Freelancer Md Naim Mia

Freelancer Md Naim Mia This is my official Fb page. I am a digital marketing experts Beside SEO & Web Side diginer.

Html & CSS
12/12/2024

Html & CSS


12/12/2024

ওকে দাদা আমরা যা`বো না!🤣🤣

Natural beauty
11/12/2024

Natural beauty

11/12/2024

মানুষ যারে কোনদিনই পাবে না—তারেই কেন তার মন এত ভালোবাসে, তার লাগি মন কেন এত উদাস থাকে!
তুমি আমার অনেক দূরে থাকা ভীষণ প্রিয় কেউ।💔🌸😪

11/12/2024

Every night

10/12/2024

🇧🇩

10/12/2024

"নিরবতা সবসময় সম্মতির লক্ষণ হয়না। অনেক সময় নিরবতা ক্লান্তির লক্ষণ, অসহায় আত্মসমর্পণের লক্ষণ, প্রচণ্ড ক্রোধে কিছু করতে না পারার লক্ষণ, বহু অপেক্ষার পরও না পাওয়ার লক্ষন🌸💔🥀

10/12/2024

Waiting ⏲️⏲️

09/12/2024

একবার ফ্যামিলি প্রবলেমে পইড়া দেখিস ভাই,দুনিয়া আর দুনিয়া মনে হইবো না।সামনে হাসার মতো হাজারটা কারণ পইড়া থাকলেও মুখে হাসি আইবো না।

এই জেনারেসনের আধা পোলাপাইন ফ্যামিলি প্রবলেমের কাছে নিয়মিত ভিতরে ভিতরে শে"ষ হয়ে যায়।😊💔

09/12/2024

তোমাকে কোনো কারণ ছাড়াই আরোও কিছুকাল মনে রাখবো আমি; এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীর ওপাশে।

ততক্ষণে তুমি শুধু জানবে, কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও, তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনোও...

09/12/2024

"আছি" বলে ভরসা দিয়ে; মানুষ একসময় আর জীবনের কোথাও থাকেনা।

চলে যাওয়ার মতন এমন স্নিগ্ধ ও সুন্দর দৃশ্য পৃথিবীতে আর একটাও নাই।
আমি আজন্ম মুগ্ধ চোখে মানুষের চলে যাওয়া দেখছি।

আহা, জীবন!

©

09/12/2024

Valobasa is so beautifull ❤️‍🩹

Miss করলে যদি Notification যেত, তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না।😊💔
08/12/2024

Miss করলে যদি Notification যেত, তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না।😊💔

সেভ করে রাখুন কাজে লাগবে! কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।★. পর্চা বা খতিয়ান। ★. দলিল। ★. ম্যাপ বা নকশা...
08/12/2024

সেভ করে রাখুন কাজে লাগবে! কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।
★. পর্চা বা খতিয়ান।
★. দলিল।
★. ম্যাপ বা নকশা।

★★.এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রায়-বিক্রয় ও হস্তান্তর অথবা ব্যাংক লোন নিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজ পত্র সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে।
★★.আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন।
জমির পর্চা বা খতিয়ান মূলত তিন/ চারটি অফিসে পাবেন।
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

★★.ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

★★.উপজেলা ভূমি অফিস।
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

★★.জেলা ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

★★.সেটেলমেন্ট অফিস।
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
★★. খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।

★★. আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন।
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।

**/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
**/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

★★.উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

★★.জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
★★.মূল

দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা... 😎😎এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে টাইগার যুবাদের অভিনন্দন।দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা... 😎😎এশিয়ার ...
08/12/2024

দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা... 😎😎
এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে টাইগার যুবাদের অভিনন্দন।দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা... 😎😎
এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে টাইগার যুবাদের অভিনন্দন।

ভারতকে হারিয়ে আবারো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ📷 Collected  |   |
08/12/2024

ভারতকে হারিয়ে আবারো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ

📷 Collected
| |

Address

Brahmanbaria
Dhaka
3440

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Md Naim Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share