26/12/2024
ইয়োসেমাইট ফলস / Yosemite Falls
ইয়োসেমাইট ফলস আমেরিকার উত্তর অংশে অবস্থিত ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক-এ। আদতে এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে এই জলপ্রপাত। আর বসন্তের শেষের দিকে যখন কিনা পুরো জলপ্রপাত পানিতে টইটম্বুর থাকে, তখন তো কথাই নেই এসময় মানুষ শুধু এই ইয়োসেমাইটকে দেখতেই এখানে ভীড় জমায়।
#ইয়োসেমাইট_ফলস