Ghorial Bangla

Ghorial Bangla Ghorial Bangla (also known as Ghorial Bangla BD on various social media) is a complete Bengali language online media house on animal life.
(1)

GHORIAL BANGLA আপনাকে নিয়ে যাবে প্রকৃতির বুনো, অজানা জগতে। তথ্যবহুল কন্টেন্ট এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি বাংলাদেশের বনে-জঙ্গলে, নদী-নালায় আর পাহাড়-সমতলে লুকিয়ে থাকা বন্যপ্রাণীদের রহস্যময় জীবন।

আজই ফলো করুন GHORIAL BANGLA ফেসবুক পেজ It is a Bangladesh based company owned by Ghorial Bangla Pvt Ltd. Gharial Bangla was established in January 2018. This media channel broadcasts all

kinds of educational information on animal life in Bengali language as well as social media activities. At present, the number of followers of Ghorial Bangla's social media page is about 404K+ followers Bangladeshis and the YouTube subscribers of this channel are about 30,000 Bangladeshis. Ghorial Bangla Media House launches full-fledged animal information and video documentaries in Bengali as there is no informational media or channel on social media in Bangladesh before 2018 or on blogs or websites and on the YouTube platform. Ghorial Bangla won the hearts of a large number of interested followers and is now recognized as an established media house in Bangladesh.

09/11/2025

ঝাঁকড়া লেজের চতুর শিকারি! / Bushy-tailed Red Fox

তুমি কি কখনও এমন কোনো প্রাণী দেখেছ, যার চোখে ধূর্ততা, দৌড়ে নিঃশব্দতা, আর পেছনে এক বিশাল ঝাঁকড়া লাল লেজ? প্রকৃতির বুদ্ধিমান এক শিকারি, যার নাম Bushy-tailed Red Fox, বা আমাদের ভাষায় — ঝাঁকড়া লেজওয়ালা লাল শেয়াল। আজ চলুন পরিচিত হই এই অনন্য, চতুর আর রহস্যময় প্রাণীটির সাথে। বৈজ্ঞানিক নাম: Vulpes vulpes এটি Red Fox প্রজাতির সবচেয়ে পরিচিত রূপ। বিশ্বজুড়ে পাওয়া গেলেও, ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকা এই প্রাণীর মূল আবাসস্থল। আমাদের উপমহাদেশেও বিভিন্ন সময় এদের দেখা মিলেছে, বিশেষ করে সীমান্তবর্তী উঁচু এলাকায়।

#শেয়ালের_গল্প

09/11/2025

জলঢোঁড়া - Checkered keelback

গ্রামের পুকুর, বিল, বা খালে হঠাৎ করে চোখে পড়তে পারে একটি সাপ —হালকা বাদামি শরীর, শরীর জুড়ে ঘনবদ্ধ চেকার্ড প্যাটার্ন, পানি ছুঁয়ে ছুঁয়ে দ্রুত চলে যায় —এটাই আমাদের পরিচিত জলঢোঁড়া সাপ। অনেকে ভয় পায়, কেউবা তাড়া করে মেরে ফেলে। কিন্তু জানেন কি? এই সাপটি একদম বিষহীন, নিরীহ, এবং প্রকৃতির এক দক্ষ শিকারি।

#জলঢোঁড়া #বাংলাদেশেরসাপ

09/11/2025

পাটকিলে শঙ্খিনী বা চিতা শঙ্খিনী - Banded Krait

নিশ্চুপ, ধীর, অথচ প্রাণঘাতী। সে যেন এক কালো-হলুদের রেখাচিত্র। চোখ ধাঁধানো রঙের নিচে লুকিয়ে আছে ভয়াবহ বিষের ধারা। সে হলো Banded Krait, বাংলাদেশের একটি দুর্লভ কিন্তু মারাত্মক বিষধর সাপ।

09/11/2025

কালাগলা মানিকজোড় / Black-necked Stork

এটি কোনো সাধারণ পাখি নয়…দূর থেকে দেখতে অনেকটা রাজকীয়, আভিজাত্যে ভরা। দেখতে পেলেই চোখ আটকে যাবে বিশাল ডানায়, লম্বা গলায় আর চকচকে শরীরে। এটি হলো — কালাগলা মানিকজোড়, একটি বিরল, বিপন্ন ও প্রায় বিলুপ্তির পথে থাকা জলচর পাখি। কালাগলা মানিকজোড়ের বৈজ্ঞানিক নাম: Ephippiorhynchus asiaticus এই পাখিটির নাম শুনেই বোঝা যায়, এর গলা একেবারে কালো রঙের — আর পুরো শরীর সাদা, তবে পাখনা ও গলা চকচকে কালো, যা রোদে পড়ে কখনো কখনো সবুজ-নীলচে ঝিলিক তোলে।

#কালাগলামানিকজোড় #বাংলাদেশেরপাখি

09/11/2025

Golden Jackal: পাতিশিয়াল, বাংলার রাতের কণ্ঠস্বর

সন্ধ্যার আঁধার নামতেই গ্রামের পাশ থেকে ভেসে আসে এক পরিচিত ডাক—"হুক্কা হুয়া"। যে ডাক শুনলে আমাদের মনে একাধারে ভয়, রহস্য আর লোককথার হাজারো গল্প ভিড় করে। এ হলো পাতিশিয়ালের ডাক, আমাদের প্রকৃতির এক অতি পরিচিত অথচ রহস্যময় সদস্যের কণ্ঠস্বর।

#পাতিশিয়াল

09/11/2025

Fulvous Whistling Duck বড় সরালী, জলাভূমির বিশ্ব পর্যটক

ভোরের কুয়াশা মাখা জলাভূমিতে বা গোধূলির নরম আলোয় ঝাঁক বেঁধে উড়ে যাওয়ার সময় শিস দেওয়ার মতো মিষ্টি একটি ডাক শুনেছেন কি? এ হলো বড় সরালী, আমাদের জলাভূমির এক বিশ্ব পর্যটক, যার উপস্থিতি প্রকৃতিকে এক অন্য মাত্রা দেয়।

#বড়সরালী

09/11/2025

Fishing Cat মেছো বিড়াল জলাভূমির রহস্যময় শিকারি

বাংলাদেশের জলাভূমিতে যখন রাত নামে, তখন নিঃশব্দে এক শিকারি বেরিয়ে পড়ে। তার চলাফেরায় নেই কোনো শব্দ, নেই হিংস্র গর্জন, তবুও তার চোখে টিকে থাকা কঠিন। এ হলো মেছো বিড়াল, ইংরেজি নাম Fishing Cat, আর বৈজ্ঞানিক নাম Prionailurus viverrinus।

#মেছোবিড়াল

09/11/2025

Crab-eating Mongoose - কাঁকড়াভুক বেজী, জলাভূমির দক্ষ শিকারী

অন্যান্য বেজিরা যখন শুকনা মাটিতে শিকার খুঁজে বেড়ায়, তখন এই বেজিটি নির্ভয়ে নেমে পড়ে পানিতে। যে শুধু সাপের শত্রু নয়, বরং জলাভূমির এক দক্ষ শিকারী। আজ আমরা পরিচিত হব প্রকৃতির এক অসাধারণ জলযোদ্ধার সাথে—কাঁকড়াভুক বেজী।

#কাঁকড়াভুকবেজী

09/11/2025

Common Mongoose - বড় বেজি বা নেওল, প্রকৃতির অকুতোভয় প্রহরী

গ্রামের পথে কিংবা ঝোপঝাড়ের আড়ালে ধূসর বিদ্যুতের এক ঝলকানি! যে প্রাণীটির নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সাপ আর তার অসীম সাহসী এক প্রতিপক্ষের লড়াইয়ের দৃশ্য। এ হলো বড় বেজি বা নেওল, প্রকৃতির এক অকুতোভয় প্রহরী।

#বড়বেজি #নেওল

09/11/2025

Clouded Leopard রহস্যময় বনভূমির অসাধারণ শিকারী

মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ড, যার বৈজ্ঞানিক নাম Neofelis nebulosa, হলো এশিয়ার গহীন বনভূমির এক অনন্য এবং রহস্যময় প্রাণী। Neofelis শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যেখানে ‘Neo’ মানে নতুন এবং ‘Felis’ মানে বিড়ালজাতীয় প্রাণী। ‘Nebulosa’ শব্দের অর্থ মেঘলা বা আবছা, যা এই বাঘের দেহের ছাপানো মেঘাকৃতি ছোপের কারণে দেয়া হয়েছে। এটি চিতার সঙ্গে কিছুটা মিল থাকা সত্ত্বেও আলাদা একটি প্রজাতি, যা মূলত এশিয়ার উত্তরে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিস্তৃত।

#মেঘলা_চিতা

09/11/2025

Binturong: গেছো ভাল্লুক, প্রকৃতির পপকর্ন-গন্ধী বিস্ময়

কখনো কি এমন কোনো প্রাণীর কথা ভেবেছেন, যার চেহারা কিছুটা ভাল্লুকের মতো, চলাফেরা বিড়ালের মতো, আর লেজটা বানরের মতো কাজ করে? যদি না ভেবে থাকেন, তাহলে পরিচিত হোন প্রকৃতির এক জীবন্ত বিস্ময়—বিন্টুরং-এর সাথে। তবে এর সবচেয়ে অদ্ভুত পরিচয় হলো, এর শরীর থেকে ভেসে আসে মাখন দেওয়া গরম পপকর্নের মতো সুগন্ধ!

#বিন্টুরং #গেছোভাল্লুক

09/11/2025

Asian Palm Civet এশীয় গন্ধগোকুল, আমাদের অতি পরিচিত প্রতিবেশী

আপনার বাড়ির ছাদে বা পাশের বাগানের গাছ থেকে রাতের বেলা অদ্ভুত শব্দ শুনেছেন কখনো? হয়তো ভেবেছেন কোনো বিড়াল হবে। কিন্তু এই পরিচিত শব্দের আড়ালে থাকতে পারে এক নিশাচর প্রাণী, যে আমাদের খুব কাছে থেকেও রহস্যময়। এ হলো এশীয় গন্ধগোকুল, যাকে আমরা অনেকেই হয়তো না চিনেও দেখেছি।

#এশীয়গন্ধগোকুল

Address

3/1 Sher-Sha-Suri Road, Mohammadpur
Dhaka
1212

Telephone

+8801402863704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghorial Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghorial Bangla:

Share