03/03/2023
Salman Muqtadir এর কন্টেন্ট শুরু থেকেই ফলো করলেও, ওর ভক্ত হয়ে যাই একটা ঘটনার মধ্য দিয়ে। যখন আমাদের পি.আর এজেন্সি ছিলো তখন আপকামিং এক সিনেমার প্রমোশনের জন্য কিছু সেলিব্রিটি বাইটস ম্যানেজ করার ট্রাই করছিলাম।অনেকে তারকাই আগ্রহ ভরে সেই শুভকামনামূলক ভিডিও বানাতে রাজি হয়েছিলেন আবার অনেকেই ডিরেক্টলি না করে সেন। একমাত্র সালমান মুক্তাদিরই সরাসরি রাজি হয়নি। সালমান আমাদের টিমকে জানিয়েছিলো এরকম বাইটস দিতে তার কোনো সমস্যা নেই কিন্তু এর জন্য আগে ওকে কনভিন্স করতে হবে৷ আমাদেরকে এমন কোনো ক্রিয়েটিভ কপিরাইট লিখে নিয়ে যেতে হবে ওর জন্য যেটা পড়ে সালমান যেন ইম্প্রেস হয় আমাদের ক্যামেরার সামনে আসতে। সালমানের এরকম বিহেভিয়ারে বিরক্ত হওয়ার বদলে আমার বরং আরো ভালো লেগেছিলো। সেলিব্রিটিদের নিজেদেরকে সহজলভ্য বানিয়ে ফেলা উচিৎ না এটা সালমান মুক্তাদির ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলো।
ঢাকা থাকলে হয়ত বই মেলাতে যেতাম ওর বই কেনার জন্য। ও কি লিখছে সে ব্যাপারে অতটা আগ্রহ নেই। মূলত ওর প্রতিটা সাফল্যই আমার ভালো লাগে। কন্টেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করাতে আমি খুব ভালোভাবেই জানি এদেশের বর্তমান ভিডিও কন্টেন্ট উত্থানে সালমান কতটা প্রভাব বিস্তার করে রেখেছে। নিজেকে কিভাবে ব্রান্ডিং করতে হয় সেটা প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছে সালমান মুক্তাদির।