Travel Tales By Nusha khan

Travel Tales By Nusha khan I don't want to wake up one day when I'm 80 years old and say to myself I wish I had done that.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,খুবই ভালো ছিলেন নম্র ও ভদ্র ছিলেন।আর এই তনি মেয়েটাকে আমি রেস্পেক্ট করি।মহান আল্লা...
15/01/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,খুবই ভালো ছিলেন নম্র ও ভদ্র ছিলেন।আর এই তনি মেয়েটাকে আমি রেস্পেক্ট করি।মহান আল্লাহ তায়ালার কাছে ঊনার হ্যাসবেন্ড এর রুহের মাগফেরাত কামনা করি। আমিন!!!

লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন (Laitlum Grand Canyon)মেঘালয় রাজ্যের শিলং এর স্মিত গ্রামের এর কাছে একটি অসাধারন ভিউ পয়েন্ট। ...
15/01/2025

লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন (Laitlum Grand Canyon)

মেঘালয় রাজ্যের শিলং এর স্মিত গ্রামের এর কাছে একটি অসাধারন ভিউ পয়েন্ট।

লাইটলুম শিলং শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত একটি ক্যানিয়ন যেখানে সব সময় থাকে মেঘের আনাগোনা। এখানে মেঘেরা গাভীর বা ভেড়ার পালের মতো চড়ে বেড়ায়।🙂

লাইটলুম অর্থ হলো আলোর শেষ। এটি হচ্ছে শিলং এর সবচেয়ে উঁচু স্থান, একে জিরো পয়েন্টও বলা হয়। এই পাহাড়ের শেষ প্রান্ত এটি এবং এর পরেই রয়েছে গিরিখাত।

এখানে যাওয়ার পথের পুরো রাস্তার দুপাশে দেখা মিলবে ধাপ চাষের সোনালী ক্ষেত, মাঝে মাঝে সাদা ছোট জংলি ফুলের কার্পেট, সবুজ ধান ক্ষেত, নানা রঙের বুনো ফুল আর ভয়ঙ্কর সুন্দর ঝর্ণা।

এই ক্যানিয়নের ভিউ পয়েন্টের একেবারে নিচ পর্যন্ত যেতে ভাঙতে হবে প্রায় শ’খানেক সিঁড়ি। অনেক কষ্ট করে যখন সিঁডি বেয়ে নামবেন তখন চারপাশের সবুজ প্রকৃতি, মাথার ওপর ঘুরতে থাকা মেঘ আপনাকে পৌঁছে দেবে এক স্বপ্নের জগতে। শূন্যতার মাঝে মেঘের ভেলায় ভেসে নিজেকে উপলব্ধি করার এমন সুযোগ মেলা সত্যিই ভার।যদিও আমি নিচে যাবার সাহস করিনাই।

এখানে দর্শনার্থীদের জন্য কোন প্রবেশ মূল্য দিতে হয় না,তবে ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে, বিশাল উপত্যাকায় ঘুরে বেড়াতে পারেন।

লাইটলুম ঘুরতে যেতে চাইলে আর ভিউ দেখার সেরা সময় অবশ্যই দুপুরের আগে। কারন এর পরে মেঘের আনাগোনা বেড়ে যায় বলে তখন এখানকার সৌন্দর্য মেঘে ঢেকে থাকার সম্ভাবনা প্রকট। যেখানেই যাই না কেনো মনে করিয়ে দেয় যে মেঘের রাজ্যে আছি।🙂

ভ্রমণের সেরা সময় জুন থেকে অক্টোবর পর্যন্ত, এটি ঘন কুয়াশায় আবৃত থাকে তাই সেপ্টেম্বর থেকে মে লাইটলুম ভ্রমণের সেরা সময়।

লাইটলুম শিলং (Shillong) থেকে কিছুটা দূরে হওয়ায় সাধারন সাইট সিইং প্যাকেজে ছিলো না, শিলং শহরের কয়েকটা প্লেস এর সাথে একজায়গাটাও যুক্ত করে নিয়েছিলাম আমরা। যেমন এলিফ্যান্ট ফলস, গলফ কোর্স ইত্যাদি।

খুব ভালো লেগেছে। বুনো ফুলের ঝোপঝাড় ,আলো ছায়ার খেলা।মেঘের লুকোচুরি। আর সবুজ আর সবুজ। 🙂

শোনা যাচ্ছিলো অসংখ্য অদেখা ঝর্নার গান ,সুবহান আল্লাহ!!!

"চপল পায় কেবল ধাই,
কেবল গাই পরীর গান,
পুলক মোর সকল গায়,
বিভোল মোর সকল প্রাণ।
---
চপল পায় কেবল ধাই
উপল-ঘায় দিই ঝিলিক,
দুল দোলাই মন ভোলাই,
ঝিলমিলাই দিগ্বিদিক।"

-সত্যেন্দ্রনাথ দত্ত

হ্যাপি ট্রাভেলিং ❤️❤️❤️❤️
জগৎ এর সকল প্রাণী সুখী হোক!!!!

Travel Tales By Nusha khan






দেখো আলোয় আলো আকাশদেখো আকাশ তারায় ভরাদেখো যাওয়ার পথের পাশেছোটে হাওয়া পাগল-পারাএত আনন্দ আয়োজনসবই বৃথা আমায় ছাড়াভরে...
15/01/2025

দেখো আলোয় আলো আকাশ
দেখো আকাশ তারায় ভরা
দেখো যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগল-পারা
এত আনন্দ আয়োজন
সবই বৃথা আমায় ছাড়া
ভরে থাকুক আমার মুঠো
দুই চোখে থাকুক ধারা
এলো সময় রাজার মতো
হলো কাজের হিসেব সারা
বলে, "আয় রে ছুটে আয় রে ত্বরা"
"হেথা নাইকো মৃত্যু নাইকো জরা"
বলে, "আয় রে ছুটে আয় রে ত্বরা"
"হেথা নাইকো মৃত্যু নাইকো জরা"

- রবীন্দ্রনাথ ঠাকুর

Travel Tales By Nusha khan



Set your life on fire. Seek those who fan your flames.-RumiTravel Tales By Nusha khan
14/01/2025

Set your life on fire. Seek those who fan your flames.

-Rumi

Travel Tales By Nusha khan






14/01/2025

কেউ যদি কারো ক্ষতি করে ,সে নিজে ,খুব শীগ্রই তার চাইতে হাজার গুন বেশী ক্ষতির মধ্যে পরে যাবে। আল্লাহ তায়ালার বিচার বড় কঠিন। তাই পরের ক্ষতি করে বেশী খুশী হবার কিছু নাই,সামনে তোমার পালা।রেডী থাকো।🙂

Travel Tales By Nusha khan





#নুসারএলোমেলোভাবনা

13/01/2025

❤️❤️❤️❤️

13/01/2025

মুলার সিজন চলছে ,যাদের যাদের শশুর বাড়ি যাবার চলে যান,যাতে সিজন গেলে আবার শাশুড়ীর আফসোস না থাকে।

"আহারে জামাই মূলার সিজনে তো আইলানা"😉

নাফনদী টেকনাফ সদর থেকে নাফনদীর দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। কেবলমাত্র প্রকৃতি প্রেমীরা ছুঠে যান সৃষ্টির অপরুপ সৌন্দর্য উপ...
13/01/2025

নাফনদী

টেকনাফ সদর থেকে নাফনদীর দূরত্ব প্রায় দেড় কিলোমিটার।

কেবলমাত্র প্রকৃতি প্রেমীরা ছুঠে যান সৃষ্টির অপরুপ সৌন্দর্য উপলব্ধি করতে নাফ নদীর তীরের দিকে। আবার অনেকে শহরের দিকে না গিয়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত পর্যটন হোটেল নেটং এ অবকাশযাপন করেন।

নাফ নদীর উপরে নেটং পাহাড়ের পাদদেশে দাড়াঁলে চোখে পড়ে পাশ্ববর্তী দেশ মায়ান মারের কাটাঁতারের সীমানা প্রাচীর ।

নেটং পাহাড়: টেকনাফ শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে টেকনাফ-কক্সবাজার সড়কের পাহাড়ের চুড়াঁয় এটি অবস্থিত।

সেই পাহাড়ে আমার যাওয়া হ্য়নি। পাহাড়ের কোল ঘেসেপূর্বে নাফনদী ও মিয়ানমারের পাহাড় দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। 🙂

একটু সামনে এগোলেই দেখা মিলবে আরেকটি পাহাড়ের বিট্রিশ আমলে স্থাপিত টি এন্ড টি ভবন। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার আনন্দই অন্য রকম।

আমি গিয়াছিলাম ডিসেম্বর এর দিকে। যতদুর মনে পরে,কুয়াসায় ঢাকা ভোরের আলো না উঠতেই পৌছেছিলাম টেকনাফ, নাফ নদীর ঘাটে, নাস্তা করে অপেক্ষা করেছিলাম, কেয়ারি সিন্দাবাদের। আমি মুগ্ধ হই খুব অল্পতেই, যে কোন কিছুই আমাকে মুগ্ধ করে খুব সহজেই, নদীও যে এত্ত ভালোলাগে, আমি মুগ্ধ। এই মুগ্ধতা আরো বাড়িয়েছে গাংচিল দলকে সংগী করে পাওয়ায়। 🙂

ঝাকে ঝাকে নীল পানির উপরে এরা পিছুছাড়েনা প্রায় অনেকটা পথ। উপরে আকাশ নিচে সমুদ্র মাঝে গাংচিলের দল। এরাই বুঝিবা পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এমনটা ভাবতে কার না ভাল লাগে। 🙂

চিপস বা বিস্কুট ছিটিয়ে দিলে ছো মেরে উড়াল দেয়ার দৃশ্য যে দেখেছেন, তিনিই বুজবেন। খুব কুয়াশায় কিছু ছবি তুলেছি, যা আমার খুব প্রিয়, আপনাদের কেমন লাগে জানাবেন।🙂🙂🙂

যে কোন গাড়ী যোগে কক্সবাজার হতে আসার পথে নাফনদী ,নেটংপাহাড়,নেটং আবাসিক পর্যটন হোটেল,মাথিন রেস্তোরা ও টেকনাফ স্হল বন্দরে আসা যায়।

অবশ্য সেন্টমার্টিন যেতে এই পথেই এ নদীর উপর দিয়েই যেতে হয়।

হ্যাপি ট্রাভেলিং ❤️❤️❤️❤️
জগৎ এর সকল প্রাণী সুখী হোক!!!

Travel Tales By Nusha khan



কত কোকিলকে স্থবির হয়ে যেতে দেখেছি,তারা কিশোর নয়,কিশোরী নয় আর;কোকিলের গান ব্যবহৃত হয়ে গেছে।সিংহ হুঙ্কার করে উঠছে,সার্কাসে...
13/01/2025

কত কোকিলকে স্থবির হয়ে যেতে দেখেছি,
তারা কিশোর নয়,
কিশোরী নয় আর;
কোকিলের গান ব্যবহৃত হয়ে গেছে।
সিংহ হুঙ্কার করে উঠছে,
সার্কাসের ব্যথিত সিংহ,
স্থবির সিংহ এক - আফিমের
সিংহ - অন্ধ - অন্ধকার।
চারদিককার আবছায়া-সমুদ্রের
ভিতর জীবনকে স্মরণ করতে গিয়ে
মৃত মাছের পুচ্ছের শৈবালে,
অন্ধকার জলে, কুয়াশার পঞ্জরে
হারিয়ে যায় সব।
সিংহ অরন্যকে পাবে না আর
পাবে না আর,
পাবে না আর কোকিলের গান,
বিবর্ণ এঞ্জিনের মত খশে খশে
চুম্বক পাহাড়ে নিস্তব্ধ।
হে পৃথিবী,
হে বিপাশামদির নাগপাশ, -
তুমি পাশ ফিরে শোও,
কোনোদিন কিছু খুঁজে পাবে না আর।

-জীবনানন্দ দাস

Travel Tales By Nusha khan




12/01/2025

বাবা-মা একজন সন্তানের সবচেয়ে কাছের মানুষ। উভয়ে সম্পূর্ণ আলাদা সত্তা হলেও দুইজন একই সূত্রে গাঁথা।

প্রতিটি সন্তানের জীবনে বাবা-মায়ের ভূমিকা অসামান্য। কারও অবদান কারও চেয়ে কম নয়।

আমাদের আশপাশের অনেকের বাবা-মা নেই। তারা পার্থিব জীবন কাটিয়ে অনন্ত জীবনে পাড়ি দিয়েছেন। তাদের বিচ্ছেদ-বেদনায় সন্তনেরা অশ্রুর পানিতে চোখের পাতা ভেজান।

কিন্তু শুধু কাঁদলেই কি কি মৃত বাবা-মায়ের আত্মা শান্তি পাবে? নাকি সু-সন্তান হিসেবে তাদের জন্য কোনো দায়িত্ব আছে? তাদের জন্য কি দোয়া করা যায় না?

এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘মানুষ মৃত্যু বরণ করলে— তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়,তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না। সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান— যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান— যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে।’ (মুসলিম, হাদিস : ৪৩১০)

উত্তম সন্তান অবশ্যই বাবা-মায়ের জন্য কল্যাণকর হয়ে থাকেন। তাদের জন্য দোয়া করে আখেরাতে সওয়াব পৌঁছান। তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। বলা বাহুল্য যে, কোনো সন্তান যখন মৃত বাবা-মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তাদের নেয়ামত ও সুখ-শান্তি আরও বাড়িয়ে দেন।

পবিত্র কোরআন শরিফে স্পষ্টতই বর্ণনা করা হয়েছে, আপনার মৃত বাবা-মায়ের জন্য আপনি কি দোয়া করবেন।

শান্তির দোয়া

মা-বাবার জন্য শান্তির দোয়া করা সন্তানের কর্তব্য। মা-বাবার অবদান ও ভূমিকার বদলা সন্তান জীবনেও আদায় করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা

বলেন-

رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ٢٤ ﴾ [الاسراء: ٢٤]

উচ্চারণ : রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।

অর্থ : ‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল : ২৪)

ক্ষমা প্রার্থনার দোয়া

আল্লাহ তাআলা বাবা-মায়ের জন্য ক্ষমা প্রার্থনার দোয়াও শিখিয়ে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেন-

رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١﴾ [ابراهيم: ٤١]

উচ্চারণ : রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! রোজ কিয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন।'
(সুরা ইবরাহিম, আয়াত : ৪১)

এসবের পাশাপাশি আমাদেরকে আরও যা করতে হবে,তা হোলো পিতামাতার হক পালন করতে হবে।

আমরা জেনে নেই পিতামাতার হক সম্পর্কে।

পিতা মাতার হক ১৪ টি।

সন্তানের ওপর পিতা–মাতার প্রতি ১৪টি হক বা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে সাতটি তাঁদের জীবদ্দশায় আর সাতটি তাঁদের ইন্তেকালের পর।

জীবিত অবস্থায় ৭টি করণীয় কর্তব্য হলো
১. সম্মান ও শ্রদ্ধা করা,

২. ভালোবাসা,

৩. মান্য করা,

৪. সেবাযত্ন করা,

৫. সুখ–শান্তির চিন্তা ও ব্যবস্থা করা,

৬. প্রয়োজন পূরণ করা ও

৭. দূরে থাকলে দেখা–সাক্ষাৎ করা।

ইন্তেকালের পর ৭টি করণীয় হলো
১. তাঁদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা,

২. ইবাদতের মাধ্যমে সওয়াব রেসানি করা,

৩. তাঁদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদের সম্মান করা,

৪. তাঁদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদের সাহায্য–সহযোগিতা করা,

৫. তাঁদের ঋণ থাকলে পরিশোধ করা ও তাঁদের কাছে কারও গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যর্পণ করা,

৬. বৈধ অসিয়ত পূর্ণ করা ও

৭. কবর জিয়ারত করা।

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে এইসব আমল দোয়া করার তৌফিক দান করুন! আমিন!!!

Travel Tales By Nusha khan

আমি যে আধারে বন্দিনী,আমারে আলোতে ডেকে নাও।স্বপন ছায়াতে চঞ্চলা,আমারে পৃথিবীর কাছে নাও।শ্রাবণ ঘন এই আকাশ কালো,তৃষিত হৃদয় ...
12/01/2025

আমি যে আধারে বন্দিনী,
আমারে আলোতে ডেকে নাও।
স্বপন ছায়াতে চঞ্চলা,
আমারে পৃথিবীর কাছে নাও।
শ্রাবণ ঘন এই আকাশ কালো,
তৃষিত হৃদয় মোর জ্বেলেছে আলো।
এবার আমায় বাসিবে ভাল
প্রিয় তুমি কথা দাও কথা দাও।
অন্ধ নিবিড় এই রাতের বেলা,
বাতাসে ছায়ার কত গভীর খেলা।
প্রাচীন প্রেমের কথার মেলা,
আমাকে তুমি বলে যাও বলে যাও।।

- সূর্য কন্যা মুভি

(ছোট বেলায় এই গানটা শুনলে গায়ের লোম দাড়ায় যাইত, কিন্তু মজার ব্যাপারটা হলো, পুড়োনো রাজবাড়ীতে গেলে আজো আমার নিজেকে রাজনন্দিনী মনে হয়। ❤️❤️❤️

চার বছর আগের মেমোরিতে আসলো।)

Travel Tales By Nusha khan





11/01/2025
আমার প্রিয় বারান্দা ,আমার প্রিয় নীড় ,খুব পয়মন্ত,চিন্তা করে দেখলাম।জীবনের সব ভালো কিছু এই বাসায়।❤️❤️❤️হুমায়ূন আহমেদ এর ভা...
11/01/2025

আমার প্রিয় বারান্দা ,আমার প্রিয় নীড় ,খুব পয়মন্ত,চিন্তা করে দেখলাম।জীবনের সব ভালো কিছু এই বাসায়।❤️❤️❤️

হুমায়ূন আহমেদ এর ভাষায় বল্লাম।🙂

Travel Tales By Nusha khan



*"আজীবন আইন মেনেছি। মৃত্যুতে আইন ভাঙব কেন"* ?‌মহাজ্ঞানী সক্রেটিসের মৃত্যুদন্ড কার্যকর হবে সন্ধ্যায়। তখনকার নিয়ম অনুযায়ী ...
10/01/2025

*"আজীবন আইন মেনেছি। মৃত্যুতে আইন ভাঙব কেন"* ?

মহাজ্ঞানী সক্রেটিসের মৃত্যুদন্ড কার্যকর হবে সন্ধ্যায়। তখনকার নিয়ম অনুযায়ী পরিবারের সকলেই আর একান্ত শিষ্যরা তার চারপাশ ঘিরে আছেন, কারাগারের অন্ধকার ঘরে ! প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় নিয়ে গেলেন. তার চোখেও অশ্রু টলমল করছে। হায় কি অদ্ভুত শাস্তি! *যে মরবে সে ধীরস্থির ও শান্ত। আর যে মারবে তার চোখে জল।*
‌‌
কারাগার প্রধান বললেন- *"এথেন্সের হে মহান সন্তান- আপনি আমায় অভিশাপ দিবেন না, আমি দায়িত্ব পালন করছি মাত্র"*।.এতবছর কারাগারে কাজ করতে গিয়ে আপনার মতো সাহসী, সৎ ওজ্ঞানী কাউকে আমি কখনো দেখিনি।
‌‌
মৃত্যুর ঠিক আগে সক্রেটিস তার পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বললেন। সুন্দর পোষাক পরলেন তিনি। শিষ্যরা সবাই কাঁদছে কিন্তু সক্রেটিস যেন বেপরোয়া। মৃত্যুতে কি কিছুই যায় আসে না তার? মৃত্যুদন্ডটা চাইলেই তিনি এড়িয়ে যেতে পারতেন !
‌‌
*তার বিরুদ্ধে অভিযোগ ছিলো:- দেবতাদের প্রতি ভিন্নমত প্রকাশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও তরুণদের বিপথগামী হতে উৎসাহ প্রদান।*
‌‌
নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসেছিলো। বিচারক ছিলেন তৎকালীন সমাজের ৫০০ জন জ্ঞানী মানুষ। এদের অনেকেই ছিলেন গ্রীসের রাজার একান্ত অনুগত। সক্রেটিসের মেধা ও বিশেষত তরুণদের কাছে তার জনপ্রিয়তায় জ্বলন ছিলো তাদের।
‌‌
সক্রেটিসকে খতম করার এমন সুযোগ তারা ছাড়বে কেন ?"""""
‌‌
*তবুও হয়তো প্রাণে বেঁচে যেতেন সক্রেটিস, কিন্তু কাঠ গড়ায় দাঁড়িয়েও বিচারকদের নিয়ে উপহাস করতে ভুললেন না। ফলাফল হেমলক লতার বিষপানে মৃত্যু*।
সক্রেটিস নিজেই তার আত্মপক্ষ সমর্থন করেছিলেন। কঠোর যুক্তি দিয়ে বিচারকদের প্রশ্নবাণে জর্জারিত করেছিলেন বিচারকেরা তার একটি প্রশ্নেরও সঠিক কোন উত্তর দিতে পারেনি।
‌‌‌‌
*মৃত্যুর আগে একমাস কারাগারে বন্দী ছিলেন তিনি। নিয়ম ছিলো এমন। এই একমাসে কারারক্ষীরাও তার জ্ঞানে মুগ্ধ হয়ে গেলো। তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইলো।‌‌সক্রেটিস বিনয়ের সাথে না করে দিলেন। বললেন আজ পালিয়ে গেলে ইতিহাস আমায় কাপুরুষ ভাববে। তিনি মনে করতেন বীরের মতো মৃত্যু অপমানের জীবনের চাইতে শ্রেষ্ঠ বলে* !
‌‌
ঐদিন সন্ধ্যায় প্রধান কারারক্ষী চলে যাওয়ার পরে জল্লাদ এলো পেয়ালা হাতে, পেয়ালা ভর্তি হেমলকের বিষ। সক্রেটিস জল্লাদকে বললেন কি করতে হবে আমায় বলে দাও !n‌জল্লাদ বললো পেয়ালার পুরোটা বিষ পান করতে হবে। একফোঁটাও নষ্ট করা যাবেনা। সক্রেটিস বললেন তবে তাই হোক। তিক্ত বিষের পুরো পেয়ালা তিনি জলের মতো করে পান করে ফেললেন। চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাঁদছেন, এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ ! তখন জল্লাদ আরও কঠোর নির্দেশটি দিলো। বললো নিয়ম অনুযায়ী আপনাকে এখন কিছুক্ষণ পায়চারী করতে হবে। যাতে বিষের প্রভাব পুরোটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। হায় হায় করে উঠলেন সবাই।
‌‌
*শুধু ম্লান হাসলেন সক্রেটিস। বললেন আজীবন আইন মেনেছি। মৃত্যুতে আইন ভাঙবো কেন ?* ‌‌দূর্বল পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটলেন কিছুক্ষণ। যতক্ষণ তার শক্তিতে কুলোয়। এরপর বিছানায় এলিয়ে পড়লেন। *শিষ্যদের বললেন তোমরা উচ্চস্বরে কেঁদোনা। আমায় শান্তিতে মরতে দাও।*
‌‌
জল্লাদের পাষাণ মনেও তখন শ্রদ্ধার ভাব বিনয়ে আর লজ্জায় মাথা নামিয়ে নিলো সে। চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন সক্রেটিস।একবার চাদরটা সরালেন। একজন শিষ্যকে ডেকে বললেন প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগী ধার করেছিলাম আমি। ওটা ফেরত দিয়ে দিও।
‌‌
*ঐদিন সক্রেটিসের মূত্যুর খবর এথেন্সে ছড়িয়ে পড়লে, সাধারণ মানুষেরা বিক্ষোভ মিছিল সহকারে এথেন্সের রাস্তায় নেমে আসে ও সক্রেটিসের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া বিচারকদের পিটিয়ে হত্যা করে। কিছু বিচারক ও জল্লাদ অনুশোচনায় আত্মহত্যা করেছিলো*
‌‌
এই ছিলো তার শেষ কথা। খানিক পরেই অনিশ্চিত যাত্রায় চলে গেলেন মহাজ্ঞানী সক্রেটিস। তার শিষ্যদের মাঝে সেরা ছিলেন প্লেটো। প্রায় আড়াই হাজার বছর আগের এই ঘটনাগুলো প্লেটো তার রচিত বিখ্যাত রিপাবলিক গ্রন্থে লিখে গুরুকে অমর করে গেছেন।
‌‌‌
*প্লেটোর শিষ্য ছিলেন মহাজ্ঞানী এ্যারিষ্টটল। তার রচিত বিখ্যাত গ্রন্থ দ্যা পলিটিক্স।* এ্যারিষ্টটল ছিলেন সর্বকালের জ্ঞানী মানুষদের সামনের সারির একজন। আর মহাবীর আলেকজ্যান্ডার দ্যা গ্রেটের নাম আমরা সবাই জানি, এই বিশ্বজয়ী আলেকজ্যান্ডারের শিক্ষক ছিলেন এ্যারিষ্টটল।
‌‌
*প্রহসনের বিচারে সক্রেটিসের মৃত্যু হয়েছে ঠিকই। কিন্তু মৃত্যু তাকে মারতে পারেনি। শিষ্যদের মাঝে জ্ঞানের আলো দিয়ে বেঁচে রইবেন তিনি অনন্তকাল।*

-সংগৃহীত

Travel Tales By Nusha khan



রাসুল (সা.) আমাদের সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করতে বলেছেন। হাদিসে আছে, ‘যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ১০ আয়াত ...
10/01/2025

রাসুল (সা.) আমাদের সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করতে বলেছেন। হাদিসে আছে, ‘যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে।’ (মুসলিম শরিফ)

ইংরেজি ও বাংলায় অর্থ সহ সুরা কাহাফের প্রথম ১০ আয়াত।

1 ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَىٰ عَبْدِهِ ٱلْكِتَٰبَ وَلَمْ يَجْعَل لَّهُۥ عِوَجَا

আলহামদুলিল্লা-হিল্লাযীআনঝালা ‘আলা-‘আবদিহিল কিতা-বা ওয়ালাম ইয়াজ‘আল্লাহূ ‘ইওয়াজা-।

সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি।

Praise be to Allah, Who hath sent to His Servant the Book, and hath allowed therein no Crookedness:

2 قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا

কাইয়িমাল লিইউনযিরা বা’ছান শাদীদাম মিল্লাদুনহু ওয়া ইউবাশশিরাল মু’মিনীনাল্লাযীনা ইয়া‘মালূনাসসা-লিহা-তি আন্না লাহুম আজরান হাছানা-।

একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে-তাদেরকে সুসংবাদ দান করে যে, তাদের জন্যে উত্তম প্রতিদান রয়েছে।

(He hath made it) Straight (and Clear) in order that He may warn (the godless) of a terrible Punishment from Him, and that He may give Glad Tidings to the Believers who work righteous deeds, that they shall have a goodly Reward

3 مَّٰكِثِينَ فِيهِ أَبَدًا

মা-কিছীনা ফীহি আবাদা-।
তারা তাতে চিরকাল অবস্থান করবে।

Wherein they shall remain for ever:

4 وَيُنذِرَ ٱلَّذِينَ قَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًا

ওয়া ইউনযিরাল্লাযীনা কা-লুত্তাখাযাল্লা-হু ওয়ালাদা-।

এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্যে যারা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে।

Further, that He may warn those (also) who say, "Allah hath begotten a son":

5 مَّا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ وَلَا لِءَابَآئِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَٰهِهِمْ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا

মা-লাহুম বিহী মিন ‘ইলমিওঁ ওয়ালা
-লিআ-বাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়া-হিহিম ইয়ঁইয়াকূলূনা ইল্লা-কাযিবা-।

এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা।

No knowledge have they of such a thing, nor had their fathers. It is a grievous thing that issues from their mouths as a saying what they say is nothing but falsehood!

6 فَلَعَلَّكَ بَٰخِعٌ نَّفْسَكَ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا۟ بِهَٰذَا ٱلْحَدِيثِ أَسَفًا

ফালা‘আল্লাকা বা-খি‘উন্নাফছাকা ‘আলা আ-ছা-রিহিম ইল্লাম ইউ’মিনূ বিহা-যাল হাদীছিআছাফা-।

যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন।

Thou wouldst only, perchance, fret thyself to death, following after them, in grief, if they believe not in this Message.

7 إِنَّا جَعَلْنَا مَا عَلَى ٱلْأَرْضِ زِينَةً لَّهَا
لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا

ইন্না-জা‘আলনা-মা-‘আলাল আরদি
ঝীনাতাল্লাহা- লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহছানু ‘আমালা-।

আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।

That which is on earth we have made but as a glittering show for the earth, in order that We may test them - as to which of them are best in conduct.

8 وَإِنَّا لَجَٰعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا

ওয়া ইন্না-লাজা-‘ইলূনা মা-‘আলাইহা-সা‘ঈদান জুরুঝা-।

এবং তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব।

Verily what is on earth we shall make but as dust and dry soil (without growth or herbage).

9 أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَٰبَ ٱلْكَهْفِ وَٱلرَّقِيمِ كَانُوا۟ مِنْ ءَايَٰتِنَا عَجَبًا

আম হাছিবতা আন্না আসহা-বাল কাহফি ওয়ার রাকীমি কা-নূমিন আ-য়া-তিনা‘আজাবা-।

আপনি কি ধারণা করেন যে, গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল ?

Or dost thou reflect that the Companions of the Cave and of the Inscription were wonders among Our Sign?

10 إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

ইয আওয়াল ফিতইয়াতুইলাল কাহফি ফাকা-লূরাব্বানাআ-তিনা-মিল্লাদুনকা রাহমাতাওঁ ওয়া হাইয়ি’ লানা-মিন আমরিনা-রাশাদা-।

যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয়গ্রহণ করে তখন দোআ করেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।

Behold, the youths betook themselves to the Cave: they said, "Our Lord! bestow on us Mercy from Thyself, and dispose of our affair for us in the right way!"

সেভ করে বা টাইম লাইনে রেখে দিতে পারেন। মহান আল্লাহ আমাদের এই আয়াত পড়ার তৌফিক দান করুন। আমিন!!

Travel Tales By Nusha khan

Address

Dhaka
1229

Website

https://youpic.com/photographer/0akternasima0/, https://www.viewbug.com/member/nusha

Alerts

Be the first to know and let us send you an email when Travel Tales By Nusha khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Tales By Nusha khan:

Videos

Share