Detective Magazine

Detective Magazine The Detective is the monthly magazine of Bangladesh Police.
(1)

আইজিপি ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেনইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি যুক্তরাজ্যের গ্ল...
10/11/2024

আইজিপি ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোল (International Criminal Police Organisation-INTERPOL) এর ৯২তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে ০৯ নভেম্বর ২০২৪ খ্রি. সন্ধ্যায় দেশে ফিরেছেন।
আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এছাড়া এসময় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সাথে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পুলিশ প্রধান ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।
আইজিপি টালি হো পৌঁছালে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন।
আইজিপি বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ প্রশিক্ষণ কলেজের বিভিন্ন কার্যক্রম এবং প্রযুক্তিগত দিকসমূহ পর্যবেক্ষণ করেন। তিনি ইন্সপেক্টর হানিফ উল্লাহ'র নেতৃত্বে ড্রোন এবং ট্রাফিক বিভাগ পরিদর্শন করেন।
পরে তিনি সেখানে টেনিস কোর্ট এলাকায় এক প্যারেড অনুষ্ঠান দেখেন এবং উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন। এ প্যারেডে উপস্থিত ছিলেন চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বার্মিংহামের টালি হো'র ট্রফি স্যুইট রিসেপশন এলাকায় এক চা-চক্রে অংশ নেন আইজিপি। সেখানে ৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শিত হয় এবং বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের বিভিন্ন নেতৃস্থানীয় কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মহিলা পুলিশের সভাপতি সুপারিনটেনডেন্ট এমা স্পেন্স, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জাস পাহিল, আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশনের অ্যাশ আলমকুইস্ট, প্রধান চ্যাপলিন খাদিজা সুলেমান এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোল সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।

একদিনের জন্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপারের দায়িত্বে কিশোরী নাইমাপ্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেকওভার’ ...
30/10/2024

একদিনের জন্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপারের দায়িত্বে কিশোরী নাইমা

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির অংশ হিসেবে একদিনের জন্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পালন করেছে স্কুলছাত্রী ও যুব অধিকারকর্মী নাইমা।

২৯ অক্টোবর 2024 প্রতীকীভাবে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলামের দায়িত্ব পালন করে সে।

কক্সবাজারের নাইমা গার্লস আউট লাউড প্রোগ্রামের সক্রিয় সদস্য এবং চ্যাম্পিয়ন অব চেঞ্জ গ্র্যাজুয়েট। কন্যাশিশুর অধিকার এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করার মাধ্যমে নাইমা তার সহপাঠীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করছে। সম্প্রতি নাইমা তার সম্প্রদায়ের দুটি পরিবারের মেয়েদের বাল্যবিয়ে বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। নাইমা ভবিষ্যতে সিভিল সার্ভিসে যোগ দিতে চায়। সে তার কমিউনিটি এবং এর বাইরেও ইতিবাচক ভূমিকা পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

বিশ্বব্যাপী ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে কন্যাশিশুদের অধিকার তুলে ধরার পর্যাপ্ত সুযোগ তৈরির লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ একাধিক টেকওভার কর্মসূচি আয়োজন করছে। এই অনুষ্ঠানটি প্ল্যান ইন্টারন্যাশনালের বিশেষ কর্মসূচি গার্লস টেকওভার ক্যাম্পেইনের অংশ। এবারের জাতিসংঘঘোষিত কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ‘গার্লস ভিশন ফর দ্য ফিউচার’, যা কন্যাশিশুদের ক্ষমতায়ন, তাদের কণ্ঠস্বরকে জোরালো করা এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে তাদের নিজস্ব কৌশল ও নীতি নির্ধারণের জন্য ভূমিকা পালন করার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেছে। এরই ধারাবাহিকতায় প্ল্যান ইন্টারন্যাশনাল ‘ইউনাইট ফর পিস’ প্রতিপাদ্যটি গ্রহণ করেছে।

নাইমা বলে, ‘আজকের এই গার্লস টেকওভারে অংশগ্রহণ করে আমি খুবই আনন্দিত ও অনুপ্রাণিত। আমার মনে হচ্ছে, ভবিষ্যতে এমন একটা পদে যাওয়া খুব কঠিন না। আমি যদি চেষ্টা করি তবে আমিও এই জায়গায় যেতে পারি। এই গার্লস টেকওভারে অংশগ্রহণ করে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। আমার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বিনিময় করে তাদের অনুপ্রাণিত করতে পারব বলে মনে করি।’

নাইমা গার্লস টেকওভারে কক্সবাজারে টুরিস্ট পুলিশের এসপির দায়িত্ব নেওয়ার পর প্রতিটি বিভাগ পরিদর্শন এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করে। সভায় কক্সবাজারে পর্যটকদের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়। পরে সৈকত পরিদর্শনে গিয়ে নাইমা কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে এবং তাঁদের সমস্যাগুলোর বিষয়ে জানতে চায়। কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে টুরিস্ট পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয় নাইমা।

টুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘আমাদের মেয়েদের স্বপ্নপূরণের অভিযাত্রায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার একটি অনন্য কর্মসূচি। আজ আমাদের অফিসের দায়িত্ব নিয়েছিল নাইমা। এই মেয়েটির মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা দেখেছি, তাতে আমরা বিশ্বাস করি আগামী দিনে তারা সত্যিকার অর্থেই এসব পদে ভূমিকা রাখার যোগ্যতা অর্জন করবে। তারা আমাদের দেশের বৃহত্তর মঙ্গলের জন্য কাজ করবে। এ দেশ বিনির্মাণে এবং কমিউনিটি বিনির্মাণে তারা আরও মোক্ষমভাবে কাজ করবে। আমি বিশ্বাস করি, এটি শুধু প্রতীকী হিসেবে থাকবে না। আজ থেকে ১০, ১৫ বা ২০ বছর পরে এটি সত্যিকার অর্থে বাস্তবায়তি হবে। শুধু সরকারি অফিসগুলোতে নয়, ইন্টারন্যাশনাল অফিসসহ সব জায়গায় আমাদের মেয়েরা ছড়িয়ে পড়বে।’

বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপিরসন্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদির বি...
29/10/2024

বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির

সন্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদির বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করার জন্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি পুলিশের সকল ইউনিট প্রধানকে নির্দেশ দিয়েছেন।

আইজিপি আজ সোমবার এক বিশেষ বার্তায় এ নির্দেশ প্রদান করেন।

দেশব্যাপী চলতি ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিসহ অন্যান্য মামলার আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চলমান অভিযানে অপরাধপ্রবণ এলাকা অর্থাৎ ক্রাইম জোনে কম্বিং অপারেশন পরিচালিত হচ্ছে। পুলিশের স্থায়ী চেকপোস্টের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশি টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় ১৫০টি স্থায়ী ও মোবাইল চেকপোস্ট কার্যকর রয়েছে। ৩০০টি মোটর সাইকেল টিম এবং ২৫০টি টহল টিম কার্যকর রয়েছে। এছাড়া, দেশব্যাপী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেফতারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে যা চলমান রয়েছে।

চলমান বিশেষ অভিযানে ২৭ অক্টোবর পর্যন্ত ছিনতাইকারী, চাঁদাবাজ, ডাকাত ২০০ জন; তালিকাভুক্ত সন্ত্রাসী ১৬ জন; বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী ১ হাজার ১৪০ জন; মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে ১ হাজার ১৪৪ জন এবং অবৈধ অস্ত্রধারী ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

জনগণের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ কাজ করছে-আইজিপিইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডি...
27/10/2024

জনগণের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ কাজ করছে-আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি বলেছেন, জনগণের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী ও আহত বীরদের সম্মানে উৎসর্গীকৃত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা করেছিল। করোনাকালে জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।

আইজিপি বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশের কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে। আমরাও পুলিশে ধারাবাহিকভাবে পরিবর্তনের সূচনা করেছি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে আবু সাঈদ যেভাবে দাঁড়িয়েছেন তা আজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে স্বীকৃত।

পুলিশ প্রধান বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় প্রতিটি মামলা অত্যন্ত গুরুত্বসহ নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন দমাতে যারা রাজনৈতিক ছত্রছায়ায় নিষ্ঠুরতম কর্মকাণ্ড করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, শহিদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যগণ, স্থানীয় ছাত্র সমন্বয়কগণ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে আইজিপি আজ সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের বাড়িতে যান। তিনি আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করেন। তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পুলিশ প্রধান রংপুর জেলা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

সবশেষে আইজিপি রংপুর বিভাগের সকল পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে আইজিপি ও ড...
24/10/2024

বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার

বঙ্গভবন ও পাশ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি ও ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

২৩ অক্টোবর ২০২৪ খ্রি. সকাল দশটায় আইজিপি চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. দিবাগত রাত দুইটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৪ খ্রি.) বঙ্গভবন ও পাশ্ববর্তী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৫ জন সদস্য আহত হন। তাদের মধ্যে ৯ জন আহত অবস্থায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত অন্য ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র গ্রহণ করেন।

আরএমপি-তে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভারাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ে ২০ অক্টোবর ২০২৪ খ্রি...
23/10/2024

আরএমপি-তে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ে ২০ অক্টোবর ২০২৪ খ্রি. বিকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান পিপিএম, এনডিসি, সিআইডির অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ, বিপিএম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আলমগীর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে জাপানের প্রতিনিধি দলের সিটিটিসি প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতসন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধ...
22/10/2024

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে জাপানের প্রতিনিধি দলের সিটিটিসি প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে জাপান কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি প্রতিনিধি দল সিটিটিসি প্রধান মো: মাসুদ করিম এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

২১ অক্টোবর, ২০২৪ খ্রি. ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে জাপান কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া) ওৎসিকু কোতারো এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতকালে মি. ওৎসিকু কোতারো সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন স্পেশালাইজড প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানিলন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

আর্চারি প্রতিযোগিতায় সাত পদক জয় পুলিশেরষষ্ঠ জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ সাতটি পদক জিতেছে বাংলাদেশ পুলিশ আর্চা...
21/10/2024

আর্চারি প্রতিযোগিতায় সাত পদক জয় পুলিশের

ষষ্ঠ জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ সাতটি পদক জিতেছে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।

একটি স্বর্ণ পদকের পাশাপাশি পাঁচটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন পুলিশ পুলিশ আর্চারি ক্লাবের সদস্যরা।

সেনাবাহিনী, বিমানবাহিনী, আনসার, বিকেএসপি, তীরন্দাজ, কোয়ান্টামসহ ৩০-৩৫টি ক্লাবকে পেছনে ফেলে এই সফলতা অর্জন করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে পুলিশের আইজিপি ময়নুল ইসলাম।হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব ম...
14/10/2024

নারায়ণগঞ্জে পুলিশের আইজিপি ময়নুল ইসলাম।
হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব ময়নুল ইসলাম নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পূজা মন্ডব পরিদর্শন করেন। আইজিপি বলেন নারায়ণগঞ্জের তথা কথিত গডফাদাররা কোথায়। সবাই পালিয়েছে। নারায়ণগঞ্জের একটি লোমহর্ষ ঘটনা তকি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের কোন বিচার হয়নি। জনপ্রিয় সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার হয়নি। এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের তদন্ত করা হচ্ছে। অন্যায় করে কেউ রেহাই পাবে না, সে যত বড় শক্তিশালী হোক তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সারাদেশের মানুষ সাগর রুনির হত্যার বিচার চায়। সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে চায়। আইজিপির সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন।
ওয়াহিদ মুরাদ। ১২/১০/২৪/শনিবার।

পুলিশের কাজে গতিশীলতা বাড়াতে ডিএমপির ৫০ থানায় যুক্ত হচ্ছে নতুন গাড়ি; হস্তান্তর ১০টিডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএ...
10/10/2024

পুলিশের কাজে গতিশীলতা বাড়াতে ডিএমপির ৫০ থানায় যুক্ত হচ্ছে নতুন গাড়ি; হস্তান্তর ১০টি

ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর অনন্য উদ্যোগে আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির ৫০ থানায় যুক্ত হচ্ছে নতুন গাড়ি।

বুধবার (৯ অক্টোবর ২০২৪ খ্রি.) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির থানাগুলোর সক্ষমতা বাড়াতে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী।

নতুন গাড়ি হস্তান্তরের শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, পুলিশি কর্মকাণ্ডে গতিশীলতা একটি অন্যতম উপকরণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন একটি গুরুত্বপূর্ণ অংশ। সেজন্য ডিএমপি কমিশনার মহোদয় নিজস্ব উৎস থেকে ৫০ টি নতুন গাড়ি ডিএমপির গাড়ি বহরে যুক্ত করার অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে আজ উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও নিউমার্কেট থানায় ১০টি গাড়ি যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে আরও ৪০টি থানায় নতুন গাড়ি যুক্ত হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে এসব গাড়িগুলো ব্যবহৃত হবে।

এই গাড়িগুলো যুক্ত হওয়ার সাথে সাথে পুলিশের কর্মকান্ডে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। পুলিশ আরো উদ্যমের সাথে কাজ করবে এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিএমপির ক্ষয়ক্ষতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, আন্দোলনের সময় ডিএমপির মোট গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮৬টি। এর মধ্যে ৯৭ টি গাড়ি পুড়ে গেছে যা মেরামত যোগ্য নয়। এ ছাড়াও যে সকল থানায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামতের কাজ চলমান রয়েছে। বর্তমানে ডিএমপির সবগুলো থানার কার্যক্রম পুরোদমে চালু রয়েছে।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম; উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএম (সেবা) সহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনারশান্তিপূর্ণ ও উৎসবমুখর প...
09/10/2024

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরের প্রতিটি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

৮ অক্টোবর ২০২৪ খ্রি. সকালে শারদীয় দুর্গাপূজা-১৪৩১ উদযাপন উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল হিন্দু ধর্মাবলম্বীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা অনুষ্ঠান হলেও সারাদেশের মানুষ এর আনন্দ উপভোগ করে। এ বছর দক্ষিণ সিটিতে ১৩১ টি ও উত্তর সিটিতে ১২২টিসহ ঢাকা মহানগরে ২৫৩ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীসহ সারাদেশে যাতে করে এই ধর্মীয় অনুষ্ঠানটি ভাবগম্ভীর পরিবেশে এবং যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হতে পারে এজন্য বিভিন্ন ধাপে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভাগুলো অনুষ্ঠিত হয়েছে।

পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা মহানগরের প্রতিটি পূজা মন্ডপে স্থায়ী পুলিশ মোতায়েনের পাশাপাশি থানা পুলিশের নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা ও মেটাল ডিটেকটরের মাধ্যমে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক দল থাকবে। সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন থাকবে। অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। একই সাথে সশস্ত্র বাহিনীর সদস্যসহ র্যা ব ফোর্সেস বাহিনী তাদের টহল কার্যক্রম ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করবেন। পূজার দিনগুলোতে আগত ভক্ত মন্ডলীদের চেকপোস্টে কর্মরত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ করেন তিনি।

পূজায় ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, পূজার দিনগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা রাখা হয়েছে। তবে পুরান ঢাকার দিকে রাস্তা সরু হওয়ার কারণে সেখানে যান চলাচলে কিছুটা অসুবিধা হতে পারে। এজন্য আমরা পূজা উদযাপন কমিটিকে অনুরোধ করেছি, পূজা মন্ডপের কাছাকাছি যেন কোন মেলা বা জনসমাবেশ যাতে না হয় সে ব্যবস্থা করার জন্য।

কমিশনার বলেন, ১৩ই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাৎসব শেষ হবে। এজন্য পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী, ওয়াইজঘাট, ডেমরা শীতলক্ষা নদীসহ ১৫ টি স্থান নির্ধারণ করা হয়েছে। বিসর্জন শোভাযাত্রাতেও পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এজন্য নৌ পুলিশ ফায়ার ব্রিগেডসহ অন্যান্যরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া জরুরি প্রয়োজনে ৯৯৯ এর মাধ্যমেও সেবা গ্রহণ করা যাবে।

বিসর্জনের সকল কার্যক্রম সন্ধ্যা সাত ঘটিকার মধ্যে সম্পাদনের অনুরোধ করে কমিশনার বলেন, পূজা মন্ডপ, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রব্য নিষিদ্ধ। একই সাথে পটকা ও আতশবাজির ব্যবহার না করার অনুরোধ করেন তিনি। বিসর্জন শোভাযাত্রায় উচ্চস্বরে সাউন্ড সিস্টেম না ব্যবহার করার জন্যও অনুরোধ করেন তিনি। যারা সাঁতার জানেন না তাদেরকে পানিতে না নামার জন্য অনুরোধ করেন কমিশনার।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে কমিশনার বলেন, আমরা আশা করছি এ বছর পূজা উৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাধাবিঘ্ন ছাড়াই অনুষ্ঠিত হবে। এজন্য তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এর আগে ডিএমপির সিটিটিসির সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম ও কে-নাইন টিম উদ্ভুত জরুরী পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে তার একটা মহড়া প্রদর্শন করে।

এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

৬ উইকেটে জিতে পাকিস্তানকে ধবলধোলাই বাংলাদেশেরবাংলাদেশের ইতিহাসদেশের ক্রিকেটে নতুন অধ্যায়। পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ...
03/09/2024

৬ উইকেটে জিতে পাকিস্তানকে ধবলধোলাই বাংলাদেশের

বাংলাদেশের ইতিহাস
দেশের ক্রিকেটে নতুন অধ্যায়। পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। দেশের বাইরে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। বাংলাদেশ এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের সেই দলটি পূর্ণশক্তির ছিল না। যেকোনো দিক বিচারেই এই সিরিজ জয়ের মাহাত্ম্য বেশি। সঙ্গে সিরিজের প্রথম টেস্টে আছে ১০ উইকেটের জয়।

অন্যদিকে নিজেদের ইতিহাস দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ সহজেই জিতেছে। দুই ওপেনার জাকির হোসেন ও সাদমান ইসলাম নিজেদের কাজটা করেছেন। গড়েছেন ৫৮ রানের জুটি। ৪০ রান করেছেন জাকির, ২৪ রান করেছেন সাদমান। এরপর নাজমুল হোসেন ও মুমিনুল হকও দলের চাহিদা মিটিয়েছেন। নাজমুল করেছেন ৩৮ রান, মুমিনুল ৩৪ রান। দলীয় ১৫৩ রানে মুমিনুল আউট হলে বাকি কাজটা শেষ করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

পুলিশের লুন্ঠিত অস্ত্রসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিতবাংলাদেশ পুলিশের লুন্ঠিত অস্ত্রসহ যেকোন ...
03/09/2024

পুলিশের লুন্ঠিত অস্ত্রসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের লুন্ঠিত অস্ত্রসহ যেকোন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আগামীকাল বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. থেকে অভিযানে নামছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসারের সমন্বয়ে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কৌশল নির্ধারণের জন্য ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর সভাপতিত্বে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি ঘটে। শেষ তিন দিন (শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়ার আগে-পরে) থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়।

গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে। তাছাড়াও, কোনো ব্যক্তির কাছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাংলাদেশ আনসারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর সাথে  ঢাক...
01/09/2024

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোর এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

২৯ আগস্ট ২০২৪ খ্রি. বিকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মোঃ আমিনুল ইসলাম, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির।

মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল মার্কিন দূতাবাস ও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসানকে ধন্যবাদ জানান।

সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডিএমপি কমিশনার মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকগণের নিরাপত্তা প্রদানসহ যেকোন প্রয়োজনে সদা পাশে আছে এবং থাকবে।

ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। সাক্ষাতকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসব প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে ডিএমপি কমিশনার প্রত্যাশা করেন। প্রতিনিধিদল প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।

এসময় ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ ও অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইজিপির সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর সা...
01/09/2024

আইজিপির সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর সাথে আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোর এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মোঃ আমিনুল ইসলাম, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। সাক্ষাতকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে আইজিপি প্রত্যাশা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।

আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাং...
01/09/2024

আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর সাথে আজ বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (Office of the High Commissioner for Human Rights-OHCHR) এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান Rory Mungoven তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা Livia Cosenza ও Alexander James Amir El Jundi.

সাক্ষাতকালে আইজিপি প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন আইজিপিইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি আজ রব...
01/09/2024

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি আজ রবিবার বিকালে ফেনী এবং কুমিল্লা জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতাও প্রত্যক্ষ করেন।

আইজিপি কুমিল্লা জেলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ার পরপরই পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে।

তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি বন্যাদুর্গত জেলাসমূহে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

পুলিশ প্রধান বলেন, বন্যাদুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ স্পিডবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বানভাসি মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে।

Address

69/1, Nayapalton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Detective Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Detective Magazine:

Share

Nearby media companies