Elias Samrat

Elias Samrat আমার ভিডিও গুলো ভালো লাগলে পেইজে লাইক দিন এবং ভিডিগুলো বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

28/11/2024

বয়কট করুন শ্যামলী পরিবহন।
কারন
শ্যামলি পরিবহনের মালিক কিন্তু ইসকনের লোক।

27/11/2024

চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। ইসকনসহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে।

মালয়েশিয়ায়ও নিষিদ্ধ ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ আছে। শিয়াশাসিত ইরানে ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এ ছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই।

কিছু দেশে আংশিক নিষিদ্ধ

ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি।

এ ছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি জারি রয়েছে।

22/11/2024

১ দিনে ৩ টা মাহফিল করি,
প্রতি মাহফিলে
৫০ হাজার নিই,
দিনে দেড় লাখ,
মাসে ৪৫ লাখ।
৬ মাস কামাই
বাকি ৬ মাস ঘুমাই।
এই হচ্ছে ভাইরাল
বক্তা নামের তক্তা !

হ্যাঁ। ২৪ এ নামাজ পড়ে না কাফেররা।মহানবী (সঃ) বলেন, “মানুষ এবং কুফুর ও শিরকের মাঝে (অন্তরাল) নামায ত্যাগ।” (মুসলিম ৮২ নং)...
08/11/2024

হ্যাঁ। ২৪ এ নামাজ পড়ে না কাফেররা।
মহানবী (সঃ) বলেন, “মানুষ এবং কুফুর ও শিরকের মাঝে (অন্তরাল) নামায ত্যাগ।” (মুসলিম ৮২ নং)

তিনি আরো বলেন, “আমাদের মাঝে ও ওদের মাঝে চুক্তিই হল নামায। সুতরাং যে ব্যক্তি তা পরিত্যাগ কে, সে কাফের।” (তিরমিজি ২৬২১ নং, ইবনে মাজাহ ১০৭৯ নং, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন।)

আমিরুল মু’মিনীন উমার (রঃ) বলেন, “যে ব্যক্তি নামায ত্যাগ করে, তার জন্য ইসলামে কোন অংশ নেই।” (বাইহাকি ৬৭৩৪ নং, ইবনে আবি সাইবাহ ৩৭০৭৪ নং)

ইবনে মাসউদ (রঃ) বলেন, ‘যার নামায নেই, তার দ্বীন নেই।’ (সঃ তারগিব ৫৭৪ নং)

আবু দারদা (রঃ) বলেন, ‘যার নামায নেই, তার ইমান নেই।’ (সঃ ৫৭৫ নং)

আব্দুল্লাহ বিন শাকিক বলেন, ‘নবী (সঃ) এর সাহাবা বৃন্দ নামায ছাড়া অন্য কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না।’ (তিরমিজি)

কিন্তু আপনি তাকে ‘কাফের’ বলবেন না। অথবা সম্বোধনের সময় ‘এ কাফের!’ বলবেন না। যেহেতু যে নামায পড়ে না, সে কাফের। কিন্তু আপনি যে বেনামাজিকে ‘কাফের’ বলছেন, সে প্রকৃত পক্ষে কাফের কি না, তা আপনি জানেন না। কারন ‘কাফের’ বলার আগে অনেক কিছু দেখবার ও ভাববার আছে। সুতরাং আপনি তাকে সরাসরি ‘তুমি কাফের’ না বলে বলবেন, ‘যে নামায পড়ে না, সে কাফের।’ অতঃপর তাকে নসিহত করবেন। তার সামনে দলীল পেশ করবেন। তার সন্দেহ নিরসন করবেন। আর সে সব না পারলে আপনি ‘কাফের’ বলার কে? (ইবনে বাজ)

05/11/2024

গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা জীবন দিবে তারা জান্নাতি না জাহান্নামি?

02/11/2024

একজন ছেলে চাকুরি পেলে তার বাবা-মা, স্ত্রী-সন্তান, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি সবার দায়িত্ব পালন করে। কর্মজীবী পুরুষের স্ত্রী চাকুরি পেলে সে শুধু নিজের সন্তান নিয়ে ভাবে। তাই প্রতি পরিবারে একজন পুরুষের চাকুরি নিশ্চিত করা চাই!

27/10/2024
26/10/2024

বাঙ্গালির জাতির পিতা মাওলানা ভাসানী...

20/10/2024

আজব একটা রাষ্ট্র!
বাংলাদেশে জন্ম না নিলে জানতামই না
কয়েকটা চার, ছক্কা ১৬০০+ শহীদের রক্তের চেয়েও বেশী দামি

৩রা জানুয়ারি, ১৯৭৩আপনারা যাদের সাথে সুশীলতা দেখাতে চান, আদতে তারা কখনো সুশীল ছিলই না। ফ্যাসিবাদের মোড়কে মুজীববাদ বা সন্...
20/10/2024

৩রা জানুয়ারি, ১৯৭৩
আপনারা যাদের সাথে সুশীলতা দেখাতে চান, আদতে তারা কখনো সুশীল ছিলই না। ফ্যাসিবাদের মোড়কে মুজীববাদ বা সন্ত্রাসবাদ একদম গোঁড়া থেকেই উপ*ড়ে ফেলতে হবে।
-

ইসলাম নিয়ে এত সমস্যা তাহলে তোমাকে মুসলিম সাজতে কে বলেছে?? নাম পরিবর্তন করে নাস্তিক হয়ে যাও। এত বেশি মুসলিমের প্রয়োজন নাই...
04/10/2024

ইসলাম নিয়ে এত সমস্যা তাহলে তোমাকে মুসলিম সাজতে কে বলেছে?? নাম পরিবর্তন করে নাস্তিক হয়ে যাও। এত বেশি মুসলিমের প্রয়োজন নাই। শুধু প্রয়োজন ঈমানওয়ালা যারা সংখ্যায় কম হলেও বার বার বিজয়ী হয়।

এবার দেখা যাক কালো পতাকা নিয়ে তোমাদের কি কি সমস্যা আছে......

“পূর্বদিক (খোরাসান) থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে”।(সহিহ মুসলিম, খণ্ড ৩, হাদিস নং ২৮৯৬; সুনানে ইবনে মাজা, খণ্ড ৩, হাদিস নং ৪০৮৮)

“যখন তোমরা দেখবে, কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও। কেননা, তাদেরই মাঝে আল্লাহর খলীফা মাহদি থাকবে”। (মুসনাদে আহমাদ, খণ্ড ৫, পৃষ্ঠা ২৭৭; কানজুল উম্মাল, খণ্ড ১৪, পৃষ্ঠা ২৪৬; মিশকাত শরীফ, কেয়ামতের আলামত অধ্যায়)

“ঐ দিক থেকে একটি দল আসবে (হাত দিয়ে তিনি পূর্ব দিকে ইশারা করলেন)। তারা কালো পতাকাবাহী হবে। তারা সত্যের (পূর্ণ ইসলামী শাসনের) দাবী জানাবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। দুইবার বা তিনবার এভাবে দাবী জানাবে, কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত তারা (ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব) আমার পরিবারস্থ একজন লোকের (ইমাম মাহদির) হাতে সোপর্দ করে দিবে। সে জমিনকে ন্যায় এবং নিষ্ঠার মাধ্যমে ভরে দিবে, ঠিক যেমন ইতিপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ ঐ সময় জীবিত থাকো, তবে অবশ্যই তাদের দলে এসে শরীক হয়ে যেও – যদিও বরফের উপর কনুইয়ে ভর দিয়ে আসতে হয়”।

(আবু আ’মর আদ দাইনিঃ ৫৪৭, মুহাক্কিক আবু আবদুল্লাহ সাফেঈ হাদিসটিকে সহীহ বলেছেন)

“শেষ পর্যন্ত আল্লাহ পাক পূর্বদিক থেকে কালো পতাকাবাহী লোকদেরকে পাঠাবেন। যারা ঐ কালো পতাকাবাহী লোকদেরকে সাহায্য করল, আল্লাহ তায়ালাও তাকে সাহায্য করবেন। যে তাকে ছেড়ে দিল, আল্লাহ তায়ালাও তাকে ছেড়ে দেবেন। তারপর ঐ কালো পতাকাবাহী দল এমন এক ব্যক্তি (ইমাম মাহদি) এর কাছে আসবে – যার নাম আমার নামের মতো হবে। তারা ঐ ব্যক্তি (ইমাম মাহদি) এর উপর শাসনব্যবস্থার দায়িত্ব সোপর্দ করবে। সুতরাং, আল্লাহ তায়ালাও তাদেরকে সহযোগিতা করবেন”।(আলফিতান, নুয়া’ইম ইবনে হাম্মাদঃ ৮৬০)

“যখন কালো পতাকাগুলো পূর্ব দিক (খোরাসান) থেকে বের হবে, তখন কোন বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ায় (বাইতুল মুকাদ্দাসে) উত্তোলন করা হবে (খেলাফত প্রতিষ্ঠা করবে)”।(সুনানে তিরমিজি, হাদিস নং ২২৬৯;মুসনাদে আহমাদ, হাদিস নং ৮৭৬০)

কথা হলো আমরা জানিনা - তারাই কি মহানবী (সাঃ) দ্বারা বর্ণিত সেই দল কিনা ? আরো কিছু দিন সময় গেলে বুঝা যাবে হয়ত । আল্লাহ আমাদের ফেতনা ফ্যাসাদ থেকে হেফাজত করুন । আমিন ।

03/10/2024

সৌদি আরব নয় ❌
জাজিরাতুল আরব ✅
রাজতন্ত্র নয় ❌
খিলাফাহ্ ✅

যাদের ধর্ম নেই, তার মনুষ্যত্ব নেই.....যার স্রষ্টার ভয় নেই, তার মধ্যে অপরাধবোধ নেই.....
01/10/2024

যাদের ধর্ম নেই, তার মনুষ্যত্ব নেই.....
যার স্রষ্টার ভয় নেই, তার মধ্যে অপরাধবোধ নেই.....

নারী শাসক থাকলে দেশে কি হয় দেখুন..عَنْ أَبِي بَكْرَةَ قَالَ لَمَّا بَلَغَ النَّبِيَّ ﷺ أَنَّ فَارِسًا مَلَّكُوا ابْنَةَ ...
28/09/2024

নারী শাসক থাকলে দেশে কি হয় দেখুন..
عَنْ أَبِي بَكْرَةَ قَالَ لَمَّا بَلَغَ النَّبِيَّ ﷺ أَنَّ فَارِسًا مَلَّكُوا ابْنَةَ كِسْرَى قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً
"আবূ বকরাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন এ খবর পৌঁছল যে, পারস্যবাসিগণ তাদের রাজক্ষমতা কেসরা (রাজ) কন্যার হাতে তুলে দিয়েছে, তখন তিনি বললেন, সে জাতি কোন দিন সফলকাম হতে পারে না, যে জাতি তাদের শাসন ক্ষমতা একজন নারীর হাতে তুলে দেয়"।
[হাদীস সম্ভার-১৮৬৪, বুখারী-৪৪২৫, ৭০৯৯]

স্বাধীন দেশে নতুন করে, ইসলাম কায়েম হবে, ইনশাআল্লাহ 🇧🇩✊

27/09/2024

আসামে উ*চ্ছেদ ৪৫০ মু*সলমান পরিবার

24/09/2024

মেরুল বাড্ডায় পুলিশের গুলিয়ে দুই পা হারায় বাবা মার আদরের একমাত্র পুত্র 😥
জালিম এই পুলিশদের বিচারকার্য এখনো কেন শুরু হচ্ছে না...⁉️

24/09/2024

সীমান্তে দুইজন সনাতন ভারতের বিএসএফের গু*লিতে নি*হতের ঘটনায় চিহ্নিত স*ন্ত্রা*সী ই*স্ক*ন নেতার উ*স্কা*নীমূ*লক বক্তব্য।

Address

Mirpur/01
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Elias Samrat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category