Badbuzz City

Badbuzz City I love Pain বাংলাদেশ ক্রিকেট ও সাকিব আল হাসান সম্পর্কে সকল নিউজ পেতে এ পেজে লাইক দিয়ে এক্টিভ রাখুন।
(5)

যেসব মেয়েরা বলে আমার জামাই অন্য সব ছেলেদের মতো নাহ!😏Le her : জামাই 🙂
27/12/2024

যেসব মেয়েরা বলে আমার জামাই অন্য সব ছেলেদের মতো নাহ!😏
Le her : জামাই 🙂

সাকিবিয়ান তো সারা দেশে অনেক,একটু তো প্রভাব ফেলবেই!☠️🔥সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার নো ডাউট,বিশ্বের সেরা প্লেয়ার,তার ন...
26/12/2024

সাকিবিয়ান তো সারা দেশে অনেক,একটু তো প্রভাব ফেলবেই!☠️🔥

সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার নো ডাউট,বিশ্বের সেরা প্লেয়ার,তার না খেলাটা বা না থাকাটা আমাদেরই ব্যর্থতা।😅

🗣️ খালেদ মাহমুদ সুজন

আজকে কাজ করে রাস্তা পার হওয়ার সময় গাড়ি এ*ক্সিডেন্ট করে ৪ জন মৃ*ত্যু বরন করেন  মদিনা রাদায়া ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই...
24/12/2024

আজকে কাজ করে রাস্তা পার হওয়ার সময় গাড়ি এ*ক্সিডেন্ট করে ৪ জন মৃ*ত্যু বরন করেন মদিনা রাদায়া ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এইখানে ৪ জনের মধ্যে দুইজনের বাসা টাঙ্গাইল আর দুজনের বাসা ময়মনসিংহ।

আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন

24/12/2024

আচ্ছা বিপিএল কবে 😐😐😐

এম.ভি আল বাকারা জাহাজের ৮ জন নাবিকে হত্যা ও একজনের গলাকাটায় অবস্থায় পাওয়া গেছে ।এত বড় নিষ্ঠুর ও মর্মান্তিক এক নৌ ডাক...
23/12/2024

এম.ভি আল বাকারা জাহাজের ৮ জন নাবিকে হত্যা ও একজনের গলাকাটায় অবস্থায় পাওয়া গেছে ।এত বড় নিষ্ঠুর ও মর্মান্তিক এক নৌ ডাকাতি,,
এই ঘটনায় পুরো নাবিক সমাজ শোকাহত ও মর্মাহত। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

খুব দ্রুত এই ঘটনার সঠিক বিচারসহ নৌপথের সকল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

20/12/2024

আহা বুকের গভিরে আছে প্রত্যয়
আমরা করবো জয়!
একদিন...

20/12/2024

নতুন মাফিয়া সাদিয়ার জামাই

OT: Welcome to Bangladesh Football Team Hamza Choudhury🥰
19/12/2024

OT: Welcome to Bangladesh Football Team Hamza Choudhury🥰

19/12/2024

যশোরের একটি ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটির মূল কাহিনী হচ্ছেঃ

এটা যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় 'যেমন খুশি তেমন সাজো' -তে ১৩-১৪ বছরের ছেলেরা হামাসযোদ্ধাসেজেছে।

অস্ত্রগুলো ককশিটের বানানো যার উপরে কালো টেপ পেঁচানো। আর বক্তব্যটি অডিও ক্লিপ বেজেছে।

তথ্য সূত্রঃ কাউন্টার টেরোরিজম ইউনিট এবং আমি নিজে ভেরিফাই করেছি।
Abdullah Al Jaber ভাই থেকে সংগৃহীত!

আলহামদুলিল্লাহ লঙ্কা টি-টেন লিগের এলিমিনেটর ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে আজো সাকিব আল হাসান করেছেন  ৮ বলে ২৯* রান......
18/12/2024

আলহামদুলিল্লাহ লঙ্কা টি-টেন লিগের এলিমিনেটর ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে আজো সাকিব আল হাসান করেছেন ৮ বলে ২৯* রান.....

১৯ বলে ৪৩ রান 😊ব্যাটসম্যান সাকিব খারাপ না 👍
17/12/2024

১৯ বলে ৪৩ রান 😊
ব্যাটসম্যান সাকিব খারাপ না 👍

নিজের জন্মদিনের পরের দিনেই এনসিএলে ঢাকার বিপক্ষে ১০১* রান করেছেন এনামুল হক বিজয়
17/12/2024

নিজের জন্মদিনের পরের দিনেই এনসিএলে ঢাকার বিপক্ষে ১০১* রান করেছেন এনামুল হক বিজয়

16/12/2024

আজ সারাদিন আওয়ামীলীগ নেতাদের অবস্থা 😁

যে শেয়ার দিবে তাকে ৫ টেহা দিবো 😜

বিজয়ের দিনে দারুণ এক জয়...অভিনন্দন বাংলাদেশ,  মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
16/12/2024

বিজয়ের দিনে দারুণ এক জয়...
অভিনন্দন বাংলাদেশ, মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

৩ চার ১ ছয়ে ১৩ বলে ২০ রান করে আউট সাকিব আল হাসান...  😍
14/12/2024

৩ চার ১ ছয়ে ১৩ বলে ২০ রান করে আউট সাকিব আল হাসান... 😍

মাঝে মাঝে কিছু কমেন্ট দেখলে আমার মনে হয় এই জেনারেশনের অধিকাংশ দর্শকেরই সাকিব সম্পর্কে ভালো মতো ধারণা নাই। সাকিব বাংলাদেশ...
13/12/2024

মাঝে মাঝে কিছু কমেন্ট দেখলে আমার মনে হয় এই জেনারেশনের অধিকাংশ দর্শকেরই সাকিব সম্পর্কে ভালো মতো ধারণা নাই।

সাকিব বাংলাদেশের মতো নিচের সারির দলকে কীভাবে টেনেছে সেটা কয়েকটা স্ট্যাট দিলেই বুঝবেন।

বাংলাদেশ ক্রিকেটের উত্থান শুরু হয়েছিল মূলত ২০১৫ বিশ্বকাপের পর থেকে। ২০১৫ বিশ্বকাপে ভারত ম্যাচ পর্যন্ত তামিম, সাকিব এবং মুশফিকের কিছু পরিসংখ্যান দেই আপনাদের।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত ম্যাচ পর্যন্ত তামিম ওয়ানডেতে ১৪০ ইনিংস খেলেছিলেন। এই ১৪০ ইনিংসে তামিম ২৯.৬৮ এভারেজ এবং ৭৭.৪৯ স্ট্রাইক রেটে ৪১২৫ রান করেছিল।

মুশফিক ১৩৫ ইনিংসে ৩০.০১ এভারেজ এবং ৭৩.৪১ এভারেজে ৩৪৫১ রান করেছিল।

অন্যদিকে সাকিব ১৪১ ইনিংসে ৩৪.৭৮ এভারেজ এবং ৭৯.৯৭ স্ট্রাইক রেটে ৪১৭৩ করেছিল। পাশাপাশি ১৯০ টা উইকেট নিয়েছিল। প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ৪হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিল সাকিব।

তামিম, মুশফিক দুইজনই পিউর ব্যাটসম্যান হয়েও একজন অলরাউন্ডারের থেকে ব্যাটিংয়ে পিছিয়ে ছিলো কিংবা তার সমমানের ছিল। জেনুইন ব্যাটসম্যান হিসেবে তাদের তো সাকিবের থেকে ১০/১৫ ইনিংস কম খেললেও মিনিমাম ৫০০/৬০০ রানে এগিয়ে থাকার কথা ছিলো।

২০১৫ বিশ্বকাপের পর থেকে তামিম মুশফিক নিজেদের উন্নতি করতে সক্ষম হয়েছে। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত কোনো রকম তর্ক ছাড়াই সাকিব বাংলাদেশের তিন ফরম্যাটের বেস্ট ব্যাটসম্যান এবং বোলার ছিলো। সাকিব তার ব্যাটিং নিয়ে অবহেলা না করলে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের তকমা নিয়েই রিটায়ার্ড করতে পারতো।

ব্যাড লাক সৌম্য সরকার 💔শতকের আশায় ছিলাম🥲
12/12/2024

ব্যাড লাক সৌম্য সরকার 💔

শতকের আশায় ছিলাম🥲

𝐇𝐚𝐩𝐩𝐲 12𝐭𝐡 𝐌𝐚𝐫𝐫𝐢𝐚𝐠𝐞 𝐀𝐧𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐚𝐫𝐲! 𝐒𝐡𝐚𝐤𝐢𝐛 𝐀𝐥 𝐇𝐚𝐬𝐚𝐧 & 𝐔𝐦𝐦𝐞𝐲 𝐀𝐡𝐦𝐞𝐝 𝐒𝐡𝐢𝐬𝐡𝐢𝐫.❤     (12-12-12)
12/12/2024

𝐇𝐚𝐩𝐩𝐲 12𝐭𝐡 𝐌𝐚𝐫𝐫𝐢𝐚𝐠𝐞 𝐀𝐧𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐚𝐫𝐲! 𝐒𝐡𝐚𝐤𝐢𝐛 𝐀𝐥 𝐇𝐚𝐬𝐚𝐧 & 𝐔𝐦𝐦𝐞𝐲 𝐀𝐡𝐦𝐞𝐝 𝐒𝐡𝐢𝐬𝐡𝐢𝐫.❤

(12-12-12)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Badbuzz City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share