Ghorial Bangla

Ghorial Bangla This is an Informative page about Nature, Wildlife, History and Spaces. It is a Bangladesh based company owned by Ghorial Bangla Pvt Ltd.
(2)

Welcome to the Ghorial Bangla community, where we bring our stories, images and video to the world in real-time, inviting followers along on our ongoing 6 year journey. Ghorial Bangla (also known as Ghorial Bangla BD on various social media) is a complete Bengali language online media house on animal life. Gharial Bangla was established in January 2018. This media channel broadcasts all kinds of e

ducational information on animal life in Bengali language as well as social media activities. At present, the number of followers of Ghorial Bangla's social media page is about 404K+ followers Bangladeshis and the YouTube subscribers of this channel are about 30,000 Bangladeshis. Ghorial Bangla Media House launches full-fledged animal information and video documentaries in Bengali as there is no informational media or channel on social media in Bangladesh before 2018 or on blogs or websites and on the YouTube platform. Ghorial Bangla won the hearts of a large number of interested followers and is now recognized as an established media house in Bangladesh.

26/12/2024

ইয়োসেমাইট ফলস / Yosemite Falls

ইয়োসেমাইট ফলস আমেরিকার উত্তর অংশে অবস্থিত ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক-এ। আদতে এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে এই জলপ্রপাত। আর বসন্তের শেষের দিকে যখন কিনা পুরো জলপ্রপাত পানিতে টইটম্বুর থাকে, তখন তো কথাই নেই এসময় মানুষ শুধু এই ইয়োসেমাইটকে দেখতেই এখানে ভীড় জমায়।

#ইয়োসেমাইট_ফলস

26/12/2024

ভিক্টোরিয়া ফলস / Victoria Falls

নায়াগ্রা ফলস আর ভিক্টোরিয়া ফলসের মধ্যে বেশ কয়েকটা মিল রয়েছে। এই যেমন নায়াগ্রা ফলসের মত ভিক্টোরিয়া ফলসের উৎপত্তিও হয়েছে নদী থেকে ভিক্টোরিয়া ফলসের উৎপত্তি যে নদী থেকে হয়েছে তার নাম জাম্বেসি নদী। আবার নায়াগ্রা ফলসের মত ভিক্টোরিয়া ফলসও দুটি দেশের সীমান্তরেখা হিসেবে কাজ করছে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তবর্তি এলাকাতে এই ভিক্টোরিয়া ফলস-এর অবস্থান।

#ভিক্টোরিয়া_ফলস

26/12/2024

বরেন্দ্র জাদুঘর / Varendra Research Musium

বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর। রাজশাহীর জমিদার শরৎ কুমার রায় ও তার দুই সহযোগী অক্ষয় কুমার মৈত্র ও রামপ্রসাদ চন্দর তত্ত্বাবধানে ১৯১০ সালে শুরু হলো জাদুঘরটির যাত্রা। নাম রাখা হলো বরেন্দ্র অনুসন্ধান সমিতি। ১৯১৯ সালে শরৎ কুমারের দানকরা জমিতে জাদুঘরটির নিজস্ব ভবনও নির্মিত হলো। তাতে লাইব্রেরিও রাখা হলো।

#বরেন্দ্র_জাদুঘর

26/12/2024

উফিজি গ্যালারি / Uffizi Gallery

উফিজি গ্যালারি হচ্ছে ইউরোপের দেশ ইতালির ফ্লোরেন্সে অবস্থিত। এই জাদুঘরের বৈশিষ্ট হচ্ছে দর্শকরা ঢুকেই দেখতে পান ভেতরে চারপাশেই যেনো ছড়ানো ছিটানো অবস্থায় আছে সব দর্শনীয় বস্তু। ভেতরে ঢুকে আশপাশে তাকালেই দেখা যায় বিখ্যাত সব ভাস্কর্য। যেনো মনে হবে পাখরের জীবন্ত সব মূর্তি চেয়ে চেয়ে আপনাকে দেখছে।

#উফিজি_গ্যালারি

26/12/2024

অপার সম্ভাবনাময় সুপারফুড স্পিরুলিনা / Arthrospia maxiama / Spirulina

এটি পুষ্টির দিক থেকে বিশ্বের সবথেকে দামি ও দুর্লভ খাদ্যপণ্যের একটি। স্পিরুলিনাতে উচ্চ প্রোটিন সহ প্রায় সকল পুষ্টির রয়েছে সুষম বণ্টন। এটি মিরাকল ফুড বা সুপার ফুড নামেও পরিচিত পুষ্টি বিজ্ঞানীদের কাছে। অধিক পরিমাণে পুষ্টিগুন থাকায় অনেকের কাছে আবার এটি গ্রিন ডায়মন্ড নামেও পরিচিত।

#অপার_সম্ভাবনাময়_সুপারফুড_স্পিরুলিনা

26/12/2024

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর / National Science & technology Museum of Bangladesh

বিজ্ঞানের নানা মজার মজার সব ঘটনা আর মজার মজার সব বিষয় দেখা যাবে এখানে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে আর নানা মজার মজার সব বিষয় জানাতেই স্থাপন করা হয়েছে এই বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সরকার এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলো।

#বিজ্ঞান_ও_প্রযুক্তি_জাদুঘর

25/12/2024

বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর / Liberation War Museum Bangladesh

মুক্তিযুদ্ধ সম্পর্কে বাংলাদেশের নতুন প্রজন্মকে আরো বেশি তথ্য জানাতে ঢাকা শহরের সেগুনবাগিচায় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আর সে সময়ের নানা দলিলপত্র, ছবি আর অস্ত্রশস্ত্র দিয়ে সাজানো হয়েছে এই জাদুঘর। এই জাদুঘরটি সরকারি নয়, এখানে আছে মোট ৬টি গ্যালারি।

#বাংলাদেশ_মুক্তিযুদ্ধ_যাদুঘর

25/12/2024

কেনিয়ান স্যান্ড বোয়া / Kenyan sand boa

এর পেট সাদা বা ক্রিম রঙের এবং এর পিঠে গাঢ় বাদামী দাগ সহ কমলা বা হলুদ বর্ণের হয়ে থাকে। সাপটির লেজ খুবই ছোট হবার কারণে এরা অন্যান্য সাপেদের মতো কুন্ডলী পাকাতে পারেনা। এদের একটি বড় বৈশিষ্ট হচ্ছে সাপটির নাক তার মাথার উপরে থাকে যাতে করে মরুভূমির বালিতে লুকিয়ে থাকার সময় এরা নাক বের করে শ্বাস-প্রশ্বাস গ্রহন করতে পারে।

#কেনিয়ান_স্যান্ড_বোয়া

25/12/2024

জাপানী আইনু জনগোষ্ঠীর ইতিহাস / Japanese ainu people

জাপানে ১৬০০ থেকে ১৮৬৮ সালকে তোকুগা সময় বলা হয় আর এই সময়ে আইনুরা হোক্কাইদো শহরে বাণিজ্যে আগ্রগামী ভূমিকা পালন করে। আইনু জনগোষ্ঠী হচ্ছে জাপানের নৃগোষ্ঠীর মধ্যে অন্যতম একটি গোষ্ঠী। জাপানের হোক্কাইদো ও রাশিয়ার শাখালিন ও কুরিল দ্বীপেই তাদের জনগোষ্ঠীর বসবাস।

#জাপানী_আইনু_জনগোষ্ঠীর_ইতিহাস

25/12/2024

ইগুয়াজু ফলস / Iguazu Falls

ইগুয়াজু ফলস দক্ষিণ আমেরিকায় ব্রাজিল আর আর্জেন্টিনার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। শুধু তাই না, নায়াগ্রা ফলস আর ভিক্টোরিয়া ফলসের মত ইগুয়াজু ফলসও এই দুটি দেশের সীমারেখা হিসেবেই কাজ করছে। তবে ইগুয়াজু জলপ্রপাতের উৎস ইগুয়াজু নদী আবার বেশিরভাগটাই
ব্রাজিলের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। আর এই ইগুয়াজু ফলস ইউরোপীয়দের মধ্যে প্রথম খুঁজে পান আলভার নুনেজ নামের এক স্প্যানিশ।

#ইগুয়াজু_ফলস

25/12/2024

সুন্দরবনের সুন্দরী গাছ / Heritiera fomes

সুন্দরী গাছ হচ্ছে আমাদের দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহে অবস্থিত সুন্দরবনের Sterculiaceae গোত্রের প্রধান প্রজাতি Heritiera fomes প্রজাতির রকটি উদ্ভিদ। সুন্দরবনের প্রায় ৭০ ভাগ এই প্রজাতির গাছের দখলে রয়েছে। সুন্দরবন নামটি সম্ভবত এই সুন্দরী গাছের থেকেই উদ্ভূত তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়না।

#সুন্দরবনের_সুন্দরী_গাছ

25/12/2024

গিনি পিগ সম্পর্কে জানা অজানা / Guinea pig

গিনি পিগ সাধারনত গৃহপালিত প্রাণী, এদের প্রাকৃতিক আবাস স্থল হলো দক্ষিণ আমেরিকার পর্বতমালা, আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চল। প্রকৃতিতে গিনিপিগগুলি তিন থেকে দশ সদস্যের ছোট্ট পরিবারে বসবাস করে। পাখি, বিড়াল এবং কুকুরের মতো জনপ্রিয় না হলেও গিনি পিগ আশ্চর্যজনক জনপ্রিয় পোষা প্রাণী। বিশ্বে এদের অনেক প্রজাতি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি প্রজাতি হচ্ছে, অ্যাবিসিনিয়ার গিনি পিগ, আমেরিকান গিনি পিগ, করোনেট গিনি পিগ, পেরুভিয়ান গিনি পিগ, সিল্কি গিনি পিগ, টেডি গিনি পিগ, হোয়াইট ক্রেস্টড গিনি পিগ, টেক্সেল গিনি পিগ, ইত্যাদি।

#গিনি_পিগ_সম্পর্কে_জানা_অজানা

25/12/2024

বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর / Bangladesh Folk Art and Craft Museum

শিল্পাচার্য জয়নুল আবেদীন আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক একটি আলাদা জাদুঘর তৈরির চিন্তা করেছিলেন। তার উদ্যোগে ১৯৭৫ সালে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ নগর ও মসলিনের সূতিকাগার ঢাকার অদূরবর্তী সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয় চারু ও কারু শিল্প জাদুঘর।
জাদুঘরটিতে মোট গ্যালারি আছে ১১টি।

#বাংলাদেশ_লোক_ও_কারু_শিল্প_যাদুঘর

25/12/2024

বারো শিঙ্গা হরিণ / Barasingha Deer

বাংলাদেশে একটা সময় বাদা বা জলার হরিণকে স্থানীয়ভাবে বলা হতো বারো শিঙ্গা হরিণ।
এটি সিলেট ও হাওর এলাকায় দেখা যেত। একটা সময় কৃষ্ণষাঁড় নামে একটি প্রাণী ছিল রাজশাহী ও দিনাজপুর এলাকায়। আর মন্থর হরিণ পাওয়া যেত পার্বত্য চট্টগ্রামে। এই দুই প্রজাতির হরিণের নামই হচ্ছে বারো শিঙ্গা হরিণ।

#বারো_শিঙ্গা_হরিণ

25/12/2024

বাংলাদেশ জাতীয় জাদুঘর / Bangladesh National Museum

ঢাকা শহরের শাহবাগে অবস্থিত এই জাদুঘরটিই আমাদের দেশের জাতীয় ও প্রধান জাদুঘর। এই জাদুঘরটি স্থাপন করা হয়েছিলো ১৯১৩ সালে। অবশ্য এটি তৈরির প্রক্রিয়া আরো আগেই শুরু হয়েছিলো। ১৯০৯ সালে শিলং থেকে ঢাকায় কিছু পুরনো আমলের ঐতিহাসিক মুদ্রা আনা হয়। কিন্তু আনার পর দেখা গেলো ঢাকায় তো কোনো জাদুঘরই নেই।

#বাংলাদেশ_জাতীয়_জাদুঘর

25/12/2024

জাপানের সবুজ স্বর্ণঃ ওয়াসাবি / Wasabi

বাংলাদেশের কচুর মতো দেখতে জাপানী এই স্ববজীর প্রতি কেজির বাজার মূল্য ২৫০ থেকে ৩০০ ডলার যা বাংলাদেশি টাকায় হতে পারে ২৫ থেকে ৩০ হাজার টাকা। তাই বুঝতেই পারছেন ওয়াসাবি নামক এই স্ববজীটিকে কেনো জাপানের সবুজ স্বর্ণ বলা হয়। জাপানি খাবার সুসির নাম এখন প্রায় সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। যারা সুসি সম্পর্কে জানেন তারা ওয়াসাবিকেও চেনেন।

#জাপানের_সবুজ_স্বর্ণ #ওয়াসাবি

25/12/2024

ঠান্ডার দেশের টিউলিপ এখন বাংলাদেশে / Tulip

শীতপ্রধান দেশে ফুলটি হরহামেশাই দেখা যায়। কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় দেশে এর দেখা পাওয়া প্রায় অসম্ভব। ফুলটির নাম টিউলিপ আর প্রায় অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের কৃষক দেলোয়ার হোসেন। তাঁর বাগানজুড়ে ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ।

#ঠান্ডার_দেশের_টিউলিপ_এখন_বাংলাদেশে

25/12/2024

সবুজ এলাচ / True cardamom

এলাচের খাদ্য ও পুষ্টিগুণ সম্পর্কে বাংলাদেশের মানুষ না জানলেও এটার দাম এবং চাহিদার কথা কাউকে বলে বোঝাবার দরকার পড়েনা। ছোট ছোট এই মসলা জাতীয় ফলটিতে কি নেই ? এতে আছে প্রোটিন, কার্বোহাড্রেট, কোলেস্টেরল, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, নিয়াসিন, রাইবোফ্ল্যাভিন, পাইরিডক্সিন, থিয়ামিন, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন সি ইত্যাদি।

#সবুজ_এলাচ

Address

3/1 Sher-Sha-Suri Road, Mohammadpur
Dhaka
1212

Telephone

+8801402863704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghorial Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghorial Bangla:

Videos

Share

Category