This BGM if Raanjhanaa will surely give you goosebumps!
আমাদের কাছে 'রানঝানা' এখনও আবেগের আরেক নাম। আনন্দ এল রাই, ধানুশ, এ আর রেহমান, হিমাংশু শর্মা- সবাই জুটি বেঁধে ফিরছেন আবার, সঙ্গে যোগ হচ্ছেন কৃতি শ্যানন; 'তেরে ইশক মে' নিয়ে প্রত্যাশার পাল্লা তাই যথেষ্ট ভারী!
Beautifully explained by Mr. Javed Akhtar! ❤️
এইতো সেদিন দেখেছিলাম সিনেমাটা! নামটা মনে পড়ে কি?
Are they planning to make a sequel? Or it's going to be re-released?
জিন্দেগি না মিলেগি দোবারার 'থ্রি মাস্কেটিয়ার্স' একসঙ্গে কী করছে?
Aditi you have our Heart 🤌❤️
🎞️ Yeh Jawaani Hai Deewani
📽️ Ayan Mukherjee
এই সিনেমাটা কেউ বাংলাদেশের হলে রিলিজ দেয়ার ব্যবস্থা করুন প্লিজ! 🙂
ছিপছিপে এক কিশোর, যে ষোল বছর বয়সেই আসতে চেয়েছিলো অভিনয়ের অনিশ্চিত জলরাশির মাঝখানে। আসুক সে মানুষটি, একা হাতে সংসারের ভার টানতে গিয়ে রেস্টুরেন্ট থেকে সিমেন্টের দোকান- বিচিত্র এক নাগরদোলার চড়াই-উতরাই যাকে ক্রমশই রূপান্তরিত করেছে পোড়খাওয়া অবয়বে। পর্দার সামনের যে মানুষটিকে আমরা 'তারকা' হিসেবে চিনি, তার গল্প কতটা সংগ্রামমুখর- সেটাই যেন পরিস্কার হয়ে ওঠে বিজয় সেথুপতির জার্নিতে...
শুভ জন্মদিন, বিজয় সেথুপতি! ❤️
No Land's Talk | Official Trailer
কয়েক বছর আগে ঢাকার বাড্ডায় গণপিটুনীতে নিহত হয়েছিলেন তাসলিমা বেগম রেণু নামের এক নারী। মর্মস্পর্শী সেই ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'নো ল্যান্ডস টক'। আগামী ১৭ ও ১৯ জানুয়ারি শর্টফিল্মটির দুটি প্রদর্শনী হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ও ১৯ জানুয়ারি শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বিকাল ৫:৩০ এর প্রদর্শনীতে দর্শকেরা উপভোগ করতে পারবেন রাশেদুল রনির নির্মিত এই ফিল্মটি।
দুজনের মধ্যে আসলেই কোনো ঝামেলা, নাকি কোনো কন্টেন্টের শুটিং?
শুটিং চলাকালীন প্রিতম আর নিশোর মাঝে রাগারাগি হওয়ার কারণ কি? কেউ কি বলতে পারেন?
তাহসানকে জংলি টিমের শুভকামনা
মুক্তির অপেক্ষায় থাকা 'জংলি' সিনেমায় প্রিন্স মাহমুদের সুরে গেয়েছেন তাহসান। সেই গানের মিউজিক দিয়েই তাহসানের জীবনের নতুন অধ্যায়ের শুভকামনা জানানো হলো সিনেমার টিমের পক্ষ থেকে!