21/11/2024
মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। এটা নতুন কোনো কথা নয়। কিন্তু স্বপ্ন যদি বড় হয় তাহলে বাধে বিপত্তি। ধরুন আপনি স্বপ্ন দেখলেন চাকরি ছেড়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবেন।
এবার আপনার বাবা মা আপনার পিছে পরে যাবে কেমনে আপনাকে এই উদ্ভট স্বপ্ন থেকে দূরে সরানো যায়। এরপর আপনার বন্ধু আর colleague রা বলবে তুমি মনে হয় পাগল হয়ে গেছো। মনটাই ছোট হয়ে যাবে।
চাকরি থেকে resign দিতে গিয়ে পড়বেন আরেক ঝামেলাতে। HR বলবে এটা কোনো নরমাল এক্সিট না। তুমি অন্য কোথাও জব নিয়ে ছাড়লে ব্যাপারটা নরমাল হতো।
ঠিক একিভাবে আমিও একটি স্বপ্ন দেখেছিলাম আজ থেকে ২০ বছর আগে। IT বিষয়ে Computer Tomorrow ম্যাগাজিন পড়তে পড়তে কিশোর বয়সে আমার স্বপ্ন জাগলো গুগল, মাইক্রোসফট এর মতো একটা বড় কোম্পানি একদিন আমারও হবে।
শুধু বই পড়ে শিখা শুরু করলাম বেসিক প্রোগ্রামিং। যদিও বাসা থেকে কোনো সাপোর্ট না পেয়ে আর গাইডেন্স এর অভাবে আমার গুগল বানানোর স্বপ্ন ওখানেই শেষ হয়ে গেলো। এরপর রীতিমতো বাধ্য হয়ে কমার্স নিয়ে পড়তে হলো সবার প্রেসার এ।
বিবিএ পড়ে চলে আসলাম ব্যাংকিং জগতে। এ সময় জাভা সহ কয়েকটা প্রোগ্রামিং শিখে কয়েকবার চেষ্টা চললো কিছু একটা করার। কিন্তু হলোনা।
মজার কথা হচ্ছে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি ২০ বছর পর সাহস করে খুলে ফেললাম নিজের প্রাইভেট লিমিটেড কোম্পানি। এর মাঝে কয়েক বছর freelancing আর এজেন্সী চালিয়ে নিজেকে রেডি করে নিলাম।
আমাদের নতুন কোম্পানির নাম EloyLab Limited যা একটি পূর্ণাঙ্গ কোম্পানি হিসেবে স্বীকৃতি পেলো আমার জন্মদিনের দিন এই নভেম্বর মাসেই। জিনিষটা ইচ্ছা করে না হলেও আমি এখন একইদিনে নিজের আর কোম্পানির জন্মদিন পালন করবো।
EloyLab নিয়ে আমার স্বপ্নের কোনো শেষ নেই। আমি চাই এই কোম্পানি আগামী ২০ বছরের মধ্যে একটি ট্রিলিয়ন ডলার কোম্পানি হয়ে যাবে আর বাংলাদেশ এর টপ কোম্পানি হয়ে রাজত্ব করবে।
আমি আমার স্বপ্ন পূরণের জন্য অনেকের সহযোগিতা পেয়েছি আর কোম্পানির আগামী ২০ বছরের যাত্রায় আপনাদের সহযোগিতা কামনা করছি।
আর যে কথা বলা হলোনা - আমরা ক্রিয়েটিভ সার্ভিসেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশনস এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে নিজেদেরকে আগামী কয়েক বছর ব্যস্ত রাখতে চাই।