RadioAlapan.com

RadioAlapan.com বাংলা আমার অহংকার, তাই বুকে লালন করি বাংলার ঐতিহ্য।

গাজার অবিস্মরণীয় বিজয়গাজায় যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে। ইসরাইল পশ্চিমের সমস্ত সেনাবাহিনীর সহায়তা নিয়ে এই লোকদের দমন কর...
16/01/2025

গাজার অবিস্মরণীয় বিজয়

গাজায় যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে।

ইসরাইল পশ্চিমের সমস্ত সেনাবাহিনীর সহায়তা নিয়ে এই লোকদের দমন করতে পারেনি। তারা শহীদ হয়েছেন, তারা মারা গেছেন, কিন্তু তারা কখনও হাল ছাড়েননি।

ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি,
মুষ্টিমেয় সাহসী লোকদের পরাভুত করতে পারেনি।

তারা কেবল বাচ্চাদের হত্যা করেছে। তারা কেবল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
তারা কেবল বর্বরতা প্রদর্শন করেছে। তারা মানব জাতির ঘৃণা অর্জন করেছে।

কিন্তু সামরিকভাবে তারা কিছুই অর্জন করতে পারেনি। কিছুই না..

হামাস মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইজ্জেতিন আল-কাসসাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।
গাজার মানুষ তাদের সমস্ত ধৈর্য ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

জয় ফিলিস্তিনের বীরদের!

16/01/2025

ব্রেকিং নিউজ‼️‼️
১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর!

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘ সাড়ে ১৭ বছরের বেশি সময় কারাভোগের পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্...
16/01/2025

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘ সাড়ে ১৭ বছরের বেশি সময় কারাভোগের পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

আজ ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার দুপুরে পৌনে ২টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর কারা ফটকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন স্বজন ও নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়েছিল এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।

16/01/2025

ভারতে বসে হাসিনার ফোন কল!

‘দ্বীন থেকে দূরে সরে যাওয়া’ এই কথাটার অন্য আরেকটা অর্থ হলো—দ্বীনকে সময় না দেওয়া। এই সমস্যা যাদের মাঝে দেখেছি, তাদের শতভা...
16/01/2025

‘দ্বীন থেকে দূরে সরে যাওয়া’ এই কথাটার অন্য আরেকটা অর্থ হলো—দ্বীনকে সময় না দেওয়া। এই সমস্যা যাদের মাঝে দেখেছি, তাদের শতভাগের জীবনেই একটা জিনিস প্রকট—প্রাত্যহিক জীবনে দ্বীনের জন্য তারা কোনো সময় বরাদ্দ রাখে না।

ধরুন যে আপনার ইচ্ছা হলো আপনি ইলন মাস্কের মতো বিলিয়নিয়ার হবেন। কাড়ি কাড়ি টাকা উপার্জন করবেন। কিন্তু, এই কাড়ি কাড়ি টাকার মালিক হওয়ার জন্য কি শুধু ‘ইচ্ছা পোষণ’ করাটাই যথেষ্ট? ইলন মাস্ক হওয়ার ইচ্ছা পোষণ করার পরেরদিন যদি দুপুর বারোটায় আপনার ঘুম ভাঙে, যদি স্যোশাল মিডিয়া স্ক্রলিং থেকে রাতের দেড়টা বা দুটোর আগে আপনি বেরুতে না পারেন—একটা টং দোকান দিয়েও তো আপনি সফলতা পাবেন না, ইলন মাস্ক হওয়া তো বহু দূরের স্বপ্ন।

প্রতিটা স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, চাকরির প্রস্তুতি, ব্যবসা গোছানো ইত্যাদিতে যদি পর্যাপ্ত সময় না দেওয়া হয়, তাহলে এসবে সফলতা আশা করাটা বোকামি বৈকি!

আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো—এই স্বপ্নগুলোর মধ্যে কোন স্বপ্নটা জান্নাতে যাওয়ার স্বপ্ন থেকে বড়? কোন ইচ্ছাটা আখিরাতে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পানের চেয়ে বেশি সুন্দর? স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার চেয়ে মনোরম দৃশ্য আর কী হতে পারে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি! এই স্বপ্নগুলো জীবনের চেয়েও বড় নয় কি? তাহলে, এই স্বপ্নগুলো পূরণে প্রতিদিন আমাদের ঠিক কীরকম সময় বরাদ্দ রাখা উচিত?

আরিফ আজাদ

16/01/2025

শেখ হাসিনা দেশে ফিরবেন যখন‼️

14/01/2025

আসল মাস্টারমাইন্ড‼️‼️

যে ঘটনা‼️‼️
13/01/2025

যে ঘটনা‼️‼️

আপনি কি ম্রো ভাষা জানেন? আচ্ছা ম্রো ভাষা নাহয় না জানলেন, আমাদের দেশে যে ম্রো/মুরং নামে এক জাতিগোষ্ঠী বাস করে তা নিশ্চয়ই জানেন? কেমন হবে যদি তাদের মাতৃভাষা "ম্রো" তে আমাদের সাত বীরশ্রেষ্ঠের জীবনী লেখা হয়?

পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলায় বসবাস করে ম্রো নৃগোষ্ঠী। বাংলাদেশের জনগোষ্ঠী হলেও বাংলা লিখতে তো পারেই না এমনকি পড়তেও পারে না অনেকে। কিন্তু তারা সবাই বীরশ্রেষ্ঠদের জীবন এবং মুক্তিযুদ্ধে তাদের বীরত্বের কাহিনী জানতে আগ্রহী। তাই "ইয়াংঙান ম্রো" তাদের মাতৃভাষা ম্রো-তে সাত বীরশ্রেষ্ঠ’র জীবনী লিখেছেন, ম্রো ভাষায় যে গ্রন্থের নাম "নমমো তসেন কিয়াক মি"। এ বইয়ের মাধ্যমে ম্রো-রা বীরশ্রেষ্ঠদের সম্পর্কে জানতে পারবে।

ইয়াংঙান ম্রো কে? নিরক্ষরতার অন্ধকারে থাকা ম্রোদের মাঝে গন্ধরাজ হয়ে সৌরভ ছড়াচ্ছেন ইয়াংঙান ম্রো। ম্রো জাতিগোষ্ঠীর মানুষ তাকে চেনে নিজেদের কন্ঠস্বর হিসেবে। পিছিয়ে পড়া এই নৃগোষ্ঠীর অনেক প্রথমের সাথে জড়িয়ে আছে ইয়াংঙানের নাম। ম্রো ভাষার প্রথম অভিধান লিখেছেন তিনি। লিখেছেন নিজ ভাষার প্রথম ব্যাকরণও। ম্রো ভাষায় লিখিত প্রথম বইটিও তার লেখা। গড়েছেন পাহাড় চূড়ায় পাঠাগারও। বিশ্ববিদ্যালয়জীবন থেকে দুর্গম পাহাড়ে যে আলোর মশাল জ্বালিয়েছেন ইয়াংঙান, তা আজও জ্বলছে। এর সর্বশেষ উদাহরণ হলো, ম্রো ভাষায় লিখিত মহান মুক্তিযুদ্ধে নিহত ৭ শহীদ বীরশ্রেষ্ঠের জীবনী।

ইয়াংঙান হাইস্কুলে পড়ার সময় বীরশ্রেষ্ঠদের বীরত্ব শুনিয়েছিলেন নিতা রঞ্জন দাস। ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তিনি। বীরশ্রেষ্ঠদের জীবনী নিয়ে লেখা বই এর মোড়ক উন্মোচনও করেছেন সেই নিতা রঞ্জন দাস।

কেনো ইয়াংঙান ম্রো এই বইটি লিখেছেন? কাহিনী শুরু হয় ২০১৭ সালের ১৪ই ডিসেম্বর। থানচিতে ম্রো ভাষার এক বিদ্যালয়ে অভিভাবকদের বার্ষিক সভা। সেখানে ইয়াংঙানের সাথে পরিচয় হয় চাদুই ম্রো-র। দুদিন পর ১৬ই ডিসেম্বর, তখন ছাত্রছাত্রীদের সাথে বীরশ্রেষ্ঠদের নিয়ে আলোচনা করতে হবে সেজন্য আগে থেকে একটি বই পড়ে প্রস্তুতি নিচ্ছিলেন। তখন চাদুই ম্রো সেখানে এসে বসে এবং কিছুক্ষণ পর বইটি পড়ার চেষ্টা করে কিন্তু লেখা গুলো বাংলায় হওয়ায় পড়তে পারে না; সেসময় চাদুই ম্রো আফসোস করে বলেন " আহা বইটি যদি ম্রো ভাষায় লেখা থাকতো তাহলে আমিও বাংলার বীরশ্রেষ্ঠদের সম্পর্কে জানতে পারতাম"। তখন থেকেই ইয়াংঙান ম্রো সিদ্ধান্ত নেন তিনি ম্রো ভাষায় বীরশ্রেষ্ঠদের জীবনী লিখবেন এবং ৮ বছর পর সেই সিদ্ধান্তের ফল বাস্তবায়ন করেন।

নিজ ভাষায় লেখা বীরশ্রেষ্ঠদের জীবনীর এই বই পেয়ে ম্রোরা খুশি হয়েছে। এখন তারা বীরশ্রেষ্ঠদের কথা শুধু গল্পে শুনবে না, নিজেরাও পড়তে পারবে নিজেদের ভাষায়।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।
(অনুমতি ছাড়া কেউ রিপোস্ট করবেন না।)

#বীরশ্রেষ্ঠদের_জীবনী #ম্রো_ভাষায়_বীরশ্রেষ্ঠ #ইয়াংঙান_ম্রো #ম্রো_ভাষার_গ্রন্থ

রাত ৩:০০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০, সাথে শুধু স্ত্রী।জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খা...
13/01/2025

রাত ৩:০০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০, সাথে শুধু স্ত্রী।

জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ৩:০০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৮০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

ড. তপন দা লিখেছেন এই বাস্তবতা

শফিউর রহমান ফারাবী যিনি ১৩ সালে শ|হব|গিদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম কলম ধরেছিলেন না'স্তি'কদের বিরুদ্ধে। কি...
13/01/2025

শফিউর রহমান ফারাবী

যিনি ১৩ সালে শ|হব|গিদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম কলম ধরেছিলেন না'স্তি'কদের বিরুদ্ধে।

কিন্তু মিথ্যা মামলায় প্রায় দীর্ঘ ১১ বছর যাবত চার দেওয়ালে আবদ্ধ। ভাবতে পারেন ১১ বছর কতদিন সময়?
ওনার জীবন-যৌবন সব চার দেওয়াল কেড়ে নিয়েছে। নবী প্রেমে উজ্জীবিত জোয়ান মানুষটা আজ বৃদ্ধ হয়ে গিয়েছে।

ছাত্র-জনতা, আলেম-ওলামা দল-মত নির্বিশেষে, এই মাজলুম ভাইয়ের মুক্তির আওয়াজ তুলুন!

13/01/2025

কী ঘটেছিল সেদিন‼️‼️

12/01/2025

আর কী কী করেছেন শেখ রেহেনার মেয়ে‼️‼️

12/01/2025

জামায়াতের বিষয়ে যে সিদ্ধান্ত আসতে পারে‼️

10/01/2025

তামিমের অবসরের পিছনে কারা দায়ী‼️‼️

09/01/2025

কী ঘটেছিল! আসল তথ্য জানুন!!‼️

08/01/2025

লন্ডনে খালেদা জিয়া যেমন আছেন!

08/01/2025

বেরিয়ে এলো আসল তথ্য‼️

Address

99, Kazi Nazrul Islam Avenue
Dhaka
1215

Telephone

01995832297

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadioAlapan.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadioAlapan.com:

Videos

Share

Radio Alapan

Radio Alapan is the leading lifestyle magazine and digital brand in the country. Our submission platform helps artists and creators turn their stories into must-read viral content.