Mesmerizing Mehnaz

Mesmerizing Mehnaz Hello there,I am a blogger who is jack of all trades and master of none.Did I mention that I love ca

12/09/2024

Found one of my favourite cleansing Oil so far....

03/05/2024

Daily Vlog 3:
interstellar... seafood pizza... feeding my dog

01/05/2024

Daily Vlog : 1
Decor shop visit....New international convention centre at Purbachol...

Rated Green Balancing Scalp Pack:রিসেন্টলি আমার মনে হচ্ছিলো, চুলের জন্যে তো কত কিছুই দেই, স্ক্যাল্পের জন্যে ওইভাবে কিছু ...
15/03/2024

Rated Green Balancing Scalp Pack:
রিসেন্টলি আমার মনে হচ্ছিলো, চুলের জন্যে তো কত কিছুই দেই, স্ক্যাল্পের জন্যে ওইভাবে কিছু দেয়া হচ্ছেনা অনেকদিন ধরেই। এইজন্যে কিছু ইফেক্টিভ scalp pack খুঁজছিলাম। Korean Cosmetics - Bangladesh থেকে তখন রেকমেন্ড করলো Rated Greenএর এই দুইটা স্ক্যাল্প প্যাক।one for oily and another for dry scalp. আমার আসলে স্ক্যাল্প এক্টূ ডিহাইড্রেটেড, এইজন্যে মাঝে মাঝে স্ক্যাল্প খুব ওয়েলি লাগে, আবার মাঝে মাঝে ড্রাই। একদিক দিয়ে ভালোই হলো, আমি দুইটাই ডিফারেন্ট সিচুয়েশনে ব্যবহার করতে পারবো।

আমি প্রথমে ইউজ করেছি রোজমেরীটা(black), এইটা oily scalpএর জন্যে। আমার স্ক্যাল্প কয়েকদিন ধরেই খুব ওয়েলি লাগছিলো, তারপরে রাস্তায় বের হলেই ধুলা-বালি লেগে আরো বাজে অবস্থা।
প্যাকেটে যেমন ডিরেকশন দেয়া, ওইভাবেই হেয়ার ওয়াশের পরেই ইউজ করেছি। দেয়ার পরেই মাথাটা একদম ঠাণ্ডা হয়ে যায়। আলাদা করে কন্ডিশনার ব্যবহার করিনি।

পারসোনালি আমার কাছে ভালো লেগেছে। অনেকদিন ধরেই স্ক্যাল্পে অনেক প্রোডাক্ট বিল্ডআপ হয়েছিলো, ওইগুলা সুন্দর করে রিমুভ হয়েছে। অনেক ক্লিনও লাগছে।

এই scalp packটায় রোজমেরী লিফ ওয়াটার আছে। গন্ধটাও সুন্দর। ওদের ওয়েবসাইটে বলা আছে this is for flaky, itchy, mild troubled scalp. অনেকে দেখলাম ড্যান্ড্রাফের সমস্যায়ো বেশ উপকার পেয়েছে।

ওহ, আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, এইটা Kosmetica Bangladesh এ কিন্তু অফারে আছে। ঈদের আগে যেহেতু অনেকেই হেয়ারকেয়ার করবেন, এইজন্যে কিনে রাখতে পারেন।

10/03/2024

Hello guys, can you please like and follow this page??? I'll delete the old one (this one I'm posting from). And now I will post all my contents from the new one.

আমার পেজের সাথে অনেক আগে একটা গ্রুপ লিংকড ছিলো, ওইটা বেসিকালি ব্লগিং রিলেটেডই। আমি আসলে সেই ২০১৬-১৮এর লাইফস্টাইল ব্লগ এন...
27/11/2023

আমার পেজের সাথে অনেক আগে একটা গ্রুপ লিংকড ছিলো, ওইটা বেসিকালি ব্লগিং রিলেটেডই। আমি আসলে সেই ২০১৬-১৮এর লাইফস্টাইল ব্লগ এনভারন্মেন্ট অনেক মিস করি। এছাড়া অনেক কিছু দেখা যায় পেজে পোস্টও দিতে পারিনা, এজ প্রাইভেসি কন্সারন লাগে একটু। এইজন্যেই গ্রুপ্টা কনভারট করে ফেললাম। আপনাদের পছন্দ হলে জয়েন করতে পারেন। আপাতত মেয়েদের গ্রুপ, কারন পোস্ট বেশী ওই রিলেটেডই হবে। আর আমি বেশী ক্রাউড চাইনা গ্রুপে। লিংক দিয়ে দিচ্ছি :
https://www.facebook.com/groups/1885698145035814

আমার wavy hair। এইজন্যে নরমাল হেয়ার ড্রায়ারে চুল একটু ফ্রিজি হয়ে যায়। আর আমি ইদানিং একটু আমার চুলের curly patternটাই বেশ...
24/11/2023

আমার wavy hair। এইজন্যে নরমাল হেয়ার ড্রায়ারে চুল একটু ফ্রিজি হয়ে যায়। আর আমি ইদানিং একটু আমার চুলের curly patternটাই বেশী পছন্দ করি। ডিফিউজার অনেকদিন ধরেই ব্যবহারের ইচ্ছা ছিলো। এইটা লোকালি পেয়ে নিয়ে ফেললাম। মাস খানেক হলো ব্যবহার করছি। আমার খুবই ভালো লাগছে।
আমার আসলে গত কয়েক বছরে অনেক হেয়ার টুলস কেনা পড়েছে। রিভিউ দিব?

এই eye patchগুলো কেউ ইউজ করেছেন? কোন ব্রান্ড বেশী ইফেক্টিভ লেগেছে??
17/11/2023

এই eye patchগুলো কেউ ইউজ করেছেন? কোন ব্রান্ড বেশী ইফেক্টিভ লেগেছে??

16/11/2023
এইবার ব্ল্যাক ফ্রাইডে'তে কে কি অর্ডার দিয়েছেন? আমার না গত ৪-৫ বছর ধরেই সব মেকাপ আর স্কিনকেয়ার অনেক রিপিটেটিভ লাগে। কিছু ...
15/11/2023

এইবার ব্ল্যাক ফ্রাইডে'তে কে কি অর্ডার দিয়েছেন?
আমার না গত ৪-৫ বছর ধরেই সব মেকাপ আর স্কিনকেয়ার অনেক রিপিটেটিভ লাগে। কিছু হাইপড জিনিস দেখে কিনি, পরে দেখি একদম ভ্যালু ফর মানি না।
কিছু স্টেপল জিনিস আছে, রিলায়েবল, অইগুলাই কিনি।
না ভালো লিপস্টিক দেখলাম, না ভালো আইশ্যাড প্যালেট। সেই ২০১৬-১৯ এর জিনিসই ঘুরায়ে ফিরায়ে।
আর সবার কি আমার মতন অবস্থা?

12/11/2023

As promised, here's how can you make a cheaper version of the Mielle Rosemary Hair oil with products you can get locally (from Daraz or even local shops).
I have used these myself and my hair fall has reduced so much.

Mielle'এর এই রোজমেরি অয়েলটা এত্ত হাইপড। অনেক পেজেই দেখি ১৭০০-১৮০০তে সেল হয়। আমিও কিনেছিলাম। এবং ব্যবহারও করেছি কিন্তু কয়...
11/11/2023

Mielle'এর এই রোজমেরি অয়েলটা এত্ত হাইপড। অনেক পেজেই দেখি ১৭০০-১৮০০তে সেল হয়। আমিও কিনেছিলাম। এবং ব্যবহারও করেছি কিন্তু কয়েকদিন। কিন্তুউউউউউউউ............
আমি না টিকটকে ব্রাউজ করতে করতে খুবই চিপ একটা ভার্শন বানানো শিখেছি। আর সত্যি কথা বলতে আমার কাছে এইটা বেশী ইফেক্টিভ লেগেছে।
বলে দিবো? না আপনারা বেশী দামে এইটাই কিনতে থাকবেন??? 😁😁

আমরা আমাদের লক্ষ্য অনেক বড় নির্ধারণ করে ফেলি, কিন্তু রেজাল্ট আশা করি খুব তাড়াতাড়ি। জীবনটা কিন্তু ম্যাজিক না। তাই যখনি দে...
07/11/2023

আমরা আমাদের লক্ষ্য অনেক বড় নির্ধারণ করে ফেলি, কিন্তু রেজাল্ট আশা করি খুব তাড়াতাড়ি। জীবনটা কিন্তু ম্যাজিক না। তাই যখনি দেখি কাঙ্ক্ষিত ফল পাচ্ছিনা, তখনি মোটিভেশন হারিয়ে ফেলি।
এটা শুধু আপনাদের ক্ষেত্রেই না, আমি নিজেও করি।

এক্ষেত্রে তাড়াহুড়া না করে, প্রতিদিন নিজেকে ১% ইম্প্রুভ করতে হবে।
কয়েকটি উদাহরণ দেইঃ

# আপনার লক্ষ্য ফিটনেস ইম্প্রুভ করা......... তাহলে প্রতিদিন আপনি এক্সট্রা এক মিনিট বেশী workout করতে পারেন...লিফট না ব্যবহার করে একটু সিড়িই ব্যবহার করলেন......

#তারপরে ধরুন আপনি একটু হেলদি খাবার খেতে চান......একসাথে পুরো খাবার অভ্যাস বদলানো বেশ কঠিন......ডেইলি একটা জাঙ্ক স্নাক বাদ দিয়ে একটা ফল খেতে পারেন......এক গ্লাস পানি বেশী খেলেন...... দুপুরে/রাতে একটু বেশী সবজি খেলেন

# পড়ার অভ্যাস একেবারেই নেই? ডেইলি একটা পেজ পড়তেই পারেন।

#অনেক মন খারাপ? রাতে একটা জার্নালে লিখতে পারেন "আজকে কিসের জন্যে আপনি গ্রেটফুল"

একদিনে কখনোই আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন না। এই পরিবর্তনটা করতে হয় ধীরে ধীরে, যেন সেইটা আপনার অভ্যাসে পরিণত হয়।

👉 Start small, but start today.
👉 Focus on consistency and gradual progress.
👉 Celebrate your victories, no matter how small.
👉 Remember, it's a journey, not a race.

So, what will you do today to become 1% better? 🌠

04/11/2023

Night time skincare routine after so long.
Softymo cleansing oil is from Kirei BD
Cosrx Low pH cleanser Korean Cosmetics - Bangladesh
Boots toner Poromita’s Couture & Accessories
Missha Vitamin C serum The Korean Mall - Bangladesh
Cosrx snail mucin essence and Cosrx Oil free lotion from korean cosmetics Bangladesh
Laneige Lip sleeping mask from Korean mall Bangladesh

All set for a few months...Some of these are my trusted repurchases..
11/04/2023

All set for a few months...
Some of these are my trusted repurchases..

08/04/2023

I tried a new skin tightening device today.
It's called the Belega Cellcure 4T Plus.
Thanks Brishti Rainy for recommending a demo.
Now have to look for salons which provide this service ❤️
You can also enquire at Belega Japan-BD

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mesmerizing Mehnaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share