Tabligh Jamat World Shura

Tabligh Jamat World Shura Tabligh Barta (তাবলীগ বার্তা)

15/12/2024

এক ঘন্টার মধ্যে ইজতেমা কায়েম হয়ে গেল ঢাকায়।
সাদপন্থীদের আখেরি পয়গাম এখনো সময় আছে তওবা করে ফিরে আসো-মজলুম কারা নির্যাতিত শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক

গত ১লা ডিসেম্বর ২০১৮ সালে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে হামলার মাস্টারমাইন্ড সাদপন্থী সন্ত্রাসী এরতেজা গোপন ভিডিও ফাঁস।🩸
15/12/2024

গত ১লা ডিসেম্বর ২০১৮ সালে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে হামলার মাস্টারমাইন্ড সাদপন্থী সন্ত্রাসী এরতেজা গোপন ভিডিও ফাঁস।
🩸

ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসানের মুখোশ উন্মোচন! Enjoy and stay connected with us:Subscribe to NagorikTV on Youtube https://youtube.com/c/Nagorik...

নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সাদ পন্থীদের ঢাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে।
15/12/2024

নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সাদ পন্থীদের ঢাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে।

15/12/2024
15/12/2024

সাদপন্থীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে #জরুরি_সমাবেশে বক্তব্য দিচ্ছেন খতিবে বেঙ্গল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিঃ

 #উপদেষ্টা ও  #রাজনীতিক_দল_সাবধানতাবলীগের ভারতীয় মদদপুষ্ট সাদপন্থীরা ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্জিত স্বাধীন...
15/12/2024

#উপদেষ্টা ও #রাজনীতিক_দল_সাবধান
তাবলীগের ভারতীয় মদদপুষ্ট সাদপন্থীরা ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্জিত স্বাধীনতা বিরোধী এই গ্রুপটিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী ও ২৪ এর স্বাধীনতার পক্ষের শক্তি দেশের রাজনীতি দল গুলো চিনতে ভুল করলে এই স্বাধীনতা হুমকির মধ্যে পড়বে।।

উপদেষ্টা মন্ডলীরা আপনারা মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের পিছনে ওলামায়ে কেরামের অনেক বড় ভূমিকা রয়েছে।

আর ভারতের মাওলানা সাদ পন্থীদের বিন্দুমাত্র কোন ভূমিকা ছিল না।

আজ বৈষম্যের নামে এই ভারতীয় দালাল সাদপন্থীরা টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান দখল ও বিশ্ব ইজতেমাকে বানচাল কররার চেষ্টা করছে।।

হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ২৪ এর স্বাধীনতা বাংলাদেশের ওলামায়ে কেরাম নষ্ট হতে দেবে না।।

15/12/2024

মাওলানা সাদকে নিয়ে জোড় ইজতেমা করার দাবিতে সাদপন্থীদের দেওয়া আল্টিমেটামে এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে শুরায়...

15/12/2024

এজন্যই বলি সাদপন্থীরা মাতালের মত কেন আলেম-ওলামাদের বিরুদ্ধে লেগেছে।
এভাবেই সাদ পন্থীদের মুখোশ উন্মোচিত হবে।

15/12/2024

গত ১লা ডিসেম্বর ২০১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থী সন্ত্রাসী কর্তৃক হামলায় আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে সারাদেশে মামলা করুন।

15/12/2024

দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ ফতোয়া নম্বর : ১১৩৬০/বা بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ মুহতারাম হযরত মাওলানা মুফতী আবুল ...

15/12/2024

যারা বলে কওমি মাদ্রাসায় পড়ে কুলাঙ্গার ও জঙ্গি তৈরী হয়।
আমি বলি তারা পিতৃ পরিচয়হীন আবু জাহিলের সন্তান।

সাদপন্থীরা যা শুরু করেছে নিজামুদ্দিন মারকাজ থেকে যদি তাবলীগ জামাতের মুরুব্বিরা না বের হতো বিশ্বের সকল আলেম একত্রিত হয়ে ত...
14/12/2024

সাদপন্থীরা যা শুরু করেছে নিজামুদ্দিন মারকাজ থেকে যদি তাবলীগ জামাতের মুরুব্বিরা না বের হতো বিশ্বের সকল আলেম একত্রিত হয়ে তাবলীগ জামাতকে নাজায়েজ গোমরা দল হিসেবে ফতোয়া দিয়ে দিতেন।

মাওলানা আহমদ লাট সাহেব বলেন →নিজামুদ্দিন মারকাজ থেকে মুরুব্বিরা বের হওয়াতে আমাদের এই মেহনত তাবলীগ জামাতকে আল্লাহ হেফাজত করেছেন।

বর্তমানে মাওলানা সাদ কে আমির বানাতে গিয়ে সাদপন্থীরা যে কর্মকান্ড করছে, তাদের এই কর্মকান্ড দেখে সাধারণ মানুষ আসতে আসতে তাবলীগ জামাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমার মনে হয় তাদের এই সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করলে সামনে এমন দিন দেখতে হবে মানুষ কে তাবলীগ জামাতের দাওয়াত দিতে গেলে মানুষ মুখে থুতু নিক্ষেপ করবে, আমার মনে হয় ঝাঁটা দিয়ে পিটাইবে।

হায় আল্লাহ আমাদের এই তাবলীগ জামাত ও সাথীদের হেফাজত করুন। আমিন

পরিশেষে,,, মাওলানা সাদ সাহেব ও তার অনুসারীদের বলবো আপনার নিজেদের রাগকে কন্ট্রোল করুন।

এবং ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন একজন মানুষের জন্য আপনারা এই মোবারক মেহনতকে নষ্ট করছেন।

আল্লাহর ওয়াস্তে ফিরে আসুন।

14/12/2024

এদেশের হক্কানি আলেম উলামাগণ যাদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন তারা তওবা না করলে অবশ্যই ধ্বংস হবেই।।
কারণ তারা বারাসাতুল আম্বিয়া।

14/12/2024

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের ভেতরে বিভাজন ও উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আজকের ঘটনাপ্রবাহের সূত্রপাত ঘটে ...

Address

Gazipur Sadar
Dhaka
1703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tabligh Jamat World Shura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All