12/06/2023
বইয়ের নাম : অর্থ বুঝে সালাত আদায়
লেখক : এমদাদুল হক চৌধুরী
প্রকাশনা প্রতিষ্ঠান : মহাকাল
দাম : ৩০০ টাকা
বইটি সম্পর্কে দুটি কথা :
সালাত আদায় করার সময় আমরা পবিত্র কুরআনের বেশ কিছু সূরা পাঠ করে থাকি। যার ভাষা আরবি। এছাড়া তাছবিহ ও বিভিন্ন দোয়াগুলোও আরবিতে পাঠ করে থাকি। আমরা যদি এ সবকিছুর অর্থ বুঝে করতে চাই তাহলে আমাদের আরবি ভাষার উপর দখল থাকা প্রয়োজন। তাই এ কাজটিকে সহজসাধ্য করার উদ্দেশ্যেই মূলত ‘অর্থ বুঝে সালাত আদায়’ বইটি রচনা করা হয়েছে। বইটিতে কুরআনে উল্লিখিত শব্দগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা দেয়া হয়েছে, যাতে পাঠকরা সহজে নামাজের প্রতিটি সূরা ও দোয়া সহজে হৃদয়ঙ্গম করতে পারেন। আশা করি বইটি প্রতিটি পাঠককে কুরআন বুঝতে এবং সালাতে পঠিত দোয়া ও সূরাসমূহ বুঝতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।
কুরআন শিক্ষার প্রথম ধাপে অথবা যার জন্য অর্থ বুঝে পড়া সম্ভব নয়, তার জন্য হতে পারে অন্তত আল্লাহর কালামের নুরানিয়াত ও রুহানিয়াত উপলব্ধির জন্য হলেও না বুঝে পাঠ করা।
মানুষ যেন কোনো আপত্তিতেই কুরআন থেকে দূরে না সরে যায়, এই জন্য প্রথম ধাপে না বুঝে হলেও তাকে কুরআন পড়তে হবে। কিন্তু কেবল কুরআন তেলাওয়াত শিখেই বসে থাকলে চলবে না, বরং তাকে আল্লাহর নির্দেশিত পন্থায় বুঝে কুরআন পাঠ করাও জরুরি। কেননা অর্থ বুঝে কুরআন পড়াই কোরআনের দাবি। আর এ কাজটিই সহজ করে দেবে লেখক, গবেষক এমদাদুল হক চৌধুরীর লেখা ‘অর্থ বুঝে সালাত আদায়’ বইটি।