সিনেগল্প - Cinegolpo

সিনেগল্প - Cinegolpo সেলুলয়েডের সব গল্প তো আর অল্প না! দারুণ সব গল্প জানাতেই এসেছে সিনেগল্প।

Spider-man 🤝 Stree
09/12/2024

Spider-man 🤝 Stree

🎞️ কাইজার📽️ তানিম নূর💻 হইচই
09/12/2024

🎞️ কাইজার
📽️ তানিম নূর
💻 হইচই

বরুণ ধাওয়ানের 'বেবি জন' সিনেমায় ক্যামিও দেবেন সালমান খান! 🔥
09/12/2024

বরুণ ধাওয়ানের 'বেবি জন' সিনেমায় ক্যামিও দেবেন সালমান খান! 🔥

09/12/2024

ক্ল্যাইম্যাক্সটা সজোরে ধাক্কা দিলো বুকের ভেতর। সরলরৈখিক এই গল্পের পরিণতি যে এমন হতে পারে, সেটা বোঝা যায়নি কয়েক সেকেন্ড আগেও। শরীরের অসুখ তো পথ্যে সেরে যায়, কিন্তু প্রকৃতির বুকে দিনের পর দিন যে ক্ষত তৈরি করে চলেছি আমরা, সেই ক্ষত সারানোর তো কোন পথ্যি নেই, নেই কোন চিকিৎসাও। তবু বোধহয় আমরা একটু সচেতন হলে এই ধরণীকে বাঁচানো যায়, খানিকটা স্বস্তি দেয়া যায় তাকে।

মাহাথির স্পন্দন তার নির্মাণের মাধ্যমে একটা বার্তা দেয়ার চেষ্টা করেন বরাবরই। এই গল্পটাও তার ব্যতিক্রম হয়নি। বরং অনন্য হয়ে উঠেছে; এই গল্পটা আগে এমন সাদাসিধে ভঙ্গিমায় কেউ বলেনি বলে। যে প্রকৃতির বুকে আমরা টিকে আছি, সেই প্রকৃতি না বাঁচলে যে আমাদের অস্তিত্ব বিলীন হবে, সেই সহজ সত্যিটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্যেও এই গল্পটা স্পেশাল হয়ে থাকবে। শিশুতোষ খেলার মধ্যে দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে অ্যাড্রেস করার কারণেও এই গল্পটা পৌঁছে গেছে একটা বাড়তি উচ্চতায়। সেই অন্তর্নিহিত বার্তাটা আমরা বুঝতে পারছি তো?

🔥🔥
09/12/2024

🔥🔥

🎞️ S*x Education
09/12/2024

🎞️ S*x Education

Age is just a number! ❤️
09/12/2024

Age is just a number! ❤️

নন হলিডে, নন ফেস্টিভ্যাল রিলিজ, তবুও বক্স অফিসে নতুন করে কালেকশানের ইতিহাস লিখছে পুষ্পা-২!
09/12/2024

নন হলিডে, নন ফেস্টিভ্যাল রিলিজ, তবুও বক্স অফিসে নতুন করে কালেকশানের ইতিহাস লিখছে পুষ্পা-২!

🪓🔥
09/12/2024

🪓🔥

08/12/2024

ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি মিলিয়ে আফরান নিশো অনেক চরিত্রেই অভিনয় করেছেন। কিন্তু দ্বিধাহীনভাবে বলা যায়, এসব চরিত্রের মধ্যে জনপ্রিয়তার নিরিখে 'রাফসান হক' এর ধারেকাছেও নেই কেউ। রাফসান হক- যার মস্তিষ্ক অতিশয় প্রখর, যিনি নিপাট ধুরন্ধরও। তিনি এমনই কুটিল মানুষ, যিনি প্রতিপক্ষকে নাকাল করতে কষতে পারেন নানা রকম অভিনব প্যাঁচও। যার মগজের গলিঘুঁপচি এতটাই সূক্ষ্ম, যা গড়পড়তা মানুষকে হতবুদ্ধি করে বরাবরই।

ভিকি জাহেদের 'পুনর্জন্ম ইউনিভার্স' এর নানা প্রসঙ্গ নিয়ে বহুবিধ অম্লমধুর কথা বলা গেলেও 'রাফসান হক'কে নিয়ে আলাদা করে চাপানউতোর এর সুযোগ থাকে না মোটেও। এ চরিত্রের ব্যাপ্তি-বিস্তার এতটাই দারুণ এবং গোটা চরিত্রজুড়ে আফরান নিশোর এমনই জমিয়ে অভিনয়, তা দর্শককে তৃপ্ত করে। যে তৃপ্তি থেকেই মূলত দর্শক স্বীকার করতে বাধ্য হয়-

"নাটক ভালো হতে পারে, মন্দও হতে পারে, কিন্তু রাফসান হকের রান্না খারাপ হতেই পারে না!"

আফরান নিশো আসছেন 'দাগি' নিয়ে!
08/12/2024

আফরান নিশো আসছেন 'দাগি' নিয়ে!

❤️✨
08/12/2024

❤️✨

এক 'অ্যানিমেল' রাতারাতি পপুলার তারকায় পরিণত করেছে তৃপ্তি দিমড়িকে! আইএমডিবির লিস্ট অনুযায়ী তৃপ্তি জনপ্রিয়তায় পেছনে ফেলেছে...
08/12/2024

এক 'অ্যানিমেল' রাতারাতি পপুলার তারকায় পরিণত করেছে তৃপ্তি দিমড়িকে! আইএমডিবির লিস্ট অনুযায়ী তৃপ্তি জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন দিপীকা পাড়ুকোন, শাহরুখ খানের মতোন তারকাদেরও!🤔

তিনদিনে হিন্দি বক্স অফিসে পুষ্পা-২ এর নেট কালেকশান ২০৫ কোটি রূপি! মাত্র তিনদিনে দুইশো কোটির ক্লাবে ঢুকে যাওয়া প্রথম সিনে...
08/12/2024

তিনদিনে হিন্দি বক্স অফিসে পুষ্পা-২ এর নেট কালেকশান ২০৫ কোটি রূপি! মাত্র তিনদিনে দুইশো কোটির ক্লাবে ঢুকে যাওয়া প্রথম সিনেমা এটি! 🔥

Right! 💯
08/12/2024

Right! 💯

হুমায়ূন ফরীদির অন্ধভক্ত তিনি, ফরীদিকে তিনি আইডল হিসেবে মানেন, চরিত্রের ভেতরে ঢোকার জন্য তিনি যে কোনো কিছু করতে রাজি। নাট...
08/12/2024

হুমায়ূন ফরীদির অন্ধভক্ত তিনি, ফরীদিকে তিনি আইডল হিসেবে মানেন, চরিত্রের ভেতরে ঢোকার জন্য তিনি যে কোনো কিছু করতে রাজি। নাটকে প্রায় সব ধরনের এক্সপেরিমেন্টই করে ফেলেছেন, অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। ওয়েব কন্টেন্টেও মাতিয়েছেন দর্শককে, দেখিয়েছেন প্রতিভার ঝলক। নিজের প্রথম সিনেমা 'সুড়ঙ্গ' দিয়েও বড় পর্দায় রাজকীয় অভিষেক করেছেন। তিনি আফরান নিশো, এই প্রজন্মের সেরা অভিনেতাদের কাতারে যার নামটা শুরুর দিকেই উচ্চারিত হবে।

ক্যারিয়ারে অজস্র ভালো পারফরম্যান্স আছে তার। নাটকে তিনি রহস্যময় রাঁধুনি রাফসান হক হয়ে ওঠেন, ওয়েব কন্টেন্টে পরিণত হন দ্যুঁদে গোয়েন্দায়, বা গেম আসক্ত এক হোমিসাইড ডিটেক্টিভে। অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত এক যুবকের চরিত্রে অসাধারণ অভিনয় করে তিনি মুগ্ধ করেন আমাদের। স্ত্রী'র ধোঁকা খেয়ে যিনি খুড়ে ফেলেন সুড়ঙ্গ! এই অল্প সময়ে এত ধাঁচের এত চরিত্র এমন অসাধারণভাবে ফুটিয়ে তোলাটা শুধু তার পক্ষেই সম্ভব!

শুভ জন্মদিন আফরান নিশো! অভিনয়ের জাদুতে আরও বেশি আবিষ্ট করে রাখবেন আমাদের, এমনটাই চাওয়া... ❤️

07/12/2024

শুধু 'আপা'র জায়গায় 'স্যার' হয়ে গেছে! 😉

😳🔥
07/12/2024

😳🔥

Address

House 37, Flat 5B, Block D, Road 6, Niketon
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when সিনেগল্প - Cinegolpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিনেগল্প - Cinegolpo:

Videos

Share


Other News & Media Websites in Dhaka

Show All