রতিটি ওষুধের দোকানে সামান্য ওষুধের মতোই পাওয়া যাবে সাপের ওষুধ।

কোবরা সাপের বিষ একটি অতি মারাত্মক একটি বিষ। তাকে যখন এআই জয় করতে পেয়েছে তাহলে বাকি সাপের কামড়ের ক্ষেত্রেও একই কাজ হবে বলে অনুমান করছেন গবেষকরা। এই কাজকে এআই করানোর জন্য বহু সমালোচনার ঝড় উঠেছিল। তবে সকল বিতর্কের অবসান ঘটিয়ে সাপের বিষের যুগান্তকারী ওষুধ আবিষ্কার করে ফেলল এআই।

একটি ইঁদুরের দেহে এই বিষ প্রথমে প্রবেশ করানো হয়। তারপর তার দেহে এই বিষের ওষুধ প্রয়োগ করা হয়। তবে অবাক করা কাণ্ড। একেবারে সুস্থ হয়ে উঠেছে ইঁদুরটি। এতদিন যে সাপের বিষের ওষুধ ছিল সেটি এতটা কার্যকরী ছিল না বলে দাবি করেছেন গবেষকরা। এতদিন ধরে একটি সাপের ওষুধ তৈরি করতে হলে হাজার হাজার ডলার খরচ হত। এখানেই শেষ নয় এটি তৈরি করতে কয়েকমাস সময়ও লেগে যেত।

তবে এবার ওই ওষুধ আবিষ্কারের ফলে শুধু বিদেশের মাটিতেই নয়,ভারতেও মিলবে এই সাপের বিষ। অল্প সময়ের মধ্যে অতি কার্যকরী ভূমিকা নিতে পারে এই সাপের ওষুধ। দামও থাকবে সকলের নাগালের মধ্যে।

সাপ থেকে সকলেই ভয় পান। সাপের বিষে প্রতি বছর প্রচুর মানুষ মারা যান। অনেকে আবার পঙ্গু হয়েও দিন কাটান। আবার অনেক সময় দেখা গিয়েছে সাপের বিষের ওষুধ নেওয়ার পরও কিছুদিন পর মারা গিয়েছে সেই ব্যক্তি। সাপের বিষ নিয়ে নতুন কোনও ওষুধ তেমনভাবে আবিষ্কার হয়নি। কয়েকটি চিরাচরিত ওষুধ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসা হয়নি। যাদের সাপে কেটেছে তাদের দেহে অনেক সময় কাজ করেনি এই বিষ। সাপের কামড়ের পর দেহে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা ছিল সেটি অনেক সময় তৈরি হয়নি। তবে এই ওষুধ এবার জীবনদায়ী হিসাবে দেখা দেবে। চিরতরে মিটবে সাপের ভয়।।

সূত্র - দি গার্ডিয়ান

Dhaly telecom

16/01/2025

উই আর লুকিং ফর শত্রুস
১৭ বছর
পর
মুক্তি পেলেন বাবর সাহেব

15/01/2025

শিগগিরী ঘোষণা হতে যাচ্ছে নতুন দুইটি বিভাগের।
কুমিল্লা ও ফরিদপুরকে নতুন প্রশাসনিক বিভাগে
রুপান্তরের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন!

আলহামদুলিল্লাহ তাদেরকে নায্য মূল্য  দিলে তারা আবার চাষে আগ্রহী হবে।নিজ দেশের কৃষক দু টাকা বেশি দিলে তাদের জন্য কাজটি আরো...
15/01/2025

আলহামদুলিল্লাহ
তাদেরকে নায্য মূল্য দিলে তারা আবার চাষে আগ্রহী হবে।
নিজ দেশের কৃষক দু টাকা বেশি দিলে তাদের জন্য কাজটি আরো আনন্দের হবে।

- Dhaly telecom

Address

Brahmanbaria
Dhaka
3400

Telephone

+8801300976668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yousuf Rana Dhaly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category