On The Way Of Life

On The Way Of Life Right way of Life...

23/12/2024

Sajek

20/11/2024

~Incontriamoci di nuovo per la prima volta✨

||Let's meet again for the first time✨||
.....

30/09/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

MD Lipu Islam

এই বর্ষায় চিঠি দিও। চিঠিতে তোমার স্পর্শ দিও। মিথ্যে করে হলেও লিখে দিও, "ভালোবাসি"...💗লেখা-আরিফ হুসাইন Pic© মাহজাবীন রাইয...
01/09/2024

এই বর্ষায় চিঠি দিও। চিঠিতে তোমার স্পর্শ দিও। মিথ্যে করে হলেও লিখে দিও, "ভালোবাসি"...💗

লেখা-আরিফ হুসাইন
Pic© মাহজাবীন রাইয়ান

কান্না করতে ভয় লাগে, যদি আরেক ফোটা পানি বেড়ে যায়। 😔
22/08/2024

কান্না করতে ভয় লাগে,
যদি আরেক ফোটা পানি বেড়ে যায়। 😔

12/08/2024

আপনি যদি আপনার মতের বিপক্ষে কথা শুনলে ক্ষেপে যান, তাহলে আপনিও স্বৈরা*চার।

✍️এই প্রয়োজনীয় জিনিসগুলো বেশি বেশি ছড়িয়ে দিন🙏For Emergency Ambulance Service and Medical SupportSavar Ambulance Service0...
18/07/2024

✍️এই প্রয়োজনীয় জিনিসগুলো বেশি বেশি ছড়িয়ে দিন🙏

For Emergency Ambulance Service and Medical Support

Savar Ambulance Service
01795-695697

Tuhin Ambulance Service
01786-417341

Deep Ambulance Service
01775-070002

Dipu Ambulance Service
01717-343956

Raha Ambulance Service
01715-636615

SAVAR EMERGENCY AMBULANCE SERVICE
01312-250990

Ambulance Farazy
01841007006

Anjuman Ambulance
01318242997
01919339689

collected ✍️

29/06/2024

জানেন, বেয়াদব জন্মায় না। মানুষ মানুষকে বেয়াদব বানায় ।

অতি প্রশ্রয়ে বেয়াদব হয় আর কেউ পরিস্থিতিতে বেয়াদব।

ভাবছেন, তাহলে পার্থক্য কি রইলো ? আছে ।

প্রশ্রয়ে বেয়াদব স্থান কাল পাত্র ভুলে যায়, কখন বা কার সাথে বেয়াদপি করলে তার লাভ লোকসান এই হিসাব রাখতে জানে না।

আর পরিস্থিতে তৈরি হওয়া বেয়াদব শুধু তাদের সাথেই বেয়াদব যারা তার অশান্তির কারণ , যাদের অসভ্যতায় বিরক্ত হয়ে সে বেয়াদব হয়ে গেছে।

17/06/2024

Eid Mubarak 🧨✨🐪

এই মেয়েটি বাড়ীর পিছনদিকের  চিলেকোঠায় লুকিয়ে ছিল । দীর্ঘ মাত্র ৭৬১ দিন,  অর্থাৎ দুই বছরের একটু বেশী । সে যেখানে লুকিয়ে ছি...
30/05/2024

এই মেয়েটি বাড়ীর পিছনদিকের চিলেকোঠায় লুকিয়ে ছিল । দীর্ঘ মাত্র ৭৬১ দিন, অর্থাৎ দুই বছরের একটু বেশী । সে যেখানে লুকিয়ে ছিল সেই জায়গাটার আয়তন ৪৫০ বর্গফুট আর ঐটুকু জায়গায় মেয়েটিসহ মোট ছিল আটজন ।
দুই বছর ঐ জায়গাতেই থাকা, ঘুম থেকে ওঠা, টয়লেট সারা, সামান্য কিছু খাওয়া ; ঐখানেই সন্ধ্যে এবং রাত দেখা । বাইরে সারা শহরে নাৎসি বাহিনীর সদস্যরা ঘুরে বেড়াচ্ছে । উপরে আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে । ধরা পড়লেই শেষ ।

আমাদের মত হাতে মুঠোফোন, মুঠোফোনে সারা বিশ্ব দেখা, ইন্টারনেট, ল্যাপটপ, স্কাইপি, ওয়াটস‌এ্যাপ, ম্যাসেঞ্জারে ভিডিও চ্যাট- ১৯৪২ সালে স্বপ্নেও কেউ ভাবেননি এসবের কথা ।

তাহলে মেয়েটির সময় কাটত কিভাবে ? মেয়েটি দিনলিপি লিখত প্রতিদিন । মাত্র ১৫ বছরের মেয়েটি প্রতিদিন লিখে গেছে দিনলিপি । তাতে লিখেছে তার কথা, তার বাবা-মার কথা । লিখেছে তার শরীর কিভাবে বদলে যাচ্ছে সেসব বর্ণনাও । সে অকপটে লিখে গেছে সব কথা । সে লিখেছে,
“Because paper has more patience than people.”

কি সাংঘাতিক কথা ! ১৫ বছরের মেয়ের ? মানুষের ধৈর্য নেই, কাগজের আছে । মানুষ আরেক মানুষের আদর্শ, ধর্মবিশ্বাস এসবের সম্মান দেয় না, কিন্তু কাগজ দেয় । মেয়েটি তাই কাগজকেই বলে সব কথা ! কিন্তু শেষ রক্ষা হয়নি । কোনও এক বিশ্বাসঘাতক তাদের ধরিয়ে দেয় । পরিবারের আটজনের অনেককেই মেরে ফেলা হয় । এই মেয়েটি আর তার বড় বোন 'টাইফাস' জ্বরে মারা যায় নির্যাতন শিবিরেই । শুধুমাত্র মেয়েটির বাবা বেঁচে ফিরতে পেরেছিলেন ।
মেয়েটি এত কিছুর পরও আনন্দ, সৌন্দর্য, মানুষের মহত্ত্ব এসবের উপর বিশ্বাস হারায়নি । মেয়েটি যেসব কথা দিনলিপিতে লিখেছিল তার থেকে কয়েকটি প্রিয় উদ্ধৃতি,

“How wonderful it is that nobody need wait a single moment before starting to improve the world.”
'ভাবলে ব্যাপারটা কত চমৎকার যে, আসলে পৃথিবী বদলে দেবার জন্য কারও এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই !'

“Think of all the beauty still left around you and be happy.”
'চারিদিকের যে সব সৌন্দর্য এখনও বাকি আছে তা দেখ আর আনন্দিত হও ।'

“I can shake off everything as I write; my sorrows disappear, my courage is reborn.”
'আমি লিখতে শুরু করলেই সব ঝেড়ে ফেলতে পারি, আমার দুঃখ দূর হয়ে যায়, আমার সাহস ফিরে আসে ।'

“I've found that there is always some beauty left-in nature, sunshine, freedom, in yourself; these can all help you.”
'আমি দেখেছি, সৌন্দর্য কোথাও না কোথাও শেষমেশ থাকেই । প্রকৃতিতে, সূর্যালোকে, স্বাধীনতায়, নিজের ভিতরে আর এই সৌন্দর্যগুলো তোমাকে সাহায্য করবেই ।'

“I don't think of all the misery, but of the beauty that still remains.”
'আমি দুঃখ-কষ্টের কথা ভাবি না, ভাবি যা সৌন্দর্য এখনও বাকী রয়ে গেছে তার কথা ।'

“Whoever is happy will make others happy.”
'যে নিজে সুখী সে অন্যকে সুখী করতে পারে ।'

“In the long run, the sharpest weapon of all is a kind and gentle spirit.”
'শেষমেশ সবচেয়ে উপযুক্ত অস্ত্র হল দরদী এবং মরমী একটি মন ।'

“Where there's hope, there's life. It fills us with fresh courage and makes us strong again.”
'যেখানে আশা আছে, সেখানেই জীবন আছে । এই আশা আমাদের নতুন সাহস জোগায় এবং শক্ত হতে সবকিছুতে সাহায্য করে ।'

“In spite of everything, I still believe that people are really good at heart.”
'সবকিছুর পরও আমি বিশ্বাস করি, মানুষ তার ভিতরে সত্যিই ভাল ।'

মেয়েটির লেখায় বারবার 'যতটুকু সৌন্দর্য বাকী আছে' এ কথা কেন বলেছে তা বোঝা যাবে দ্বিতীয় ছবিতে । চিলেকোঠার জানালাটা গাঢ় রঙের পর্দা দিয়ে ঢাকাই থাকত, কিন্তু বাইরে বোমাবিধ্বস্ত শহরের চেহারা তখন এমনই ।

আনা ফ্রাঙ্ক নামের এই মেয়েটি মারা যায় ১৫ বছর বয়সে । মুক্তির ২ মাস, অর্থাৎ ৬০ দিন আগে সে মারা যায় । তার জন্ম ১৯২৯ সালের ১২ জুন এবং মারা যায় ১৯৪৫ সালে ।

আনা তার দিনলিপি শেষ বারের মত লেখে ১৯৪৪ সালের ১ অগাস্ট, মঙ্গলবার । কারণ, ঐ দিন তার সাথে থাকা বাকি সাতজন ধরা পরে হিটলার বাহিনীর কাছে ।

(সৌজন্যে)
আনা ফ্রাঙ্কের ডায়েরি

29/05/2024
24/05/2024

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না
প্রকৃতির নিয়ম খুব ই সুন্দর ভাই
যে যা করবেন তাই ফেরত পাবেন❌❌

28/01/2024

যারা কোনদিন আপনাকে ভালবাসেনি,,হঠাৎ ভালবাসা,,আদর বাড়ায়ে দিলেই বুঝবেন,,,ইহা নাটক,,,বা স্বার্থের মতলব""!!
মানুষ হইতে সাবধান!!

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Babu Babu, Sagor Khan, Mira Islam, Sujay...
18/01/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Babu Babu, Sagor Khan, Mira Islam, Sujay Modak, Basirul Sk, Rejaul Haque, Sulekha Biswas, Ariyan Tamim, Bhola Pandit, Tamim Khan, Màx Sûjít, Liza Khan, Aamir Khan, Sraboni Das, Débãbràtá Ghøsh, Nitai Mahata

18/01/2024

প্রিয় নানুভাই
-জয়নব জোনাকি

বিরহের অশ্রু গুলো,
ব্যথার নীল বৃষ্টি হয়ে,
টুপটাপ ঝরে পড়ছে
চোয়াল বেয়ে-
একাকী খুব নীরবে,
প্রেরণার বাতি ঘরে,
অদৃশ্য আলো হয়ে,
আমার স্বপনের ভূবনে-
ছায়ার মতো কি রবে!

আমিতো দেখি তোমায়
সবুজের শিশির ফোঁটায়
মুক্ত বিহঙ্গের মতো
চঞ্চন বুনো-
পাখীদের ডানায় উড়তে,
এখনো দেখি তোমায়
কলমের অস্ত্র হাতে-
হিংসুকের মূল আস্তানায়
সেই তীর নিশানা ছুড়তে।

দুঃখিদের দুঃখ পাড়ায়
কষ্টের নীল মোহনাতে
সুখের সেই নদীর মতো
দুঃখ তীরে -
দাঁড়িয়েছো কূল হয়ে,
পরম ভালবাসাতে
হৃদয়ের মনিকোঠায়
আমাদের আঙ্গিনাতে
থাকবে তুমি ফুল হয়ে।

তুমি আছো সবসময়
বিশাল পৃথিবীর কোলে
অনন্ত প্রবাহিত
ঝর্নার মতো-
সুশোভিত বন জুড়ে,
অমলিন স্মৃতি হয়ে
আমার মনের কুরসীতে
প্রিয় নানুভাই হয়েই-
থাকবে তুমি মন জুড়ে।
১৯❤️‍🩹/০১/২০১৯

May Allah keep all the loved ones healthy and give them a beautiful life. Don't lose someone's loved one prematurely. Don't let anyone's dreams be broken

কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজ...
06/01/2024

কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো? কোনো দলের হয়ে, কয়টা টাকার জন্য, কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।

বাড়ি ফিরছিলো ওরা। যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই। ব্যাগ ভর্তি কাপড় চোপড়, বুকের ওপর প্রিয় বাচ্চাটা, পাশের সিটে জীবনসঙ্গী। বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো, "কদ্দূর আসছো?", ওরা উত্তর দিয়েছিলো, "এইতো কমলাপুর, একটু পরেই ট্রেন থেকে নামবো। ভাত খাবো এসে।"

মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে। ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।

ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে, ওটাই বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো। মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়।

আমরা আবার ভুলে যাবো, কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো। শুধু ভুলতে পারবে না সেই মানুষটা, যে ভাত নিয়ে বসে রইলো, কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"

Address

Baridhara J Block
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when On The Way Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category