GeoPlanet বাঙলা

GeoPlanet বাঙলা প্রাণ | প্রকৃতি | পরিবেশ | ভূরাজনীতি | জ্যোতির্বিজ্ঞান
(3)

বরফের চাদর সরে গেলে অ্যান্টার্কটিকা মহাদেশ দেখতে যেমন!জিওগ্রাফিক ডেটা থেকে তৈরি করা কম্পিউটার জেনারেটেড ছবি।
11/01/2025

বরফের চাদর সরে গেলে অ্যান্টার্কটিকা মহাদেশ দেখতে যেমন!
জিওগ্রাফিক ডেটা থেকে তৈরি করা কম্পিউটার জেনারেটেড ছবি।

08/01/2025

আমাদের পেইজটি আপনাদের কাছে কেমন লাগে? সবাই আপনাদের মতামত জানাবেন। সবার জন্য অফুরান ভালোবাসা ❤️❤️❤️

এটা তুরস্কের ক্যাপাডোকিয়া (Cappadocia) এটা প্রকৃতির তৈরি এক মনোমুগ্ধকর শিল্পকর্ম। এই অঞ্চলটি অসাধারণ ভূ-প্রাকৃতিক গঠন এ...
25/12/2024

এটা তুরস্কের ক্যাপাডোকিয়া (Cappadocia)

এটা প্রকৃতির তৈরি এক মনোমুগ্ধকর শিল্পকর্ম। এই অঞ্চলটি অসাধারণ ভূ-প্রাকৃতিক গঠন এবং মানুষের তৈরি বিশাল আকারের গুহার জন্য বিখ্যাত। মূলত হাজার হাজার বছর ধরে বায়ু, বৃষ্টি, এবং তাপমাত্রার প্রভাবে পাথরগুলো ক্ষয়ে-ক্ষয়ে এমন অদ্ভুত আকার ধারণ করেছে। এই অঞ্চলে প্রাচীন কাল থেকেই মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে। এখানের পাথর কেটে গুহা তৈরি করে মানুষজন বসবাস করতো। এমনও কিছু গুহার সন্ধান পাওয়া গেছে যেখানে এক সঙ্গে ২০ হাজার মানুষও বসবাস করতে পারতো।

এটি বর্তমানে তুরস্কের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্থল।

#

মালদ্বীপের রাজধানী মালে। আয়তনে মাত্র ৮.৩ বর্গ কিলোমিটার। কিন্তু ছোট এই দেশটিতেই ২০২৪ সালের হালনাগাদ করা তথ্যমতে ২ লাখ ২০...
15/12/2024

মালদ্বীপের রাজধানী মালে। আয়তনে মাত্র ৮.৩ বর্গ কিলোমিটার। কিন্তু ছোট এই দেশটিতেই ২০২৪ সালের হালনাগাদ করা তথ্যমতে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বসবাস করে। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ স্থানগুলোর একটি।

#মালদ্বীপ #অজানা #সাধারণজ্ঞান #বাংলা

05/12/2024

আমাদের পেইজের প্রথম যিনি স্টার প্রেরণ করেছেন তিনি হচ্ছেন:
AL Hasnine Mithu

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পথচলার একটি স্মরণীয় অধ্যায়ের সাক্ষী হবার জন্য ❤️

--টিম, GeoPlanet বাঙলা 🙏🙏🙏

স্যাটালাইট থেকে রাতের দুবাই শহর। সোর্স: ইউরোপিয়ান স্পেস এজেন্সি
04/12/2024

স্যাটালাইট থেকে রাতের দুবাই শহর।

সোর্স: ইউরোপিয়ান স্পেস এজেন্সি

এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেলপথ। চীনের ইয়ু শহর থেকে যাত্রা শুরু করে কাজাখস্থান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি এবং...
02/12/2024

এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেলপথ। চীনের ইয়ু শহর থেকে যাত্রা শুরু করে কাজাখস্থান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স পাড়ি দিয়ে অবশেষে স্পেনের মাদ্রিদ শহরে গিয়ে থামে। পুরো যাত্রাপথ ১৩ হাজার কিলোমিটারের। পুরো যাত্রা শেষ করতে ট্রেনটির সময় লাগে ২১ দিন। এটা হচ্ছে মালবাহী ট্রেনের রুট। এই পথে কোনো যাত্রি পরিবাহিত হয় না। চীন থেকে কম সময়ে ইউরোপে পন্য পরিবহন করতেই এই ট্রেন চালু করা হয়েছে। যেখানে জাহাজ পথে পন্য পাঠাতে সময় লাগে ৬ সপ্তাহ সেখানে এটি মাত্র ২১ দিনেই মানে তিন সপ্তাহেই পন্য পৌঁছে দেয়। তবে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী রেলপথটি রাশিয়ায় অবস্থিত সেটির নাম ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে।

এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সোজা রাস্তা। এর নাম হাইওয়ে টেন, যা সৌদি আরবে অবস্থিত। এই হাইওয়ে টেন ১৪৮০ কিলোমিটার দীর্ঘ কিন্ত...
29/11/2024

এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সোজা রাস্তা। এর নাম হাইওয়ে টেন, যা সৌদি আরবে অবস্থিত। এই হাইওয়ে টেন ১৪৮০ কিলোমিটার দীর্ঘ কিন্তু এর মাঝে ২৪০ কিলোমিটার রাস্তা হচ্ছে একদম সোজা কোনোপ্রকার বাঁক ছাড়া। মরুভূমির বুক চিরে বয়ে গেছে এই রাস্তা।

স্যাটালাইট থেকে রাতের মিসর। মিসরের ৯৫ ভাগ মানুষ নীল নদের থেকে ২০ কিলোমিটারের মধ্যে বসবাস করে। আর এজন্যই সারা দেশে আলো দে...
28/11/2024

স্যাটালাইট থেকে রাতের মিসর। মিসরের ৯৫ ভাগ মানুষ নীল নদের থেকে ২০ কিলোমিটারের মধ্যে বসবাস করে। আর এজন্যই সারা দেশে আলো দেখা না গেলেও নীল নদের পাশ ঘিরেই সব আলো দেখা যাচ্ছে।

23/11/2024

আপনারা কি জানেন ২০২৭ সালে পৃথিবীর মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন দেশ?

আমাদের কন্টেন্ট এর কোন দিকগুলো আপনাদের ভালো লাগে, আর কোন দিক খারাপ লাগে? জানিয়ে দিন কমেন্টস করে। সবার প্রতি অগ্রীম কৃতজ্...
22/11/2024

আমাদের কন্টেন্ট এর কোন দিকগুলো আপনাদের ভালো লাগে, আর কোন দিক খারাপ লাগে? জানিয়ে দিন কমেন্টস করে। সবার প্রতি অগ্রীম কৃতজ্ঞতা এবং প্রাণভরা ভালোবাসা ❤️❤️❤️

মাটির গভীরে পুরো শহর! তাও ছোটখাটো কোনো শহর নয়, এক সময় এর একটিতেই থাকতো ২০ হাজার মানুষ। তুরস্কের এই আশ্চর্য নিয়ে জানতে দে...
04/11/2024

মাটির গভীরে পুরো শহর! তাও ছোটখাটো কোনো শহর নয়, এক সময় এর একটিতেই থাকতো ২০ হাজার মানুষ। তুরস্কের এই আশ্চর্য নিয়ে জানতে দেখুন আমাদের ভিডিও। এছাড়াও আরও নানা বিষয়ে ভিডিও দেখতে ফেসবুকের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রতি অগ্রিম ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা ❤️❤️❤️

মানুষের তৈরি এক আশ্চার্য বিস্ময় হচ্ছে তুরস্কের ভূগর্ভস্থ শহর গুলো। পাথরের বুক কেটে মাটির নিচে তৈরি করেছে প্রায় ২...

কেনিয়ার রাজধানী নাইরোবী। আকাশছোঁয়া অট্টালিকার পাশেই বন্যপ্রাণীর অভয়ারণ্য।
18/10/2024

কেনিয়ার রাজধানী নাইরোবী। আকাশছোঁয়া অট্টালিকার পাশেই বন্যপ্রাণীর অভয়ারণ্য।

সুইডেন এর সর্ব উত্তরের শহর কিরুনা (Kiruna)। বছরের অধিকাংশ সময়ই শহরটি বরফে আচ্ছাদিত হয়ে থাকে। এছাড়া শীতকালে এখানে সূর্যের...
17/10/2024

সুইডেন এর সর্ব উত্তরের শহর কিরুনা (Kiruna)। বছরের অধিকাংশ সময়ই শহরটি বরফে আচ্ছাদিত হয়ে থাকে। এছাড়া শীতকালে এখানে সূর্যের দেখাই পাওয়া যায়না। শহরটিতে প্রায় ২২ হাজার মানুষ বসবাস করে।

🇸🇪

ছবির মতো সাজানো এই গ্রামটির নাম গিটহর্ন (Giethoorn)। গ্রামটি নেদারল্যান্ডস এ অবস্থিত এবং এটিকে বলা হয় নেদারল্যান্ডস এর ভ...
16/10/2024

ছবির মতো সাজানো এই গ্রামটির নাম গিটহর্ন (Giethoorn)। গ্রামটি নেদারল্যান্ডস এ অবস্থিত এবং এটিকে বলা হয় নেদারল্যান্ডস এর ভেনিস। এই গ্রামে কোনো রাস্তা নেই, একমাত্র নৌকা যোগেই আপনি এই গ্রামে ঘুরতে পারবেন। এটা নেদারল্যান্ডস এর অন্যতম একটি পর্যটনস্থান।

15/10/2024

সেরেঙ্গেটির গ্রেট মাইগ্রেশনের অবিশ্বাস্য যাত্রা উপভোগ করুন, যেখানে লক্ষ লক্ষ উইল্ডবিস্ট, জেব্রা এবং অন্যান্য প্রাণী বিশ্বের সবচেয়ে নাটকীয় প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটিতে অংশ নেয়। এই মহাকাব্যিক অভিবাসন শুধু প্রাণীদের স্থানান্তরই নয়, এটি একটি জীবনের লড়াই যা প্রতিবছর সেরেঙ্গেটি এবং মাসাই মারার মধ্যে সংঘটিত হয়। এই ভিডিওতে আমরা খুঁজে দেখব গ্রেট মাইগ্রেশন কীভাবে এবং কেন ঘটে, প্রাণীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং এটি কীভাবে সেরেঙ্গেটির অনন্য বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে সাহায্য করে। প্রাণীজগতের এই অদ্ভুত বিস্ময়ের আরও অনেক তথ্য জানুন, যা প্রায়ই বিশ্বের সপ্তম আশ্চর্য বলে বিবেচিত হয়, আমাদের বাংলা ডকুমেন্টারিতে।

আপনারা কেমন কন্টেন্ট পেতে চান আমাদের কাছ থেকে?
07/10/2024

আপনারা কেমন কন্টেন্ট পেতে চান আমাদের কাছ থেকে?

03/10/2024

পৃথিবীতে এমনও কিছু স্থান রয়েছে যেগুলো দেখতে একদমই অবিশ্বাস্য মনে হয়। নিজের চোখে না দেখা পর্যন্ত সেগুলোকে বাস্তব বলে বিশ্বাস্যই হয় না। তেমনই কিছু অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য সম্বলিত জায়গা নিয়েই সাজিয়েছি আমাদের আজকের ভিডিও।

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when GeoPlanet বাঙলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share