News TPB

News TPB অনলাইন নিউজ পোর্টাল
(58)

পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের দরিদ্র মাহবুবুল হোসেনের ছেলে, শারীরিকভাবে স্বাভাবিক চলাফেরায়...
12/06/2024

পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের দরিদ্র মাহবুবুল হোসেনের ছেলে, শারীরিকভাবে স্বাভাবিক চলাফেরায় অক্ষম মোঃ আব্দুল্লাহর জন্য Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে 'দেশরত্ন শেখ হাসিনার ভালবাসার উপহার' হিসেবে একটি হুইল চেয়ার স্থানীয় টিপিবি সদস্যদের মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে।

মানবিক সহায়তায় টিপিবি'র অন্যতম সক্রিয় সদস্য, আমার অর্ধাঙ্গিনী Israt Bari Trina ♥

দারুণ ভালোলাগার বিষয়, স্থানীয় টিপিবি সদস্য লালন (হলুদ টি-শার্ট) নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে অন্যের কষ্ট লাঘবে ছুটে বেড়ায়, পরার্থে সহায়তা চায়। নিশ্চয়ই স্রষ্টা তাকে এই অসামান্য প্রচেষ্টার উত্তম প্রতিদান দেবেন।

বৌদ্ধ ধর্মাবলম্বী সকল শান্তিপ্রিয় ভাইবোনদের Team Positive Bangladesh - TPB এর পক্ষ থেকে বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা।জগতের স...
22/05/2024

বৌদ্ধ ধর্মাবলম্বী সকল শান্তিপ্রিয় ভাইবোনদের Team Positive Bangladesh - TPB এর পক্ষ থেকে বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা।

জগতের সকল প্রাণী সুখী হোক।

সাতক্ষীরা জেলার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির প্রবল সংকট, ডিপটিউবওয়েলের পানিতেও অতিরিক্ত আয়রন, ...
15/05/2024

সাতক্ষীরা জেলার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির প্রবল সংকট, ডিপটিউবওয়েলের পানিতেও অতিরিক্ত আয়রন, ফলে খাবার পানির জন্য মানুষকে মূলত বৃষ্টির পানির উপর নির্ভর করতে হয়। বাধ্য হয়েই দূষিত পানি পান করে মানুষের মাঝে ডায়ারিয়ার প্রকোপও বেড়েছে।

এমতাবস্থায়, Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে স্থানীয় সদস্যদের মাধ্যমে উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের ঝাপালি, কামালকাটি ও পাখিমারা গ্রামে আজ ৩০০০ লিটার পানি এবং স্থানীয় এতিমখানার শিশুদের বিশুদ্ধ পানির সাথে ১০০ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়।

উল্লেখ্য, টিম পজিটিভ বাংলাদেশ এর পক্ষ থেকে বিগত তিন বছর যাবত অত্র এলাকার বিভিন্ন স্থানে পানি সরবরাহ করা হচ্ছে।

অনতিবিলম্ব, মানুষের অসহায়ত্ব ও প্রয়োজন বিবেচনায় সরকারি উদ্যোগে নিয়মিত বিশুদ্ধ পানি সরবরাহের আহবান জানাই।

08/05/2024

শরীয়তপুর সদর পৌরসভার ২নং ওয়ার্ড, বিলাসখান গ্রামের স্বামীহারা অসহায় সেলিনা বেগম, উপার্জনের মাধ্যম ছাড়া জরাজীর্ণ ঝুপড়ীঘরে নিতান্ত মানবেতর জীবনযাপন করা ৪ মেয়ে ও মা, ৫ জনের জন্য Team Positive Bangladesh (TPB) পক্ষ থেকে ভালবাসার উপহার হিসেবে ৫ সেট সেলাই মেশিন আজ স্থানীয় সদস্যদের মাধ্যমে পরিবারের সদসস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনাগত আগামীতেও যেকোনো প্রয়োজনে Team Positive Bangladesh - TPB যথাসাধ্য পাশে থাকবে ইনশাআল্লাহ।

এই মহতী উদ্যোগে সংশ্লিষ্ট টিপিবি'র মানবিক সদস্যগণের প্রতি অশেষ ধন্যবাদ-কৃতজ্ঞতা ♥

শরীয়তপুর সদর পৌরসভার ২নং ওয়ার্ড, বিলাসখান গ্রামের স্বামীহারা অসহায় সেলিনা বেগম, উপার্জনের মাধ্যম ছাড়া জরাজীর্ণ ঝুপড়ীঘরে ...
06/05/2024

শরীয়তপুর সদর পৌরসভার ২নং ওয়ার্ড, বিলাসখান গ্রামের স্বামীহারা অসহায় সেলিনা বেগম, উপার্জনের মাধ্যম ছাড়া জরাজীর্ণ ঝুপড়ীঘরে ৪ মেয়েকে নিয়ে নিতান্ত মানবেতর জীবনযাপন করা পরিবারটির জন্য একটি ঘর করে দেয়ার উদ্যোগ নিয়ে সার্বিক খোঁজ নিতে স্থানীয় টিপিবি সদস্যরা সরেজমিনে গেলে জানা যায় স্থানীয় এমপি মহোদয় Iqbal Hossain Apu Mp ভাই ইতিমধ্যে ঘরে করে দেয়ার উদ্যোগ নিয়েছেন।

এমতাবস্থায় সেলিনা আপার সাথে কথা বলে Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে ভালোবাসার উপহার হিসেবে ৪ মেয়ে ও মা, ৫ জনের জন্য ৫ সেট সেলাই মেশিন আজ কুরিয়ার করা হয়েছে, যা আগামী পরশু স্থানীয় টিপিবি সদস্য Adv Assaduzzaman তাদের নিকট হস্তান্তর করবেন। উপার্জনে সহায়তার জন্য জালি ব্যাগ তৈরী বা অন্যকোন সেলাইয়ের কাজ শিখে কার্যক্রম শুরু করলে প্রয়োজনীয় কাঁচামালও সরবরাহ করা হবে ইনশাআল্লাহ।

মহতী এই উদ্যোগে পাশে থাকার জন্য Team Positive Bangladesh - TPB সদস্য, North Bengal Security Service Ltd. এর পরিচালক Jony Sheikh ভাই, এড. আসাদুজ্জামান, ও Md. Ariful Islam Mollah কে অশেষ ধন্যবাদ।

তীব্র দাবদাহে পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলায় ফকির প্লাজার সামনে Team Positive Bangladesh (TPB) পাবনা জেলা শাখার মানবি...
02/05/2024

তীব্র দাবদাহে পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলায় ফকির প্লাজার সামনে Team Positive Bangladesh (TPB) পাবনা জেলা শাখার মানবিক সদস্যগণ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে শরবত,স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে অশেষ ধন্যবাদ।

23/04/2024

গত সাপ্তাহে আমিরাতে ঝড়-বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত, শারজায় ৩০০ প্রবাসী ভাইদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে Team Positive Bangladesh - TPB, UAE শাখার মানবিক সদস্যগণ। ধন্যবাদ বাপ্পী, বোরহান, হাসান, মানিক, শাহাদাত, রিদুয়ান, রায়হান, বশির, ইয়াকুব প্রমুখ। Salauddin Kader Bappy ♥

Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে 'ভালোবাসার উপহার' হিসেবে ভোলা জেলার সদর উপজেলার গাজীপুর রোড, সাহাবুদ্দিন জাম...
17/04/2024

Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে 'ভালোবাসার উপহার' হিসেবে ভোলা জেলার সদর উপজেলার গাজীপুর রোড, সাহাবুদ্দিন জামে মসজিদে ৫ টি উন্নতমানের সিলিং ফ্যান প্রদান করা হয়ছে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দরবারে অশেষ শুকরিয়া, তিনি যেন জানে-মালে বরকত দেন, আগামী রমজানে ফের সুযোগ করে দেন। ♥ Team Po...
09/04/2024

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দরবারে অশেষ শুকরিয়া, তিনি যেন জানে-মালে বরকত দেন, আগামী রমজানে ফের সুযোগ করে দেন।

♥ Team Positive Bangladesh (TPB) ♥

08/04/2024

পবিত্র মাহে রমজানের ২৮তম সাহারীর খাবার বিতরণ। ♥

05/04/2024

আলহামদুলিল্লাহ, টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)'র মানবিক সদস্যগণের মহতী উদ্যোগে পবিত্র মাহে রমজানের ২৬ তম সাহারির খাবার বিতরণ।

03/04/2024

অসহায় এতিম মাদ্রাসা শিক্ষার্থী, মোহাম্মদ ইউসুফের জন্য টিম পজেটিভ বাংলাদেশ- চট্টগ্রাম শাখা'র পক্ষ থেকে ভালোবাসার ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হলো।

একটু খানি স্নেহের পরশ, একটু ভালবাসা; গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের বাসা ♥Team Positive Bangladesh (TPB)
02/04/2024

একটু খানি স্নেহের পরশ, একটু ভালবাসা;
গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের বাসা ♥

Team Positive Bangladesh (TPB)

01/04/2024

'চুন খেয়ে মুখ পুড়লে, দই দেখলেও ভয় লাগে'
'ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়!'

রাজনীতির নামে অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার দরুন বুয়েটের অনেক শিক্ষার্থীর মাঝে রাজনৈতিক বিতৃষ্ণা-বিমুখতা বা অন্তর গহীনে অজানা শঙ্কা কাজ করা অস্বাভাবিক নয়।

যেহেতু মহামান্য হাইকোর্টের রায়ের পর, বুয়েটে ছাত্ররাজনীতিতে আর কোন বাঁধা নেই, সুতরাং বুয়েটে 'সুস্থ ধারার শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি' প্রতিষ্ঠার কঠিন চ্যালেঞ্জটা বর্তমান নেতৃত্বকে ইতিবাচকভাবেই গ্রহণ করতে হবে।

রাজনীতির নামে সকল প্রকার অন্যায়-অনিয়ম, র‍্যাগিং, পেশীশক্তি প্রদর্শন তথা যেকোনো অপরাজনৈতিক আচরণকে চিরবিদায় দিয়ে সত্য, সুন্দর, সৃষ্টিশীলতা, সেবা, মানবিকতা তথা সত্যিকারের গুণগত পরিবর্তনের হাঁটা ব্যতিরেকে ছাত্ররাজনীতির হারানো সৌন্দর্য ফেরানো দুঃসাধ্য-দুষ্কর!

সাধারণ শিক্ষার্থীর পালস ধারণ করে, তার প্রত্যাশা, মতামত ও বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতির প্রতি পূর্ণশ্রদ্ধা রেখে বুয়েট হোক,
সৃজনশীল ও ইতিবাচক ধারার কল্যাণমুখী ছাত্ররাজনীতি চর্চা ও প্রয়োগে আঁতুড়ঘর, এই প্রত্যাশা

কিছুটা মানসিক ভারসাম্যহীন বেওয়ারিশ ছেলেটির নাম মো: রুবেল, পায়ে ও কোমরসহ শরীরের বিভিন্ন জায়গায় ঘা থেকে জীবন্ত শরীরে পোকা ...
29/03/2024

কিছুটা মানসিক ভারসাম্যহীন বেওয়ারিশ ছেলেটির নাম মো: রুবেল, পায়ে ও কোমরসহ শরীরের বিভিন্ন জায়গায় ঘা থেকে জীবন্ত শরীরে পোকা হয়ে গিয়েছিল! Team Positive Bangladesh (TPB) এর মানবিক সদস্যগণের সর্বাত্মক সহায়তা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে দীর্ঘ চারমাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকে। নিয়মিত পরিচর্যা, একাধিকবার রক্ত সংগ্রহ করে দেয়াসহ পুলিশের সহায়তা নিয়ে পরিবার খুঁজে বের করারও অনেক চেষ্টা করা হয়।

অত:পর দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে রুবেলকে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মিরপুর ১ নাম্বারের বেওয়ারিশ অভ্যর্থনা কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে, যেখান থেকে তাকে বিশেষায়িত আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন , কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা, আল-আমিন জামিল ভাই।

সবাই রুবেলের জন্য দোয়া করবেন, যেন অসহায় ছেলেটা সেখানে সুস্থ থাকে, ভাল থাকে।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা: Team Positive Bangladesh - TPB সদস্য, Abid Sahariar Pulok, সাব্বির। সমাজসেবা অধিদপ্তরের সাফায়েত ভাই, আকমল ভাই ও আশ্রয়কেন্দ্রের প্যারামেডিক অফিসার, সোহান।

28/03/2024

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উছিলা করে কত বান্দার রিযিকের ব্যবস্থা করে দিচ্ছেন ♥

আজ Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর একঝাঁক মানবিক...
28/03/2024

আজ Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর একঝাঁক মানবিক সদস্যের মহতী উদ্যোগ;

ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজিরচট শিকদারবাগ এলাকার 'জামিয়াতুল মাহমুদিয়া আলিনগণ মাদ্রাসা ও এতিমখানা'য় ইফতার ও রাতের খাবার আয়োজন।

আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা কলেজ শিক্ষার্থীদের হাত খরচ বাঁচিয়ে করা এই অসামান্য আয়োজন কবুল ও মঞ্জুর করে মনের নেক ইচ্ছাগুলো পূরণ করুক।

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when News TPB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News TPB:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All