10/06/2024
রিক্সায় যাচ্ছেন, হঠাৎ রিক্সাওয়ালা কথায় কথায় বললো "স্যার/আফা আমি রাস্তায় কুড়িয়ে একটা জিনিস পাইছি, আমিতো লেখাপড়া জানিনা দেখেনতো এটা কি লেখা?"
আপনিও কাগজটা হাতে নিয়ে দেখলেন, সাথে পেলেন ৩ ভরি ওজনের ২২ ক্যারেটের স্বর্নের বার। আহা!! খুশিতে মনে আজ ঈদের আগেই ঈদ শুরু।
শুরু হলো দর কষাকষি..........
এইমূহুর্তে রিক্সাওয়ালা সেই সহজ সরল মানুষটা আপনাকে জানালো "স্যার আমিতো গরীব মানুষ , এই স্বর্নতো আমি বিক্রিও করতে পারবোনা তার চেয়ে আপনিই বরং কিছু টাকা দিয়ে এই স্বর্নটুকু নিয়ে নেন"।
আপনিও ঈদের চাঁদ হাতে পেয়ে গেছেন, আজ ঘুম থেকে উঠে কার মুখ দেখেছেন সেটা মনে করার চেষ্টা করছেন?
নগদ টাকা যা ছিলো সবতো দিলেনই, পাশাপাশি আত্মীয়দের নিকট থেকেও বিকাশে / নগদে টাকা এনে কিংবা এটিএম বুথ থেকে টাকা তুলে সেই সাদাসিধে সেই রিক্সাওয়ালাকে কিছু টাকা দিয়ে বিদায় করলেন।
কি ভাবছেন আপনার গিন্নি/স্বামী আর আপনাকে বোকাসোকা বলতে পারবেনা?
আপনাকে অভিনন্দন, কিছুক্ষণ পরেই হয়তো থানায় আমাদের পুলিশের সাথে আপনার দেখা হচ্ছে।
হাজার টাকা খরচা করে পিতল কিনে প্রতারিত হয়ে না পারছেন কাউকে কিছু বলতে না পারছেন সইতে।
সুতরাং, অতি লোভে তাঁতী নষ্ট করবেন 🤣
নাকি নিজের লোভ সামলে রাখবেন, পছন্দ আপনার।
ধন্যবাদ।