ভারতের টুইন টাওয়ার-খ্যাত জোড়া ‘সুপারটেক’ ভবন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডাতে দেশটির টুইন টাওয়ার-খ্যাত জোড়া ‘সুপারটেক’ ভবন মাত্র ৯ সেকেন্ডের নিয়ন্ত্রিত এক বিশাল বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার স্থানীয় সময় বেলা তিনটার দিকে বিশাল বিস্ফোরণের মাধ্যমে ধুলার মেঘ তুলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে ভবন দুটি।
দশের লাঠি একের বোঝা !
দশের লাঠি একের বোঝা !
কে বুঝাবে মানুষ রূপি এই পশুকে?
পশু কখনও মানুষ হতে পারে না ঠিক,
কিন্তু মানুষ নামের কিছু অমানুষ খুব অল্প সময়েই পশু হয়ে যায়!!!
ময়মনসিংহের ত্রিশালে মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় স্বামী- অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৫ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নারীর গর্ভে থাকা নবজাতক অলৌকিকভাবে বেঁচে যায়। সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে অলৌকিকভাবে জন্ম নেয় কন্যা শিশুটি।
দেখুন (পাটুরিয়ায় ১৯ গাড়িসহ রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার মুহূর্ত)
দেখুন (পাটুরিয়ায় ১৯ গাড়িসহ রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার মুহূর্ত) গত ২৭ অক্টোবর কিভাবে পাটুরিয়ায় ১৯ গাড়িসহ রো রো ফেরি আমানত শাহ ডুবে গেছে
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে তিনটি গাড়ি নামার পরপরই চতুর্থ গাড়িটি নামার মুহূর্তেই এক পাশ কাত হয়ে ডুবে যায় ফেরিটি। পদ্মায় পড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে বেশিরভাগ ট্রাক ও কাভার্ড ভ্যান ছিলো। কয়েকটি ছোট গাড়িও ছিল। তবে কোনো বাস ছিলো না।
একটি মানবিক উদ্যোগ এবং একটি প্রশ্ন সকলের কাছেঃ>
মোঃ রইছ উদ্দিন যিনি গজারিয়া থানার অফিসার ইনচার্জ, স্পিডবোটে মেঘনা নদী দিয়ে গজারিয়া থেকে মুন্সীগঞ্জে মাননীয় পুলিশ সুপার স্যারের অফিসে যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে মাঝ নদীতে শাকিব (১২) ও মোঃ মেহেদুল হাসান(১৩) নামে ২জন শিশুকে ভাসতে দেখে এবং তাদের চিৎকার শুনে স্পীডবোট থামিয়ে নদী থেকে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে তাদের আত্বীয়-স্বজনদের সাথে কথা বলে তাদের ভাড়া দিয়ে ঢাকা-সদরঘাটগামী “এমভি আল-বোরাক” লঞ্চে উঠিয়ে দেন। শিশু দুইটিকে উদ্ধারের পর তারা জানায় যে, তারা সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার জন্য “ইমাম হাসান-৫” লঞ্চে পানি বিক্রির জন্য উঠে। কিন্তু তাদের কাছে ভাড়ার টাকা না থাকায় উক্ত লঞ্চের স্টাফরা তাদেরকে মাঝ নদীতে ফেলে দেয়। মানুষের মানবিকতা যদি এমন হয় তাহলে যারা এমন কাজ করেছে তারা মানুষ না পশু ?
ভিডিও সূ
মার্কিন সামরিক জেট টেক-অফ করার সময় উপস্থিত আফগানদের এতে ওঠার চেষ্টা
মার্কিন সামরিক জেট টেক-অফ করার সময় উপস্থিত আফগানদের অনেকে এতে ওঠার চেষ্টা করে, হাজার হাজার আফগান সোমবার কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ছুটে এসেছিল। একটি মার্কিন সামরিক জেট টেক-অফ করার সময় উপস্থিত আফগানরা এতে ওঠার চেষ্টা করে, এতে সৃষ্ট বিশৃঙ্খলায় আফগানদের অন্তত সাতজন মারা যায়।
আমি মাস্ক পরলে আমি তো সুরক্ষা পাবই, আশপাশের অন্যরাও পাবেন।
আমি মাস্ক পরলে আমি তো সুরক্ষা পাবই, আশপাশের অন্যরাও পাবেন। কিন্তু আমরা কি মানছি সে কথা। আমাদের দেশের জনগণকে মাস্ক পরার জন্য এই পদ্ধতিটি একবার চেষ্টা করা যেতে পারে।
মধ্যরাতে ক্লাবে পরী কাণ্ড, দেখুন ভিডিওতে।
পরী কি তখন স্বাভাবিক ছিলেন?
দোষটা কার? খুজেঁ বের করার চেষ্টা করুন।
দোষটা কার সিএনজি অটো রিক্সার না ট্রাকের? খুজেঁ বের করার চেষ্টা করুন। আপনার বিচারে কে দোষী ? কমেন্টে লিখে জানান।
প্রচন্ড বাতাসে রিক্সাটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, গরিবের জিনিস আল্লাহ'তায়ালা হেফাজত করেন।
প্রচন্ড বাতাসের শক্তি নিয়ে তাণ্ডব করেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি আর দমকা বাতাসের কারণে রিক্সাটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, গরিবের জিনিস আল্লাহ'তায়ালা হেফাজত করেন।
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব দেখুন ভিডিওতে
ভিডিও: সংগৃহীত
শেখ বলিলা জুমু‘আর খুতবা পাঠের সময় এক ব্যক্তির মিন্বারে প্রবেশের চেষ্টাকে ব্যর্থ করেছিলেন।
গতকাল শুক্রবার মক্কার মসজিদ আল হারামের মিন্বারে শেখ বলিলা জুমু‘আর খুতবা পাঠের সময় এক ব্যক্তির মিন্বারে প্রবেশের চেষ্টাকে নিরাপত্তা কর্মকর্তারা ব্যর্থ করেছিলেন।
পা ফসকে রেললাইনে শিশু, দ্রুত দৌড়ে বাঁচালেন রেলকর্মী
পা ফসকে রেললাইনে শিশু, দ্রুত দৌড়ে বাঁচালেন রেলকর্মী (ভিডিওসহ)