26/06/2025
জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে আচমকা হাওয়ার মতো উড়ে গেল এক ছায়ামূর্তি। গাছে গাছে ঘুরে বেড়ানো এই রহস্যময় প্রাণীটি কোনো পাখি নয়, এটি একটি কাঠবিড়ালী— তবে সাধারণ নয়! তার নাম— হজসনের উড়ন্ত কাঠবিড়ালী। ইংরেজি নাম: Hodgson’s Giant Flying Squirrel, বৈজ্ঞানিক নাম: Petaurista magnificus। আজ চলুন, পরিচিত হই দক্ষিণ এশিয়ার এক দুর্লভ, শান্ত, আর আশ্চর্য সুন্দর প্রাণীর সাথে।
#হজসনেরউড়ন্তকাঠবিড়ালী
#প্রকৃতিরপাঠ
#উড়ন্তপ্রাণী