02/01/2026
Columba hodgsonii - চশমাপরা বনকবুতর: হিমালয়ের যাযাবর মালী
যেখানে হিমালয়ের সুউচ্চ চূড়া মেঘের চাদরে ঢাকা, যেখানে ওক, রডোডেনড্রন আর দেবদারুর বন রহস্যময় নিস্তব্ধতায় ডুবে থাকে—সেই শীতল, দুর্গম রাজ্যে বাস করে এক অভিজাত এবং লাজুক পাখি। তার চোখের চারপাশে সাদা বলয়টি দেখে মনে হয় যেন সে চশমা পরে আছে। সে হলো চশমাপরা বনকবুতর বা Speckled Wood Pigeon—হিমালয়ের এক যাযাবর আত্মা এবং বনের এক নীরব মালী।
#চশমাপরাবনকবুতর