নারীর আত্মকথা

নারীর আত্মকথা কেউ নারী হয়ে জন্ম নেয় না, বরং হয়ে ওঠে নারী!

Address

3/1 Sher Sha Suri Road, Mohammadpur
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when নারীর আত্মকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নারীর আত্মকথা:

Share

নারীর আত্মকথা

বিংশ শতাব্দীর ৮০-র দশক থেকেই দক্ষিণ এশিয় নারীবাদীরা গৃহভৃত্যদের ও বহুজাগতিক সংস্থায় কর্মরতা শ্রমিকদের কাজের আবহাওয়া নিয়ে, পারিবারিক নির্যাতন, বহু-বিবাহ, শিক্ষাক্ষেত্রে বৈষম্য ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলতে থাকে। ফিলিপিনসে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলিকে সরানোর জন্য ঐদেশের নারীবাদীরা সক্রিয় ভূমিকা নেয়। থাইল্যাণ্ডের নারীবাদীরা তাদের শক্তির অনেকাংশই ব্যয়িত করে সেদেশের বেশ্যাবৃত্তি নিরোধ এবং নারী পাচারের বিরুদ্ধে আন্দোলনে করে।

একটি বিষয় বাংলাদেশের নারীবাদীদের মাথায় রাখতে হবে যে, এশিয়ার নারীবাদের সঙ্গে পাশ্চাত্য নারীবাদের ফারাক রয়েছে, কারণ এশিয়ার নারীরা পাশ্চাত্য 'ফেমিনিজম '-এর অন্ধ অনুকরণ করে নি। এশিয়ার ফেমিনিজম বা নারীবাদকে পাশ্চাত্যবাসীরা সাধারণতঃ একটু অবজ্ঞার চোখেই দেখে। তাদের ধারনা যেখানে পারিবারিক নির্যাতন অহরহ ঘটছে, পণপ্রথা সমাজের একটা অঙ্গ, দেন মোহর প্রথা, নারীরা পুরুষের উপরেই নির্ভরশীল, অসংখ্য নারীর জীবন কাটছে চার-দেয়ালের মধ্যে, সেখানে আবার নারীবাদ কি ? কিন্তু এশিয়ার ইতিহাস পড়লে দেখা যাবে যে, পাশ্চাত্য-নারীবাদকে অনুকরণ না করলেও নারীদের অ্যাক্টিভিজম বা সক্রিয় ভূমিকার বহু উদাহরণ সেখানে রয়েছে।

বাংলাদেশের নারীরাও আজ পিছিয়ে পড়তে চায়না, নারীদের এই অলিখিত আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষের সমতা যা অনেকেই মনে করেন নারীবাদ এবং অবাস্তব সমতা। আসুন না হয় আমরা আরেকটিবার চেষ্টা করে দেখি এদেশের নারীদের না বলা কথাগুলো প্রকাশ করার।

লিখে ফেলুন আপনার কথা, পাঠিয়ে দিন আমাদের কাছে।

Nearby media companies