দাখিল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সিরিজ
আরবী দ্বিতীয় পত্রসহ বাজারের একমাত্র পূর্ণাঙ্গ বই
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
মাদরাসা জগতে শুধু আল ফাতাহই বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুসারে আরবী দ্বিতীয় পত্রসহ পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে দাখিল ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ১৩০০ নম্বর এবং ৯ম শ্রেণিতে ১৫০০ নম্বরের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে এসেছে "বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি" সিরিজ।
বইটি যে কারণে সেরা:
📕 স্বল্প সময়ে বিষয়ভিত্তিক পর্যাপ্ত অনুশীলন নিশ্চিত করতে অধিক সংখ্যক মডেল টেস্ট সমৃদ্ধ।
📕 ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত NCTB প্রদত্ত বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন ও উত্তরমালা।
📕 NCTB প্রদত্ত পরিমার্জিত সিলেবাস, প্রশ্নের ধারা, মানবণ্টন ও নমুনা প্রশ্নের আলোকে বার্ষিক পরীক্ষায় শতভাগ কমন উপযোগী এক্সক্লুসিভ মডেল টেস্ট ও উত্তরমালা।
📕 বিষয়ভিত্তিক ৩০ নম্বরের শিখনকালীন মূল্যায়ন প্রস্তুতির
বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
আল ফাতাহ পাবলিকেশন্স-এর দাখিল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির আরবি দ্বিতীয় পত্র সহ "বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির" একমাত্র বই এখন বাজারে।
বইগুলোতে তুমি পাবে –
📕 বিষয়ভিত্তিক বার্ষিক পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন ।
📕 নতুন প্রশ্নের ধারা ও প্রশ্নের ধরন বোঝার জন্য NCTB প্রদত্ত নমুনা প্রশ্ন ও
উত্তরমালা।
📕 নমুনা প্রশ্নের আলোকে বার্ষিক পরীক্ষায় শতভাগ কমনের নিশ্চয়তায় এক্সক্লুসিভ মডেল টেস্ট ও উত্তরমালা।
📕 বিষয়ভিত্তিক ৩০ নম্বরের শিখনকালীন মূল্যায়ন প্রস্তুতির জন্য NCTB প্রদত্ত প্রশ্নের ধারা ও মানবণ্টনের আলোকে রয়েছে- শ্রেণির কাজ, অনুসন্ধানমূলক কাজ, অ্যাসাইনমেন্ট, ব্যাবহারিক কাজ, প্রকল্প ও প্রতিবেদন।
#MadrasaEducation #Madrasa #Aliyah #Dakhil