Nu saifa

Nu saifa Actress

আমার বাবাই.. ✨🖤  Al Aadheer
14/02/2025

আমার বাবাই.. ✨🖤

Al Aadheer

✨🖤
11/02/2025

✨🖤

তুমিই সেযে আমার পেটে থেকেওছিল বুকে।তুমিই সেযার শরীরের মোচড়আমার আত্মাকে মুচড়ে দিতো।তুমিই সেযে আমার ভিতরে বড়ো হচ্ছিলোএকইস...
09/02/2025

তুমিই সে
যে আমার পেটে থেকেও
ছিল বুকে।

তুমিই সে
যার শরীরের মোচড়
আমার আত্মাকে মুচড়ে দিতো।

তুমিই সে
যে আমার ভিতরে বড়ো হচ্ছিলো
একইসাথে বড়ো করছিলো আমাকেও।

তুমিই সে
যে ছিল আমার সবচেয়ে অচেনা
কিন্তু যে ছিল আমার সবচেয়ে চেনা।

তুমিই সে
যে আমাকে চিনিয়েছিলো
আমার শরীরের অলৌকিক-ক্ষমতা।

তুমিই সে
যে আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিতো
নিজেই হৃৎস্পন্দন হয়ে।

তুমিই সে
যার প্রত্যেক কান্নায়
আমার মৃত্যু হতো।

তুমিই সে
যে আমাকে বুঝতে শিখিয়েছে
রূপ শারীরিক নয়।

তুমিই সে
যে আমাকে শিখিয়েছিলো
ভালোবাসা।

তুমিই সে
যে প্রথম আমার চোখে চোখ রেখে ডেকেছিলো— "মা"...
এবং আমার পুনর্জন্ম হয়েছিলো।

তুমিই সে
যে আমাকে পাল্টে দিয়েছে
চিরতরে।
আমার প্রথম সন্তান।

কবি— রান্দি ল্যাৎযম্যান
কাব্যগ্রন্থ— 'ফ্রম দ্য হার্ট অভ আ মাদার'
কবিতা— প্রথম-সন্তান

My Son : My Superhero 🖤🤍
05/02/2025

My Son : My Superhero 🖤🤍

Yeah, he is mine 🥰
04/02/2025

Yeah, he is mine 🥰

মা হওয়ার আরেকটা জবআর সেটা ৮ ঘন্টার নয়,২৪ ঘন্টার যেখানে কোন ছুটি নাই, বেতন নাই, রেস্টও নাই..
02/02/2025

মা হওয়ার আরেকটা জব
আর সেটা ৮ ঘন্টার নয়,২৪ ঘন্টার
যেখানে কোন ছুটি নাই, বেতন নাই, রেস্টও নাই..

01/02/2025

Same 😴

নারী মানেই সেক্রিফাইস..🥲
31/01/2025

নারী মানেই সেক্রিফাইস..🥲

আমার বাচ্চা যখন আমাকে দেখে হাসে তখন আমি পরম শান্তি অনুভব করি। ☺️
31/01/2025

আমার বাচ্চা যখন আমাকে দেখে হাসে তখন আমি পরম শান্তি অনুভব করি। ☺️

আমার জান্টু মনিটা গো.. 🖤 # Aadheer
31/01/2025

আমার জান্টু মনিটা গো.. 🖤

# Aadheer

আপনার ছেলে অথবা মেয়ে কে আপনি কার কাছে কোলে দিবেন? কতটা আপনি নিরাপদ মনে করেন কিন্তু আমি মনে করি না কারণ ২ মিনিট চোখের আড়া...
29/01/2025

আপনার ছেলে অথবা মেয়ে কে আপনি কার কাছে কোলে দিবেন?
কতটা আপনি নিরাপদ মনে করেন কিন্তু আমি মনে করি না কারণ ২ মিনিট চোখের আড়াল হবে তো যে কোন জায়গায় ব্যাথা পেয়ে যায়। 🥲
আমার কষ্ট হলেও আমি সব সময় ও'কে নিজের কাছে রাখি।

আমার সেরা ছেলে..❤️‍🔥
28/01/2025

আমার সেরা ছেলে..❤️‍🔥


একের ভিতর সব..., 💫🥰
25/01/2025

একের ভিতর সব..., 💫🥰

প্রতিটি নারী `মা’ ডাকটি শুনার জন্য উন্মুখ হয়ে থাকে। কারণ এই একটি মাত্র সম্পর্ক যেখানে স্বার্থের ঘোর টোপ নেই, নিষেধের বেড়...
23/01/2025

প্রতিটি নারী `মা’ ডাকটি শুনার জন্য উন্মুখ হয়ে থাকে। কারণ এই একটি মাত্র সম্পর্ক যেখানে স্বার্থের ঘোর টোপ নেই, নিষেধের বেড়াজাল নেই। খোলা হাওয়ার মত একরাশ স্নিগ্ধতা, ভালোলাগা, আদর আর মমতা। সৃষ্টিকর্তার পর যে ডাকটি বুকের ভিতর আনচান করে তা হচ্ছে মা’। যে কোন ভালো লাগায়, অর্জনে, অসুখে বিপদে কেবল একজনই আশ্রয়, মা’।
সন্তান যত কুৎসিত কদাকার অসুস্থই হোক মায়ের কাছে সে আদরের, মমতার, সাত রাজার ধন। কারণ সে মায়ের নাড়ি ছেঁড়া ভীষণ আরাধ্য একজন। মা’ কত কষ্ট করে একটি শিশুর জন্ম দেয় কিন্তু সন্তানের মুখ দেখা মাত্র কষ্ট ভুলে মুহূর্তেই বুকে তুলে নেয়। কত সাধনায়, কত যত্নে তাকে লালন- পালন করে। সন্তান কেবল মায়ের শরীরের অংশ নয় পুরো হৃদয়টা জুড়েই সে। তাই একমাত্র মা-ই পারে সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সুখ দুঃখ দূরে সরিয়ে রেখে অহর্নিশ সন্তানের মঙ্গল কামনায় দিন যাপন করতে। কারণ পৃথিবীর সবটুকু সুখ, পাওয়া আহরণ করে সে নিজের সন্তানকে দিতে চায়। একমাত্র সন্তানকে ঘিরেই তাঁর দিনযাপন, স্বপ্ন, সুখ, আনন্দ
.আমার Aarish 🥰


মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকুতে...
20/01/2025

মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকুতে এই ছোট্ট জানটা মায়ের থেকে খেয়ে খেয়ে মায়ের মাঝে বড় হতে থাকে। আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যথা, ফ্যাকাশে চোখ, ঠোঁট, খসখসে চামড়া, মুঠে মুঠে চুল পড়ে যাওয়া, নখ ভেংগে যাওয়া আর ভুলোমন, এলোমেলো মাথা আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর।

তাই প্রশ্ন করতে আসবেন না, যে মেজাজ এত খিটখিটে কেন?
কারণ দীর্ঘদিন আপনিও ও নির্ঘুম থাকেন , তারপর না হয় প্রশ্ন করেন।

ছোট ছোট উপহারগুলো সম্পর্ক গুলো আরো মজবুত করে তোলে। 😍তাই সাধ্যের মধ্যে প্রিয় মানুষদের উপহার দিন।🌹 ✨
20/01/2025

ছোট ছোট উপহারগুলো সম্পর্ক গুলো আরো মজবুত করে তোলে। 😍
তাই সাধ্যের মধ্যে প্রিয় মানুষদের উপহার দিন।🌹




Address

Jomidarhat
Dhaka
3628

Alerts

Be the first to know and let us send you an email when Nu saifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category