সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অধিকাংশ ইউনিয়নে বিশুদ্ধ পানির প্রবল সংকট! পদ্মপুকুর, গাবুরা, কৈখালী, সুন্দরবন বেষ্টিত মুন্সিগঞ্জ, হরিণগরসহ নিম্নবর্তী ইউনিয়নগুলোর মানুষ বছরজুড়ে সুপেয় পানির সংকটে ভোগে। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী সরকারি উদ্যোগ অত্যন্ত জরুরী! #TPB #Team_Positive_Bangladesh
শরীয়তপুর সদর পৌরসভার ২নং ওয়ার্ড, বিলাসখান গ্রামের স্বামীহারা অসহায় সেলিনা বেগম, উপার্জনের মাধ্যম ছাড়া জরাজীর্ণ ঝুপড়ীঘরে নিতান্ত মানবেতর জীবনযাপন করা ৪ মেয়ে ও মা, ৫ জনের জন্য Team Positive Bangladesh (TPB) পক্ষ থেকে ভালবাসার উপহার হিসেবে ৫ সেট সেলাই মেশিন আজ স্থানীয় সদস্যদের মাধ্যমে পরিবারের সদসস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনাগত আগামীতেও যেকোনো প্রয়োজনে Team Positive Bangladesh - TPB যথাসাধ্য পাশে থাকবে ইনশাআল্লাহ।
এই মহতী উদ্যোগে সংশ্লিষ্ট টিপিবি'র মানবিক সদস্যগণের প্রতি অশেষ ধন্যবাদ-কৃতজ্ঞতা ♥
গত সাপ্তাহে আমিরাতে ঝড়-বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত, শারজায় ৩০০ প্রবাসী ভাইদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে Team Positive Bangladesh - TPB, UAE শাখার মানবিক সদস্যগণ। ধন্যবাদ বাপ্পী, বোরহান, হাসান, মানিক, শাহাদাত, রিদুয়ান, রায়হান, বশির, ইয়াকুব প্রমুখ। Salauddin Kader Bappy ♥
ইদ মানে আনন্দ, এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারাই প্রকৃত সার্থকতা। ♥
ঈদ মানে খুশি; সাধ ও সাধ্যমতো সেই খুশির আমেজ সবার তরে ছড়িয়ে দেয়া। Team Positive Bangladesh (TPB) এর সকল মানবিক সদস্য সেই প্রচেষ্টা করে চলেছে ♥
পবিত্র মাহে রমজানের ২৮তম সাহারীর খাবার বিতরণ। ♥
আলহামদুলিল্লাহ, টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)'র মানবিক সদস্যগণের মহতী উদ্যোগে পবিত্র মাহে রমজানের ২৬ তম সাহারির খাবার বিতরণ।
অসহায় এতিম মাদ্রাসা শিক্ষার্থী, মোহাম্মদ ইউসুফের জন্য টিম পজেটিভ বাংলাদেশ- চট্টগ্রাম শাখা'র পক্ষ থেকে ভালোবাসার ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হলো।
আপনারা দেবেন, তয় খামু, তয় রোজা থাকমু! এই মানুষগুলোর জন্য এটুকু কষ্ট তো করাই যায় ♥
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উছিলা করে কত বান্দার রিযিকের ব্যবস্থা করে দিচ্ছেন ♥
আলহামদুলিল্লাহ, রিযিকের মালিক আল্লাহ সুবাহানাল্লাহ তায়ালা ♥