Justice For Oppressed Peoples - JFOP

Justice For Oppressed Peoples - JFOP Revenge is an act of passion; vengeance of justice. Injuries are revenged; crimes are avenged.

বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে স্বৈরাচারের গুন্ডাবাহিনী, আর বাইরে শিক্ষার্থীরা!এমন অভূতপূর্ব দৃশ্য আপনি পৃথিবীর কোথাও দেখব...
29/07/2024

বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে স্বৈরাচারের গুন্ডাবাহিনী, আর বাইরে শিক্ষার্থীরা!

এমন অভূতপূর্ব দৃশ্য আপনি পৃথিবীর কোথাও দেখবেন না, শুধুমাত্র এই সোনার বাংলা ছাড়া!

শাবিপ্রবি, সিলেট
২৯ জুলাই, ২০২৪






২০১৮ তে মারমা দুই বোনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত ধ র্ষ ণ ও যৌন নির্যাতনের ঘটনায় রাংগামাটি হাস্পাতালে চিক...
29/07/2024

২০১৮ তে মারমা দুই বোনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত ধ র্ষ ণ ও যৌন নির্যাতনের ঘটনায় রাংগামাটি হাস্পাতালে চিকিৎসারত অবস্থায় তাদের হাস্পাতালে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বারংবার তারা চেষ্টা করেছিল তাদের জিম্মায় নিয়ে যাবার, এরমধ্যে বাবা মা ভাইকে জিম্মি করে দিনে চলত তাদের বয়ানের নাটক। ২৪ দিন পর্যন্ত আমরা সকলে মিলে ঠেকিয়ে রাখতে পেরেছিলাম। ২৫তম দিনে রাতের বেলায় পুরো হাস্পাতাল কর্ডনড অফ করে, সমস্ত লাইট নিভিয়ে অন্ধকারে আমাদের মেরেধরে বোন দুইজনকে অপ হরণ করে নিয়ে যায়। পরেরদিন আবার সেই নাটক, বোনদের সাথে এক বাসার ছাদের উপর দাঁড়িয়ে কথা বলছেন পুলিশ, তারা কত নিরাপত্তায় আছে, ভাল আছে। ছবিগুলোতে দুই বোনের মুখগুলো এখনো আমার মাথায় সেট হয়ে আছে। একইসাথে ক্রোধ, ক্ষোভ, আতংক, একটু আশা আর নিরাশা।

গতকাল আবার সেই মুখগুলোর প্রতিচ্ছবি দেখলাম ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুখে। হাস্পাতাল থেকে, বাড়ি থেকে তুলে নিয়ে আটক রেখে অ স্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে দিয়ে নিজেদের জবান পড়িয়ে নিল, সেই নাটক ঘৃণাভরে প্রত্যাখান করি।

চাকমা সার্কেল চীফ এর উপদেষ্টা
রানী ইয়েন ইয়েন







আমরা বরিশাল থেকে বলছি ,এই দিকে আমাদের অবস্থা ভালো নাদেশের এই অবস্থা দেখে খুব কান্না পাচ্ছে , এই অবৈধ সরকারের ব্যাপারে আস...
29/07/2024

আমরা বরিশাল থেকে বলছি ,
এই দিকে আমাদের অবস্থা ভালো না
দেশের এই অবস্থা দেখে খুব কান্না পাচ্ছে , এই অবৈধ সরকারের ব্যাপারে আসলে কিছুই বলার নাই
ভাই সারা দেশের মানুষ কে আমি বলছি , আপনারা প্লিজ কেউ থেমে যাবেন না 💔
যদি আজ আমরা থেমে যাই তাহলে এতো শহীদের রক্ত বৃথা যাবে।
আপনারা কি সেইটা চান?
সবাই আবার একটু কস্ট করে আন্দোলনে নামেন এবং নিজের মধ্যে মনোবল রাখেন।যার যা কিছু আছে তা নিয়ে নামেন।
আর ভয় পাবেন না ওরা চাইলেও আমাদের সবাই কে মারতে পারবে না।
আপনারা সবাইকে আবার উৎসাহিত করুন।
আমি আর চোখের পানি ফেলতে পারছি না,
যদি সবাই আপনারা সবাই আবার নামেন তাহলে ওয়াদা করছি আমি সবার আগে থাকবো , যদি জীবন চলে যায় তাহলে আমার জীবন আগে যাবে। আমার নিজের জীবন দিয়ে হলেও আমি অনেকের জীবন রক্ষা করার চেস্টা করবো কিন্তু তাও আমার অনুরোধ আপনারা আবার রাজ-পথে নেমে আসুন।




একে একে আমাদের সব সমন্বয়কদের তুলে নিয়ে যাচ্ছে; বাকি আছি আমরা তিন-চারজন। যদি আমাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়, নির্দেশনা দেয়া...
29/07/2024

একে একে আমাদের সব সমন্বয়কদের তুলে নিয়ে যাচ্ছে; বাকি আছি আমরা তিন-চারজন। যদি আমাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়, নির্দেশনা দেয়ার মতো কেউ না থাকে; আপনারা নির্দেশনার জন্য অপেক্ষা করবেন না। নিজেরা-ই দায়িত্ব কাঁধে তুলে নিবেন, আন্দোলন চালিয়ে যাবেন। মনে রাখবেন, আমরা-ই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমাদের অনেক দায়বদ্ধতা আছে, সারাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের অনেক ভাই-বোন অকাতরে জীবন বিলিয়ে দিছে, আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাঁদের সেই ত্যাগকে বৃথা যেতে দিব না, দেশবাসীর নিকট এটাই আমাদের অঙ্গীকার।

আমরা স্পষ্ট করে বলতে চাই, ৯ দফা দাবী আদায় না হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলনান থাকবে। এটাই শেষ কথা। মনে রাখবেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে উপনীত হইছে, আপনি রুখে দাঁড়ান কিংবা না দাঁড়ান; আপনার ক্ষতি অবধারিত! একেবারে সমূলে বিনাশ করে দিবে৷ ভয়ে চুপসে গেলে আরো বিপদ; বরং রুখে দাঁড়ালে এই ভয়াবহ অত্যাচার থেকে মুক্তি পাওয়া যাবে৷ অবশ্যই যাবে, বিগত দিনে আমাদের এমন বীরত্বের দৃষ্টান্ত আছে।

আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন






29/07/2024

আজকে ২৯ তারিখ আনুমানিক রাত ১টা ৩০ এর দিকে বনস্রী ব্লকে এভাবেই গ্রেফতার করছে।






29/07/2024

29/07/2024

এরাই নাকি জনগণের বন্ধু!

জানোয়ারের বাচ্চারা কীভাবে একটা অসহায় মানুষকে গুলি করেছে

এটাতো গণহত্যাকেও হার মানায়!

বিস্তারিত কমেন্টে…..




আব্বা তুমি আমারে মাইরা ফেললা.? আমার বন্ধুদের মাইরো না! প্লিজ!সংগৃহীত
27/07/2024

আব্বা তুমি আমারে মাইরা ফেললা.? আমার বন্ধুদের মাইরো না! প্লিজ!
সংগৃহীত




একে একে সব গ্রেপ্তার হচ্ছে, আমরা কি শুধু দেখে যাব? একবার রাজপথে নামব শত ভাইকে হারাব আবার থেমে যাব? আত্মগোপনে থেকে গ্রেপ্...
27/07/2024

একে একে সব গ্রেপ্তার হচ্ছে, আমরা কি শুধু দেখে যাব? একবার রাজপথে নামব শত ভাইকে হারাব আবার থেমে যাব? আত্মগোপনে থেকে গ্রেপ্তার হ‌ওয়ার চেয়ে রাজপথ ভালো।

সময় এসেছে সুদূরপ্রসারী পরিকল্পনা করার। দফা ঠিক করে দিক নির্দেশনা দেয়ার।




হামলাকারী ছাত্রলীগদের চিনে রাখুন-
27/07/2024

হামলাকারী ছাত্রলীগদের চিনে রাখুন-

তিনটি দাবি না মানলে ‘বাংলা ব্লকেড’ এর চেয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম...
27/07/2024

তিনটি দাবি না মানলে ‘বাংলা ব্লকেড’ এর চেয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’

বিস্তারিত : https://www.somoynews.tv/news/2024-07-27/1SZPzyPI






27/07/2024

“হাসিনার পদত্যাগ চায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত (ড্রাগস আরাফাত)“

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত কি পরিমাণ
ড্রাগস নিলে নিজ দলের প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ
চায় বিশ্ব মিডিয়ার সামনে। সবাইকে ভিডিও টি দেখার
অনুরোধ করছি, এই হচ্ছে দেশের তথ্য প্রতিমন্ত্রী'র ইংরেজির বাহার, লজ্জাজনক।


27/07/2024

Once Upon a Time…



(Please share this video & if you see any mistakes in video so please forgive us.)

Video By-Justice For Oppressed Peoples (JFOP)

27/07/2024

কি মনে করছেন? এটা কুরবানীর ঈদের গরু জবাইয়ের রক্ত ? না ভাই এইগুলো আমাদের ভাই-বোনদের রক্ত যারা আমার আপনার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন 🥲😔😢

🇮🇱🇮🇳 ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা প্রতিনিধি দল আজ ভারত সফর করেছে। দু দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা (অস্ত্র কেনা...
27/07/2024

🇮🇱🇮🇳 ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা প্রতিনিধি দল আজ ভারত সফর করেছে। দু দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা (অস্ত্র কেনা বেচা এবং গোয়েন্দা সহযোগিতা) জোরদার করার বিষয়ে আলোচনা করবে তারা।

26/07/2024
এখন আমাদের জরুরি চারটি দাবি হলো— ইন্টারনেট খুলে দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে সকল ক্যাম্পাসের হল খুলে দেওয়া, ক...
26/07/2024

এখন আমাদের জরুরি চারটি দাবি হলো— ইন্টারনেট খুলে দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে সকল ক্যাম্পাসের হল খুলে দেওয়া, কারফিউ প্রত্যাহার করা এবং সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা।

আমাদের দুটি দাবি ইতোমধ্যে আংশিক পূরণ হলেও দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে দিতে হবে ও কারফিউ প্রত্যাহার করতে হবে।

★ সারাদেশের অনেক সমন্বয়ক ও আন্দোলনকারী আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, করনীয় জানতে চাইছেন। সকলের প্রতি আহ্বান থাকবে—

১. রংপুরের আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণ করুন। তাঁদের রুহের মাগফিরাত কামনা করুন। তাঁদের প্রতিবাদী স্পিরিটকে ধারণ করুন। শহীদদের কবর জিয়ারত করুন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করুন।

২. হাসপাতালে প্রচুর মানুষ আহত অবস্থায় কাতরাচ্ছে। হাসপাতালে যান, তাঁদেরকে যথাসম্ভব সহোযোগিতা করার চেষ্টা করুন। আমরা ঢাকা থেকে দ্রুতই একটা ইমার্জেন্সি হেলথ ফোর্স গঠনের উদ্যোগ নিবো।

৩. এখনো অনেক লাশের প্রকৃত পরিচয় পাওয়া যায় নি। সক্ষমতা থাকলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন৷ মর্যাদার সাথে তাঁদের দাফন করুন। জানাযায় অংশগ্রহণ করুন।

৪. প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজে ও এলাকায় কারা শহীদ হয়েছে ও আহত হয়েছে তাদের তালিকা তৈরি করুন ও পরিবারের সাথে যোগাযোগ করুন৷ আমরা পরবর্তীতে সমন্বয় করবো।

৫. যেসকল সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যা ও হামলায় সরাসরি জড়িত ছিল তাদেক চিহ্নিত করে রাখুন।

৬. যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন। সকলে নিরাপদে থাকুন, চিকিৎসা নিন এবং গ্রেফতার এড়ান। ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন। ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা ভাবুন। আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সকলের সাথে যোগাযোগ করবো।

৭. শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন। শিক্ষকদের সাথে যোগাযোগ করুন।

৮. যেসকল শিক্ষার্থী ভাই ও বোনেরা প্রবাসে আছেন আন্তর্জাতিকভাবে এই ক্র্যাকডাউন ও হত্যা-নিপীড়ন প্রচার করুন। বাংলাদেশের আন্দোলনরত ছাত্র-নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান।

সকলকে ধৈর্য ধরার ও মনোবল শক্ত রাখার আহ্বান জানাচ্ছি। আমাকে যখন ধরে নিয়ে গিয়েছিল একটা জিনিসই ভাবছিলাম রাজপথে এখনো মানুষ লড়ছে। যত নির্যাতনই করুক আমাকে সরকার মেরে ফেলতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। শহীদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে ছাত্রদের কখনই দমন করা যায় নাই এবারও যাবে না।



মিথ্যাচারের লেভেলটা দেখেন। ২০২১ সালের ছবি আজকে আওয়ামীলীগের সেন্ট্রাল পেইজ থেকে আপলোড করে প্রচার করা হচ্ছে ২৬ জুলাই হাসপা...
26/07/2024

মিথ্যাচারের লেভেলটা দেখেন। ২০২১ সালের ছবি আজকে আওয়ামীলীগের সেন্ট্রাল পেইজ থেকে আপলোড করে প্রচার করা হচ্ছে ২৬ জুলাই হাসপাতালে আহতদের পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী!!



Address

Noya Polton
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Justice For Oppressed Peoples - JFOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka media companies

Show All