22/11/2023
ওয়ার্ল্ড কাপের ফাইনালে ১২০ মিনিট এর থ্রিলার ঠেইলা জেতা টিমরে দুইটা ফাউল টাউল কইরা, পুলিশ দিয়া ফ্যান পিটায়া চাপে ফেলার ধান্ধা করতে চাইলে হবে?
পুলিশ ফ্যান পিটাইলো। ক্যাপ্টেন লিও সব প্লেয়ার নিয়ে আগায় গেলো ফ্যানদের বাচাইতে, এমি মার্টিনেজ চার্জিং লাঠি হাত দিয়া ঠেকাইলো ফ্যানের জন্য, মেসি টিম মাঠের বাইরে নিয়া গেলো গাট দেখায়া।
টিম ফিরে আইসা ৬৯ বছর পর মারাকানায় ব্রাজিল রে প্রথমবারের মত কোনো টিম হিসেবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে হারায় পটাকায়া ফালায় গেলো।৬৯ বছর পর। ইয়েস।১৯৫৪ সালের পর প্রথম। হয়।
মনে রাইখো। মনে রাখা দরকার আছে।