বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা
জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে
বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ
সভাপতি শেখ হাসিনার বক্তব্যে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর বলেন. প্রধানমন্ত্রীর হুমকি-ধামকিতে
গণতান্ত্রিক আন্দোলন স্তিমিত হবে না।
সরকারের দুর্নীতির কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে : মির্জা ফখরুল।
০৫ অক্টোবর ২০২২,
গণমাধ্যমের সাথে কথা বলছেন মির্জা
ফখরুল ইসলাম আলমগীর।
বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বলেছেন, তথাকথিত উন্নয়নের নামে
সরকারের দুর্নীতির কারণে মানুষকে
দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি বলেন, সরকার এত চিৎকার-
চেঁচামেচি করছে সব সময় বলছে- আমরা
বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। বলা হচ্ছে,
প্রয়োজনের তুলনায় উৎপাদন আরো বেশি
হচ্ছে। গতকালকের ব্যাপারটা
(লোডশেডিং) হচ্ছে অস্বাভাবিক ব্যাপার।
হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে সারাদেশে
বেশিরভাগ এলাকায় ছিল না। প্রায় আট
ঘণ্টা এই লোডশেডিং চলে। এর থেকে
বোঝা যায় সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম
করে বহু প্রজেক্ট করেছে, টাকা-পয়সা
বানিয়েছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, এ
ধরনের একটা বড় রকমের দুর্যোগের
মধ্যে,
স্বৈরাচারী সরকার বিরোধী বৃহত্তর রাজনৈতিক
ঐক্য গড়ার লক্ষ্যে চলমান সংলাপের অংশ
হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র সাথে
সংলাপ শেষে বিএনপি।
#অক্টোবর_৩,_২০২২
#চলমান_সংলাপের_অংশ_হিসেবে
#লিবারেল_ডেমোক্রেটিক_পার্টি’র_সাথে
#সংলাপ
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর বলেন, আমরা ঐক্যবদ্ধ
আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার
যে প্রক্রিয়া শুরু করেছি সেই প্রক্রিয়ার অংশ
হিসেবে আজকে আমরা দেশের প্রবীণ
জননেতা অলি সাহেবের নেতৃত্বে যে লিবারেল
ডেমোক্রেটিক পার্টি তাদের সঙ্গে দ্বিতীয় দফায়
আলোচনা করেছি। এই দ্বিতীয় দফার
আলোচনায় আমরা আন্দোলনের যে
দাবিগুলো আছে তা নিয়ে কথা বলেছি।
এই সরকারের পতনে আমরা একসঙ্গে
আন্দোলনে একমত হয়েছি।
সংবাদ সম্মেলন উপস্থিত আছেন লিবারেল
ডেমোক্রেটিক পার্টি’র চেয়ারম্যান কর্নেল
অলি আহমেদ এবং বিএনপি’র জাতীয়
স্থায়ী কমিটির সদস্
রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে ০১ জন আটক; জিজ্ঞাসাবাদ চলছে।