এলিফ্যান্ট ফলস এ একটা ধাপ নামার প র দেখলাম এইটা ভানাচ্ছে,না ফুসকা,না পানিপুরি ,না গোলগাপ্পা এক গাদা পানিদিলো সেই পানিও আইল্লা। খাবার আগে জানলে এত্ত আবেগে গদ গদ হয়ে ফুচকা ভেবে খেতাম না।🙄🙄🙄
Elegance is about finding beauty in simplicity, strength in humility, and grace in every gesture. In an ever-changing world.
প্রকৃতি হলো পৃথিবীর নীরব কবিতা, প্রতিটি শ্বাসে সে নতুন করে জীবনের কথা শোনায়।❤️❤️🙂🙂
নাফাখুম জলপ্রপাত (Nafakhum Waterfall) বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। নাফাখুম ভ্রমণ পার্ট টূ।
নাফাখুম জলপ্রপাত (Nafakhum Waterfall) বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত।
একবার ধরতে পেলে মনের মানুষ ,ছেড়ে যেতে আর দিও না,ধরতে পেলে মনের মানুষছেড়ে যেতে আর দিও না-দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
গজল সন্ধা
কিছুদিন আগে এক গজল সন্ধার আমন্ত্রনে গেলাম।
শুরু হবার পরে দেখলাম মেহেদী হাসানের গজল করবেন লোকাল সিংগার।পরে অবশ্য তা আর থাকেনাই কবিতা,লালন ,ফোক থেকে চিত্রা ও জগজিৎ সিং এ চলে গ্যাছে আয়োজন ।চিত্রা আর জগজিৎ ডুএট গাইলেন ওয়াইফ সহ।🙂
যাই হোক কথা বলছিলাম "মেহেদী হাসান" কে নিয়ে।ছোট বেলায় বাবার ক্যাসেটের সাথে বিশাল সাইজের রেকর্ড প্লেয়ার কালেকশন ছিলো ,মেহেদী হাসান এর সাথে আরও অনেকের গজল ছিলো বলাই বাহুল্য ।শুনেছি বহু বার সেই সব গজল।
মানুষের জীবনে ছোট বেলাটা খুব প্রভাব ফেলে।আমার তো মনে হয় ২ থেকে ১২ এর মধ্যবর্তী সময় খুবই ক্রুশীয়াল। এই সময় মানুষ যা যা দেখে শোনে জানে তাই সারাজীবন বয়ে বেড়ায়।আমি ভুল ও হতে পারি।অন্যদের মতভেদ থাকতেই পারে।🙂
মজার ব্যাপার বাবা খুব সুনিপুণ ভাবে তাদের গান গাইবার মুখের ভংগী নকল করে দেখাতেন। বিশেষ করে মেহেদী হাসানের।বড় হয়ে দেখেছ
“The universe does not carry debts. It always returns back to you what you gave it.” ― Drishti Bablani
"There is a hidden message in every waterfall. It says, if you are flexible, falling will not hurt you.” ― Mehmet Murat Ildan
অসাধারণ গারোদের একটি ভিলেজ ❤️❤️
ভাইরে ভাই… আষ্ট আঙ্গুল কোদালরে ভাই ষোল আঙ্গুল ডাটি, সেই কোদালেতুইলা ফালায়রে… ভাইরে ভাই আপনা গোরের মাটি…
ভুট্টা পোড়াচ্ছিলেন ,খেতে খারাপ না,তবে আমি জানতাম শক্ত হবে,কিন্তু আদতে নরম।জানলাম।🙂