21/08/2022
সূধী
রাজবাড়ী ফিল্ম সোসাইটি’র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রাজবাড়ী ফিল্ম সোসাইটি’র ১১বছর পূর্ত ২০২৩ উপলক্ষে
শুরু হতে যাচ্ছে তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান প্রতিযোগিতা।
যেকোন বিষয়ের উপরে তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে আপনার নির্মিত কাজটি জমা দিতে পারবেন।
তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেবার নিয়ম-
১. প্রতিটি তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সময়ব্যাপ্তি হতে হবে ১০মিনিট এর মধ্যে।
২. নির্মিতব্য তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কোন প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচারকৃত কাজ জমা নেওয়া হবে না এবং যদি কেউ জমা দেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে।
৩. তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমাদানের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২২ ইং রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত।
৪. তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমাদানের সময় অবশ্যই MOV ফাইল জমা দিতে হবে। ( হার্ডড্রাইভ/পেনড্রাইভ/গুগুল ড্রাইভ) এ জমা দেওয়া যাবে।
৫. তথ্যচিত্র/প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমাদানের সময় অবশ্যই-
- তথ্যচিত্র/প্রামণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এর বিষয় উল্লেখ করতে হবে এবং কাহিনি সংক্ষেপ জমা দিতে হবে।
- পরিচালক এর নাম প্রযোজক এর নাম এবং কলাকৌশলিদের নাম উল্লেখ করতে হবে।
- জন্ম নিবন্ধন/এনআইডি কার্ড এর ফটোকপি জমা দিতে হবে।
- পরিচালক এর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
- প্রতিটি কাজের পোষ্টার ও থাম্বেল psd ফাইল জমা দিতে হবে।
যোগাযোগ-
Rajbari Film Society
পলাশ আইটি সেন্টার, হাজী মার্কেট, রাজবাড়ী
what's apps: +880 1748-913444, +880 1775-205657