BDTimes365

BDTimes365 সত্য প্রকাশে আপসহীন

এক গভীর ও আত্মঘাতী সংকটের আবর্তে জর্জরিত পাকিস্তান। দেশটির অবস্থা এখন মরণাপন্ন এমন এক রোগীর মতোই, যার স্বাস্থ্যের সূচকগু...
09/07/2024

এক গভীর ও আত্মঘাতী সংকটের আবর্তে জর্জরিত পাকিস্তান। দেশটির অবস্থা এখন মরণাপন্ন এমন এক রোগীর মতোই, যার স্বাস্থ্যের সূচকগুলি যেন জীবন মরণের আশা নিরাশায় দুলছে। বাস্তবতা এই যে রোগীটির সব অঙ্গ-প্রত্যঙ্গ ক্রমশ বিকল হয়ে পড়ছে। পাকিস্তানের ক্ষেত্রে এটিকে একটি বহু-প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সঙ্গে তুলনা করা যায়।

বেনজীর আহমেদ অবসরে যাওয়ার ঠিক আগমুহূর্তে স্ত্রী জীশান মীর্জার নামে মাদারীপুরে বিপুল পরিমাণ জমি কিনেছিলেন। মাত্র ৫৯৪ দিনে...
28/05/2024

বেনজীর আহমেদ অবসরে যাওয়ার ঠিক আগমুহূর্তে স্ত্রী জীশান মীর্জার নামে মাদারীপুরে বিপুল পরিমাণ জমি কিনেছিলেন। মাত্র ৫৯৪ দিনে জীশান মীর্জার নামে কেনা হয়েছে ৯০১৬ শতাংশ বা ২৭৩ বিঘা জমি।

জীশান মীর্জা। নামটি পরিচিত না হলেও বর্তমানে নামটি বহুল আলোচিত। তিনি আসলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজ...

সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসব সম্পদের বৈধ উৎস দেখবে দুদক। ট্যাক্স ফাইলে উঠালেও সম্পদ উপার্জনের বৈধ ...
28/05/2024

সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসব সম্পদের বৈধ উৎস দেখবে দুদক। ট্যাক্স ফাইলে উঠালেও সম্পদ উপার্জনের বৈধ খাত খতিয়ে দেখা হবে। বেনজীরের স্ত্রী এবং সন্তানদের আয়ের খাত হিসেবে দেখিয়েছেন মাছের ব্যবসা। এটাও খতিয়ে দেখা হবে।

অবসরে যাওয়ার মাত্র ছয়মাস আগে সাবেক পুলিশের আইজি বেনজীর আহমেদস্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশান....

ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর...
28/05/2024

ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন।

অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি মিললো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের। ইউরোপের দেশ স্পেন, নর.....

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলন শেষে নিক পোথাসের কথায় উঠে আসে লিটন দাসের প্রসঙ্গ। বাজে ফর্মের কারণে সিরিজজুড়েই ...
29/03/2024

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলন শেষে নিক পোথাসের কথায় উঠে আসে লিটন দাসের প্রসঙ্গ। বাজে ফর্মের কারণে সিরিজজুড়েই সমালোচিত এই খেলোয়াড়। ওয়ানডে সিরিজে খারাপ খেলায় তো বাদ দেওয়া হয় তৃতীয় ওয়ানডের দল থেকেই। তবুও লাল বলে আস্থা ছিল লিটনের ওপর।

চট্টগ্রাম টেস্টের আগেই পরিবারের জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়া গেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে.....

ভারত বয়কট। আসলে কার লাভ? কার ক্ষতি? আর আসলেই কি অর্জন হবে এতে।
15/02/2024

ভারত বয়কট। আসলে কার লাভ? কার ক্ষতি? আর আসলেই কি অর্জন হবে এতে।

ভারত ও বাংলাদেশ এই দুই দেশের সরকার তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে যতই সোনালি অধ্যায় বলে বর্ণনা করুক, দুই দেশেই

12/02/2024

১ কোটি ৫৯ লাখ মানুষ!!!
যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম এক কাজে। কিন্তু এত ভীড় দেখে তো ভিমরী খাওয়ার অবস্থা। হৈ হট্টোগোল। সিকিউরিটির হুইসেল। মার্কেটে ঢুকতে এত লম্বা লাইন, যেটি প্রধান সড়ক হয়ে বসুন্ধরার গলি থেকে শুরু হয়েছে। পরে জানতে পারলাম এটি ভারতীয় ভিসাপ্রার্থীদের লাইন। চারপাশে এত মানুষ!! ছেলে বুড়ো, বয়স্ক নারী পুরুষ। কয়েকজন অসুস্থ লোককে দেখলাম কাঁধে চড়ে ভিসা নিতে এসেছে। যমুনার এক সিকিউরিটি অফিসারের কাছ থেকে জানতে পারলাম প্রতিদিনই এমন উপচে পড়া ভীড় হয় যমুনার সামনে। সকালে কেউ হৈ হুল্লোর করে ঢুকছে। আবার বিকেলে কেউ বেরুচ্ছে হাসিমুখে, কেউ বিষন্ন বদনে। বিষ্মিত হতে দেখে তিনি বললেন, ‘এখানে কি দেখছেন! দেশের অন্য জেলাগুলিতেও ভারতীয় ভিসা সেন্টারের সামনে তো গভীর রাত থেকে মানুষ লাইনে দাড়ায়’।
যমুনার সিকিউরিটির ওই ভদ্রলোকের ধারনায় প্রতিদিন আনুমানিক আট থেকে দশ হাজার লোক যমুনায় আসে। আর দুটো ঈদ ও পূজা পার্বণের আগে সংখ্যাটি দাড়ায় দ্বিগুণ। ভাবলাম বাড়িয়ে বলছে। কিন্তু সকাল বিকাল মিলিয়ে ভিসা প্রার্থীর সংখ্যাটা এমনটাই হবে বলে মনে হল। হিসাব মিলিয়ে দেখলাম যদি প্রতিদিন আট হাজার ভিসা প্রার্থী এখানে আসে তাহলে গত ১ বছরে (মাসে ২৫ দিন ধরে) শুধু ভারতীয় ভিসা নিতেই মোট ২৪ লাখ লোক যমুনায় এসেছে। এটা শুধু ঢাকার চিত্র। এর বাইরে সারাদেশে ১৪ টি ভিসা কেন্দ্র রয়েছে ভারতের। সে হিসেবে গত এক বছরে (৩০০ দিন) যদি প্রতিদিন ৩ হাজার প্রার্থী ওই ভিসা কেন্দ্রগুলোতে যায় তা হলে সংখ্যাটি হবে ১ কোটি ৩৫ লাখ। সব মিলিয়ে সংখাটি দাড়াচ্ছে ১ কোটি ৫৯ লাখ। সারমর্ম হচ্ছে গত ১ বছরে ভারতীয় ভিসা পেতে আনুমানিক দেড় কোটির অধিক মানুষ ভারতের ভিসাকেন্দ্র গুলোতে গিয়েছেন। সংখাটি আতঁকে ওঠার মতই বড়।
অথচ ভাবতে অবাক লাগে ফেসবুক জুড়েই প্রবলভাবে ভারত বিদ্বেষ পরিলক্ষিত। ভারতের পক্ষে কেউ কিছু একটি বললেই তাকে ছিলে ফেলা হচ্ছে। দেওয়া হচ্ছে নানা অপবাদ। অনেককে এ কারণে সামাজিকভাবে নাজেহালও হতে হয়। কি যে সেই প্রবল বিদ্বেষ!!! অথচ ভারতের সিনেমা, সিরিয়াল, গান, পোশাক, চিকিৎসা, ভ্রমণ, আইপিএল এদেশে কত জনপ্রিয়! বিয়ের কেনাকাটা হোক বা ঈদের কেনাকাটা, সব ক্ষেত্রেই পছন্দের গন্তব্য ভারত!
ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে পেঁয়াজের দাম কয়েকগুণ বেড়ে যায়। বাংলাদেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদার ৪০ শতাংশ আমদানি করতে হয়, যার ৯৫ শতাংশ আসে ভারত থেকে। একই ঘটনা ঘটে চিনি, গম, ভুট্টা, মসুর ডাল কিংবা মসলার ক্ষেত্রেও। ভারত থেকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ খাদ্যপণ্য আমদানি হয়। যার মধ্যে রয়েছে পেঁয়াজ, দুধ ও দুগ্ধজাত খাবার, সূর্যমুখী, ডাল ও সয়াবিন তেলসহ ভোজ্য-তেল, চিনি, মধু, কোমল পানীয়, চিপস, বিস্কুট, চকলেট ও ক্যান্ডি জাতীয় খাবার।
প্রয়োজনের ক্ষেত্রে ভারতের ওপর এত আস্থা ও নির্ভরশিলতা তারপরও কেন এত তীব্র বিদ্বেষ। কেন এমনটা হয়? কারা এরা? কি কারণে এত বিদ্বেষ?

উপখ্যানটি মাইশা নাইমা তাসনিন নামে এক কিশোরীর মর্মন্তদ মৃত্যুর কাহিনী। এটি বাংলাদেশে পশ্চাদপদ  ও ক্রমশ: নিম্নগামী রাজনীতি...
23/12/2023

উপখ্যানটি মাইশা নাইমা তাসনিন নামে এক কিশোরীর মর্মন্তদ মৃত্যুর কাহিনী। এটি বাংলাদেশে পশ্চাদপদ ও ক্রমশ: নিম্নগামী রাজনীতিধারার প্রকৃষ্ঠ উদাহরণও বটে। মাত্র ৩০ মিনিটে অপার্থিব যন্ত্রণায় মাইশার মৃত্যুযাত্রার বিশদ বিবারণ পড়ে হয়ত শিউরে উঠবে কেউ কেউ। কিন্তু মাইশা নারকীয় যন্ত্রণা পেয়েছে তার চেয়ে হাজার গুণ বেশী ।
আজ মাইশা বেঁচে থাকলে বিজয়ের তেপ্পান্ন বছরে আজ তার বয়স হত তেইশ।

৩ ফেব্রুয়রি ২০১৫ । ক্ষমতায় যেতে উত্তাল বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো। বিরোধী শিবির কোনভাবেই পেরে উঠছে না তৎকালি....

কার্যত বেলুচিস্তানে গৃহযুদ্ধ নয়; নিরবে গণহত্যা চলছে। আমাদের এখানে ১৯৪৮ সাল থেকে পাকিস্তান সেনাবাহিনী প্রতিদিনই নিরীহ বেল...
23/12/2023

কার্যত বেলুচিস্তানে গৃহযুদ্ধ নয়; নিরবে গণহত্যা চলছে। আমাদের এখানে ১৯৪৮ সাল থেকে পাকিস্তান সেনাবাহিনী প্রতিদিনই নিরীহ বেলুচদের হত্যা করে আসছে। ২০০৩ থেকে গাওদর গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরপরই সেনাবাহিনী হামলা ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধে ‘কসাই’-খ্যাত টিক্কা খানও একসময় বেলুচিস্তানে নিরীহ মানুষদের হত্যাযজ্ঞে নিয়োজিত ছিলেন। বেলুচিস্তানে তার ওই কুখ্যাতির কারণেই তাকে ১৯৭১ সালে ঢাকায় পাঠানো হয়েছিল বলে জানান তিনি। গণহত্যার পুরস্কারও পেয়েছিলেন টিক্কা খান। ১৯৮৮ সালে পাকিস্তান পিপলস পার্টির হয়ে পাঞ্জাবের গভর্নরও নির্বাচিত হয়েছিলেন তিনি। আব্বাস জানান, ১৯৭১ সালে বেলুচিস্তানের মুক্তিকামী মানুষ বাংলাদেশে সংঘটিত গণহত্যার প্রতিবাদ করেছিলেন। তারাও সে সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন দিয়েছিল।

২০১৬ সালের ৯ সেপ্টেম্বর। বেলুচিস্তানের দেরা বুগতি জেলার গৈন্ধরি গ্রামে তখন সূর্য উঠেছে মাত্র। এরই মধ্যে আকাশ কা....

বাংলাদেশে সব শ্রেণীর মানুষদের মধ্যে টয়োটার ল্যান্ডক্র‍ুজার গাড়ির প্রতি ব্যাপক দূর্বলতা রয়েছে। কিন্তু দাম অনেক বেশী হওয়ায়...
23/11/2023

বাংলাদেশে সব শ্রেণীর মানুষদের মধ্যে টয়োটার ল্যান্ডক্র‍ুজার গাড়ির প্রতি ব্যাপক দূর্বলতা রয়েছে। কিন্তু দাম অনেক বেশী হওয়ায় এবং সেন্টিমিটার কিউব (সিসি) বেশী হওয়ার কারণে দেশে ট্যাক্স বেশী গুনতে হয়। ফুয়েল খরচও বেশী। সেসব বিষয় মাথায় রেখে বিশ্বের অন্যতম বড় গাড়ী উৎপাদনকারী সংস্থা টয়োটা ল্যান্ড ক্রুজার নতুন কমপ্যাক্ট স্পোর্টস ইউলিটি ভেহিকেল SUV বাজারে আনতে যাচ্ছে। যার সিসি হবে ১৫০০ এবং দামে সাশ্রয়ী। নতুন এই ব্রান্ডটির নামকরণ করা হয়েছে ল্যান্ড হপটপ।

বাংলাদেশে সব শ্রেণীর মানুষদের মধ্যে টয়োটার ল্যান্ডক্রুজার গাড়ির প্রতি ব্যাপক দূর্বলতা রয়েছে। কিন্তু দাম অনেক

বিকেএসপিতে থাকাকালীন থাকাকালীন শাকিব আল হাসানের কোচ ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। এবারের বিশ্বকাপে একর পর এক  বাজে পারফর্মন...
25/10/2023

বিকেএসপিতে থাকাকালীন থাকাকালীন শাকিব আল হাসানের কোচ ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। এবারের বিশ্বকাপে একর পর এক বাজে পারফর্মন্সের পর অবশেষে তার শরনাপন্ন হলেন সাকিব আল হাসান। তার কাছ থেকে নতুন করে পরামর্শ নিয়েছেন তিনি।

অধিনায়ক সাকিব যেমন মলিন, তেমনি মলিন বাংলাদেশও। বিশ্বকাপের ৫ ম্যাচ খেলে মাত্র ১টি জয় সম্বল সাকিবদের। সেমিফাইনালে....

20/10/2023
সোমবার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বাদীর আবেদনটি নিয়মিত মামলা হিসেবে রুজুর নির্দেশ দিয়েছেন আদালত। এর ফল...
17/10/2023

সোমবার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বাদীর আবেদনটি নিয়মিত মামলা হিসেবে রুজুর নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে বিবাদী চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলামকে তার নিজের বিরুদ্ধে করা মামলা গ্রহণ করতে হবে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত সোমবার (১৬ অক্টোবর) এ আদেশ দেন।

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় আ.....

উপত্যকার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাজার বেশিরভাগ বি...
12/10/2023

উপত্যকার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাজার বেশিরভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয় ইসরায়েল থেকে। তবে হামাসের হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

হাসপাতালগুলোতে হাজার হাজার আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওষুধ শেষ হয়ে আসছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দ্রুত এবং নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার দরকার। জাতিসংঘ বলেছে, গাজায় কমপক্ষে তিন লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

টানা পাঁচ দিন ধরে গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি বিমান হামলা। একইসঙ্গে অবরোধ দেওয়ায় কঠিন মানবিক বিপর্যয়ে পড়.....

চীনের এজেন্টদের হরদীপ সিং নিজ্জারকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। জেং আরও বলেন, ১৮ জুন, ২০২৩-এ নিজ্জার হত্যার পর এজেন্...
12/10/2023

চীনের এজেন্টদের হরদীপ সিং নিজ্জারকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। জেং আরও বলেন, ১৮ জুন, ২০২৩-এ নিজ্জার হত্যার পর এজেন্টরা প্রমাণ নষ্ট করার জন্য নিজ্জারের গাড়িতে লাগানো ড্যাশ ক্যামেরাটিও ধ্বংস করে দেয়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাবার আগে তারা সব আলামত নষ্ট করেছে। যে অস্ত্র দিয়ে নিজ্জারকে হত্যা করা হয়েছিল সেটিও তারা ধ্বংস করে দেয়।

হত্যার পরের দিন আসামিরা বিমানে করে কানাডা থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, জেং আরও অভিযোগ করেছেন যে চীনা খুনিরা ইচ্ছাকৃতভাবে ভারতীয় উচ্চারণসহ ইংরেজি শিখেছে যাতে ভারতকে জড়িয়ে ফেলা যায়।

https://youtu.be/5NyhClMBqMM কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) এজেন্টরা জ....

12/10/2023

আসল ঘটনা কি ঘটনা

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when BDTimes365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDTimes365:

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All