Mimo World

Mimo World 17 August ❤️


5:05 PM 🔐
(1)

Life Update 😩
11/12/2024

Life Update 😩

Lost in the beauty of the great outdoors !! 💚
10/12/2024

Lost in the beauty of the great outdoors !! 💚

Beuty of pink flowers 🩷
10/12/2024

Beuty of pink flowers 🩷

তাকে স্মরণে গোপণ রেখে বরাবরই অপ্রকাশিত থেকেছি।এমনকি আমি তাকে কখনোই অর্ধেকের বেশি পাইনি। 🌸
10/12/2024

তাকে স্মরণে গোপণ রেখে বরাবরই অপ্রকাশিত থেকেছি।
এমনকি আমি তাকে কখনোই অর্ধেকের বেশি পাইনি। 🌸

the beauty of cherry blossom 🌸🌸❤️
10/12/2024

the beauty of cherry blossom 🌸🌸❤️

Pink tulips 🌷
09/12/2024

Pink tulips 🌷

আমার মতো কেউ করেনি জীবনের নিদারুণ ক্ষয়আমার প্রাপ্তির খাতায় তোমার নামটি অন্তর্ভুক্ত নয়!
08/12/2024

আমার মতো কেউ করেনি জীবনের নিদারুণ ক্ষয়
আমার প্রাপ্তির খাতায় তোমার নামটি অন্তর্ভুক্ত নয়!

Purple tulip supremacy💜🌷
08/12/2024

Purple tulip supremacy💜🌷

যেদিন তুমি থাকবেনা সেদিন বরং তুমি আরো বেশী করেই থাকবে! সকালে ঘুম থেকে উঠে দাতঁ ব্রাশ করার জন্য টুথপেষ্ট বের করার সময় তুম...
08/12/2024

যেদিন তুমি থাকবেনা সেদিন বরং তুমি আরো বেশী করেই থাকবে! সকালে ঘুম থেকে উঠে দাতঁ ব্রাশ করার জন্য টুথপেষ্ট বের করার সময় তুমি থাকবে; দুপুরের খাবার দেরী করে খায় আমি;তুমি না থাকলেও একই থাকব; ঠান্ডা খাবার দেখলেই তোমাকে মনে পড়বে; সন্ধ্যায় তোমার কথা ভেবে নাহয় চা খাওয়ার অভ্যেসটা করেই ফেলব; রাত করে ঘরে ফিরে দেখব কেউ এখনো খবর নেইনি; খবর নেয়ার মত কেউ নেই ভাবতেই মন খারাপ হবে; কষ্ট হবে; রাতের সাথে কষ্ট বাড়তে থাকবে; খাওয়া হবে না; রাত তিনটায় না খেয়ে আছি ভেবে আরো কষ্ট হবে; নিজেকে মনে হবে পৃথিবীর সবচেয়ে একা মানুষ!

ফানুশ উড়িয়েছ কখনো? ফানুশ আমরা একসাথে যত বেশী উড়াই না কেন আকাশে গিয়ে তারা আর একসাথে থাকেনা! আলাদা হয়ে যায়! ফানুশ দূর থেকে দেখতে কি সু্ন্দর লাগে তাইনা? একদম আমার হাসিখুশী ছবিটার মত লাগে; তাই না বল? আমি হচ্ছি সেই সুন্দর ফানুশ! জ্বলতে জ্বলতে উড়ে যাচ্ছি! আর কখনোই ফিরবনা!

-❤️‍🩹

07/12/2024

কী অদ্ভুত এক মাস ডিসেম্বর। এইতো,গত ডিসেম্বরগুলোতে যারা ছিল তারা সবাই আছে এই ডিসেম্বরেও।সেই সাথে আছে ওইসব মানুষগুলোর শূন্যতা,যারা ফিরবে বলে আর ফেরে নি।যাদের আঁকড়ে ধরতে গিয়ে হারিয়ে ফেলেছি আজীবনের জন্য। যে মানুষগুলো হারিয়ে যায় তারা যে কখনোই আমাদের ছিল না,এটা বুঝতে ভীষণ সময় লাগে।কখনো কখনো ৩৬৫দিন কেটে যায় এই ভাবনায়।
ডিসেম্বর এবং জানুয়ারি, এই দুইমাসকে নিয়ে ভীষণ ভয় হয়।জানুয়ারি স্বপ্ন দেখায় আর ডিসেম্বর সেই স্বপ্ন ভেঙে গুড়িয়ে দেয়।আস্ত একটা বছর আমাদেরকে আমাদের যোগ্যতা বুঝিয়ে দেয়।বুঝিয়ে দেয়,চেয়ে কখনো মানুষ পাওয়া যায় না।কখনোই না।

-🌸

07/12/2024

বেঁচে থাকতে আমরা আর কোনদিন আমাদের গলার স্বর শুনতে পারবো না। অধিকার নিয়ে একে অন্যের হাত ধরতে পারবো না। ভোরের শিশিরে পা ফেলে হাটতে পারবো না।

আমরা আর চোখে চোখ রাখতে পারবো না। এবং পাশাপাশি খুড়া হবে না আমাদের কবর।

এই শোক জ্বলন্ত ভিসুভিয়াস বুকে পুঁতে রাখার মতো।

-🌸

07/12/2024

আমি অপরাধী!
কেননা আমি আমার সাথে অন্যায় হতে দেখেছি বহুবার এবং সহ্য করেছি সব সময়। আমি আমার অপরাধী, আমি হয়তো কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না! আমি চাইলেই নিজের শুভাকাঙ্ক্ষী হতে পারতাম, আমি চাইলেই আমার সাথে ঘটা অন্যায় -অবিচার এবং ভুল সংশোধন করতে পারতাম, আমি চাইলেই সব ঠিক থাকতো, আমি চাইলেই তো আমি ঠিক থাকতে পারতাম,আমি চাইলে আমার জীবনে এতো অসুখ -এতো অশান্তি -যন্ত্রণা থাকতো না, আমি চাইলে আমার জীবনে অঢেল সুখ থাকতো! সব কিছুর মূল তো আমি নিজেই এবং আজীবন এই অপরাধের শাস্তি ভোগ করতে হবে আমার। অথচ স্রষ্টা সব জানেন, সব শুনেন,বুঝেন এবং দেখেন। তিনি অপরাধের শাস্তি দিবেন অবশ্যই, তিনি তো আবার দয়ালু ভীষণ -যদি ক্ষমা করে দেন বলা যায় না! তবে এবার আমি চাই আমার সাথে ঘটা অন্যায়-অবিচারের শাস্তি যেন তিনি যথাযথ ভাবে দেন -ক্ষমা না করেন যাতে! "এই পৃথিবীর সকল অপরাধী যেন তাদের যোগ্য শাস্তি পায়"

🌸

10/11/2024

🙂

07/11/2024

Dad Side Cousin 🤝

02/10/2024

🇮🇱's situation rn: এ কি রণ বাজা বাজে ঘন ঘন!

01/10/2024

মায়ের সাথে ৫ মিনিট
হাসলে দুনিয়া সকল ডিপ্রশন কেটে যায়!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mimo World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category