Sadiya Afrin

Sadiya Afrin জীবন যেমন বসন্তের বিকালে মতো
সুন্দর তেমনি শীতের মতই অতি ক্ষুদ্র
(2)

তুমি আমার পূর্ণতা, তুমি আমার জীবনে না আসলে হয়তো জীবনটা অনেকটাই অপূর্ণতা থাকে যেত, তুমি আমার জীবনে বাবার পরে দ্বিতীয় শ্...
20/12/2024

তুমি আমার পূর্ণতা, তুমি আমার জীবনে না আসলে হয়তো জীবনটা অনেকটাই অপূর্ণতা থাকে যেত, তুমি আমার জীবনে বাবার পরে দ্বিতীয় শ্রেষ্ঠতম পুরুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি 🥰
( আজ আমাদের ভালোবাসার পাঁচ বছর পূর্ণ হল ❤️)

এই পাঁচটা বছর আমার লাইফের সবথেকে সেরা বছরের ভিতরে ছিলো, তোমার মতন একজন ভালোবাসার মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার খুব ভাগ্য করেই হয়তো তোমাকে পেয়েছি আল্লাহর কাছে হাজারে শুকরিয়া ,
তুমি আমার লাইফে না আসলে বুঝতে পারতাম না কেউ আমাকে এত নিখুঁতভাবে ভালবাসতে পারবে কেউ আমাকে আগে যত্ন করবে কেউ আমাকে এতটা বুঝবে
কেউ আমার এতোটা ভালো একটা বন্ধু হবে,🥰❤️
আর কথায় আছে না যে যেরকম চাই সেরকম পায় না আসলে আমি যেরকম চাইছি সেরকম পাইনি, কিন্তু আমার চাওয়ার থেকে দ্বিগুণ বেশি পেয়েছি (আলহামদুলিল্লাহ) 🤲

আর একটা কথা আমার জানতে ইচ্ছে করে যে আমি এত রাগারাগি করার পরও তুমি কিভাবে এত শান্ত থাকো 🙂
আর কেন তোমার আমার উপর কখনো রাগ হয় না
( এই সিক্রেট আমাকে জানিয়ে দিও )

( I love you so much and will love you for the rest of my life, you are the only reason I am happy❤️🥰 )

18/12/2024

নিভৃত সন্ধ্যায় হাত ধরে চলা,
স্বপ্ন সাজাবো একসাথে দু’জনে,
পথের বাঁকে বাঁকে প্রেমের মেলা,
তুমি আর আমি, এক গল্পের মনে।

তোমার চোখে আঁকা রঙিন ভোর,
আমার মনে তুমি রোদ্দুর হয়ে,
দিনশেষে ভিজে যাবো সজল ছোঁয়ায়,
ভবিষ্যতের আকাশ, স্বপ্নে গেঁথে।

তোমার হাসিতে খুঁজে পাবো সুখ,
তোমার পাশে বেঁধেছি জীবনের গান,
ভালোবাসা হবে অটুট, অবিচল,
মিলে যাবে দু’জনার সকল মান।

দুঃখে সুখে থাকবো পাশে তোমার,
পথ যত কঠিনই হোক না কেনো,
এ পথচলা থামবে না কখনও,
জীবনভর দু'জনে হবো একে অপরের ঠিকানা।
,
,
আমার নিয়ে তার লেখা 🥰❤️

16/12/2024

কলঙ্ক কখনো পুরুষকে ছুঁতে পারে না পুরুষ আজীবন শুদ্ধতা নিয়ে বাঁচে কলঙ্ক বয়ে বেড়ানোর মতো সৌভাগ্য শুধু নারীর !🤍

16/12/2024

পৃথিবীর কোথাও কোন সুন্দরী নারী দেখলে জিজ্ঞেস করবেন না আপনার বাড়ি কোথায়? তাকে জিজ্ঞেস করুন, বাড়ি বরিশালের কোথায়?
কারন জগতের সমুদয় সুন্দরীই কোন না কোন ভাবে বরিশালেরই।
টাইটানিকের নায়িকা কে!ট উইন্সলেট এর সাথে দেখা হওয়ার পর একজন তাকে জিজ্ঞেস করছিলো, আম্নের বাড়ি কোম্নে?

সে বলছিল.. বরিশালে।

এই শীতে প্রতিবেশীদের খবর নিন ,কে কেমন আছে !
12/12/2024

এই শীতে প্রতিবেশীদের
খবর নিন ,
কে কেমন আছে !

কম বেশি আমাদের সবারই অতীত আছে থাকাটাই স্বাভাবিক,এগুলো যে বর্তমানে এসে চামচামি করবে এটা অস্বাভাবিক, সবারই একটা ব্যক্তিগত ...
05/12/2024

কম বেশি আমাদের সবারই অতীত আছে থাকাটাই স্বাভাবিক,
এগুলো যে বর্তমানে এসে চামচামি করবে এটা অস্বাভাবিক, সবারই একটা ব্যক্তিগত লাইভে আছি সে যা ইচ্ছে তাই করতে পারে এটা তার ব্যাপার , কিন্তু আজাইরা পাবলিক থাকে না, তার বউ বাচ্চা থাকার পরও অন্যের পিছে চামচামি করে, তাদের লাইফে কিন্তু খুব কিন্তু ভালেই অতীত আছে তারপরও মানুষের আইসা পা চাটে,
আর চামচামি গুলো তখনই করে যখন তাই সংসার জীবনে প্রচুর পরিমাণ অসুবিধা থাকে , একটা সুখী ব্যক্তির পরিবার সন্তান ভালোবাসার মানুষ মানে বউ নিয়ে যখন খুব সুখে থাকে, তখন আর অন্যের পিছে চামচামি করার ইচ্ছা বা সময় থাকে না,
যাইহোক দোয়া রইল যাতে সংসার জীবনে সুখী হয়, আর মানুষের পিছে তাহলে কম কম লাগতে পারবে, নিজের বউ বাচ্চা নিয়ে ভবিষ্যৎ করেন কাজে লাগবে,এইসব চামচামি তো আমার কিছু আসে যায় না , চামচামি করার জন্য কিছু লোক দরকার,

আর অতীত বর্তমান কিন্তু এক থাকে না সবাইর নেই,😊

টেনে টুনে কখনো সম্পর্ক টেকে না ।সম্পর্কে টান থাকতে হয়। ভালোবাসার মানুষটিকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়।একে অপরের...
04/12/2024

টেনে টুনে কখনো সম্পর্ক টেকে না ।সম্পর্কে টান থাকতে হয়। ভালোবাসার মানুষটিকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়।একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে হয়।একে অপরকে সময় দিতে হবে সন্মান করতে হবে সর্বোপরি একে অপরকে বুঝতে হবে।ভালোবাসায় দুজনকেই একে অপরের জন্য সমান ভাবে স্যাক্রিফাইস করতে হবে। 😊
পরিশেষে যাই হোক, এমন চিন্তা করতে হবে দুনিয়া পাল্টে গেলেও আমাদের সম্পর্কে কোনো আচ লাগতে দেব না।
ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে শিখ। সম্পর্কে হাজার বাঁধা আসবে, একে অপরের পাশে থেকে সেই বাঁধা অতিক্রম করতে হয়! ❤️

বেইমানি সবাই করতে পারে না,যারা বেইমানি করে তারা অনেক ধুরন্ধর,, এবং শান্ত মস্তিষ্কের হয়।তাদের দেখলে মনে হবে সাক্ষাৎ ফেরে...
04/12/2024

বেইমানি সবাই করতে পারে না,যারা বেইমানি করে তারা অনেক ধুরন্ধর,, এবং শান্ত মস্তিষ্কের হয়।
তাদের দেখলে মনে হবে সাক্ষাৎ ফেরেস্তা আসমান থেকে নেমে এসেছে ,,,তারা এমন একটা ভেস ধরে থাকবে আপনার কাছে মনে হবে একটা মানুষ এতো ভালো হয় কি করে।
মানে তার মাঝে আপনি পৃথিবীর সব ভালো গুণ খুঁজে পাবেন । আপনি না চাইতেও তাকে আপনার ভালো লাগবে,, এবং আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন।
আসলে তার এই ভালোমানুষী টা পরিকল্পিত একটা সাজানো ফাঁদ আপনার জন্য।
তাকে ভালোবেসার মতো ভুলের মধ্যদিয়ে আপনি তার ফাঁদে পা দিয়ে আটকে যাবেন,,
আটকে যাওয়ার পরেই আপনি তার আসল রূপের নতুন খেলা টা দেখতে পারবেন,,!
যতোদিনে সে খেলাটা শুরু করবে ততদিনে তার প্রতি আসক্ত হয়ে যাবেন।
আপনার তার প্রতি তীব্র ভালোবাসার কারনে এমন খেলা শুরু করবে আপনি হয়ে যাবেন ফুটবল সে হয়ে যাবে মেসি।
কিছু দিন পর জানতে পারবেন তার খেলার জন্য আপনি একমাত্র বল না তার খেলার জন্য আরো অনেক বল আছে ।
একটা পর্যায়ে তার অবহেলার বিষে আপনি নিল হয়ে যাবেন, অদৃশ্য আগুনে পুড়তে থাকবে আপনার বুক।
আপনার ঝলসানো হৃদয় নিয়ে যখন তার কাছে যাবেন একটু সহানুভূতির জন্য একটু ভালোবাসার জন্য,,ঠিক তখনই আপনার আগুনে পোড়া ঝলসানো হৃদয় টাকে মেরে ফেলে শেষ কৃতকার্য সম্পুর্ন করে,,তার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে আপনাকে।
একা থাকতে থাকতে বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ কারো হয় না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরালেই চলে যায়।
রাব্বী /আয়ান
ছিলে না তুমি
゚ ゚

ভে'ঙে চুর'মার হওয়া আমিটা কে কেউ কখনো সামলাতে আসেনি..!💔
03/12/2024

ভে'ঙে চুর'মার হওয়া আমিটা কে কেউ কখনো সামলাতে আসেনি..!💔

কবে মুক্তি পাবো...? 🥺
02/12/2024

কবে মুক্তি পাবো...? 🥺

Thik.. 🥰🤗
02/12/2024

Thik.. 🥰🤗

মেয়ে হওয়া এতো সহজ না... 😒
29/11/2024

মেয়ে হওয়া এতো সহজ না... 😒

🙂🙂
28/11/2024

🙂🙂

🫤
27/11/2024

🫤

24/11/2024

আগে মাকে খালি বলতাম এত হাড়ি পাতিল দিয়ে কি করে, তাক ভর্তি হাড়িপাতিল ছিল ঘরে।এখন ফোন দিয়ে ভাবতেছি মাফ চেয়ে নিব😑😑

21/11/2024

আমি পড়ালেখা শেষ করব ,নাকি পড়ালেখাই আমাকে শেষ করবে দেখতে আমার সাথেই থাকুন🙂🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadiya Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category