09/11/2025
ঝাঁকড়া লেজের চতুর শিকারি! / Bushy-tailed Red Fox
তুমি কি কখনও এমন কোনো প্রাণী দেখেছ, যার চোখে ধূর্ততা, দৌড়ে নিঃশব্দতা, আর পেছনে এক বিশাল ঝাঁকড়া লাল লেজ? প্রকৃতির বুদ্ধিমান এক শিকারি, যার নাম Bushy-tailed Red Fox, বা আমাদের ভাষায় — ঝাঁকড়া লেজওয়ালা লাল শেয়াল। আজ চলুন পরিচিত হই এই অনন্য, চতুর আর রহস্যময় প্রাণীটির সাথে। বৈজ্ঞানিক নাম: Vulpes vulpes এটি Red Fox প্রজাতির সবচেয়ে পরিচিত রূপ। বিশ্বজুড়ে পাওয়া গেলেও, ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকা এই প্রাণীর মূল আবাসস্থল। আমাদের উপমহাদেশেও বিভিন্ন সময় এদের দেখা মিলেছে, বিশেষ করে সীমান্তবর্তী উঁচু এলাকায়।
#শেয়ালের_গল্প