এমন গল্পগুলো তুলে আনা ভীষণ প্রয়োজন!
ক্ল্যাইম্যাক্সটা সজোরে ধাক্কা দিলো বুকের ভেতর। সরলরৈখিক এই গল্পের পরিণতি যে এমন হতে পারে, সেটা বোঝা যায়নি কয়েক সেকেন্ড আগেও। শরীরের অসুখ তো পথ্যে সেরে যায়, কিন্তু প্রকৃতির বুকে দিনের পর দিন যে ক্ষত তৈরি করে চলেছি আমরা, সেই ক্ষত সারানোর তো কোন পথ্যি নেই, নেই কোন চিকিৎসাও। তবু বোধহয় আমরা একটু সচেতন হলে এই ধরণীকে বাঁচানো যায়, খানিকটা স্বস্তি দেয়া যায় তাকে।
মাহাথির স্পন্দন তার নির্মাণের মাধ্যমে একটা বার্তা দেয়ার চেষ্টা করেন বরাবরই। এই গল্পটাও তার ব্যতিক্রম হয়নি। বরং অনন্য হয়ে উঠেছে; এই গল্পটা আগে এমন সাদাসিধে ভঙ্গিমায় কেউ বলেনি বলে। যে প্রকৃতির বুকে আমরা টিকে আছি, সেই প্রকৃতি না বাঁচলে যে আমাদের অস্তিত্ব বিলীন হবে, সেই সহজ সত্যিটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্যেও এই গল্পটা স্পেশাল হয়ে থাকবে। শিশুতোষ খেলার মধ্যে দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে
ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি মিলিয়ে আফরান নিশো অনেক চরিত্রেই অভিনয় করেছেন। কিন্তু দ্বিধাহীনভাবে বলা যায়, এসব চরিত্রের মধ্যে জনপ্রিয়তার নিরিখে 'রাফসান হক' এর ধারেকাছেও নেই কেউ। রাফসান হক- যার মস্তিষ্ক অতিশয় প্রখর, যিনি নিপাট ধুরন্ধরও। তিনি এমনই কুটিল মানুষ, যিনি প্রতিপক্ষকে নাকাল করতে কষতে পারেন নানা রকম অভিনব প্যাঁচও। যার মগজের গলিঘুঁপচি এতটাই সূক্ষ্ম, যা গড়পড়তা মানুষকে হতবুদ্ধি করে বরাবরই।
ভিকি জাহেদের 'পুনর্জন্ম ইউনিভার্স' এর নানা প্রসঙ্গ নিয়ে বহুবিধ অম্লমধুর কথা বলা গেলেও 'রাফসান হক'কে নিয়ে আলাদা করে চাপানউতোর এর সুযোগ থাকে না মোটেও। এ চরিত্রের ব্যাপ্তি-বিস্তার এতটাই দারুণ এবং গোটা চরিত্রজুড়ে আফরান নিশোর এমনই জমিয়ে অভিনয়, তা দর্শককে তৃপ্ত করে। যে তৃপ্তি থেকেই মূলত দর্শক স্বীকার করতে বাধ্য হয়-
"নাটক ভালো হতে পারে, মন্দও হতে পারে, কিন্তু রাফসান
শুধু 'আপা'র জায়গায় 'স্যার' হয়ে গেছে! 😉
840: A Political Satire by Mostofa Sarwar Farooki - Trailer
পলিটিক্যাল স্যাটায়ার জনরায় '৪২০' ছিল বাংলাদেশের 'বেস্ট এভার' কন্টেন্ট। ঘুণে ধরা সমাজের অপরাজনীতি আর ক্ষমতার কূটকৌশলকে এমন সুকৌশলে পর্দায় তুলে এনেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, সেটা আজও অতুলনীয় এক উদাহরণ হয়ে আছে! সেই ফারুকীই এবার ফিরছেন '৮৪০' নিয়ে, এই কন্টেন্টের জনরাও একই- পলিটিক্যাল স্যাটায়ার! সংলাপ আগের মতোই তীক্ষ্ম, রসাত্মক, একই সঙ্গে তীর্যকও; পাশাপাশি অভিনেতাদের নামগুলোও দারুণ কিছুর আশা জাগাচ্ছে! বড় এবং ছোট পর্দায় '৮৪০' মুক্তি পাবে খুব শিগগিরই!
আমাদের নস্টালজিয়ার একটা বড় অংশ ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ৪২০। বাংলাদেশে এই মাপের পলিটিক্যাল স্যাটায়ার কন্টেন্ট আজও নির্মিত হয়নি! সেই ৪২০ এর সিক্যুয়েল আসছে এবার!
This is Cinema! ❤️
🎬 Meiyazhagan
📽️ C. Prem Kumar
📺 Netflix
Life lessons! 👌
🎬 Luck by Chance
📽️ Zoya Akhter
🕓 2009
'তামাশা' সিনেমার এই দৃশ্যটা অদ্ভুত রকমের কষ্ট দেয় মনে। বেদের নিজেকে হারিয়ে ফেলার কষ্ট, পরিস্থিতি আয়ত্বে রাখতে না পারা তারার অসহায়ত্বের কষ্ট- দুটো মিলেমিশে যেন পাহাড়সম হয় এই জায়গাটায়! 💔
Couldn't agree more! 🤷♂️
Vidya Balan, known for her Bollywood roles, surprises us with her love for Bengali culture. In a heartwarming video with Rajesh Sharma, she recites the iconic Sukumar Roy poem 'Soth-patro'. Her heartfelt rendition, though not perfect, showcases her deep connection to the Bengali language and literature. It's a beautiful reminder that language and art transcend boundaries, always. ❤️