১ কোটি ৫৯ লাখ মানুষ!!!
যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম এক কাজে। কিন্তু এত ভীড় দেখে তো ভিমরী খাওয়ার অবস্থা। হৈ হট্টোগোল। সিকিউরিটির হুইসেল। মার্কেটে ঢুকতে এত লম্বা লাইন, যেটি প্রধান সড়ক হয়ে বসুন্ধরার গলি থেকে শুরু হয়েছে। পরে জানতে পারলাম এটি ভারতীয় ভিসাপ্রার্থীদের লাইন। চারপাশে এত মানুষ!! ছেলে বুড়ো, বয়স্ক নারী পুরুষ। কয়েকজন অসুস্থ লোককে দেখলাম কাঁধে চড়ে ভিসা নিতে এসেছে। যমুনার এক সিকিউরিটি অফিসারের কাছ থেকে জানতে পারলাম প্রতিদিনই এমন উপচে পড়া ভীড় হয় যমুনার সামনে। সকালে কেউ হৈ হুল্লোর করে ঢুকছে। আবার বিকেলে কেউ বেরুচ্ছে হাসিমুখে, কেউ বিষন্ন বদনে। বিষ্মিত হতে দেখে তিনি বললেন, ‘এখানে কি দেখছেন! দেশের অন্য জেলাগুলিতেও ভারতীয় ভিসা সেন্টারের সামনে তো গভীর রাত থেকে মানুষ লাইনে দাড়ায়’।
যমুনার সিকিউরিটির ওই ভদ্রলোকের ধারনায় প্রতিদিন আনুমানিক আট থেকে দশ হাজা