Liton Panna Official

Liton Panna Official আসসালামুয়ালাইকুম। নতুন নতুন ফানি ভিডিও দেখতে পেজ টি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।
(3)

নতুন ব্রয়লার মুরগির জাত উদ্ভাবন, প্রতি কেজির দাম ৫৯০ টাকামানবদেহের হদযন্ত্রের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো ওমেগ...
16/07/2025

নতুন ব্রয়লার মুরগির জাত উদ্ভাবন, প্রতি কেজির দাম ৫৯০ টাকা

মানবদেহের হদযন্ত্রের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো ওমেগা-৩ ফ্যাটি এসিড। এবার শরীরের জন্য উপকারি উপাদান ফ্যাটি এসিড সমৃদ্ধ মুরগির জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল সাবেক শিক্ষার্থী। ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মুরগির মাংসের দাম কেজি প্রতি ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রকৃতিতে সাধারণত সামুদ্রিক মাছে (স্যামন ফিস, ম্যাকরেল ফিস, হেরিং ফিস) এ ফ্যাটি এসিডটি অধিক মাত্রায় পাওয়া যায়। কিন্তু এসব সামুদ্রিক মাছের প্রাপ্যতা কম এবং অত্যধিক দামের কারণে এসব মাছ সবাই কিনতে করতে পারে না। মানুষের কাছে এ অতি গুরুত্বপূর্ণ ফ্যাটি এসিডটি পৌঁছে দেয়ার লক্ষ্যে এবার ব্রয়লার মুরগির মাংসে ও লেয়ার মুরগির ডিমে ‘ওমেগা-৩’ ফ্যাটি এসিড সমৃদ্ধকরণে সাফল্য পেয়েছে তারা।

দুই বছর ধরে ব্রয়লার মুরগির মাংস ও লেয়ার মুরগির ডিমের ওপর গবেষণা করে তারা এ সাফল্য পেয়েছেন। ওমেগা-৩ ফ্যাটি এসিড-সমৃদ্ধ ‘সেফ ওমেগা-৩ ব্রয়লার’ ও ‘সেফ ওমেগা-৩ এগ’ নামে দুটি পণ্য শিগগিরই বাজারজাত করবে তাদের উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ‘আপিজ সেফ ফুড এগ্রো লিমিটেড’।

গতকাল শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আপিজ সেফ ফুড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জিকরুল হাকিম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কৃষিবিদ মো. আহসান হাবীব।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গবেষণায় লেয়ার মুরগির ডিমের ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ৩৭৪ দশমিক ২৯ মিলিগ্রাম এবং ব্রয়লার মুরগির মাংসের ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ১৮৭ দশমিক ১৫ মিলিগ্রাম ওমেগা-৩ ফ্যাটি এসিড পাওয়া গেছে, যা ওমেগা-৩ সমৃদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় মাত্রা থেকে বেশি। গবেষণায় প্রাপ্ত ফলাফলটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) দ্বারা পরীক্ষিত হয়েছে।

আপিজ সেফ ফুড এগ্রো লিমিটেডের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ আহসান হাবিব ও ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জিকরুল হাকিমের সমন্বয়ে গঠিত ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম’ এই সেফ ব্রয়লার ও সেফ এগকে ওমেগা-৩ সমৃদ্ধ করার গবেষণাটি শুরু করে।

গবেষণা সম্বন্ধে কৃষিবিদ জিকরুল হাকিম জানান, গবেষণা প্রকল্পটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে ২০২২ সালের এপ্রিল মাসে শেষ হয়। প্রকল্পটিতে মূলত মুরগির খাদ্যাভাস ও খাদ্য গ্রহণে পরিবর্তন আনা হয়। খাদ্য হিসেবে মুরগিকে প্রতিদিনের খাদ্যের সঙ্গে কড লিভার অয়েল, ফ্ল্যাক্স সিড অয়েল, ফিশ অয়েল ইত্যাদি ওমেগা-৩ সমৃদ্ধ উপাদান সরবরাহ করা হয়। দেশে তারাই প্রথম ওমেগা-৩ ফ্যাটি এসিড-সমৃদ্ধ মুরগির মাংস উৎপাদন ও বাজারজাত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন।

পণ্যগুলোর দাম সম্পর্কে কৃষিবিদ মো. আহসান হাবীব জানান, সাধারণ ব্রয়লার মুরগির মাংসের দাম কেজিপ্রতি ২৮০ থেকে ২৯০ টাকা হলেও ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মুরগির মাংসের দাম কেজিপ্রতি ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে সাধারণ লেয়ার মুরগির ডিমের দাম প্রতি ডজন ১২০ টাকা হলেও ওমেগা-৩ সমৃদ্ধ ডিমের দাম প্রতি ডজন ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন সুপার শপে পণ্যগুলো কিনতে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১৬ সালে বাকৃবির চার তরুণ শিক্ষার্থীর উদ্যোগে আপিজ সেফ ফুড এগ্রো লিমিটেড যাত্রা শুরু করে। নিরাপদ ও পুষ্টিকর খাবারের জোগান দেয়া এবং দেশের মেধাবী ও পরিশ্রমী জনশক্তিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে সমৃদ্ধি আনা সংগঠনটির অন্যতম লক্ষ্য। বর্তমানে ঢাকাসহ চারটি বিভাগীয় শহরে প্রায় চার হাজারের অধিক পরিবারে নিরাপদ প্রাণিজ আমিষের জোগান দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মামুনকে দুই টু/ক/রা করে ভরা হয় বস্তাতে, মিলল চাঞ্চল্যকর তথ্য....রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম থেকে অপহ...
15/07/2025

মামুনকে দুই টু/ক/রা করে ভরা হয় বস্তাতে, মিলল চাঞ্চল্যকর তথ্য....

রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম থেকে অপহরণের ৮ দিন পর পোলট্রি ব্যবসায়ী মো. মামুনের (২৫) বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) কাউখালীর মাঝেরপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিলের সাবেক কর্মচারী মো. কামরুল ইসলাম ও তার তার স্ত্রী সাথী আক্তারকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহত মামুনের সাবেক কর্মচারী কামরুলকে লক্ষ্মীপুর জেলার ভবানিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামুনকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে এ টাকা পরিশোধের আগেই সাবেক কর্মচারীর হাতে খুন হন মামুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন গত ৭ জুলাই বিকেল থেকে নিখোঁজ হন। এ দিন রাতেই স্ত্রীকে ফোন করে মামুন তার ব্যাংকের দুটি চেক চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট বাজার এলাকার জনৈক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। নিজে ঝামেলায় আছেন জানিয়ে স্ত্রীকে চিন্তা না করার জন্য বলেন তিনি। কিন্তু ওই দিন রাতেই চায়ের সঙ্গে নেশাজাতীয় খাবার খাইয়ে তাকে অজ্ঞান করে হত্যা করে। তার পর থেকে পরিবারের কারো সাথে আর যোগাযোগ হয়নি মামুনের।

এরপর গত ৮ জুলাই মামুনের স্ত্রীর ফোনে মামুনের নম্বর থেকে ফোন করা হয়। এ সময় তাকে অপহরণের খবর দেওয়া হয়। এজন্য ১০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। একইদিনে কাউখালী থানায় মামুনের স্ত্রী নিখোঁজ ডায়েরি করেন। স্থানীয়দের সহযোগিতায় চেক নেওয়া আনোয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

সূত্র জানিয়েছে, আনোয়ারকে আটকের পর উঠে আসে অপহরণের সঙ্গে তার সাবেক কর্মচারী কামরুলের নাম।

মামুনের স্ত্রী জানায়, ১০ লাখ টাকা চাঁদা দাবি করে কামরুল ফোন করেন। তিনি একই ইউনিয়নের ডাব্বুনিয়া এলাকার সেলিম সওদাগরের ছেলে। স্ত্রীকে নিয়ে রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট বাজার এলাকায় ৬ তলা আবাসিক ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

মামুনের স্ত্রী জিডি করার পর নড়েচড়ে বসে কাউখালী থানা পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় কামরুলের সন্ধানে নামে। পরে গত সোমবার লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে এক বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার থেকে মামুনের বিষয়ে বিস্তারিত তথ্য মেলে।

পুলিশ হেফাজতে কামরুল জানায়, মামুনকে রানীরহাট এলাকায় তার ভাড়া বাসায় স্ত্রীসহ চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরে তাকে হত্যা করে লাশ দ্বিখণ্ডিত করে স্ত্রীসহ বস্তায় করে কাউখালী উপজেলার মাঝেরপাড়া এলাকায় এসে তার ফুফা শশুরের বাড়ির পাশে লাশ মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়। কামরুলের স্বীকারোক্তি মোতাবেক এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী সাথী আক্তার (১৯)-কে ও গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন, মামুনের সাবেক কর্মচারী ছিলেন ঘাতক কামরুল। কিন্তু কর্মচারী থাকলেও সম্প্রতি তারা দুজনে মিলে শেয়ারে ব্যবসা করছিলেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, এ ব্যাপারে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতক কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে খুঁজে বের করা হবে।

কণার বিচ্ছেদে এবার নুসরাত ফারিয়ার নাম!…নিজের বিয়ে বিচ্ছেদের খবর জানিয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট দেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত ক...
15/07/2025

কণার বিচ্ছেদে এবার নুসরাত ফারিয়ার নাম!

নিজের বিয়ে বিচ্ছেদের খবর জানিয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট দেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। গত ২৫ জুন রাতের ওই পোস্টে তিনি দাবি করেন, ১৬ জুন মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তবে গহীনের কাছের একটি সূত্র দাবি করেছে, কণা তালাকের একটি নোটিশ পাঠালেও তাদের বিয়ে বিচ্ছেদ এখনো সম্পন্ন হয়নি। অর্থাৎ আইনগতভাবে কণা এখনো গহীনের স্ত্রী।
গহীনের ঘনিষ্ঠ সূত্রটি অভিযোগ করেছে, কণার তালকের নোটিশ পাঠানোর পেছনে হাত আছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। সূত্রটি জানায়, তিনি এই বিয়ে বিচ্ছেদে সাক্ষী হয়েছেন। অথচ তিনি চাইলে দুজনকে নিয়ে বসে সমাধান করতে পারতেন।
অভিযোগের বিষয়ে জানতে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে গায়িকা কণার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

শ্যুটিংয়ের সময় করণ আমার গোপন জায়গায় হাত দিত : অনুষ্কা শর্মাসবে মাত্র পৃথিবী থেকে বি’দায় নিয়েছে সুসান্ত সিং রাজপূত। আপাতভ...
15/07/2025

শ্যুটিংয়ের সময় করণ আমার গোপন জায়গায় হাত দিত : অনুষ্কা শর্মা

সবে মাত্র পৃথিবী থেকে বি’দায় নিয়েছে সুসান্ত সিং রাজপূত। আপাতভাবে কিছুটা নি’ভে ছিলো পরিচালক – অভিনেত্রী বিবা’দের আ’গুন। কিন্তু সুসান্তের মা’রা যাওয়াতে তবে সেই আ’গুনে এবারে জলের জায়গায় পেট্রোল ঢাললো অনুষ্কা। অভিযোগের তীর এবার পরিচালক করণ জোহারের উপর। শ্যুটিং চলাকালীন করণের বাজে ব্যবহারের উপর চড়াও হয়ে অভিনেত্রী আঙুল তুলেছেন করণের চ’রিত্র এবং আচরণের উপর। তার অভিযোগ “ইয়ে দিল হ্যায় মুস্কিল” সিনেমার শ্যুটিং চলাকালীন বেশ কয়েরবার বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছেন তাকে পরিচালক করণ জোহার।

করণের আচরণ নিয়ে প্রশ্ন এই প্রথম নয়। এর আগেও অবশ্য এহেন কারণের জন্যই অভিনেত্রী কঙ্কনা রানাউতের সঙ্গেও বিবাদে ফেঁ’সে’ছেন। তারউপর অনুষ্কার এই অভিযোগে আরেক বাড়তি ঝামেলা এসে জুটলো পরিচালকের কপালে। “এ দিল হ্যা মুশকিল” সিনেমার শুটিংয়ের সময় খারাপ ভাবে তাকে স্পর্শ করতেন করণ জোহর- এমনই অভিযোগ অনুষ্কার। করণ জোহরের শো “কফি উইদ করণ” এও অনুষ্কা করণের সামনে সরাসরি বলেছেন যে তিনি করণের বিরুদ্ধে অশ্লী’লতার হ্যারা’সমেন্টের কেসও করতে চেয়েছিলেন।

“কফি ইউডি করণ” এ করণ অনুষ্কাকে বলেছিলেন যে “এ দিল হ্যা মুশকিল” সিনেমার শ্যুটিং চলাকালীন অনুষ্কাকে খুব সুন্দর দেখাচ্ছিল। সেইসময় অনুষ্কা যে করণের ক্রাশ এটাও বোঝা গিয়েছিল খুব সহজেই। করণের এই কথারই উত্তর দিতে অনুষ্কা শ্যুটিং চলাকালীন করণের ব্যবহারের কথা বলতে গিয়ে তার বিরু’দ্ধে কে’স করার কথা টেনে আনেন। অন্য কোথাও নয়, সরাসরি করণের শো’তেই করণের সামনে তার খারাপ স্প’র্শের ব্যাপারে কথা বলেছেন অনুষ্কা। এমনকি শুধু অনুষ্কার সাথেই নয়, মনিস মালহোত্রার পার্টিতে জ্যাকলিনের সাথেও নাকি এরকমই করেছিলেন করণ, এমনটাও সরাসরি জানিয়েছেন অনুষ্কা।

করণ-অনুষ্কার মধ্যে বিবাদ উত্তরোত্তর বাড়তে থাকায় অনুষ্কার সঙ্গে আসা ক্যাটরিনা সেই মুহূর্তে অন্যান্য কথার মাধ্যমে মামলাটিকে শান্ত করারও চেষ্টা করেছেন। ক্যাটরিনা বলেন তারা এই ব্যাপারে পরেও কথা বলতে পারেন, করণ-অনুষ্কার মধ্যে কিছু খারাপ হোক তা চাননা ক্যাটরিনা। তিনি অনুষ্কাকে বলেন যে হতে পারে করণের স্প’র্শ তার খারাপ লেগেছে, কিন্তু করণের সেরকম কোনো মানসিকতা ছিলোনা ।

কিন্তু এই ঝা’মেলা নিয়ে এখনও মুখ খুলতে শোনা যায়নি করণকে। সত্যি ফাঁ’শ হয়ে যাওয়ার :ভ’য়তে মুখ খুলছেন না’ নাকি এরকম ‘অভিযোগ নিয়ে মাথা ঘামাতেই রাজি নয় তিনি’- প্রশ্ন উঠছে এ নিয়ের। এবার দেখা যাক এত প্রশ্ন জমে গেলে তার উত্তরে মুখ কবে খোলেন করণ।

সিঁধ কেটে ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে ধ*র্ষ*ণ...ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূর হাত ও...
15/07/2025

সিঁধ কেটে ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে ধ*র্ষ*ণ...

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূর হাত ও পা বেঁধে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলেও জানা গেছে। এ ঘটনায় প্রধান আসামি কামাল মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার।

গ্রেপ্তার কামাল মাঝি (৩৫) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের মো. তোফাজ্জল মাঝির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর বসতঘরে সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে কামাল হোসেন সিঁধ কেটে বসতঘরে প্রবেশ করে। ভুক্তভোগীকে খাট থেকে মাটিতে নামিয়ে অজ্ঞাত আসামিদের সহযোগিতায় হাত ও পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন কামাল মাঝি। পরে ভুক্তভোগীকে উলঙ্গ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায় প্রধান আসামি। ঘটনার পরের দিন ভুক্তভোগী ভোলা মডেল থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি মো. কামাল মাঝি ও অজ্ঞাত আরও ৩-৪ জন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চর আনন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হবে।

ঘন্টা চুক্তিতে যা করেন কলেজের ছাত্রীরাডিজিটাল বাংলাদেশে স’বকিছুই যেন ডি’জিটালের হাওয়া। ডিজিটাল হওয়ায় ভা’লোর পাশাপাশি আ’ছ...
15/07/2025

ঘন্টা চুক্তিতে যা করেন কলেজের ছাত্রীরা

ডিজিটাল বাংলাদেশে স’বকিছুই যেন ডি’জিটালের হাওয়া। ডিজিটাল হওয়ায় ভা’লোর পাশাপাশি আ’ছে খা’রাপ। এরই অংশ হিসাবে বর্তমা’নে রা’জধানীতে অবাধে চলছে ফোনে অশ্লি’লতা। আর ঢাকার তরুণীরা এক ঘন্টা বা দুই ঘন্টার চুক্তিতে এই ফোন ক’রতে বি’জ্ঞাপনের জ’ন্য ব্যবহার করছে বিভিন্ন ওয়েবসাইট, পাশাপাশি আ’ছে ফেস’বুকেরও ব্যবহার।ফলশ্রুতিতে এ বাণিজ্য মহা’নগরীতে এখন জমজমাট ব্য’বসা। তবে ফোনে গো’পন কাজ করার জ’ন্য আ’পনাকে ঘন্টা প্র’তি গু’নতে হবে টাকা।

আর এই জ’ন্য আ’পনাকে অগ্রিম বিকাশ বা ফেলিক্সিলোড ক’রতে হবে নির্ধা’রিতফোন নম্বরে। নচেৎ সাড়া দেয়া হয় না। এ সং’ক্রা’’ন্ত অনেক ওয়েব সাইটে বি’জ্ঞাপনও প্র’চার করা হচ্ছে।ওই স’ব বি’জ্ঞাপনে ব’লে দেয়া হচ্ছে, বিকাশ বা ফেক্সিলোড মাধ্যম ছাড়া টাকা না পাঠিয়ে দয়া করে কেউ বি’র’ক্ত করবেন না। মিস ক’ল দেবেন না।

আরও পড়ুন : হাতের নখের মধ্যে- হস্ত্ররেখা বিজ্ঞান আর জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে, যেগুলি সব কিছু জানার পর আপনি আপনার ভবিষ্যৎ খুব সহজেই জানতে পারবেন । আর এর সাহায্যে আপনি ভবিষ্যেতের ঘটনাগুলি আন্দাজ করতে পারবেন ।

আর আমাদের হাতে আর পায়ে একম কিছু জিনিস থাকে যা আমাদের ভবিষ্যতের কথা বলে থাকে । আর আমাদের হাতের মধ্যে যে রেখা গুলি আছে তাদের অর্থ কিছু না কিছু হয়ে থাকে । আর মানুষের হাতের নখ তাদের নিয়ে অনেক কিছু বলে ।

আর আপনারা নিজেদের নখ দেখেছেন আর আপনি লক্ষ করেছেন এই হাতের নখের মধ্যে একটি নখ থাকে। কিন্তু এই চিহ্নটি সকলেই নখে থাকে না । আর নখের উপর এই চিহ্ন আপনার নিয়ে অনেক রহস্য খুলে দিতে পারে । আর আজ আমরা এই নখের নিয়ে কিছু অজানা কথা আপনাদের জানাব ।

আসলে এই অর্ধ চন্দ্রের মানে কি হয়ে থাকে ? আসলে যে মানুষের নখে এই ধরনের চিহ্ন থাকে তাদের জীবন খুব ভালো ভাবে কেটে থাকে । কিন্তু এই সব লোকেদের প্রথমে কঠিন পরিশ্রমের মাধ্যমে দিন কাটাতে হয়ে থাকে । কিন্তু পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়ে থাকে । আর যারা পরিশ্রম করে তারা ভালো জীবন কাটিয়ে থাকে ।

আর যাদের নখের মধ্যে এই রকম চিহ্ন থাকে তাদের জীবন সঙ্গির জন্যে খুব ভাগ্যশালী হয়ে থাকে । আর এদের যারা জীবন সঙ্গী হবে তারা খুব পরিষ্কার মনের হবে । আর সে আপনাকে খুব ভালো বাসবে । কিন্তু তাঁর সব সময় খেয়াল রাখতে হবে নাহলে সে আপনার প্রতি অভিমান করতে পারে ।

আর যাদের নখের মধ্যে এই চিহ্ন থাকে তারা খুব পরিশ্রমি হয়ে থাকে । আর তারা কঠিন থেকে কঠিন কাজ পরিশ্রম করতে কোন দিন পিছুপা হয় না । আর তারা নিজেদের কাজের জন্যে খুব সিরিয়াস হয়ে থাকে । তারা যে কাজটি একবার করব ভাবে তারা তা করেই ছাড়ে । আর তাঁর জন্যে কঠিন পরিশ্রম করে থাকে । আর যাদের নখে এই রকমের চিহ্ন থাকে তাদের নিজের দেশের জন্যে কিছু করে দেখানোর সৌভাগ্য পেয়ে থাকে । আর তাদের সব সময় সততার সাথে এগিয়ে যেতে হবে , আর কোন আশা সুযোগ কে কোন দিন হাতছাড়া করা উচিত নয়।

গভীর রাতে চরমোনাই দরবারে নাহিদ...দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বর্...
15/07/2025

গভীর রাতে চরমোনাই দরবারে নাহিদ...

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বর্তমানে বরিশাল বিভাগে রয়েছেন। এরই অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে এনসিপির নেতারা পরিদর্শন করেছেন চরমোনাই দরবার শরীফ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ।

জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল রাতে বরিশালের চরমোনাই দরবার শরীফে যাওয়ার পর তাদেরকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

পরে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শেষে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ বলেন, এনসিপির শীর্ষ নেতারা রাতে চরমোনাই পীরের বাড়িতে যান। তারা সেখানে রাতের খাবার খেয়ে নগরীতে ফিরে গেছেন।

ময়মনসিংহ ভালুকায়,,টিএনটি মোরের সামনে মা,বাচ্চাসহ তিন জনকে জবাই করে হত্যা করে..! এই কোন পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ.. মানু...
14/07/2025

ময়মনসিংহ ভালুকায়,,
টিএনটি মোরের সামনে মা,বাচ্চাসহ তিন জনকে জবাই করে হত্যা করে..!
এই কোন পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ..
মানুষ কতটুকু নিরাপদ??

শিবিরের নেতা ফায়াজ শাহেদ ঘোষণা দিয়েছে যে জিয়াউর রহমানের কবরের ওপর বুলডোজার চালানো নাকি ফরজ।আবার তারেক রহমানকে কুলাঙ্গার ...
14/07/2025

শিবিরের নেতা ফায়াজ শাহেদ ঘোষণা দিয়েছে যে জিয়াউর রহমানের কবরের ওপর বুলডোজার চালানো নাকি ফরজ।

আবার তারেক রহমানকে কুলাঙ্গার বলে সম্বোধন করে দেশে আসতে দিবে না।

সাম্প্রতিক কিছু ঘটনায় নানা দলের সমালোচনার মুখে পড়েছে বিএনপি, যার অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন...
14/07/2025

সাম্প্রতিক কিছু ঘটনায় নানা দলের সমালোচনার মুখে পড়েছে বিএনপি, যার অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে।

ঢাকার মিটফোর্ড এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি বিএনপি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসলামপন্থি কিছু দল ও জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বের দল এনসিপির। এমনকি বিএনপির একসময়ের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত জামায়াতে ইসলামীও বিএনপির বিরুদ্ধে সমালোচনার মাঠে রয়েছে।

এসব সমালোচনার অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে।

এমন প্রেক্ষাপটে রাজনীতিতে বিএনপি অনেকটা কোনঠাসা হয়ে পড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন।

তারা বলছেন, চাঁদাবাজি, খুন, দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অভিযোগ অব্যাহত ছিল। কিন্তু সম্প্রতি নানা বিতর্কিত বা অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের নাম আসায় দলটি বড় ধরনের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে।

৯০০ কেজির ষাঁড়টি সামলাতে লাগে ২০ জন লোকষাঁড়টির নাম ‘ব্লাক ডায়মন্ড’, দেখতে কুচকুচে কালো। বেড়ে উঠেছে নড়াইল সদরের তারাপুরে...
14/07/2025

৯০০ কেজির ষাঁড়টি সামলাতে লাগে ২০ জন লোক

ষাঁড়টির নাম ‘ব্লাক ডায়মন্ড’, দেখতে কুচকুচে কালো। বেড়ে উঠেছে নড়াইল সদরের তারাপুরের ‘চিত্রা এগ্রো ফার্মে’। ষাঁড়টির ওজন প্রায় ৯০০ কেজি। ষাঁড়টি ছাড়া পেলেই রীতিমতো তাণ্ডব চালায়, যাকে বের করতে ও সামলাতে ১৫ থেকে ২০ জন লোকের দরকার পড়ে।

জানা যায়, খামারটির খোলামেলা পরিবেশ ও প্রাকৃতিক খাবারে তিন বছর বয়স্ক বিশালাকৃতির ‘ব্লাক ডায়মন্ডের’ দৈর্ঘ্য ৯ ফুট ও উচ্চতায় ৬ ফুট। মালিকপক্ষ দাম হাঁকাচ্ছে ৮ লাখ টাকা। দাবি করা হচ্ছে- পুরো উপজেলায় ‘ব্ল্যাক ডায়মন্ডের’ চেয়ে বড় গরু আর একটিও নেই। এটিকে এবার কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছেন চিত্রা এগ্রো ফার্মের মালিক মিল্টন শিকদার।

চিত্রা এগ্রো ফার্ম সূত্রে জানা গেছে, নিয়মিত পরিচর্যায় দুই বেলায় গোসল করানো হয় ষাঁড়টিকে। নিয়ম করে তিন বেলা খাবারে দেওয়া হয় খামারির নিজস্ব জমির কাঁচা ঘাস, ভুট্টা, চিটাগুড়, খৈল, লবণ, গম ভাঙা। ‘ব্লাক ডায়মন্ডের’ সঙ্গে একই খামারে ৭৫টি গরু লালন পালন করা হচ্ছে। চলতি বছরে কোরবানি ঈদের জন্য ৫৫টি দেশি ষাঁড় প্রস্তুত করা হয়েছে খামারটিতে।

খামারের কর্মচারী আব্দুর রহমান বলেন, ষাঁড়টি বের করতে গেলে ১৫ থেকে ২০ জন লোক লাগে। প্রতিদিন প্রায় ৩০০ টাকার খাবার খায় গরুটি। একে নিয়ম করে প্রতিদিন অন্তত দুবার গোসল করানো হয়। আমরা পরিবারের সদস্য মনে করেই তাকে লালন পালন করছি।

ওই ফার্মের মালিক মিল্টন এইচ সিকদার বলেন, ইঞ্জিনিয়ারিং পেশায় পড়াশোনা শেষ করে ১৭ বছর মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করেছি। লোভনীয় অফারকে প্রত্যাখ্যান করে নিরাপদ খাদ্য জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে স্মার্ট কৃষিতে নিজেকে নিয়োজিত করেছি।

তিনি জানান, গত বছরের ফেব্রুয়ারিতে যশোরের সাতমাইল হাট থেকে ষাঁড়টি কেনেন তিনি। তখন এর ওজন ছিল ৪০০ কেজির মতো। এখন এর ওজন প্রায় ৯০০ কেজি। ষাঁড়টিকে তিনি হাটে না তুলে খামার থেকেই বিক্রি করতে চাইছেন। ৮ লাখ টাকা হলে তিনি ষাঁড়টি বিক্রি করবেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান বলেন, উপজেলার তারাপুরে চিত্রা অ্যাগ্রো খামারটিতে অনেক বড় একটি গরু আছে। শুরু থেকে খামারটির বিষয়ে খোঁজখবর রাখা হয়েছে। সেইসঙ্গে খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করা হয়।- ডেইলি-বাংলাদেশ।

ছবি:সংগৃহীত।

14/07/2025

ফানি ভিডিও 😁😁😁

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Liton Panna Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Liton Panna Official:

Share