Safety Information = সতর্কতাঃ মনোযোগ দিয়ে পড়ুনঃ
পেইজের মূল উদ্দেশ্য স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ জ্ঞ্যান এর প্রচার করা। ক্ষেত্রবিশেষে, পেইজের বিভিন্ন পোস্টের কমেন্টে এবং ইনবক্সে করা বিভিন্ন প্রশ্নের সাধারণ ও বিজ্ঞানসম্মত মৌলিক উত্তর দেয়া হয় শুধুমাত্র রোগ ও করনীয় সম্পর্কে কিছু ধারণা দেয়ার জন্য।
Bangla Health TV স্পষ্ট জানাচ্ছে যে, শুধুমাত্র আমাদের কোন পোস্টের, কমেন্টের বা কোন প্রশ্নের উত্তর এর উপর
ভিত্তি করে চিকিৎসা সম্পর্কিত পদক্ষেপ নেয়া অনুচিত। চিকিৎসা শুধুমাত্র কোন রেজিস্টার্ড ডাক্তারের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমেই নেয়া যেতে পারে।
পেইজে বিভিন্ন কমেন্টের উত্তর শুধুমাত্র Bangla Health TV এর পক্ষ থেকে নির্ধারিত রেজিস্টার্ড ডাক্তার অথবা এডমিন দিবেন। উভয় ক্ষেত্রেই উত্তরটি " Bangla Health TV " আই ডি থেকেই দেয়া হবে। অনুগ্রহ করে অন্য কেউ কোন কমেন্টের পরামর্শমূলক উত্তর দিবেন না।
এই পেইজে কোন প্রকার বিজ্ঞাপন বা অন্য কোন প্রচারণা চালানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। এরূপ প্রচারণা কারিকে পেইজ থেকে ব্যান করা হবে।আরও বিস্তারিত তথ্যের জন্য, পেইজ/পোস্ট সম্পর্কিত কোন অভিযোগ অথবা পরামর্শের জন্য ইমেইল করুন[email protected] এ ।
Bangla Health TV ফেইসবুক পেইজ থেকে কোন প্রকার জরুরী অবস্থার পরামর্শ অথবা সরাসরি কোন চিকিৎসা বা ঔষধ সম্পর্কিত পরামর্শ দেয়া হয় না। Bangla Health TV শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ ও রেজিস্টার্ড ডাক্তারের খোঁজ পেতে ও সরাসরি সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে সাহায্য করতে পারে।
স্বাস্থ্য সম্পর্কিত যে কোন খবর ও তথ্য জানতে Bangla Health TV এর ফেসবুক পেজ-এর ফলো বাটনে চাপ দিয়ে রাখুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ।
আশাকরি আমাদের সাথেই থাকবেন ও সুস্থ থাকবেন।