Anjuman Keya

Anjuman Keya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anjuman Keya, Video Creator, Dhaka.

★বেকারত্ব নিয়ে উক্তি, স্ট্যাটাস এবং কিছু বাস্তব কথা!★বেকার জীবন বলতে কর্মহীন জীবনকে বুঝায়। বেকারত্ব এমন একটি শব্দ যা ম...
14/11/2024

★বেকারত্ব নিয়ে উক্তি, স্ট্যাটাস এবং কিছু বাস্তব কথা!

★বেকার জীবন বলতে কর্মহীন জীবনকে বুঝায়। বেকারত্ব এমন একটি শব্দ যা মানুষের জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। আবার এই বেকারত্ব-ই মানুষ চিনতে শেখায়। যেদিন তোমার তোমার পকেট খালি সেদিন আপনজনের আসল পরিচয় পাবে। এর জ্বালা একমাত্র তারাই বোঝে যারা এ যুগে বেকার। এমনকি সমাজের কেউই বেকারত্ব মানুষকে কোনভাবেই সম্মান দেয় না। বেকারত্ব দের ভবিষ্যতে অন্ধকার!

★তাই আসুন বেকারত্ব দুর করি। জীবনে ভালো কিছু করি। নিজের কেরিয়ার গঠন করার জন্য "ফ্রিল্যান্সিং"কাজ শুরু করি।

★আলহামদুলিল্লাহ আমি ফ্রিল্যান্সিং করে অনেক ভালো কিছু করেছি, বেকারত্ব থেকে দুরে আছি আলহামদুলিল্লাহ।


ফ্রিল্যান্সিং করলে পড়াশোনার ক্ষতি হয়❓প্রায়ই প্রশ্ন ওঠে, "ফ্রিল্যান্সিং করলে পড়াশোনার ক্ষতি হয় কি না?" অনেকের ধারণা,...
14/11/2024

ফ্রিল্যান্সিং করলে পড়াশোনার ক্ষতি হয়❓

প্রায়ই প্রশ্ন ওঠে, "ফ্রিল্যান্সিং করলে পড়াশোনার ক্ষতি হয় কি না?" অনেকের ধারণা, পড়াশোনার সময় ফ্রিল্যান্সিংয়ে মনোযোগ দিলে পড়াশোনার উপর প্রভাব পড়তে পারে। তবে, বাস্তবতা একটু ভিন্ন এবং ফ্রিল্যান্সিংয়ের অনেক ইতিবাচক দিক রয়েছে যা পড়াশোনার উন্নতি ঘটাতে পারে।

১. সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি:
--------------------------------------------------------------
ফ্রিল্যান্সিংয়ের অন্যতম বড় সুবিধা হলো, এটি শিক্ষার্থীদের মধ্যে সময় ব্যবস্থাপনার ক্ষমতা তৈরি করে। একাধিক কাজ এবং ডেডলাইন ম্যানেজ করতে শিখতে হয়, যা তাদের পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। একবার সময় ব্যবস্থাপনা শিখে গেলে, শিক্ষার্থীরা পড়াশোনায়ও খুব সহজেই পরিকল্পনামাফিক এগোতে পারে।

২. বাস্তবজীবনের দক্ষতা অর্জন:
--------------------------------------------------------------
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে। এটি তাদের বিভিন্ন কাজের দক্ষতা এবং প্রফেশনাল কমিউনিকেশনের উপর দক্ষ করে তোলে। এই দক্ষতাগুলি পড়াশোনার ক্ষেত্রে গবেষণা, প্রেজেন্টেশন, এবং অন্যান্য কার্যক্রমে কাজে আসে।

৩. আর্থিক স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি:
--------------------------------------------------------------
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করে শিক্ষার্থীরা আর্থিকভাবে কিছুটা স্বনির্ভর হয়ে ওঠে। এর ফলে তাদের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয় যা পড়াশোনায় মনোযোগ এবং মনোবল বাড়ায়। ফ্রিল্যান্সিং থেকে আয়ের মাধ্যমে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, কোর্স, বা ট্রেনিং নিতে পারা আরও সহজ হয়।

৪. ক্যারিয়ারের জন্য প্রস্তুতি:
--------------------------------------------------------------
ফ্রিল্যান্সিং পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারের প্রস্তুতিও সহজ করে দেয়। এতে তারা বিভিন্ন প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা লাভ করে এবং নেটওয়ার্কিং-এর সুযোগ পায়, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রেও সহায়ক হয়। এটি তাদের জন্য ক্যারিয়ার-রেডি করে তোলে এবং পড়াশোনা শেষে স্বাবলম্বী হতে সাহায্য করে।

৫. স্বাধীনভাবে কাজ করার সুযোগ:
--------------------------------------------------------------
ফ্রিল্যান্সিং করার সময় শিক্ষার্থীরা স্বাধীনভাবে কাজ করতে শিখে, যা সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তা-ভাবনার বিকাশ ঘটায়। এই চিন্তা-ভাবনা তাদের পড়াশোনাতেও কাজে লাগতে পারে, যেখানে বিভিন্ন বিষয়ের উপর স্বাধীনভাবে মতামত তৈরি করা ও বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে।

শেষ কথা:
--------------------------------------------------------------
ফ্রিল্যান্সিং সঠিকভাবে পরিকল্পনা করে করলে এটি পড়াশোনার কোনো ক্ষতি করে না; বরং উল্টো এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য তৈরি করে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও দক্ষতার বিকাশ ঘটায়।

11/07/2024

মোবাইল খবিশ
যা কিছু হক ফোন দেখা ছাড়ব না। থালা বাসনা ধুবো আর ফোন দেখব।




09/07/2024

ব্যবহার বংশের পরিচয়!

06/07/2024

হাসতে হাসতে পাগল হইয়া যাবেন।

25/06/2024

প্রকৃতি প্রেম!!!!

23/06/2024

এতদিন দেখছি আইসক্রিম ডান্স। এখন থেকে শুধু পান ডান্স দেখব....

23/06/2024

কথা গুলো সত্যি। কিন্তু বতমানে এমন ভালোবাসা হয় না

23/06/2024

চুরি করতে গিয়ে মৌমাছির কাছে ধরা খায় তারপর কি হলো......????

22/06/2024

বাঁশি বাজাতে গিয়ে যখন গলায় আটকে যায় তারপর যা হয় দেখুন............



21/06/2024

রাস্তা দিয়ে চলাচল করার সময় আশপাশে নজর রাখা ভালো। আর না রাখলে এই বিপদে পরতে হবে।



18/06/2024

ফেসবুক মার্কেটিং হলো সামাজিক মিডিয়া মার্কেটিং যা দ্বারা পণ্য প্রচার–প্রসার করে থাকে।

16/06/2024

কাজ করতে যাইয়া কি অবস্থা হলো। আর জীবনে কাজ করব না

16/06/2024

প্রকৃতির প্রেমে পড়ার অন্য রকম অনুভূতি। আল্লাহ নেয়ামতে শেষ নাই
আলহামদুলিল্লাহ

15/06/2024

সাগর পাড়ে নাচ দেখে মন টা মাতাল মাতাল করে।
সাগর পারে সুন্দর হইছে। খুব সুন্দর।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Anjuman Keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category