22/12/2024
ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসঙ্গে অনার ও গ্রামীণফোন
ক্রেতাদের চাহিদা পূরণ ও বিশেষ সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারিত্ব করেছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহক ও কর্মীসহ নির্দিষ্ট গ্রাহকরা অনারের পণ্য কেনার ক্ষেত্রে অফার ও ছাড়সহ আকর্ষণীয় নানা সুবিধা উপভোগ করবেন। অনারের ক্রেতাদের মধ্যে যারা জিপিস্টার গ্রাহক, তারা ইন্টারনেট ডেটা (সিগনেচার, প্লাটিনাম, গোল্ড ও সিলভার) কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
বাংলাদেশের যেকোনো অনার ব্র্যান্ড শপ বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট স্মার্টফোন কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় গ্রহণের সুযোগ পাবেন ক্রেতারা। অনারের অনলাইন স্টোর থেকে ট্যাবলেট কেনার ক্ষেত্রে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাবেন তারা। জিপিস্টার গ্রাহকরা ৮০০ টাকা সমমূল্যের ১ বছরের ব্র্যান্ড ওয়্যারেন্টি ও ৬ মাসের ফ্রি সার্ভিস গ্রহণের সুযোগ পাবেন। বিস্তারিত: https://smart-honor.com/shop-location.