RostinG Boys

RostinG Boys This is TotoHub Official Page. Please Subscribe Our Youtube Channel.Email: [email protected]

Salman Muqtadir এর কন্টেন্ট শুরু থেকেই ফলো করলেও, ওর ভক্ত হয়ে যাই একটা ঘটনার মধ্য দিয়ে। যখন আমাদের পি.আর এজেন্সি ছিলো তখ...
03/03/2023

Salman Muqtadir এর কন্টেন্ট শুরু থেকেই ফলো করলেও, ওর ভক্ত হয়ে যাই একটা ঘটনার মধ্য দিয়ে। যখন আমাদের পি.আর এজেন্সি ছিলো তখন আপকামিং এক সিনেমার প্রমোশনের জন্য কিছু সেলিব্রিটি বাইটস ম্যানেজ করার ট্রাই করছিলাম।অনেকে তারকাই আগ্রহ ভরে সেই শুভকামনামূলক ভিডিও বানাতে রাজি হয়েছিলেন আবার অনেকেই ডিরেক্টলি না করে সেন। একমাত্র সালমান মুক্তাদিরই সরাসরি রাজি হয়নি। সালমান আমাদের টিমকে জানিয়েছিলো এরকম বাইটস দিতে তার কোনো সমস্যা নেই কিন্তু এর জন্য আগে ওকে কনভিন্স করতে হবে৷ আমাদেরকে এমন কোনো ক্রিয়েটিভ কপিরাইট লিখে নিয়ে যেতে হবে ওর জন্য যেটা পড়ে সালমান যেন ইম্প্রেস হয় আমাদের ক্যামেরার সামনে আসতে। সালমানের এরকম বিহেভিয়ারে বিরক্ত হওয়ার বদলে আমার বরং আরো ভালো লেগেছিলো। সেলিব্রিটিদের নিজেদেরকে সহজলভ্য বানিয়ে ফেলা উচিৎ না এটা সালমান মুক্তাদির ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলো।

ঢাকা থাকলে হয়ত বই মেলাতে যেতাম ওর বই কেনার জন্য। ও কি লিখছে সে ব্যাপারে অতটা আগ্রহ নেই। মূলত ওর প্রতিটা সাফল্যই আমার ভালো লাগে। কন্টেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করাতে আমি খুব ভালোভাবেই জানি এদেশের বর্তমান ভিডিও কন্টেন্ট উত্থানে সালমান কতটা প্রভাব বিস্তার করে রেখেছে। নিজেকে কিভাবে ব্রান্ডিং করতে হয় সেটা প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছে সালমান মুক্তাদির।

29/09/2022

মানুষ তার 'পছন্দের মানুষটার' আইডি তে ঘুরতে পছন্দ করে বেশি । আইডি ঘুরে ঘুরে সে স্ট্যাটাস,প্রত্যেকটা কমেন্ট,কমেন্ট এর রিপ্লাই ফলো করে । কবে কখন কোথায় কে কি কমেন্ট করেছিলো সব তার মাথায় গেঁথে যায়!
এইভাবে চলতে চলতে একদিন সে টের পায় 'অন্য এক্টা' আইডির সাথে তার পছন্দর মানুষটার অনেক 'খাতির' জমে গেছে কমেন্টবক্সে! সে বুঝতে পারে এ মানুষটা বোধহয় তার পছন্দের মানুষ টার 'বিশেষ কেউ!'
তখনি সে তার পছন্দের মানুষটা আইডি তে ঘুরাঘুরি করা কমিয়ে দেয়!
না না! ভালো লাগা কমেনি!
সে এখন ওই 'নির্দিষ্ট' আইডি টায় ঘুরে বেশি । ঘুরে ঘুরে দেখে তার প্রিয় মানুষটা ওই আইডির ছবিতে কি রিয়েক্ট দিয়েছে,কি কমেন্ট করেছে । এসব দেখে সে মন খারাপ করে! তবুও তার 'অভ্যাস' পাল্টায় না ।
সে প্রতিদিন দুটো আইডি তেই ঘুরে আর অনুভব করে।
"কাউকে ভালো লেগে যাওয়াটা ভয়ংকর একটা ব্যাপার..!!

#অমানুষ

17/09/2022

সবসময় স্ট্রং থাকা যায়না, ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায়না। জমে থাকা ব্যথা গুলো হঠাৎ করেই চিৎকার দিয়ে উঠে বলে "আমি আর পারছিনা।"🥀

08/09/2022

কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো।

সবার পছন্দ, ভালো লাগা তো এক নয়। তুমি যাকে আপন ভাবছো, সে হয়ত তোমাকে মনেই রাখে না।🥀

18/08/2022

যারা n8, w8, f9, m9, r8, os3r এই ভাবে চ্যাটিং করে,

তাদের ইংরেজি কি গনিত স্যার এ শিখাইছিলো.?😟

কি বিপদ 🙂
04/08/2022

কি বিপদ 🙂

Address

Dhaka
Dhaka

Telephone

+8801567939923

Website

Alerts

Be the first to know and let us send you an email when RostinG Boys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RostinG Boys:

Share

Nearby media companies


Other Gaming Video Creators in Dhaka

Show All