Banded krait
The banded krait is a species of elapids endemic to Asia, from Indian Subcontinent through Southeast Asia to Southern China. With a maximum length exceeding 2 m, it is the longest krait with a distinguishable gold and black pattern.
Venus flytrap
The Venus flytrap is a carnivorous plant native to the temperate and subtropical wetlands of North Carolina and South Carolina, on the East Coast of the United States. Although various modern hybrids have been created in cultivation, D. muscipula is the only species of the monotypic genus Dionaea.
Ukraine
Ukraine is a country in Eastern Europe. It is the second-largest European country after Russia, which borders it to the east and northeast.
চমোইস / Chamois
এই সুন্দর পাহাড়ী ছাগলটি এশিয়া মাইনর, আল্পস, কার্প্যাথিয়ান, ককেশাস এবং বালকান পর্বতমালায় বাস করে। দেখতে কিছুটা এন্টিলপ হরিণের মতো এদের নাম হচ্ছে চমোইস বা পাহাড়ী ছাগল। এরা তুলনামূলক উঁচু পাহাড়ি অঞ্চলে বাস করতে পছন্দ করে।
এক গ্রাসেই দুইশো মানুষের খাবার খায় / Blue Whale
বিশাল আকারের এই প্রাণীটির বেঁচে থাকার জন্য বিশাল পরিমাণ খাবারের প্রয়োজন হয়। এরাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্তন্যপ্রায়ী প্রাণী যার নাম নীল তিমি। নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত ক্রিল নামের অতিক্ষুদ্র একধরণের মাছ খেয়ে থাকে৷
TRIBAL CULTURAL MUSEUM BANGLADESH
The Chittagong Hill Tracts in south-eastern Bangladesh is divided into the Khagrachari, Rangamati and Bandarban districts and is home to a number of the country’s tribal groups. Collectively referred to as the Jumma, these tribal groups include the Marma, Tripura, Chakma, Tenchungya, Chak, Pankho, Mru, Bawm, Pankho, Murung, Lushai, Khumi and Khyang tribes.
Timbuktu
Timbuktu is a city in Mali, situated twenty kilometres north of the Niger River. The town is the capital of the Tombouctou Region, one of the eight administrative regions of Mali, having a population of 54,453 in the 2009 census.
বিলুপ্তপ্রায় দেশি বন্য ছাগলঃ ঘুরাল / Goral
ঘুরাল নামের এই বন্য ছাগলটি একসময় আমাদের দেশের পার্বত্য অঞ্চলে বাস করতো। এখন আর ঘুরালের কথা খুব একটা শোনা যায় না। তবে মিয়ানমারের চিন্দুইন পাহাড়শ্রেণী ও আরাকান ইয়োমার যে অংশ বাংলাদেশে পড়েছে, সেখানে ঘুরালের অস্তিত্ব আছে বলে এখনও অনেক প্রাণী বিশেষজ্ঞ মনে করেন।
ব্লাক মাম্বা / Black Mamba (Dendroaspis polylepsis)
এরা যখন কামড় দেয় এক সাথে একাধিক কামড় দিয়ে থাকে। এদের বিষে রয়েছে নিউরো টক্সিন। কামড় দেবার পরে ১০ মিনিটের মধ্যেই এর বিষক্রিয়া শুরু হয়ে যায়। এবং আক্রান্ত প্রাণীকে দ্রুত এন্টিভেনম প্রদান না করলে তা হতে পারে মৃত্যুর কারণ।
আসামি বানর / Assam macaque
আসামি বানর দেখতে অনেকটা রিসাস বানরের কাছাঁকাছি হয়ে থাকে। এরা নিজেদের দলে বসবাস করে, তবে পুরোপুরি জংলি প্রাণী। রিসাস বানরের মতো শহর, গ্রাম পছন্দ করে না আসামি বানরের দল। গরমের সময় এরা পাহাড়ের ওপরে উঠে যায়, শীতে সমতলে নেমে আসে।
আয়ে-আয়ে / Aye-aye
মাদাগাস্কার অঞ্চলের অধিবাসীদের কাছে এই প্রাণীটি সাক্ষাৎ শয়তানের দূত। মাদাগাস্কারের স্থানীয় মানুষজন বিশ্বাস করেন, প্রাণীটি হাতের বড় আঙুলটা তুলে যদি কারো দিকে নির্দেশ করে, তবে তার মৃত্যু অনিবার্য। এটি আসলে একটি কুসংস্কার যা পুরোপুরি একটি ভ্রান্ত ধারণা।
বিভার / Beaver
জানা যায় চামড়ার লোভে ৭০ বছর আগে আর্জেন্টিনার তিয়েরা দেল ফুয়েগো অঞ্চলে ২৫টি বিভার দম্পতিকে ছেড়ে দেওয়া হয় কানাডা থেকে এনে।পরে দেখা যায় এই বিভারের চামড়া বেশি উচ্চ মানের নয় ওদিকে তিয়েরা দেল ফুয়েগোতে ভাল্লুক বা নেকড়ের মতো শিকারি প্রাণী না থাকায় বিভাররা যথেচ্ছ বংশবৃদ্ধি করতে পারে৷
গেছো ভাল্লুক / Binturong
এদের নাম হচ্ছে বিয়ার ক্যাট বা ভালুক বিড়াল ইংরেজিতে বলা হয় Binturong. তবে আঞ্চলিকভাবে অনেকেই একে গেছো ভাল্লুক বা বাঁশ ভাল্লুক সহ অন্যান্য নামেও ডাকে।দেখতে ভাল্লুকের মত তাই হয়ত এর নাম গেছ-ভাল্লুক (Binturong), তবে লম্বা লেজ আছে।
বাদুড় কান শেয়াল / Bat eared fox
আমরা শৈশব থেকেই জানি যে শিয়াল একটি লালচে ধূসর এবং তুলতুলে লেজযুক্ত কুকুর আকৃতির প্রাণী।তবে শিয়াল নাম থাকা সত্ত্বেও এদের সবাইকে কিন্তু শিয়াল হিসাবে বিবেচনা করা যায় না।পৃথিবীতে প্রায় ২৩টি প্রজাতির শিয়াল রয়েছে যা এই বিবরণটির সাথে খাপ খায়।
শত বছর ধরে মানুষ ও চিতাবাঘ একসঙ্গে বাস করছে গ্রামটিতে / Bera village Rajasthan
গ্রামটির নামই চিতাবাঘের গ্রাম এখানেই কিনা মানুষ ও চিতাবাঘের বসবাস। তাও আবার শত শত বছর ধরে, ভাবতেই নিশ্চয় আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে! প্রায় হাজার বছর আগে ইরান থেকে আফগানিস্তান হয়ে রাজস্থানে পাড়ি জমানো রাখাল জনগোষ্ঠী রাবারির সঙ্গে বেশ শান্তিপূর্ণ সহাবস্থান ওই বাঘগুলোর। বলছি বেরা নামক এক গ্রামের কথা।
বেসরা বাজ / Besra Sparrow Hawak
এরা আমাদের দেশের বাজ প্রজাতির একটি পাখি। দেখতে চমৎকার পাতলা শরীরের গড়ন। স্বভাবে তত হিংস্র না হলেও শিকার ধরার প্রয়োজনে কিছুটা রুক্ষতা দেখায় বটে। ভালো পোষ মানে এই পাখিটি, পোষা বাজকে খাঁচায় বন্দির প্রয়োজন পড়ে না।
দেশী ভাল্লুক / Asian black bear
আমরা অনেকেই হয়তো জানিনা বাংলাদেশে তিন প্রজাতির ভালুক আছে। এগুলি হচ্ছে কালো ভালুক (Selenarctos thibetanus), শ্লথ ভালুক (melursus ursinus) এবং মালয়ান ভালুক (Helaratos malayamis) কাল ভালুক সাধারনত কাল ও বাদামী রং মেশানো আর শ্লথ ভালুক দেখতে মিশমিশে কালো। মালয়ান ভালুক বেশ বিরল, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনে প্রচুর ভালুক ছিলো।
গো শালিক / Asian Pied Starling
এরা বাংলাদেশের অতি পরিচিত এবং স্থানীয় প্রজাতির একটি পাখি। এদের নাম হচ্ছে গো-শালিক বা গোবরে শালিক এরা সব যায়গায় খুবই নজরে পড়ে। সমতল ভূমি ছাড়াও পাহাড়ের পাদদেশে এদের দেখা মেলে। পাখিটি অন্যান্য পাখিদের থেকে চালচলনে নোংরা, পরিচ্ছন্নতা নেই বললেই চলে।
আলপাকা / Alpaca
প্রাণীটিকে দেখলেই মনে হয় উটের কোনো প্রাজাতি হবে হয়তো। এই প্রাণীটিকে সমস্ত পৃথিবীতে বন্য অবস্থায় খুঁজে পাওয়া যাবে শুধুমাত্র দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর, বলিভিয়া এবং চিলির কিছু অংশে। অনেকসময় এদেরকে আমেরিকান ক্যামেলিডও বলা হয়ে থাকে।
বাসা বাঁধতে জানে না যে পাখি / Asian Cuckoo
আদতেই এ পাখি এতটা ভদ্র নয়, বড়রা মোটামুটি ধাড়িবাজ। ধূর্ত কাকের চোখ ফাঁকি দিয়ে ওদের বাসায় ডিম পেড়ে নিজের বংশ বৃদ্ধি ঘটায়। সুসময়ের বন্ধু পাখি নামে পরিচিত, বলা হয় বসন্তের দূতও। বসন্তকালে লোকালয়ে চলে আসে ওরা, পুরুষ পাখি কুহু-কুহু ডেকে মানুষের মন মাতিয়ে তোলে।
অ্যাঙ্গোরা র্যাবিট / Angora rabbit
খরগোশ আমাদের সবার চেনা, কী সুন্দর মিষ্টি একটি প্রাণী। এখন যে প্রাণীটির ভিডিও দেখছেন এটিও এক ধরনের খরগোশ। তবে হঠাৎ দেখলে বোঝা যায় না, এটি একটা খরগোশ। কারণ এদের সারা গায়ে এতই লম্বা আর ঘন লোম থাকে যে, এদের মাথাটা ছাড়া আর কিছুই ভালোমতো দেখা যায় না।
দেশের পরিযায়ী পাখি ধূসরাভ সাত সহেলি / Ashy minivet
বুদ্ধিদীপ্ত চালচলন চেহারায়ও বুদ্ধির ছাপ লক্ষ্য করা যায় এই পাখিটির। পাতলা গড়ন, মায়াবী চেহারার পতঙ্গভুক পাখি এরা। বেশিরভাগ সময় একাকী কিংবা জোড়ায় বিচরণ করতে দেখা যায় এদেরকে। ধাতব কণ্ঠে ডাকাডাকি করে এবং চিরহরিৎ ও হালকা বনের বাসিন্দা।
Yonaguni Monument
The Yonaguni Monument, also known as "Yonaguni Submarine Ruins", is a submerged rock formation off the coast of Yonaguni, the southernmost of the Ryukyu Islands, in Japan. It lies approximately 100 kilometres east of Taiwan. Marine geologist Masaaki Kimura claims that the formations are man-made stepped monoliths.
Yosemite Falls
Yosemite Falls is the highest waterfall in Yosemite National Park, dropping a total of 2,425 feet (739 m) from the top of the upper fall to the base of the lower fall. Located in the Sierra Nevada of California, it is a major attraction in the park, especially in late spring when the water flow is at its peak.
Yellow Bittern
The yellow bittern is a small bittern. It is of Old World origins, breeding in the northern Indian Subcontinent, east to the Russian Far East, Japan and Indonesia. It is mainly resident, but some northern birds migrate short distances.
White-winged duck
The white-winged duck or white-winged wood duck is a large species of duck, formerly placed in the genus Cairina with the Muscovy duck and allied with the dabbling ducks.
White winged Tern
The white-winged tern, or white-winged black tern, is a species of tern in the family Laridae. It is a small species generally found in or near bodies of fresh water across much of the world, including Europe, Africa, Asia, and Australia.
Watercock
The watercock is a waterbird in the rail and crake family, Rallidae that is widely distributed across Southeast Asia. It is the only member of the genus Gallicrex.
White rumped Shama
The white-rumped shama is a small passerine bird of the family Muscicapidae. Native to densely vegetated habitats in the Indian subcontinent and Southeast Asia, its popularity as a cage-bird and songster has led to it being introduced elsewhere.
White-tailed deer
The white-tailed deer, also known commonly as the whitetail and the Virginia deer, is a medium-sized species of deer native to North America, Central America, and South America as far south as Peru and Bolivia, where it predominately inhabits high mountain terrains of the Andes.