Shabnom’s Artistry

Shabnom’s Artistry Hi, i am Shabnom from Shabnom's Artistry.
(18)

Update: 𝙏𝙬𝙤 𝙩𝙞𝙘𝙠𝙚𝙩𝙨 𝙛𝙤𝙧 BPL Music Fest 2025 𝙘𝙤𝙣𝙘𝙚𝙧𝙩 𝙖𝙧𝙚 𝙪𝙥 𝙛𝙤𝙧 𝙨𝙚𝙡𝙡𝙞𝙣𝙜 Shaheed Jewel StandLocation - Mohammadpur Lineup ...
22/12/2024

Update:
𝙏𝙬𝙤 𝙩𝙞𝙘𝙠𝙚𝙩𝙨 𝙛𝙤𝙧 BPL Music Fest 2025 𝙘𝙤𝙣𝙘𝙚𝙧𝙩 𝙖𝙧𝙚 𝙪𝙥 𝙛𝙤𝙧 𝙨𝙚𝙡𝙡𝙞𝙣𝙜

Shaheed Jewel Stand
Location - Mohammadpur

Lineup for BPL Music Fest 2025

Rahat Fateh Ali Khan
Miles
AvoidRafa
Hannan
Muza
Xefer
Sanjoy

২৩ ডিসেম্বর ২০২৪ (Monday)

if anyone need kindly DM 🙏

2 tickets available! if anyone need kindly inbox 🙏
22/12/2024

2 tickets available!

if anyone need kindly inbox 🙏

21/12/2024
মদ্যপ সাবেক সেনাকর্মকর্তার পুত্রের বেপরোয়া গাড়ি চাপায় মারা গেছেন বুয়েট সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ।মারাত...
20/12/2024

মদ্যপ সাবেক সেনাকর্মকর্তার পুত্রের বেপরোয়া গাড়ি চাপায় মারা গেছেন বুয়েট সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ।
মারাত্মক আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা এবং মোঃমেহেদি হাসান খাঁন।

আজ মধ্যরাতে ৩০০ ফিট এলাকায় পুলিশ চেক পোস্টে যখন এই তিন ছাত্রের পরিচয় যাচাই করা হচ্ছিলো, ঠিক তখন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবদুল্লাহ আল মামুনের পুত্র, এ লেভেলের ছাত্র সাদমান, মাতাল অবস্থায় চেক পোস্টে অপেক্ষারত ওই তিন শিক্ষার্থীকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহতাসিম মাসুদ।

এর আগেও নেশাগ্রস্থ সেনা কর্মকর্তার পুত্ররা বেপরোয়া দুর্ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেছে (উদাহরণ হিসেবে অজিজের ছোট ছেলে)।
পরিবর্তিত বাংলাদেশে কেউ যেন নিজ পিতৃপরিচয় রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে না পারে, সেটাই কাম্য।

পোস্ট ক্রেডিট - Zulkarnain Saer
follow Shabnom’s Artistry

20/12/2024

বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মধ্যে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চেয়েও বড়। যিনি তাঁর সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন।

পৃথিবীতে যাঁর বাবা নেই সে-ই বোঝে বাবার ভালোবাসা তার জন্য কতটা প্রয়োজন। মাঝিবিহীন নৌকা যেমন চালানো যায় না, তেমনি বাবা ছাড়া নিজের জীবনকে সামনে এগিয়ে নেওয়া অনেক কষ্টকর।

আজ বাবার সাথে পথ চলার সময়গুলকে অনুভব করছি, চলার জীবনে বাবার ছায়াতেই বড় হয়েছি, বাবার ভালোবাসা, বাবার স্নেহ, বাবার আদর আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে ভাসে। আমার বাবা ছিলেন আমার আর্দশ। বাবাকে আমার খুব প্রয়োজন ছিলো বাবার সাথে আমার অনেক কথা বলার ছিলো আমি বলতে পারিনি তাই মনের লুকানো কথাগুলো আজও কারো সাথে ভাগাবাগি করতে পারিনি। বাবার আর্দশ, বাবার সততা, বাবার নৈতিকতা আমার কাছে অতুলনীয়। যাদের বাবা আছে তারা জানেনা বাবার ছায়াটা কতটা তার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ । বাবাহীন পৃথিবীটা বেশ অদ্ভুত! যাদের বাবা নেই তারা কেবল জানেন বাবার অনুপুস্থিতিটা কেমন। এক সময় বাবার বুদ্ধিছাড়া কোন কাজেই সফল হওয়া যেতো না, আর আজ বাবাকে ছাড়া চলতে হচ্ছে প্রতিটা মুহূর্ত। বুদ্ধিহীন অবস্থায় চলতে হচ্ছে এই অচেনা জীবনে!!

কিন্তু বাবার সেই স্মৃতি বাবার সেই উপদেশমূলক কথাগুলো আজও আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়ে যায়! যার আদর্শ আমাকে মানুষ হতে সাহায্য করছে। বেশ কিছু আশা, স্বপ্ন, কাজ অপূর্ণ থেকে গেল আমার। পরিশেষে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহপাক যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে আমার বাবাকে স্থান করে দেন।
এই কামনায় আজ কত দিন বাবা ডাক ডাকিনি।
যেখানে উনি থাকেন যেন ভাল ও শান্তিতে থাকেন।
রাব্বির হামহুম্মা রাব্বায়ানী সাগীরা।
আমিন।

হাসিনা-টিউলিপের রাশিয়া সফর: রূপপুর প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগঃ রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্ত...
19/12/2024

হাসিনা-টিউলিপের রাশিয়া সফর: রূপপুর প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগঃ রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তিতে বিশাল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে ৪ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।

২০১৩ সালে রাশিয়ায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে টিউলিপ সিদ্দিক তার খালা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ দেন। ওই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে হাসিনা এবং টিউলিপ উপস্থিত ছিলেন। এই সফরে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পাশাপাশি একটি ১ বিলিয়ন পাউন্ডের অস্ত্রচুক্তি স্বাক্ষরিত হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। টিউলিপের সঙ্গে তার পরিবারের কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হওয়ায় এই বিতর্ক আরও তীব্র হয়েছে।

লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, টিউলিপের এই সফর এবং চুক্তি নিয়ে কোনো ভূমিকা ছিল না। তারা দাবি করেছে, তিনি এমপি হওয়ার এক দশক আগের ঘটনা এটি, এবং তিনি শুধুমাত্র তার পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন।

অন্যদিকে, টিউলিপের রাজনৈতিক বিরোধীরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এই সফর এবং সংশ্লিষ্ট ছবি-ভিডিওতে দেখা যায় যে, টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের উপস্থিতি এই চুক্তির সঙ্গে সরাসরি জড়িত ছিল।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Shabnom’s Artistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shabnom’s Artistry:

Share