Shahin Shimul Vlog

Shahin Shimul Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahin Shimul Vlog, Digital creator, Bangshal, Dhaka.

শেখ হাসিনা রাইট নাউ বিটিভি তুরে বন্ধু ভাবছিলাম
04/10/2024

শেখ হাসিনা রাইট নাউ বিটিভি তুরে বন্ধু ভাবছিলাম

একটা দেশের রাষ্ট্রীয় চুক্তির নমুনা 😔
02/10/2024

একটা দেশের রাষ্ট্রীয় চুক্তির নমুনা 😔

02/10/2024

বেগম পাড়া এখন
কানাডায় নয়, কলকাতায় ।

02/10/2024
বুড়ি মরে গেল।😭বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...'ল...
01/10/2024

বুড়ি মরে গেল।😭
বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...
কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...

'লোক দেখানো শোক'
চললো কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো...

তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চললো।
কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে,
কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া......

যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল...

বুড়ো একা বসে বসে দেখে তাদের কান্ডকারখানা...

মনের বাজারে স্মৃতির দর'কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিকের কোন এক ফাঁক ফোকরে...

যে যার কাজে ব্যস্ত হয়ে যায়,
বুড়ো একা হয়ে পড়ে,
হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারী করে...

সেদিন ছোট নাতনী এসে বলে গেল
"দাদু দাদু, তুমি মরে গেলে কিন্ত এই লাঠিখানা আমার, আমি খেলবো.!"

এদিক থেকে বৌমা দৌড়ে আসে
"দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো।
এসব কথা বলতে নেই, বলেছি না.?

বুড়ো হাসে...
যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশির কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে...

সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে
"দাদুর অবস্থাও বেশি ভাল না।
কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার,
তখন জমিয়ে আড্ডা হবে.!"

বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে...

দুই ছেলের মাঝে তো প্রায়দিন ঝগড়া লেগেই থাকে,
বুড়ো কার কাছে ক'দিন খাবে এই নিয়ে...

বুড়োটা আজ কারো বাবা নয়,
আজ কারো শ্বশুর নয়,
কারো দাদুও নয়,
সে আজ শুধুই এক বোঝা...

আজ বুড়োর জন্মদিন।
গত বছর বুড়িটা বেঁচে ছিল,
তাও একটু পায়েশ রেঁধে খাইয়েছিলো...
আজ সারাটা দিন গেল,
কেউ কিছুই বললো না...

কিই বা বলবে.!
যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে,
কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার.!

অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনীর জন্মদিন পালন করা হলো...

বুড়োর হিসেব টা জমা পড়ে আছে,
কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে...

সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে...

বুড়িটার বেলা তে তো তাই হয়েছিল...

বুড়ো ভাবে, কিসের এ জীবন.?
কাদের জন্য এতকিছু.!

বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়।
কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে...

আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো,
মনে মনে এটাই বললো
"পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়...!

(সংগৃহীত) Follow Shahin Shimul Vlog

২ গ্লাস শরবত আর ৪/৫ টা মিষ্টি   ১০/২০ হাজার টাকা দাবী করা উদ্যোক্তারা!😊..Follow - Shahin Shimul Vlog
01/10/2024

২ গ্লাস শরবত আর ৪/৫ টা মিষ্টি ১০/২০ হাজার টাকা দাবী করা উদ্যোক্তারা!😊..
Follow - Shahin Shimul Vlog

উত্তরবঙ্গের বন্যা বোধয় অতটা aesthetic না; গ্ল্যামার নাই, সৌন্দর্য নাই
30/09/2024

উত্তরবঙ্গের বন্যা বোধয় অতটা aesthetic না;
গ্ল্যামার নাই, সৌন্দর্য নাই

29/09/2024

২ মাসও যায়নি!
১৫-১৬ বছরের অন্ধ এখন চোখে দেখে, বয়রা কানে শুনে, প্রতিবন্ধী হাত পা নাড়ায়, বোবা কথা কয়!
তারপরও পরিবর্তন চোখে পড়েনা? 😁

ভারতে ৩ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করছে বাংলাদেশ। খুব ভাল কথা। বলেছিলেন আগে বাংলাদেশের মানুষকে ইলিশ খাওয়াবেন। প্রশ্ন: ব...
28/09/2024

ভারতে ৩ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করছে বাংলাদেশ। খুব ভাল কথা। বলেছিলেন আগে বাংলাদেশের মানুষকে ইলিশ খাওয়াবেন।

প্রশ্ন: বাংলাদেশের মানুষ ইলিশ খেয়েছে কিনা খবর নিয়েছেন? আমার তো মনে হয় সাধারণ মানুষ ইলিশের বাজারে যেতেই পারেনি। প্রতি কেজি ইলিশ মাছ ১১৮০ টাকা কেজি দরে রপ্তানি হয়েছে কিন্তু সেই দামে কেনো বাংলাদেশের জনগণ ইলিশ মাছ কিনতে পারছে না সেটার জবাব আমরা জানতে চাই।

28/09/2024

দাবি পরে করিস আগে চট্টগ্রাম বলতে শিখ। 'তত্তগেরাম' এটা আবার কি?🙂

পাহাড় পাহাড় আবার কি আমার মুন্সিগঞ্জ, যশোর, নেত্রকোনা কে যেভাবে উল্লেখ করা হয়,  সেভাবে উল্লেখ করবেন খাগড়াছড়ি, রাঙামা...
27/09/2024

পাহাড় পাহাড় আবার কি আমার মুন্সিগঞ্জ, যশোর, নেত্রকোনা কে যেভাবে উল্লেখ করা হয়, সেভাবে উল্লেখ করবেন খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ।

পাহাড় বলে আলাদা করে কেন উল্লেখ করতে হবে?
সমতল যেমন বাংলাদেশের ঐ উঁচু ভূমিটাও বাংলাদেশের।

বাংলাদেশের সমতলের প্রতিটি কোনা যেমন সবার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের মাটিও সবার।
এটাকে আলাদা করে যে বা যারাই ভাববে তারাই এদেশের সার্বভৌমত্বের বিরোধী।
যারা এই সার্বভৌমত্ব না মেনে অস্থির পরিবেশ সৃষ্টি করে রেখেছে বছরের পর বছর তারাই এদেশের সার্বভৌমত্বের বিরোধী।

বাংলাদেশ এর সেনাবাহিনীর প্রধান কাজ ই এদেশের সার্বভৌমত্ব রক্ষা করা।
যুগের পর যুগ তারা এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে।
যারা বলবেন পাহাড়ে কেন সেনাবাহিনী তাদের বলব সাজেক, চিম্বুক ঘুরে এসেছেন না মেঘের রাজ্যে ? সেই মেঘের রাজ্য টা আপনার যাওয়ার উপযোগী করেছে এই সেনাবাহিনী।
আপনার বসবাসের উপযোগী নিরাপদ রাখতে তাদের রাতের ঘুম বাদ দিতে হয়।

আপনি কি জানেন সাজেক বাংলাদেশ এর শেষ সীমানা নয়। সাজেক থেকে ছয় দিনের হাঁটা পথ পাড়ি দিয়ে গেলে ও আপনি বাংলাদেশের সীমান্ত পাবেন।

এদেশের বর্ডার গার্ড সেখানে সীমান্ত পাহারা দেয়।

তাদের খাবার টুকু পৌঁছে দিতে হলে সেখানে হেলিকপ্টার পাঠাতে হয়।
জানেন বর্ষায় লাগাতার বৃষ্টি হতে থাকলে হেলিকপ্টার যেতে পারে না সেখানে। খাবার শেষ হয়ে গেলে ওরা কি অবস্থায় থাকে জানেন?

❝একটা ঘটনা বলি,
২০১৭ সালের জুন মাসে রমজান চলছিল। লাগাতার বৃষ্টি। সেই বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসে উদ্ধার কাজ করতে গিয়ে সেনাবাহিনীর দুই জন অফিসার এবং কয়েক জন সৈনিক মাটি চাপা পড়ে শহীদ হলো।‌সেই ওয়েদারে হেলিকপ্টার চলাচল ও সম্ভব ছিল না।
আমাদের পোস্টিং তখন খাগড়াছড়ির বিজিবিতে।
হাসানের একটা ক্যাম্পে ছয় দিন কোন রেশন ছিল না। ওর সৈনিকেরা মিষ্টি কুমড়া সিদ্ধ করে খেয়ে দিন কাটাচ্ছিল। ভাত, তেল, চিনি কিছুই ছিল না।
আমি দেখি হাসান ইফতার করে না ঠিক মতো, এমনকি সেহেরি তে ও কিছু খায় না তেমন। আমার শ্বশুর একদিন ইফতারের টেবিলে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার কি হয়েছে খাচ্ছিস না কেন?
সেদিন ইফতারের টেবিলে হাসান কেঁদে ফেলল, আমার সৈনিক গুলো আজ ছয়দিন মিষ্টি কুমড়া খেয়ে আছে আমি অধিনায়ক হয়ে এত এত ইফতার কিভাবে খাই আব্বা?❞

বাবা মা এমনকি সন্তান মারা গেলেও একজন সৈনিক হেলিকপ্টার ছাড়া নেমে আসতে পারে না শেষ দেখা দেখতে সেই সব ক্যাম্প থেকে।
এই বাংলাদেশ কখনো বাংলাদেশ এর ঐ রূপটা অনুধাবন করতেও পারবে না যেখানে প্রতিটি পদে পদে মৃত্যু পাশে পাশে হাঁটে।
এদেশের সেনাবাহিনী, বর্ডার গার্ড সেই মৃত্যু কে সঙ্গে নিয়েই বাংলাদেশের সার্বভৌমত্ব কে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে।
যে বা যারা নিজেকে বাংলাদেশী ভাববে না তাকেই এই দেশের সার্বভৌমত্বের শত্রু ভাবব আমরা। তাদের জন্য কোন সমবেদনা নেই।
ফেসবুকে লম্বা লম্বা স্ট্যাটাস দেয়া সহজ, কমেন্ট করা সহজ কিন্তু কয়েক দিন থেকে দেখে আসেন বাংলাদেশ এর অংশ বজায় রাখতে কত কষ্ট সেই পাহাড়ে।
Shahin Shimul Vlog

27/09/2024

বিদ্যুৎ বিলের কারচুপি বন্ধ করতে হবে, ৫০, ৭৫, ১০০, ৫০০ ইউনিট হলেও প্রতি ইউনিটের দাম সমান করতে হবে, সবার সার্থে পোস্টটি করুন।

“বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি আগামী ত...
27/09/2024

“বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো”।বাবা : ( কিছুটা মুচকি হেসে) “একটা গল্প শুনবি?”ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-“বলো বাবা শুনবো……”তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখোনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর ‘মা কে ‘সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা দুজন- আমি-আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো।

সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়েগেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো। কিন্তু কখোনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেও না।
একদিন শো রুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপ এর জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপ টা কিনে দিয়েছিলাম।

আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্র্যান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই । জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই।
বাবারা নাকি “খাড়ুশ টাইপের” হয় । আমিও আমার বাবাকে তাই ভাবতাম । পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনাহলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস ?
পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না,তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দ্বায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যায় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ দিতে পারবি…কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্ন গুলো ?
যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণশোধের কথা বলছিস.সেই স্বপ্ন গুলো কি আর কোনোদিন বাস্তব রুপ পাবে ?আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।
তোকে একটা প্রশ্ন করি, ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো….যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই।
কাকে বাঁচাবি ?( ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা! )উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই।আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি –তোকে কোলে নেবার ঋণ ।

বাবা❤️❤️

27/09/2024

সমাজের কিছু মানুষ অন্যের বিপদ দেখে বলে ওটা তার পাপের ফল। আর নিজের বিপদ আসলে বলে আল্লাহ পরিক্ষা নিচ্ছেন (মানসিকতা বদলান🫵)

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছ...
27/09/2024

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছর যাবত তাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলছিল। বহু চেষ্টা করেও সংসার জোড়া লাগানো যাচ্ছে না। প্রায় ছয় মাস আগে চুড়ান্ত সিদ্ধান্ত হয় তারা সংসার বিচ্ছেদ করবে। আমি নানা ভাবে তাদের সংসার জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোন ভাবেই কিচ্ছু হচ্ছে না। পরিশেষে গতকাল তাদের ডিভোর্স করার তারিখ ঠিক করা হয়। দুঃখের বিষয় তাদের ডিভোর্স দেয়ার মতো যৌক্তিক কোন কারণ ছিলো না। স্ত্রীর ধর্মীয়,রাষ্ট্রিয় সামাজিক সব পাওনা বুঝিয়ে দেয়া হলো।এখন ডিভোর্স পেপারে স্বাক্ষর দেয়ার সময়। স্ত্রী অনেক কান্নাকাটি করছে। কোন ভাবেই স্বাক্ষর দিতে চাচ্ছেন না।অনেক চাপাচাপির পর স্ত্রী যখন স্বাক্ষর দিতে যাবেন তখনই আল্লাহর রহমত নেমে আসে। স্বামী স্ত্রী কে বাধা দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে। এই সময় উপস্থিত সকলের চোখে আনন্দ অশ্রু প্লাবিত হয়। পরিশেষে তাদের মিলিত করতে পেরে খুবই মনে শান্তি পাচ্ছি। সবাই ওদের নতুন পথ চলায় দোয়া করবেন। ( জাস্টিন টুডোর এ যুগে এরাই ব্যতিক্রম এরাই আলাদা এরাই নিরেট ভালবাসায় শতভাগ পারফেক্ট !!! ঘটনাটি শিল্পাঞ্চল খ্যাত টঙ্গি থেকে তুলে আনা মনির হুসেন সাগর নামক এক বন্ধুর ওয়াল থেকে নেওয়া )

26/09/2024

তোমরা রিয়েলিটি মাইনে নাও
আপা আর ফিরবে না।
কারণ, বারোটা তার বাইজে গেছে।

ইলিশ যখন ৬০০-৭০০ টাকা কেজি ছিলতখনও কিনে খেতে পারি নাই।কারণ টাকা ছিল না! গরীব মানুষ তাইএখন ইলিশ ১৮০০-২০০০ টাকা! এখনও কিনে...
25/09/2024

ইলিশ যখন ৬০০-৭০০ টাকা কেজি ছিল
তখনও কিনে খেতে পারি নাই।
কারণ টাকা ছিল না! গরীব মানুষ তাই

এখন ইলিশ ১৮০০-২০০০ টাকা! এখনও কিনে
খেতে পারি না! কারণ টাকা নাই! গরীব মানুষ

মানে কথা হলো ঐটাই গরীব মানুষের জন্য ইলিশ বিলাসিতা। ৬০০-৭০০ টাকা থাকা অবস্থায় গরীব খেতে পারে নাই আয় কম ছিল। এখন টাকার মান কমতে কমতে সেই ৬০০ টাকার মূল্য এখন ২০০০ টাকা! আয় হয়তো বাড়ছে! কিন্তু সেটার মান অনেক কম! সেই টাকায় ইলিশ খাওয়ার মত না!

একটা সময় গার্মেন্টসে ৭০০-৮০০ টাকা বেতনে কাজ করও মানুষ সেভিংস করতো!
এখন ২০০০০ টাকা আয় করেও লোনে থাকে!

বিগত ১৬-১৭ বছরের দুর্ণীতি আর লুটের ফল আমরা সাধারণ মানুষ ভোগ করছি!..
Follow - Shahin Shimul Vlog

আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনা...
25/09/2024

আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন। তাদের রিযিক শেষ হলে আপনিই অভাবে পড়ে যাবেন।

Follow - Shahin Shimul Vlog

Address

Bangshal
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Shimul Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share