Salman Habib - সালমান হাবীব

Salman Habib - সালমান হাবীব সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

আমি সালমান হাবীব। ডাকনাম অনিয়ম।
আকাশ ভালো লাগে। ভীষণ রকম!
যতটা ভালো লাগলে নিজেই আকাশ হতে ইচ্ছে করে।
ভালো লাগে নদী আর পাহাড়ও।
আমি কোনোদিন সমুদ্র দেখিনি।
অদেখা 'আপনার' মতোই অদেখা সমুদ্রের প্রতি
আমার আজন্ম টান!
কোনো একদিন সমুদ্রের শান্ত জলে
আকাশের নীল দেখব।
আচ্ছা, সমুদ্রের জল কি কখনো শান্ত থাকে?
আপনি জানেন? আমি জানি না।

প্রিয় ফুল শিউলি।
আজকাল কৃষ্ণচূড়াও ভালো লাগে।
প্রিয় রঙ নীল। হয়তো আকাশ নীল বলে!

্রিয় খাবার নুডুলস।

টিনের চালের ঘরে শুয়ে বালিশে কান পেতে
ঝুম বৃষ্টির সুর শুনতে ভালো লাগে।
কোনো কোনো দিন কবিতা পড়তে ভালো লাগে।
সুর করে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে।
গোলাপজল, আগরবাতির ঘ্রাণ ভালো লাগে।
আমি মরে গেলে খাটিয়ায় শুয়ে কি সেই ঘ্রাণের সুবাস পাব?!

কিছু জিনিসে ভীষণ দুর্বলতা আছে আমার;
টোলপড়া গাল, কলকাতার দাঁত,
ইহকাল আটকে থাকা নথ, নোলক,
জোড়া ভ্রু, জলে ডুবানো পা, পায়েল,
বিধাতার তিলক চিহ্ন।

আমি মানুষকে ভালোবাসতে ভালোবাসি।
'অকারণ ভুল বোঝা'কে ভয় পাই।
কাগজের বইয়ের চেয়ে মানুষের জীবন পড়তে
বেশি ভালো লাগে আমার।
কোথাও কোনো ভুল হয়ে গেলে
মাফ চেয়ে নেবার মানসিকতা আছে।
এই একটা কারণেই নিজেকে আমার মানুষ মানুষ লাগে।
এছাড়া মানুষ দাবি করবার মতো আর কোনো গুণ নাই।

আমি মূলত কবিতায় গল্প বলা মানুষ।
কোনো একদিন হয়তো দেখবেন আপনার
নিজের গল্পটাই লিখা হয়ে গেছে আমার কবিতায়।

© সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

20/12/2024

প্রিয় মধ্যরাত, কেমন আছো তুমি?
কেমন আছে তোমার নিঃসঙ্গ অভিমান!

কবিতা : প্রযত্নে অনিয়ম
লেখা ও পাঠ : সালমান হাবীব
এডিট : আব্দুল মালেক গাজী

20/12/2024

শুক্রবারের আমল | সূরা কাহাফ
মক্কায় অবতীর্ন | আয়াত ১১০

19/12/2024

#জেগে_আছো_নক্ষত্র?
রাতাড্ডা With সালমান হাবীব

19/12/2024

পৃথিবীর সকল বাবার জন্য দোয়া;
'রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা'

#সালমানহাবীব
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

18/12/2024

ডানা গজালেই আকাশ পাখির।

#সালমানহাবীব #সালমান_হাবীবের_কবিতা

এইসব শরতের দিন পেছনে ফেলে অ-কবিতা আর ছাইপাঁশ ওড়ানো শেষে আমিও একদিন ফিরে যাব।একদিন ছেড়ে যাব তোমাদের শহর।নীল-সাদা রঙ, কালি...
18/12/2024

এইসব শরতের দিন পেছনে ফেলে
অ-কবিতা আর ছাইপাঁশ ওড়ানো শেষে
আমিও একদিন ফিরে যাব।

একদিন ছেড়ে যাব তোমাদের শহর।
নীল-সাদা রঙ, কালির আঁচড়,
ফেলে যাব নির্ঘুম কেটে যাওয়া
একশত আটাশি প্রহর।

রেখে যাওয়া অজস্র ভুলের কিছু ফুল হবে,
ফুল হয়ে ফোটে থাকা কিছু কথা ভুল হবে।

একদিন ঝরে যাব—
টুপটাপ বৃষ্টির মত; নান্দনিক ছন্দে,
কিংবা হেমন্তের ভোরে ঝরে যাওয়া
কোনো পাতার মত; ছন্দহীন নিঃশব্দে।
আমিও ডুবে যাব একদিন যেমন ডুবে যায়
আকাশ দিনশেষে রক্তিম দিগন্তে।

সেই সব না থাকার দিন জুড়ে
যদি আবার শরত আসে,
যদি ছাইপাঁশ উড়ে যায় স্মৃতির ক্যানভাসে!
যদি বাতাসে বৃষ্টি নামে,
যদি আকাশ ছেঁয়ে যায় মেঘেদের নীল খামে!

যদি আসে পাতাঝরা হেমন্তের দিন
সেইদিন আমি কি রবো—
কিংবা রবে কি আকাশ
তোমাদের স্মৃতিতে অমলিন?

কবিতা : না থাকার একদিন
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

গাইটাল বাসস্ট্যান্ড, কিশোরগঞ্জ
17/12/2024

গাইটাল বাসস্ট্যান্ড, কিশোরগঞ্জ

ইনশাআল্লাহ! আগামীকাল দেখা হবে প্রাণের শহর কিশোরগঞ্জে
16/12/2024

ইনশাআল্লাহ!
আগামীকাল দেখা হবে প্রাণের শহর কিশোরগঞ্জে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা আমাকে বিস্ময়ের চূড়ায় পৌঁছে দিয়েছেন! জন্মদিন উপলক্ষে এত এত ভালোবাসা পেয়েছি যা বর...
16/12/2024

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা আমাকে বিস্ময়ের চূড়ায় পৌঁছে দিয়েছেন! জন্মদিন উপলক্ষে এত এত ভালোবাসা পেয়েছি যা বর্ণনা করার মতো যথাযথ ভাষা আমার জানা নেই। তবে বর্ণনার 'ভাষা' না থাকলেও আপনাদের দেওয়া সেই 'ভালোবাসা' কিন্তু আছে। আপনারাই আমাকে উপলব্ধি করিয়েছেন 'ঘৃণার এই পৃথিবীতে ভালোবাসি হোক বেঁচে থাকার স্লোগান'। আমি তাই ভালো বাসলাম। যে ভালোবাসে তাকে, এবং যে বাসে না তাকেও। এক জীবন ভালোবেসে যাওয়া ছাড়া ভালোবাসার এই ঋণ শোধ করবার সাধ্য আমার নাই। আমি তাই ভালোই বাসলাম।

সবার মেসেজ এবং পোস্টের রিপ্লাই হয়তো এখনো দিয়ে শেষ করতে পারিনি। আসলে যারা উইশ করেছেন; আপনারা হাজার জন। আর এদিকে আমি মাত্র একজন। তাই এমন বিস্মিত বিপুল ভালোবাসার কাছে আমি চাপা পড়ে গেছি। তার উপর আবার ফেসবুক থেকে আমাকে রিয়েক্ট ও কমেন্ট ব্লক করে রেখেছে। রিপ্লাই দেওয়া হয়নি বা দিতে দেরি হচ্ছে দেখে কেউ রাগ কিংবা মন খারাপ করবেন না। আশা করি আপনারাও এমন করেই ভালোবেসে যাবেন।

একেকটা জন্মদিন মানে আমার কাছে মনে হয়;
মৃত্যুর কাছ থেকে ধার করে এনে– জীবন আমাকে
যে সময় ও সুযোগগুলো দিয়েছিলো সেই সীমিত সংখ্যক
সুযোগ থেকে আরও একটা সংখ্যা কমে গেল!

আমার জন্য দোয়া করবেন।
একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত
আল্লাহ যেন আমার হায়াতকে বর্ধিত করেন।

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

15/12/2024

কার ঠাণ্ডা হাতের তালুতে কাটছে তোমার
শীতকালীন শনিবার! সে কি আর জানে,
তুমি যে আস্ত মানুষটাই অন্য কারো সমগ্র শীতকাল!

লুৎফর হাসান x সালমান হাবীব
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

আপনি আমার শুধরে দেওয়া ভুল,আপনি আমার রাত্রি শেষে শিশির ছোঁয়া শুভ্রতম ফুল।আপনি আমার অন্ধকারের ছায়া,আপনি আমার আগলে রাখা বুক...
14/12/2024

আপনি আমার
শুধরে দেওয়া ভুল,
আপনি আমার রাত্রি শেষে
শিশির ছোঁয়া শুভ্রতম ফুল।

আপনি আমার
অন্ধকারের ছায়া,
আপনি আমার আগলে রাখা
বুকের ভেতর শুদ্ধতম মায়া।

আপনি আমার
শীত সকালের রোদ,
আপনি আমার পাগলামিতে
মানুষ থাকার সুস্থ বিবেকবোধ।

আপনি আমার
জলের ভেতর ঢেউ,
আপনি আমার ভীষণ আপন
একটা নিজের কেউ।

#সালমান_হাবীবের_কবিতা
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

আমারে ভুইলা যাইয়েন না প্লিজ!ভুল কইরাও যদি ভুইলা যান– আমি জানলে কষ্ট পামু। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দ...
14/12/2024

আমারে ভুইলা যাইয়েন না প্লিজ!
ভুল কইরাও যদি ভুইলা যান–
আমি জানলে কষ্ট পামু।
জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো
আমরা মনে রাইখা দিই।
এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া
কবে কোথাও কোন পথে হোঁচট খাইলাম।
অদেখা তারকাঁটায় লাইগা
শখের জামাটা ছিঁড়া গেল৷
ভীড়ের ভেতর লোকাল বাসে উঠার সময়
না দেখা কেউ একজন হাতটা ধইরা টেনে তুললো।

এমন অপ্রয়োজনীয় অনেককিছুই থাকে;
যা মনে না রাখলেও চলতো।
কিন্তু আমাদের মনে থাকে৷

আপনি আমারে ভুইলা যাইয়েন না প্লিজ!
মনের এক কোণায় রাইখা দিয়েন।
ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো
যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হইয়া যায়।
যদি স্টোরেজের প্রয়োজনে কোনোকিছু ডিলিট করা লাগে,
আপনি অন্যকিছু ডিলিট কইরেন।
তবুও আমারে থাকতে দিয়েন মনে।
যত্নে রাখেন কিংবা অযতনে।

বই : কবি তার কবিতার
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

12/12/2024

আর কতবার দেখা না হলে
শীত পালানো মাঘের সন্ধ্যায়
তোমার মনে হবে
আপাতত দেখা না হলেও চলবে !

লুৎফর হাসান x সালমান হাবীব
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

Address

Dhaka

Telephone

+8801722990762

Website

http://www.salmanhabib.me/

Alerts

Be the first to know and let us send you an email when Salman Habib - সালমান হাবীব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salman Habib - সালমান হাবীব:

Share